Posts

রোহিঙ্গাদের সহায়তায় ১৫ লাখ ডলার দেবে দক্ষিণ কোরিয়া /অনলাইন ডেস্ক/ইত্তেফাক/ইউবি

Image
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য জরুরি ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া ১৫ লাখ ডলার মানবিক সহায়তা দেবে।  বাংলাদেশে কোরিয়ার রাষ্ট্রদূত অ্যান সিওং দো বুধবার জানান, এই সহায়তা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর মাধ্যমে দেয়া হবে। কোরিয়ান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, এই সহায়তা রাখাইনে সন্ত্রাসের শিকার হওয়া শরণার্থীদের দুর্দশা লাঘবে ভূমিকা রাখবে। তিনি, মিয়ানমারের রাখাইন রাজ্যে নিপীড়নের পর বাংলাদেশে আশ্রয় নিতে রোহিঙ্গাদের যে ঢল নেমেছে তাতে দক্ষিণ কোরিয়া গভীরভারে উদ্বিগ্ন। এসব শরণার্থীদের আন্তর্জাতিক যে কোনো সমর্থন দেয়ার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া স্পষ্টত বাংলাদেশের সঙ্গে থাকবে। বাসস ইত্তেফাক/ইউবি

রোহিঙ্গাদের সহায়তায় ২৬২ কোটি টাকা দেবে যুক্তরাষ্ট্র /অনলাইন ডেস্ক/ইত্তেফাক/সাব্বির

Image
মিয়ানমার রাখাইন রাজ্যে সংঘটিত সহিংসতা এড়াতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জরুরী মানবিক সহায়তা প্রদানের জন্য যুক্তরাষ্ট্র অতিরিক্ত প্রায় ৩২ মিলিয়ন ডলার (২৬২.৩ কোটি টাকা) প্রদান করবে। নিউইয়র্কে অনুষ্ঠিত ৭২তম জাতিসংঘের সাধারণ অধিবেশনে যুক্তরাষ্ট্র এই সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে। মার্কিন দূতাবাস ঢাকা থেকে পাঠানো প্রেস রিলিজে বলা হয়, এই কঠিন মানবিক সঙ্কটে বাংলাদেশের উদারতা  এবং বিপদগ্রস্ত মানুষকে সাহায্য পৌঁছে দিতে চলমান প্রচেষ্টার জন্য দেশটিকে আমরা অভিনন্দন জানাই। স্থানীয় আশ্রয় প্রদানকারী এবং  যারা রাখাইন রাজ্যে অভ্যন্তরীনভাবে উচ্ছেদের স্বীকার হয়েছে তারাও এই সহায়তায় অন্তর্ভুক্ত থাকবে। নতুন ঘোষিত এই তহবিলের ফলে চলতি ২০১৭ অর্থবছরে মিয়ানমারের অভ্যন্তরে বাস্তুচ্যুত ব্যক্তি ও এই অঞ্চলে দেশটি থেকে আগত শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্র প্রদত্ত সহায়তার পরিমাণ দাঁড়াল প্রায় ৯৫ মিলিয়ন ডলারে। এই তহবিল রোহিঙ্গা জনগোষ্ঠীর অবর্ণনীয় দুর্দশা মোচনে ও তাঁদের জরুরি মানবিক সহায়তার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতিফলন।   প্রেস রিলিজে বলা হয়, শত শত শরণার্থীর এই স্রোতের ফল...

অস্ত্র রফতানি নীতি আরও সহজ করছে আমেরিকা /অনলাইন ডেস্ক/ বিডি প্রতিদিন

Image
আমেরিকার রফতানি আয়ের বড় উৎসগুলোর একটি অস্ত্র। এবার বিশ্বের বিভিন্ন দেশের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি আরও সহজ করছে ট্রাম্প প্রশাসন। বুধবার এক খবরে এ তথ্য জানিয়েছে রয়র্টার্স। মার্কিন প্রশাসনের নতুন এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আরও সহজে বিদেশী ক্রেতাদের কাছে রাইফেল, গোলাবারুদসহ ছোট আকারের বিভিন্ন অস্ত্র বিক্রি করতে পারবে দেশটির অস্ত্র উৎপাদকরা। আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ত্র বিক্রির বিষয়টি দেখাশুনা করে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, বেসামরিক অস্ত্র বিক্রির বিষয়টি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাণিজ্য মন্ত্রণালয়ের হাতে তুলে দেয়ার পরিকল্পনা নিয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়ন হলে আমেরিকার অস্ত্র বাণিজ্য আরও সহজ হবে।  বিডি প্রতিদিন/২০ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা

ইনস্টাগ্রাম পোস্টের সূত্র ধরে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী গ্রেফতার /অনলাইন ডেস্ক/বিডি প্রতিদিন

Image
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম পোস্টের সূত্র ধরে আমেরিকার টেক্সাসে এক মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। ১৮ বছর বয়সী ওই সন্ত্রাসীর নাম ক্রিস্টোফার রিকার্ডো গঞ্জালেস। সে টেক্সাসে কুখ্যাত সন্ত্রাসী বাহিনীর হয়ে কাজ করতো। ক্রিস্টোফারকে এখন লস অ্যাঞ্জেলেসের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। গতকাল মঙ্গলবার ইনস্টাগ্রামে নিজের একটি ভিডিও পোস্ট করেছিলেন ক্রিস্টোফার রিকার্ডো গঞ্জালেস। সেখানে দেখানো অস্ত্রের সূত্র ধরেই তার অবস্থান ট্র্যাক করা হয়। সূত্র : লস অ্যাঞ্জেলেস টাইমস বিডি প্রতিদিন/২০ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা

সিসিটিসিকে স্বতন্ত্র ইউনিট ঘোষণা /অনলাইন ডেস্ক/বিডিপ্রতিদিন

Image
পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমকে (সিসিটিসি) স্বতন্ত্র  ইউনিট হিসেবে ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার পুলিশ সদর দপ্তরের (মিডিয়া) জনসংযোগ কর্মকর্তা এআইজি সোহেলী ফেরদৌস সিসিটিসিকে স্বতন্ত্র  ইউনিট হিসেবে ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিসিটিসিকে একটি স্বতন্ত্র ইউনিট হিসেবে ঘোষণা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। তবে এটি এখনও হাতে এসে পৌঁছায়নি। এই ইউনিটে শুধুমাত্র পুলিশ সদস্যদের নিয়ে গঠিত হবে।    ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ শাখা হিসেবে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট গঠিত হয়। গঠনের পর থেকে জঙ্গি অভিযানসহ বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদান রাখছে সিসিটিসি। এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম।   সংস্থাটি কাউন্টার টেরোরিজম বিভাগ, সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ, ক্রাইমসিন ম্যানেজমেন্ট বিভাগ ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের এই চার ভ...

নির্ঘুম রোহিঙ্গা ক্যাম্প/বিডি-প্রতিদিন

Image
উখিয়ায় কুতুপালংয়ে গতকাল ক্যাম্পে রোহিঙ্গারা। সড়কের পাশে ধানখেতের মাচায় জায়গা মিলিছে অনেকের —রোহেত রাজীব রাত নামলে শুধুই কান্নার শব্দ, মশা-মাছি বৃষ্টির দুর্ভোগ, গাড়ির আলো দেখলেই ত্রাণের আশায় ছোটাছুটি মাহমুদ আজহার, রফিকুল ইসলাম ও ফারুক তাহের, উখিয়া (কক্সবাজর) থেকে তখন রাত পৌনে ৩টা। ধুমছে বৃষ্টি হচ্ছিল উখিয়ার বিস্তীর্ণ পাহাড়ি এলাকাজুড়ে। বাইরে থেকে দেখা যায় রোহিঙ্গা ক্যাম্পগুলো সুনসান নীরব, নিস্তব্ধ। বাইরে ঝিঁঝি পোকা আর সমুদ্রের গর্জন স্পষ্টই বোঝা যাচ্ছিল। কিন্তু ক্যাম্পের ভিতরে অন্য চিত্র। শিশুদের কান্না, তাঁবুর ছাউনি চুইয়ে পড়া পানির টুপটুপ শব্দ, মশা-মাছির আনাগোনায় অনেক শরণার্থীই নির্ঘুম রাত কাটাচ্ছিলেন। কেউ বা তাঁবুর ওপরে জমে থাকা পানি ফেলে দেওয়ায় ছিলেন ব্যস্ত। থেমে থেমে ভেসে আসছিল অসুস্থ রোগীদের গোঙানি আর হাঁচি-কাশির শব্দ— এমনই এক চিত্র দেখা গেল কুতুপালংয়ে সরকারের বরাদ্দ দেওয়া নতুন শরণার্থী শিবিরে। দুই পাহাড়ের পাদদেশে থাকা এই ক্যাম্পের চারটি তাঁবুতে শতাধিক রোহিঙ্গাকে দেখা গেল, কেউ আধশোয়া, কেউ বসে কিংবা কোনো নারী বাচ্চাকে বুকে আগলে ধরে আছেন। কেউ বা বুকের দুধও খাওয়াচ্ছিলেন শিশু...

বাবাকে মদ খাইয়ে দিনের পর দিন মেয়েকে 'ধর্ষণ'/ অনলাইন ডেস্ক/বিডি প্রতিদিন

Image
                                                                  প্রতীকী ছবি ভারতের উত্তর চব্বিশ পরগনার পুলিশ সুপারের অফিসের কাছেই বাবাকে মদ খাইয়ে বেহুঁশ করে মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবারই বন্ধুদের বিরুদ্ধে। বারাসাতের দ্বিজহরি দাস কলোনি থেকে গ্রেফতার অভিযুক্ত বাবারই তিন বন্ধু। মা নেই। স্ত্রী মারা যাওয়ার পর থেকেই নেশাগ্রস্ত হয়ে প্রায়ই মাতাল হয়ে থাকত বাবা। বছর ১৩ মেয়েটির অভিযোগ, মা মারা যাওয়ার পর বাড়িতেই মদের আসর বসাত বাবার তিন বন্ধু। বাবাকে মদ খাইয়ে বেহুঁশ করে বাবার ওই তিন বন্ধু তাকে দিনের পর দিন পালা করে ধর্ষণ করত বলেও অভিযোগ! অভিযোগ পেয়ে সোমবার রাতেই পুলিশ শ্যামল সাহা ও সঞ্জিত দাস নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। অপর অভিযুক্ত বাবু দাস নামে বছর পঁয়তাল্লিশের এক দোকানদারকে মঙ্গলবার সকালে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। ভাঙচুর করা তার দোকান। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ও পকসো...