Posts

বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার আহ্বান জানিয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব/ ইত্তেফাক রিপোর্ট

Image
বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার রক্ষা এবং জঙ্গি গোষ্ঠীর উত্থান ঠেকাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন কংগ্রেস। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে দ্বিদলীয় এক প্রস্তাবে এই আহ্বান জানানো হয়েছে। ভারতের দ্য ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে বুধবার প্রস্তাবটি উত্থাপন করা হয়। এটি উত্থাপন করেন কংগ্রেসের হিন্দু সদস্য তুলসি গ্যাবার্ড। প্রস্তাবে বাংলাদেশকে রাজনৈতিক পরিস্থিতি তুলে গ্যাবার্ড বলেন, দেশটির স্থিতিশীলতা নিয়ে বিশেষ করে, গত বছরের নির্বাচন এবং এর ধারাবাহিকতায় সংঘটিত রাজনৈতিক সহিংসতার পর থেকে নানা উদ্বেগ রয়েছে। বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার ইস্যুতে আমি বিশেষভাবে উদ্বিগ্ন। কারণ সংখ্যালঘুদের ওপর হামলায় জড়িতদের প্রায়ই শাস্তি হয় না। তিনি বলেন, সংখ্যালঘুদের উপর হামলার উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষার দায়িত্ব বাংলাদেশ      সরকারের। এ সময় কংগ্রেস সদস্য ম্যাট স্যামন বলেন, এ প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশকে অহিংস পন্থায় গণতান্ত্রিক চর্চা ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সহিংসতা ও...

রোহিঙ্গা সঙ্কট নিরসনে বাংলাদেশ-মিয়ানমার সংলাপ চায় চীন/ অনলাইন ডেস্ক/

Image
রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যে সংলাপ চায় চীন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক বৈঠকে চীন এ তাগিদ দেয়। এ ব্যাপারে মঙ্গলবার এক সংবাদ বিবৃতিতে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ‘চীন চায় মিয়ানমার ও বাংলাদেশ সংলাপ এবং সমঝোতার ভিত্তিতে রোহিঙ্গা সমস্যার সমাধান করুক। ’ খবর: এএফপি ও দ্য স্ট্রেইটস টাইমসের। জাতিসংঘ মহাসচিবকে চীনা পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারের জাতীয় নিরাপত্তা বজায় রাখা ও যেকোনো সহিংস সন্ত্রাসী হামলা ঠেকানোর ক্ষেত্রে দেশটির প্রচেষ্টাকে সমর্থন করে চীন। তিনি আশা করেন, খুব শিগগিরই রাখাইনের ‘সংঘাতের আগুন’ নিভে যাবে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আরও বলেন, চীন বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গা শরণার্থীদের ব্যাপারে সহানুভূতিশীল এবং শিগগিরই সেখানে মানবিক সাহায্য পাঠাবে। উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাতে রাখাইনে পুলিশ স্টেশন, সেনা ঘাঁটি ও সীমান্ত চৌকিতে হামলা চালায় এআরএসএ। রোহিঙ্গা বিদ্রোহীদের এ হামলার পর নতুন করে সেনা অভিযান শুরু হয়। এ সেনা অভিযানে নারী ও শিশুসহ অসংখ্য রোহিঙ্গা নিহত হয়। জীবন বাঁচাতে গ্রাম ছেড়ে বাংলাদেশ সীমান্তে আশ্রয় নে...

ইসরাইলের বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থায়ী ঘাঁটি /অনলাইন ডেস্ক/বিডি-প্রতিদিন

Image
ইসরাইলে স্থায়ী সামরিক ঘাঁটি উদ্বোধন করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বিমান বাহিনীর একটি ঘাঁটির ভেতরে নিজেদের স্থায়ী ঘাঁটি স্থাপন করেছে মার্কিনবাহিনী। সোমবার দিমোনা ও ইরুচাম শহরের পশ্চিমে ইসরাইলের মাশাবাবিম বিমান ঘাঁটিতে এর উদ্বোধন হয়। যৌথভাবে ঘাঁটিটির উদ্বোধন করেন ইসরাইলের বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল জেভিকা হাইমোভিচ এবং মার্কিন সেনাবাহিনীর মেজর জেনারেল জন গ্রোনস্কি। এ ব্যাপারে জেনারেল হাইমোভিচ বলেন, ইসরাইলের কোনো ঘাঁটিতে এবারই প্রথম মার্কিন পতাকা উড়ছে। ক্ষেপণাস্ত্র হামলার হুমকির বিরুদ্ধে তেল আবিবকে বাড়তি নিরাপত্তা দেবে এ ঘাঁটি। এছাড়া হাইমোভিচ স্বীকার করেন, বিমান প্রতিরক্ষা ক্ষেত্রে তেলআবিব-ওয়াশিংটনের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় থাকায় ইসরাইলি বিমান প্রতিরক্ষা স্কুলের ভেতর মার্কিন সেনাবাহিনীর প্রথম স্থায়ী ঘাঁটি স্থাপন করা হলো। রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকির বিরুদ্ধে মার্কিন ঘাঁটি ইসরাইলে নিরাপত্তার আরেকটি স্তর যোগ করেছে বলেও উল্লেখ করেন তিনি।   জানা গেছে, ঘাঁটিতে কয়েক ডজন মার্কিন সেনাও মোতায়েন করা হবে এবং ইউরোপে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর কমান্ড বা ইউকোম ‘ঘাঁটির ভ...

ভারতে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে আলোচনা করতে চায় বিএসএফ/বিডি প্রতিদিন

Image
ভারতে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে আলোচনা চায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহেই দিল্লিতে বিএসএফ-বিজিবি ডিজি পর্যায়ের বৈঠক হতে চলেছে। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত থাকবে বিজিবি'র ডিজি আবুল হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দল এবং ভারতের নেতৃত্বে থাকবেন বিএসএফ ডিজি কে.কে.শর্মা। ভারতের শঙ্কার কারণ সীমান্ত দিয়ে আরও বেশি সংখ্যায় রোহিঙ্গারা পশ্চিমবঙ্গ ও উত্তরপূর্ব রাজ্যগুলিতে প্রবেশের চেষ্টা করছে। সেই বিষয়টি বাহিনীর ডিজি পর্যায়ের বৈঠকে বাংলাদেশকে জানাতে চায় ভারত। বিষয়টি নিশ্চিত করে বিএসএফ ডিজি কে.কে.শর্মা জানান, বিজিবি'র সঙ্গে বৈঠকে আমরা রোহিঙ্গা ইস্যুটিকে তুলতে চাই। এখন দেখা যাক তারা কিভাবে এতে সাড়া দেয়। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ভারতে অনুপ্রবেশ করা ৪০ হাজার রোহিঙ্গাদের বেশিরভাগই ২০১২-১৩ সালে প্রবেশ করেছে। রাখাইন প্রদেশে নতুন করে সহিংসতার কারণে গত তিন সপ্তাহে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় ৪ লাখ রোহিঙ্গা। এর আগেও বিভিন্ন সময়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যাও প্রায় ৪ লাখের কাছাকাছি। এই প্রেক্ষিতে ...

পাহাড়ে পাহাড়ে রোহিঙ্গা ঢল

Image
মাহমুদ আজহার, রফিকুল ইসলাম রনি ও ফারুক তাহের, তুমব্রু ও কুতুপালং থেকে উখিয়ার কুতুপালং থেকে টেকনাফের মুছনী পর্যন্ত ছোট-বড় শতাধিক পাহাড়ে ঢল নেমেছে রোহিঙ্গার। এরই মধ্যে বন বিভাগের অন্তত ২৫ হাজার একর ভূমিতে আশ্রয়শিবির গেড়েছে তারা। যদিও কুতুপালং ও বালুখালীতে বন বিভাগের বরাদ্দ ২ হাজার একর। বন বিভাগের অধিকাংশ ভূমিই পাহাড়ি। এখনো আরাকান থেকে রোহিঙ্গা অনুপ্রবেশের স্রোত থামেনি। প্রতিদিনই বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আসছে। বন বিভাগের কর্মকর্তারা বলছেন, ‘যেভাবে তারা আসতে শুরু করেছে, তাতে শিগগিরই ৩০-৪০ হাজার একর বনভূমিতে রোহিঙ্গাদের তাঁবু টানানো হতে পারে। এরই মধ্যে আশ্রয় নেওয়া পাহাড়গুলো বেশ খোঁড়া হয়েছে। নিধন করা হয়েছে গাছপালা ও লতাগুল্ম। যেভাবে বনভূমি উজাড় করা হচ্ছে তাতে পাহাড়ধসের শঙ্কাও রয়েছে। কিছু দিন আগে পাহাড়ধসে তিন রোহিঙ্গার মৃত্যুও হয়েছে। ’ গতকাল বান্দরবানের তুমব্রু এলাকার তিনটি পাহাড় সরেজমিনে ঘুরে দেখা যায়, তিনটি পাহাড়ই ন্যাড়া করে ফেলা হয়েছে। সব গাছপালা কেটে তাঁবু টানানো হয়েছে। এখনো পাহাড় কেটে বসতি তৈরির কাজ চলছে। আঞ্জুমানপাড়া, নাইক্ষ্যংছড়ির বড় ছনখোলা, বাইশারি, আশার ...