Posts

খবরঃ জিহাদের ডাক দিয়ে প্রাক্তন বাংলা চলচ্চিত্রের নায়ক ওমর সানী ভাই এর স্টাটাস।

Image
নীড়পাতা  »  ব্লগসমূহ  »  মৃত কালপুরুষ এর ব্লগ খবরঃ জিহাদের ডাক দিয়ে প্রাক্তন বাংলা চলচ্চিত্রের নায়ক ওমর সানী ভাই এর স্টাটাস। লিখেছেন:  মৃত কালপুরুষ  —  শনি, 09/09/2017 - 15:17 খবরঃ জিহাদের ডাক দিয়ে প্রাক্তন বাংলা চলচ্চিত্রের নায়ক ওমর সানী ভাই এর স্টাটাস। এই বিষয়ে প্রতিক্রিয়া জানানো প্রয়োজন মনে করি। এমনিতেই ধার্মিক ভায়েদের মাথা গরম থাকে সব সময়। এর উপর আবার উমর সানী ভাই আপনিও পারেন দেখছি পিঠ বাচাতে। আমাদের মৌসুমি আপাকে কোনদিন দেখিনা উল্টাপাল্টা স্টাটাস বা মাথা মোটা টাইপের কথা বলতে। আপনার বিশাল ফ্যানক্লাব এর ফ্যান বাহিনীর মধ্যে যারা একটু সুশিক্ষায় শিক্ষিত বাঙ্গালি আছে, তারা নিশ্চয় বুঝতে পেরেছে আপনার এই জাতীয় স্টাটাস এর উদ্দেশ্য কি। কোরবানির পশু বা পশুর টাকা আর বন্যাদুর্গত মানুষের উদ্দেশ্য নিয়ে করা উক্তিতে আপনি যে সন্ত্রাসীদের রোষানল এ পড়েছিলেন তার থেকে নিজের পিঠ বাচানোর জন্য এর চেয়ে বড় স্টাটাস আর কি হতে পারে। ওমর সানী, হ্যাঁ সেই নায়িকার হাসবেন্ড এবং বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক অবিচ্ছেদ্য নাম তিনি। কিছুদিন আগে পশু হত্যার উদ্দেশ্য ...

আর্মেনিয়ান গণহত্যাঃ তুরুস্কের বর্বরতা

Image
নীড়পাতা  »  ব্লগসমূহ  »  মেইল ট্রেন এর ব্লগ আর্মেনিয়ান গণহত্যাঃ তুরুস্কের বর্বরতা লিখেছেন:  মেইল ট্রেন  —  রবি, 07/31/2016 - 16:32 আধুনিক ইতিহাসের বৃহত্তম গণহত্যার নায়ক এডলফ হিটলারকে ধরা হলেও আর্মেনিয়ান গণহত্যা ছিল নিখুঁতভাবে একটি সম্পূর্ণ জাতিগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার প্রচেষ্টার প্রথম নজির। প্রকৃতপক্ষে, রাষ্ট্রীয় উদ্যোগে আয়োজিত আর্মেনিয়ান গণহত্যা এতটাই পরিকল্পিত ছিল এবং ঠাণ্ডা মাথায় বাস্তবায়ন করা হয়েছিল যে গত ১০০বছর ধরে তার পদাঙ্ক অনুসরণ করেই এর পরবর্তী সকল গণহত্যা সংঘটিত হয়েছে। বর্তমানে তুরস্ক এবং আর্মেনিয়া পৃথক দুইটি সার্বভোম রাষ্ট্র হলেও বিংশ শতকের শুরুতে তুর্কী এবং আর্মেনিয়ানরা অটোমান সাম্রাজ্যের অধীনে তুরস্ক রাষ্ট্রের অন্তর্গত ছিল। অটোমান সাম্রাজ্যে প্রোটেস্ট্যান্ট খ্রীষ্ঠান ধর্মাবলম্বী আর্মেনিয়ানরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে গণ্য হতেন। ১৯০৮ সালে এক বিপ্লবের মাধ্যমে অটোমান সাম্রাজ্যের শেষ সম্রাট সুলতান আবুল হামিদকে উৎখাত করে “ইয়াং টার্ক” বা “তরুণ তুর্কী” দল ক্ষমতায় এলে আর্মেনিয়ানরা সমঅধিকারের স্বপ্ন দেখা শুরু করেন যা ভুল প্...

তদন্তে পাওয়াই গেল না রোহিঙ্গা গণ-হত্যার প্রমাণ

Image
ওয়াবডেস্কঃ- মায়ানমারকে ধর্মের নামে ভাগ করতে চাওয়া রোহিঙ্গা  মুসলিমদের গণহত্যাকে কেন্দ্র করে মায়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা  আরোপে  সন্মতি জানাতে অস্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসটিভি-র খবর অনুযায়ী, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিথার নাউয়ার্ট সাংবাদিকদের  বলেন, মায়ানমার নিয়ে আলোচনা চলছে এবং এ সময় আগ বাড়িয়ে অযথা কোন পদক্ষেপ নিতে চায় না মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি দাবি করেন , মায়ানমারের রাষ্ট্রীয় সহায়তায় গণহত্যা চালানো হচ্ছে বলে যেসব খবর  প্রকাশিত হয়েছে তা বিশ্বাসযোগ্য বলে কোন প্রমাণই পায়নি মার্কিন  কর্মকর্তারা। সে দেশের তদন্ত সংস্থা তদন্ত করেও সরকারি মদতে গণহত্যার কোন বিশ্বাস যোগ্য প্রমাণ খুজেই পায়েনি। এমতাবস্থায়ে  কিছু ভিত্তিহীন উস্কানি মূলক খবরের উপর ভিত্তিকরে, আমেরিকার  মত দায়িত্বশীল দেশের পক্ষে সম্ভব নয়ে অকারণে মায়ানমারের উপর  আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জন্য আহ্বান জানানো। উল্লেখ্য রাশিয়া, চিন, পাকিস্তান, ভারতের পর মায়ানমার সরকারের বিরুদ্ধে যেতে  অস্বীকার করলো...

মঙ্গলবারের মধ্যেই রোহিঙ্গাদের মায়ানমার ছাড়ার আলটিমেটাম

Image
উখিয়া (কক্সবাজার) থেকে: ১২ সেপ্টেম্বরের (মঙ্গলবার) মধ্যে রোহিঙ্গাদের মায়ানমার ছাড়ার আহ্বান জানিয়ে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হচ্ছে। এই সময়ের মধ্যে মায়ানমার ছেড়ে না গেলে গুলি করে মেরে ফেলা হবে বলে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে। মায়ানমার থেকে সর্বশেষ পর্যায়ে যেসব রোহিঙ্গা নারীপুরুষ বাংলাদেশে অনুপ্রবেশ করছেন তারা এসব কথা জানিয়েছেন। শনিবার মায়ানমার সীমান্তবর্তী কক্সবাজার জেলার উখিয়ার কুতপালং, বালুখালী, পালংখালী এলাকা ঘুরে শরণার্থীদের সঙ্গে কথা বলে পাওয়া গেছে এই তথ্য। তাদের ভাষ্যমতে, মাইকিং করে বলা হচ্ছে, ‘‘মায়ানমার তোমাদের দেশ নয়। তোমরা বাঙালি। তোমাদের দেশ বাংলাদেশ। ১২ সেপ্টেম্বরের মধ্যে তোমরা মায়ানমার ছেড়ে চলে যাও। না গেলে তোমাদের গুলি করে হত্যা করা হবে।’’ উখিয়ার কুতপালং এলাকায় টেলিভিশন উপকেন্দ্রের সামনে দেখা হয় মায়ানমারের মংডু জেলার থামি থেকে আসা দিলারার সঙ্গে। দিলারা স্বামী-সন্তানসহ পাঁচজন নিয়ে এসেছেন। তিনি বাংলানিউজকে বলেন, ‘আমাদের পাড়ায় প্রায় ৫০০ পরিবার ছিল। গত এক সপ্তাহে ২১ জনকে কেটে হত্যা করা হয়েছে। এরপর গতকাল (শুক্রবার) থেকে আবার মাইকিং করে আমাদের ...

সৌদি পত্রিকায় সুচিকে সমর্থন আমাদের সময়

Image
রাশিদ রিয়াজ : সৌদি আরবের দৈনিক পত্রিকা আল-শার্ক, আল-আওসাত রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমারে যে গণহত্যা, নির্বিচারে ধর্ষণ ও বাড়ি ঘরে অগ্নিসংযোগ চলছে, তার জন্যে নিন্দা না জানিয়ে বরং দেশটির স্টেট কাউন্সিলর অং সাং সুচিকে সমর্থন করেছেন। এ দুটি পত্রিকার নিবন্ধে বলা হয়েছে, সুচি সরবার যথাসাধ্য চেষ্টা করছে। সুচি বলেছেন, তার সরকার রাখাইনে সবাইকে রক্ষায় সর্বাত্মক চেষ্টা করছেন। সৌদি আরবের এ দুটি পত্রিকায় রোহিঙ্গা মুসলমানদের সন্ত্রাসী বলে উল্লেখ করা হয়েছে। এ দুটি পত্রিকা লন্ডন, বৈরুত ও রিয়াদ থেকে প্রকাশিত হয়। সুচিকে সমর্থন জানিয়ে পত্রিকা দুটি বলে মিয়ানমারের এই নেত্রী তার দেশে সন্ত্রাস দমনে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। মিয়ানমার সরকারের প্রতিও সমর্থন জানায় পত্রিকা দুটি। পত্রিকা দুটির নিবন্ধে আরো বলা হয়, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমরা যে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে তারা সন্ত্রাসী। আইইউভিএম প্রেস

রোহিঙ্গা সংকট নিয়ে এবার ভারতের উদ্বেগ ইত্তেফাক রিপোর্ট

Image
মিয়ানমারের রাখাইন পরিস্থিতি এবং সেখান থেকে পালিয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের গণহারে আশ্রয় নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। গতকাল শনিবার এক বিবৃতিতে ভারত বলেছে, সংযতভাবে ও সতর্কতার সঙ্গে রাখাইন পরিস্থিতি মোকাবেলা করতে হবে, নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বেসামরিক মানুষের কল্যাণের কথাও ভাবতে হবে। সহিংসতা বন্ধ করে রাখাইনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা জরুরি। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিয়ানমার সফর করেন। ওই সফরে রোহিঙ্গা নিপীড়ন নিয়ে তিনি কোনো কথা না বলায় সমালোচনা শুরু হয়। এর মধ্যেই নয়াদিল্লির এই বিবৃতি এলো। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমারের টুইটে এই বিবৃতি প্রচার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রাখাইন রাজ্যের পরিস্থিতির কারণে সেখান থেকে এই অঞ্চলে বিপুলসংখ্যক শরণার্থীর ঢলে ভারত গভীরভাবে উদ্বিগ্ন। এর আগে আমরা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানিয়েছিলাম। দুই দেশ এরই মধ্যে সন্ত্রাসবাদ দমনে তাদের কঠোর অঙ্গীকারের কথা জানিয়েছে এবং কোনো যুক্তিতেই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবে না। তবে রবীশ কুমার বলেন, আমরা সংযতভাবে এবং পরিপক্বতার সঙ্...

আক্কেলপুরে গৃহবধূ ধর্ষণ অভিযোগে আটক ৩ আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা

Image
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনে গত শুক্রবার রাতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার রাতে তিনজনকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত তিনজন হলেন, ওই স্টেশনের চা দোকানের কর্মচারী রনি হোসেন (২৫)। স্থানীয় বাজারের দুই নৈশপ্রহরী ইসমাইল হোসেন (৪৮) এবং আব্দুর রাজ্জাক (৩২)। আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ওই গৃহবধূকে থানায় আনা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য রবিবার তাকে হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, ওই গৃহবধূ স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার জন্য শুক্রবার রাতে রকেট মেইল ট্রেনে তিলকপুর স্টেশনে নামে। রাত গভীর হওয়ায় তিনি আর যেতে পারেননি। পরে স্টেশন মসজিদের শৌচাগারে তাকে কয়েকজন ধর্ষণ করে। গৃহবধূ বাবার বাড়ি গিয়ে ঘটনাটি জানান। আক্কেলপুর থানা পুলিশ শনিবার রাত নটায় তিলকপুর বাজারে গিয়ে ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। ইত্তেফাক/জামান