Posts

ঘোষণাপত্রে রোহিঙ্গাদের নিয়ে উদ্বেগ, সরে দাঁড়াল ভারত

Image
মিয়ানমারের রোহিঙ্গাদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করায় একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েও তার ঘোষণাপত্রের সঙ্গে একমত হতে পারেনি ভারত। রাখাইনে চলমান সহিংসতার বিষয়টিকে ‘অযথার্থ’ আখ্যা দিয়ে ঘোষণাপত্র থেকে নিজেদের সরিয়ে নেয় নয়াদিল্লি। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানায়, ইন্দোনেশিয়ায় ‘ওয়ার্ল্ড পার্লামেন্টারি ফোরাম অন সাসটেনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে গতকাল বৃহস্পতিবার ‘বালি ঘোষণাপত্র’ গৃহীত হয়। মিয়ানমারের প্রতি সংহতি জানিয়ে লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের নেতৃত্বাধীন ভারতীয় সংসদীয় প্রতিনিধিদল ‘বালি ঘোষণাপত্র’ থেকে নিজেদের সরিয়ে নেয়। পরে এ বিষয়ে লোকসভার সচিবালয় থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে বলা হয়, সম্মেলনের ঘোষণাপত্রটি বৈশ্বিকভাবে স্বীকৃত টেকসই উন্নয়ন নীতিমালার সঙ্গে যায় না। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের বিষয়ে পারস্পরিক ঐক্যে আসাই ছিল এই সম্মেলনের উদ্দেশ্য। কিন্তু প্রস্তাবিত ঘোষণাপত্রে রাখাইনে সহিংসতার বিষয়টির উল্লেখ ঐকমত্যের ভিত্তিতে আসেনি। আর তা অযথার্থ। ঘোষণাপত্রের একটি অংশে মিয়ানমারের রাখাইনে চলমান সহিংসতা বিষয়ে গভীর উদ্বেগের কথা আছে। এই...

কারা এই রোহিঙ্গা, কেন তাদের এত দুর্ভোগ?

Image
রোহিঙ্গা। মিয়ানমারের রাখাইন রাজ্যে বাস করলেও দেশটিতে তাদের কোনো নাগরিকত্ব নেই। সাম্প্রতিক সময়ে দেশটির সামরিক বাহিনীর হাতে নির্যাতিত এবং পরবর্তীতে দেশ ছেড়ে পালিয়ে বাংলাদেশসহ পার্শ্ববর্তী দেশে আশ্রয় নেওয়ার ঘটনায় বর্তমানে বিশ্বের অন্যতম আলোচিত বিষয় রোহিঙ্গা সংকট। মিয়ানমার তাদের স্বীকৃতি না দেওয়ায় এখনও প্রশ্ন থেকে যায় কারা এই রোহিঙ্গা কিংবা তাদের শিকড় কোথায়? উইকিপিডিয়া বলছে, রোহিঙ্গা আদিবাসী জনগোষ্ঠী পশ্চিম মায়ানমারের রাখাইন রাজ্যের একটি উলেখযোগ্য নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। যাদের বেশির ভাগেরই ধর্ম ইসলাম। এছাড়া অল্প কিছু সংখ্যাক হিন্দু সম্প্রদায়ের মানুষও রয়েছে। রোহিঙ্গাদের আলাদা ভাষা থাকলেও তা অলিখিত। মায়ানমারের আকিয়াব, রেথেডাং, বুথিডাং, মংডু, কিয়কতাও, মাম্ব্রা, পাত্তরকিল্লা, কাইউকপাইউ, পুন্যাগুন ও পাউকতাউ এলাকায় এদের নিরঙ্কুশ বাস। এছাড়া মিনবিয়া, মাইবন ও আন এলাকায় মিশ্রভাবে বসবাস করে থাকে।   প্রায় এক মিলিয়ন (১০ লক্ষ) রোহিঙ্গার বসবাস মায়ানমারে। ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত যাদের অর্ধেক পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে। যারা বিভিন্ন সময় বার্মা সরকারের নির্যাতনের কারণে দেশ ত্...

সলঙ্গায় শিবিরের তিন কর্মী আটক সিরাজগঞ্জ প্রতিনিধি

Image
পোস্টার সাঁটানো, লিফলেট বিতরণ ও নাশকতার অভিযোগে সিরাজগঞ্জের সলঙ্গায় ছাত্রশিবিরের তিন কর্মীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের পাচান এলাকা থেকে তাদের আটক করে থানায় সোর্পদ করে স্থানীয় ছাত্রলীগ কর্মীরা। আটকরা হলেন, রামকৃষ্ণপুর ইউনিয়নের ভট্রমাঝুড়িয়া এলাকার মৃত হোসেন আলীর ছেলে শফিকুল ইসলাম (৩২), উনুখাঁ গ্রামের আব্দুল জলিলের ছেলে মোহায়মেনুল ইসলাম মামুন (২৮) ও জালশুকা গ্রামের আলহাজ্ব আব্দুর রহমানের ছেলে মেহেদি হাসান রতন (২২)।   সলঙ্গা থানার উপ-পরির্দশক (এসআই) শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পোস্টার সাঁটানো, লিফলেট বিতরণকালে রামকৃষ্ণপুর ইউনিয়নের পাচান এলাকা থেকে শিবিরের তিন কর্মীকে আটক করা হয়।   তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। মঙ্গলবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হবে। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক রিয়াদুল কবির হান্নান জানান, আটক তিন কর্মীসহ বেশ কিছু ছাত্রশিবির ও জামায়াতের নেতাকর্মীরা ইউনিয়নে লিফলেট বিতরণ ও নাশকতা করে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যার আগে পোস্টার সাঁটানো ও লিফলেট বিতরণের সময় তাদের নিষে...

ভিনগ্রহীদেরও পছন্দের ডেস্টিনেশন নগ্ন বিচ!

Image
সমুদ্রের পাড়ে নগ্ন বিচে সময় কাটাতে যাওয়ার ইচ্ছা প্রায় সবারই হয়। তবে সেই একই ইচ্ছা যদি এলিয়ানদের হয়!  এমনই চমকপ্রদ তথ্য সামনে এনেছেন একদল এলিয়ান রিসার্চার। গবেষকদের চোখে বিষয়টি প্রথম আসে হার্লেচ ও বার্মাউথের মধ্যবর্তী স্থানে মরফা বার্ফায়েন বিচের আকাশে কিছু রহস্যজনক বস্তুকে ঘোরাফেরা করতে দেখে। এমনকি তাদের অত্যাধুনিক যন্ত্রপাতিতে ধরা পড়েছে মাল্টি ইউএফও নেটওয়ার্ক। ফলে গবেষকরা সিদ্ধান্তে এসেছেন এই নগ্ন বিচ এখন ভিনগ্রহীদের আগ্রহ তালিকার শীর্ষে রয়েছে। বিচের মানুষজনও জানিয়েছেন, তাদের চোখেও পড়েছে বেশ কিছু আশ্চর্যজনক আলো। সকাল, রাত অনেক সময়ই প্লাজমা আলো, গোল চাকতির মতো যান ঘুরতে দেখা গেছে বিচের উপর দিয়ে। কারও চোখে পড়েছে গোল গোল ৫ থেকে ৬টি বস্তু আকাশে ঘুরে বেড়াচ্ছে। তবে বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না আলোগুলো।  পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে অদৃশ্য হয়ে যাচ্ছে আলোগুলো। অনেকে আবার আলোগুলোকে বিমান বা কপ্টারের আলোর সঙ্গেও ভুল করেছিলেন। তবে ভুল ভাঙে LIS Aerial Photography সংস্থার সিইও অ্যান্ডি সালের কথায়। ছবি পরীক্ষা করে তিনি জানিয়েছেন, সেগুলি ভিনগ্রহীদের যান বা ইউএফও...

সাধু→ সাধু→ সাধু→

Image
আপনি যদি সকাল বিকাল বুদ্ধপূজা অথবা বুদ্ধ মোমবাতি জালিয়ে পঞ্চম শীল গ্রহণ করে তাহোলে মনের সুখ জাগ্রত হয় আর কষ্ট হয় দুর আর আপনার বাড়ি আসেপাশে  ছোট ছেলেমেয়েদেরকে যদি বিহারে সাথে নিয়ে গিয়ে শীল  গ্রহণ করতে পারলে মনে আনন্দ জাগে,আপনিও পারলে চেষ্টা করে দেখুন ভাল ফল পাবেন..................... ......./

সাভার ও ফতুল্লায় দুই স্কুলছাত্রীকে ধর্ষণ?

Image
ঢাকার সাভারে গত বুধবার প্রথম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দীন ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিন নারায়ণগঞ্জের ফতুল্লায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সাভার মডেল থানার পুলিশ ও মেয়েটির পরিবার সূত্রে জানা গেছে, মেয়েটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। তার বাবা পেশায় রিকশাচালক। বাবার সঙ্গে পূর্বপরিচয়ের সুবাদে দীন ইসলাম প্রায়ই তাদের বাসায় যাতায়াত করতেন। বুধবার সকালে দীন ইসলাম মেয়েটিকে ফুসলিয়ে তাঁর বাসায় নিয়ে একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করেন। মেয়েটির বাবা বলেন, বুধবার সকালে তিনি কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। তাঁর স্ত্রীও বাসায় ছিলেন না। এই সুযোগে দীন ইসলাম তাঁদের বাসায় গিয়ে মেয়েকে নানা প্রলোভন দিয়ে তাঁর বাসায় নিয়ে যান। তাঁর স্ত্রী বাসায় ফিরে মেয়েকে না পেয়ে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেন। সন্ধ্যার দিকে দীন ইসলামের বাসায় গিয়ে তাঁর মেয়েকে পাওয়া যায়। এ সময় তার (মেয়ে) মুখে ঘটনার বর্ণনা শুনে প্রতিবেশীদের সহায়তায় তিনি দীন ইসলামকে আটক করে সাভার থানায় খবর দেন। পুলিশ ঘট...

ছুটিতে জাফলং-সাজেকে

Image
এই সর্পিল পথই আপনাকে নিয়ে যাবে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে। ছবিটি সোমবার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী