চিনি বউ আর পিঁপড়া বর
মেয়েটি অষ্টম শ্রেনীতে পড়তো, আর ছেলেটি দশম শ্রেনীতে পড়তো তখনই তাদের রিলেশন হয়, দুইবছর যাবত সম্পর্ক খুব গভীর হয়ে ওঠে, এর পর মেয়েটি যখন দশম শ্রেনীতে উর্ত্তীর্ন হয় তখন মেয়েটির মা-বাবা মেয়েটিকে বিয়ে দেওয়ার সিদ্বান্ত নেয়, কথাটি মেয়েটি ছেলেটিকে বলে এখন কি করবা করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, ছেলেটি ও মেয়েটিকে সত্যিই ভালোবাসতো, ছেলেটি কি করবে.? ছেলেটির বড় ভাই একটা আছে সে ও বিয়ে করে নাই, এখন ছেলেটি বিয়ে করার প্রস্তাব দিবে ক্যাম্নে..? মা-বাবা কে বলবে ক্যাম্নে, চরম টেনশনে পড়ে গেলো, ' ছেলেটি নিজের মান-সম্মানের দিকে না তাকিয়ে মা-বাবা কে কান্না করে, আকুতি-মিনতি করে বল্লো মেয়েটি ও আমাকে ভালোবাসে, আমি ও তাকে ভালোবাসি, যদি আপনারা মেনে না নেন আমাদের দুটি প্রান অকালে ঝরে যাবে, আমরা আত্মহত্যা করবো, এমন অবস্থা দেখে ছেলেটির বাবা মা রাজি হলো, ছেলেটির বাবা-মা ও এলাকার মেম্বার কে নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে মেয়েদের বাড়িতে যায়, মেয়েটির বাবা কোন ভাবেই রাজি নই, পরবর্তী তে থ্রেড দেয় দ্বিতীবার বিয়ের কথা বল্লে আমি মামলা করতে বাধ্য হবো, সবার সামনে অপমান করে ছেলেটির বাবা মা কে, কয়েকদিন পর মেয়েটিকে সৌদিআরব প্রব...