Posts

সুপ্রিম কোর্টের রায় ভারতে তিন তালাক অসাংবিধানিক

Image
নরেন্দ্র মোদি তাৎক্ষণিক তিন তালাক প্রথাকে অসাংবিধানিক বলে রায় দিলেন ভারতের সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জে এস খেহরসহ সুপ্রিম কোর্টের পাঁচ প্রবীণ বিচারপতির কনস্টিটিউশন বেঞ্চের তিনজন এই প্রথাকে অসাংবিধানিক বলে ঘোষণা দেন। তবে বাকি দুজনের মত ছিল, মুসলমান সমাজের বিবাহ ও বিচ্ছেদ নিয়ে কেন্দ্রীয় সরকার ছয় মাসের মধ্যে আইন প্রণয়ন করুক। তত দিন পর্যন্ত তিন তালাক প্রথা প্রয়োগ স্থগিত থাকুক। কিন্তু শেষ পর্যন্ত ৩-২ সংখ্যাগরিষ্ঠের রায়ই গৃহীত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় এই রায়কে ঐতিহাসিক বর্ণনা করে বলেন, সুপ্রিম কোর্ট মুসলমান নারীদের সমানাধিকারই শুধু দিলেন না, এই রায় নারীর ক্ষমতায়নে সহায়ক হয়ে উঠবে। বিচারপতিরা ছিলেন পাঁচ ভিন্ন ধর্মাবলম্বী। প্রধান বিচারপতি খেহর শিখ, বিচারপতি কুরিয়ন জোসেফ খ্রিষ্টান, বিচারপতি আর এফ নরিম্যান পার্সি, বিচারপতি উদয় উমেশ ললিত হিন্দু ও বিচারপতি আবদুল নাজির মুসলমান। এই পাঁচজনের মধ্যে প্রধান বিচারপতি খেহর ও বিচারপতি নাজির তিন তালাক প্রথাকে অসাংবিধানিক বলে মনে করেননি। তাঁদের মতে, ইসলামে তিন তালাকের উল্লেখ রয়েছে। প্রধান বিচারপতি বলেন, তালাক-এ-বিদদত সু...

বিরল প্রজাতির সাদা কোয়ালার জন্ম

Image
অস্ট্রেলিয়ার বিলুপ্তপ্রায় বন্য প্রাণী কোয়ালা। দেখতে অনেকটা ভালুকের মতো হলেও এটির বৈশিষ্ট্য ক্যাঙারুর মতো। এটি ক্যাঙারুর মতো তৃণভোজী। বাচ্চা জন্মের পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সেটিকে দেহের ভেতরে থলেতে রাখে এই প্রাণী। কোয়ালার বাচ্চাকে বলা হয় জোয়ি। সম্প্রতি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের চিড়িয়াখানায় বিরল প্রজাতির একটি সাদা কোয়ালার জন্ম হয়েছে। এই ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন পশুপ্রেমীরা এবং চিড়িয়াখানার কর্তৃপক্ষ। এখন এটির জন্য একটি জুতসই নাম খুঁজছে ট্যুরিজম অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ। বাচ্চাটি জন্মের পর গতকাল মঙ্গলবার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে এক বার্তায় ট্যুরিজম অস্ট্রেলিয়া জানায়, ‘ছোট্ট বাচ্চাটিকে বিশ্বে স্বাগত জানাচ্ছি। তুমি ব্যতিক্রম, তাই আমরা তোমাকে ভালোবাসি।’ এর পাশাপাশি বাচ্চা কোয়ালাটির জন্য সুন্দর নাম আহ্বান করেছে কর্তৃপক্ষ। জন্ম নেওয়া এই কোয়ালা বিরল, কারণ এটির লোমগুলো সাদা। এই ধরনের কোয়ালা সাধারণত দেখা যায় না। কোয়ালার ধারালো নখ থাকায় এরা চমৎকারভাবে গাছে চড়তে পারে। চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক বলেন, বাচ্চা কোয়ালাটি শ্বেত রোগে আক্রান্ত নয়। প্রকৃতিগতভাবেই এটি সাদা লোম নিয়ে জন্...

Catholic priest resigns after revealing he was a cross-burning member of the KKK

Image
Emily Shugerman The Independent August 22, 2017 Father William Aitcheson stepped down from his role in the church after revealing his past as a member of the KKK: Courtesy of the Arlington Catholic Herald More A  Catholic  priest has stepped down after revealing that he was a member of the  Ku Klux Klan  before joining the church. William Aitcheson, a priest for the Roman Catholic Diocese of Arlington, Virginia, announced his leave of absence in an editorial for the  Arlington Catholic Herald . “When I think back on burning crosses, a threatening letter, and so on, I feel as though I am speaking of somebody else,” he wrote. "It’s hard to believe that was me.” The 62-year-old said he had joined the Klan as an “impressionable young man” who was “in no way practising my faith”. According to the  Washington Post , Mr Aitcheson was a leader of the Robert E Lee Lodge of the Maryland Knights of the KKK in the 1970s. The group, which ...

বার্সেলোনায় সন্ত্রাসবিরোধী সমাবেশ

Image
মৌন সমাবেশের দৃশ্য স্পেনের বার্সেলোনায় সন্ত্রাসী হামলার ঘটনায় মুসলমানদের উদ্যোগে প্লাসা কাতালুনিয়ায় মৌন সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‘সন্ত্রাসের বিরুদ্ধে মুসলিম কমিউনিটি’ স্লোগান সংবলিত এই মৌন সমাবেশ ও মিছিল গত ২১ আগস্ট স্থানীয় সময় বিকেল ৭টায় অনুষ্ঠিত হয়। বার্সেলোনার কাতালুনিয়ায় বসবাসকারী বাংলাদেশ, পাকিস্তান, মধ্যপ্রাচ্য, মরক্কো ও সিরিয়াসহ বিভিন্ন দেশের মুসলমান এই সমাবেশে অংশ নেন। তারা সমাবেশে সন্ত্রাস বিরোধী প্ল্যাকার্ড, ফেস্টুন ও পোস্টারসহ নিজ দেশের জাতীয় পতাকা নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশে তারা ‘ইসলাম হলো ভালোবাসা আর শান্তি’, ‘আমাদের ভয় নেই’, ‘বার্সেলোনা বেঁচে থাকুক’, ‘আমরা মুসলমান, আমরা সন্ত্রাসী নই’, ‘সন্ত্রাসকে না বলুন’, ‘বার্সেলোনা একত্রিত, আমরা কখনো অসফল হবো না’, ‘আমরা কাতালান, আমরা মুসলমান’ ইত্যাদি স্লোগান দেন। মিছিল সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর মৌন মিছিল ঘটনাস্থল রামলা প্রদক্ষিণ করে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বার্সেলোনায় সন্ত্রাসী হামলায় ১৪ জন নিহত ও শতাধিক আহত হন। ঘটনার পর আইএস এই হামলার দায় স্বীকার করেছে। রামলায় পথচারীদের ওপর উঠিয়ে দ...

রাজ্জাক-শাবানার ‘আগুন’ মধুমিতায়

Image
মঙ্গলবার বেলা তিনটায় রাজধানীর মতিঝিলের মধুমিতা হলের বারান্দায় সুনসান নীরবতা। মূল প্রবেশপথ দিয়ে মানুষের আসা-যাওয়া নেই, সেটি বন্ধ। ব্যানারে সাদা-কালো ছবিতে চিরচেনা রাজ্জাক। গত সোমবার প্রয়াত নায়করাজ রাজ্জাকের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজধানীর এই প্রেক্ষাগৃহটি বন্ধ রাখা হয়। হলের সামনে দিয়ে মতিঝিলের রাস্তা ধরে আসা-যাওয়া পথচারীদের অনেকেই একটু সময় নিয়ে দাঁড়ান। দীর্ঘশ্বাস ফেলতে দেখা গেল কাউকে কাউকে। ষাটোর্ধ্ব এক ভদ্রলোক ছবির দিকে তাকিয়ে স্বগতোক্তি করলেন, ‘যে যা-ই বলেন না কেন, বাংলাদেশে মহানায়ক ওই একজনই, রাজ্জাক।’ গতকাল ছবি প্রদর্শনী বন্ধ রাখার পাশাপাশি মধুমিতা হল কর্তৃপক্ষ আরেকটি বড় সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন নওশাদ জানান, আগামী শুক্রবার থেকে মধুমিতা মুভিজের ব্যানারে নির্মিত রাজ্জাক-শাবানা অভিনীত  আগুন  ছবিটি প্রদর্শিত হবে। সুপারহিট ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৭৬ সালে। এর আগে ছবিটি কোনো চ্যানেলে দেখা যায়নি, সিডি আকারেও বাজারে নেই। ছবির পরিচালক মহসিন, যিনি  বাদী  থেকে গোলাম  ছবিটি পরিচালনা করেছেন। মধুমিতায় আগামী সপ্তাহজুড়ে ছবিটি চল...

সিদ্দিকুরের বিষয়ে পুলিশের রমনা বিভাগের তদন্ত প্রতিবেদন কাঁদানে গ্যাস নিক্ষেপকারী কনস্টেবল চিহ্নিত

সিদ্দিকুর রহমান পুলিশের দাঙ্গা দমন বিভাগের (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট-পিওএম) কনস্টেবল সাইফুল ইসলামের ছোড়া কাঁদানে গ্যাসের শেল সিদ্দিকুর রহমানের চোখে লাগে। এ ছাড়া পরিস্থিত নিয়ন্ত্রণে থানা-পুলিশের একাধিক সদস্যেরও অবহেলা ছিল। পুলিশের রমনা বিভাগের তদন্ত কমিটির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ার জন্য কনস্টেবল সাইফুল ইসলামকে অভিযুক্ত করা হয়। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে অবহেলাকারী পুলিশ সদস্যদের চিহ্নিত করে সতর্ক করার সুপারিশ করেছে কমিটি। পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে গত ২০ জুলাই শাহবাগে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নিয়ে আহত হন সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর। সরকারি ব্যবস্থাপনায় ভারতের চেন্নাইয়ে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে সেখানকার চিকিৎসকেরা জানিয়েছেন, অলৌকিক কিছু না ঘটলে সিদ্দিকুরের দৃষ্টি ফেরার সম্ভাবনা নেই। এখন আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মারুফ হোসেন সরদার গতকাল রাতে বলেন, গতকাল মঙ্গলবার তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের (ডিএমপি) দপ্ত...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সড়কে গাড়ি বিকল, দীর্ঘ যানজট

Image
মেঘনা সেতুর ওপর চারটি গাড়ি বিকল হয়ে পড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, কুমিল্লার চান্দিনার গোমতী থেকে মেঘনা সেতু পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকা পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ বিভিন্ন গাড়ির যাত্রী ও চালকেরা বেশ দুর্ভোগের শিকার হচ্ছেন। গাড়িচালক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে ১২টা পর্যন্ত চারটি গাড়ি মেঘনা সেতুর ওপর বিকল হয়ে পড়ে। এ কারণে এই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। হাজীগঞ্জ থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের রোগী সোহেল আহমেদ বলেন, যানজটে আটকা পড়ে ১২ কিলোমিটার যেতে তাঁর চার ঘণ্টা সময় লেগেছে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মেঘনা সেতুর ওপর ট্রাক বিকল হয়ে পড়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ যানজট নিরসনের চেষ্টা চালাচ্ছে। আরও সংবাদ বিষয়: