Posts

মৈনট ঘাট: বাড়ির কাছে ‘মিনি কক্সবাজার’!

Image
ঢাকার দোহার উপজেলার পদ্মাপারের মৈনট ঘাটে কক্সবাজারের আবহ l ছবি: হাসান রাজা মৈনট ঘাট থেকে দূরে তাকালে সমুদ্রের বেলাভূমির খানিকটা আভাস মেলে। দিগন্ত ছুঁয়ে থাকা পদ্মার উত্তাল ঢেউয়ের মাথায় দুলতে থাকা নৌকা, প্রায় ডুবুডুবু স্পিডবোটের ছুটে চলা, পাড়ে সারিবদ্ধ বাহারি রঙের ছাতার তলায় পেতে রাখা হেলান-চেয়ার। ঘাটের কাছাকাছি দুই পাশে হোটেলের সারি। সেগুলোর সাইনবোর্ডে ঘাটের পরিচিতি ‘মিনি কক্সবাজার’। ঢাকার দোহার উপজেলার পশ্চিম প্রান্ত দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর কোলে মৈনট ঘাট। দোহার থেকে দূরত্ব প্রায় আট কিলোমিটার। নদীর অপর পাড়ে ফরিদপুরের চরভদ্রাসন। পদ্মা ভাঙতে ভাঙতে দোহারের প্রান্তে এখন চরমোহাম্মদপুরে এসে ঠেকেছে। এখানেই ঘাট। ঢাকার গুলিস্তান থেকে সরাসরি পাকা সড়ক চলে এসেছে ঘাট পর্যন্ত। এই রুটে বাস সার্ভিসও চালু আছে বহুদিন থেকে। এখন জনপ্রতি ভাড়া ৯০ টাকা। ঢাকা থেকে বাসে আসতে সময় লাগে ঘণ্টা তিনেক। আসলে সময় নির্ভর করে পথের যানজটের ওপর। মৈনট ঘাটের এই হঠাৎ খ্যাতি ঘাটের দক্ষিণ পাশের চরটির জন্য। ঘাটের মাঝি চরমোহাম্মদপুরের বাবুল মোল্লার কাছে জানা গেল, নদীর পাশের এই নিচু জমিটি ২০১৫ সালে বন্যায় ত...

আমি তোকে ব্যালন ডি’অর এনে দেব, নেইমারকে বলেছিলেন মেসি

Image
অনুশীলনে মেসি-নেইমারের এমন ছবি এখন শুধুই স্মৃতি। ছবি: রয়টার্স বটবৃক্ষের ছায়ায় শান্তিতে জিরানো যায় দুদণ্ড। বাইরের ঘাত-প্রতিঘাত সামলাতেও সে বৃক্ষ হয়ে ওঠে বড় এক আশ্রয়। কিন্তু তার ছায়াটাই মাথাব্যথার কারণ হয়ে ওঠে আশপাশে থাকা অন্যদের জন্য। বটবৃক্ষের ছায়া থেকে বের হয়ে নিজেই একটা বৃক্ষ হয়ে ওঠা যে বড্ড কঠিন কাজ। নেইমারও তাই পারলেন না বার্সেলোনায় থাকতে। লিওনেল মেসির ছায়া থেকে বেরিয়ে চলে গেছেন পিএসজিতে। অথচ মেসি নিজেই নাকি আর বটবৃক্ষ হয়ে থাকতে চাইছিলেন না। নিজের সাম্রাজ্য বুঝিয়ে দিতে চাইছিলেন নেইমারকে। রাজ্যপাট বুঝিয়ে দিয়ে পার্শ্বনায়কেই খুশি হতেন মেসি, তবু যদি নেইমার রাজি হন বার্সেলোনায় থেকে যেতে। যে ব্যালন ডি’অর জেতার স্বপ্নে ক্লাব ছেড়েছেন, সেটাই এনে দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন মেসি। কিন্তু লাভ হয়নি কোনো, অভিমানী নেইমারের অবুঝ মন বোঝেনি এমন আকুল প্রস্তাবের মূল্য। বন্ধুদের ছেড়ে চলে গেছেন প্যারিসে, নতুন রাজ্যপাট সাজাতে। নেইমার চলে গেছেন। তাঁকে ছাড়া বার্সেলোনাও মাঠে নেমে খেলে ফেলেছে বেশ কিছু ম্যাচ। কিন্তু নেইমারের এভাবে বিদায় নেওয়ার ধাক্কা মানতে পারছেন না অনেকে। এর মাঝেই এএস স্পোর্টস নতুন বোমা ফো...

মা-বাবা পেল বিমানবন্দরের সেই শিশুটি

Image
ছোট্ট ফাতেমাকে বিমানবন্দরে ফেলে যান এক নারী। পরে তার জায়গা হয় ভিকটিম সাপোর্ট সেন্টারে। আজ বুধবার আদালত তাকে নিঃসন্তান এক দম্পতির কাছে দেওয়ার নির্দেশ দেন। ছবি: আসাদুজ্জামান হজরত শাহজালাল বিমানবন্দরে ফেলে যাওয়া সেই ছোট্ট ফাতেমা পেল নতুন মা-বাবা। আজ বুধবার ঢাকার শিশু আদালতের বিচারক হাফিজুর রহমান শিশু ফাতেমাকে এক দম্পতির জিম্মায় দিয়েছেন। ওই দম্পতি হলেন আইনজীবী সেলিনা আকতার ও বাবা ব্যবসায়ী মো. আলমগীর হোসেন। ২২ আগস্ট শিশুটিকে তাঁদের কাছে হস্তান্তর করা হবে। তবে তার আগে শিশুটির নামে পাঁচ লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আদালতে আদেশ দেওয়ার সময় বিচারক বলেন, নয়জন দম্পতি শিশুটিকে নেওয়ার জন্য আবেদন করেন। সবাই উপযুক্ত। তাঁদের মধ্যে একজন দম্পতিকে বেছে নিতে হয়েছে। আদালত বলেছেন, শিশুটির প্রকৃত বাবা-মা যেকোনো সময় এসে চাইলে তাকে ফেরত দিতে হবে। ফাতেমার ‘নতুন মা’ আইনজীবী সেলিনা আকতার (ডানে)। ছবি: আসাদুজ্জামান এর আগে দুপুরের পর শিশুটিকে আদালতে নিয়ে আসেন তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারের উপপরিদর্শক (এসআই) পারভীন আকতার। আদেশের পর আবার তিনি শিশুটিকে সাপোর্ট সেন্টারে নিয়ে যান। শিশুটিকে...

বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৩ লাখ মানুষ

Image
বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি থাকার দাবি করে আসছে সরকার। ছবি: প্রথম আলো দেশের ২১ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩২ লাখ ৮৭ হাজার মানুষ। ফসলি জমির ক্ষতি হয়েছে ১ লাখ ৭২ হাজার ২১৭ হেক্টর। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিবের চলতি দায়িত্বে থাকা মো. গোলাম মোস্তফা আজ বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। গোলাম মোস্তফা জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ৭ লাখ ৫২ হাজার পরিবার আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছে ৩৭ জন। এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে ১ হাজার ৫৯৯টি। এগুলোতে আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা ৪ লাখ ১১ হাজার। ওই কর্মকর্তা জানান, বন্যা মোকাবিলায় তাঁদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যে ৯ আগস্ট থেকে এ পর্যন্ত ৩ হাজার ২৫৫ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। নগদ অর্থ দেওয়া হয়েছে প্রায় ১ কোটি ৩২ লাখ। আর ১৬ হাজার প্যাকেট শুকনো খাবার দেওয়া হয়েছে। তিনি বলেন, যেখানে যতটুকু প্রয়োজন, সেটাই দেওয়া হয়েছে। ত্রাণ পেতে কারও যদি কোনো অসুবিধা হয়, তবে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউপি) সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগা...

বন্যায় মৃত ১০৭, পানিতে ডুবে ৯২

Image
এখন পর্যন্ত বন্যায় ১০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য গত ৪৮ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে। বন্যায় সবচেয়ে বেশি পানিতে ডুবে ৯২ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে রাজধানীতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, দেশের বন্যা উপদ্রুত ২১ জেলায় ১ হাজার ৮২৪টি মেডিকেল টিম কাজ করছে। প্রতিটি জেলায় পর্যাপ্ত পরিমাণে ওষুধ, খাবার স্যালাইন ও পানি শোধনের বড়ি মজুত আছে।
Image
কিমের হুমকিতে গুয়ামে হঠাৎ আপৎকালীন সতর্কতা জারি! অনলাইন ডেস্ক ফাইল ছবি কিমের গুয়ামে হামলার হুমকির মাঝে হঠাৎ আপৎকালীন রেডিও বার্তা যুক্তরাষ্ট্রের। অার এতে সৃষ্টি হয়েছে নতুন করে চাঞ্চল্য। আচমকাই ওই মার্কিন ঘাঁটিতে জারি হল আপৎকালীন সতর্কতা।   পশ্চিম প্রশান্ত মহাসাগরের মার্কিন দ্বীপ গুয়াম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিয়েছিল উত্তর কোরিয়া। আমেরিকা জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার মোকাবিলায় প্রস্তুত মার্কিন বাহিনী। আর গুয়ামবাসীকে জানানো হয়েছে, হামলা হলেই রেডিও, টিভি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সতর্কবার্তা জারি হবে, বেজে উঠবে সাইরেনও।   মঙ্গলবার দুপুরে হঠাৎই সেই সতর্কবার্তা জারি হয়। দুপুর ১২টা ২৫ মিনিট নাগাদ দু’টি রেডিও স্টেশন থেকে সতর্কবার্তা জারি হওয়ায় চাঞ্চল্য ছড়াল গুয়ামবাসীদের মধ্যে। পরে অবশ্য জানা গেছে, সেই আপৎকালীন সতর্কবার্তা শিথিল করা হয়েছে। অাগস্টের মাঝামাঝি সময়েই গুয়ামের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছিল উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্র হামলা কী ভাবে হবে, কোন পথে হবে, তা বিশদে ছকে ফেলা হয়েছে বলেও পিয়ংইয়ং জানিয়েছিল। ...
Image
সিয়েরা লিওনে ভূমিধস ও বন্যায় নিখোঁজ ৬০০ অনলাইন ডেস্ক সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে ভূমিধস ও বন্যায় কমপক্ষে ৬০০ মানুষ নিখোঁজ হয়েছেন। খবর বিবিসির। গত সোমবার সিয়েরা লিওনে ফ্রিটাউনে হওয়া ভূমিধস ও বন্যায় এ পর্যন্ত প্রায় ৪০০ মানুষের মৃত্যু হয়েছে। দেশটির প্রেসিডেন্ট আর্নেস্ট বাই করোমা দেশটির এমন দুর্যোগে জরুরি সহায়তার আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, বন্যা ও ভূমিধস পুরো জনপদকেই ক্ষতিগ্রস্থ করেছে। ভূমিধস ও বন্যায় কারণে এত বেশি মরদেহ আসছে যে হাসপাতালের মর্গগুলো ভর্তি হয়ে গেছে। মর্গে খালি জায়গা করতে বুধবার নিহতদের গণকবর দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।   বিডি প্রতিদিন/১৬ আগস্ট, ২০১৭/ফারজানা