অপরাধী যেই হোক, ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: জয় অনলাইন ডেস্ক ০৬ আগষ্ট, ২০১৭ ইং ২০:১৪ মিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ত উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘অপরাধী সে যে দলেরই হোক না কেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমাদের আওয়ামী লীগ সরকার বরাবরই বদ্ধপরিকর। পূর্বের যে কোনো সরকারের তুলনায় বর্তমান সরকারের আমলেই সবচেয়ে বেশি ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের নেতাকর্মীদের জেলে পাঠানো হয়েছে।’ রাজধানীর পুরান ঢাকায় বিশ্বজিত দাস হত্যা মামলায় রবিবার রফিকুল ইসলাম অরফে চাপাতি শাকিল এবং রাজন তালকুদারের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। এছাড়া মৃত্যুদণ্ড কমিয়ে মাহফুজুর রহমান নাহিদ, ইমদাদুল হক ইমদাদ, জিএম রাশেদুজ্জামান শাওন ও মীর মোহাম্মদ নুরে আলম লিমনকে যাবজ্জীবন দণ্ড দিয়েছে আদালত। পরে রাত আটটার দিকে ওই ফেসবুক স্ট্যাটাসে জয় আরো লেখেন, ‘‘এমনকি সাংসদ ও মন্ত্রীদের আত্মীয়-স্বজনদের অপরাধকেও আমরা বিন্দুমাত্র ছাড় দেইনি। আমরা আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেয়ায় বিশ্বাসী।’’ ইত্তেফাক/এএম।
Posts
লেনোভো মোবাইল ক্রেতাদের ঢাকা-ব্যাংকক-ঢাকা এয়ার টিকেট দিল স্মার্ট টেকনোলজিস অনলাইন ডেস্ক
- Get link
- X
- Other Apps
'লেনোভো স্মার্টফোন কিনুন, থাইল্যান্ড ঘুরুন' অফারের বিজয়ীদের হাতে ঢাকা-ব্যাংকক-ঢাকা এয়ার টিকেট তুলে দিয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ। সোমবার রাজধানীর নিকেতনে অবস্থিত স্মার্ট টেকনোলজিস এর গুলশান শাখায় এক সংবাদ সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর টেলিকম ব্যবসায় এর পরিচালক সাকিব আরাফাত সহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এসময় তিনি বলেন, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে লেনোভো ব্রান্ডের ফ্যাব টু (Phab 2), ভাইব কে৫ (Vibe K5), কে৫ নোট (K5 Note), এ৬০০০ শট (A6000 Shot) এই চারটি মডেলের উপর স্ক্র্যাচ কার্ড অফার ঘোষনা করেছিল স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ। অফারের আওতায় ঢাকা-ব্যাংকক-ঢাকা এয়ার টিকেট এর পাশাপাশি ১৫০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত ছাড় অফার করা হয়েছিল। তবে, উক্ত অফারটিতে ক্রেতাদের আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়ে তা কুরবানী ঈদ পর্যন্ত বর্ধিত করা হয়েছে বলেও জানান তিনি। সাকিব আরাফাত আরও জানান, এখন পর্যন্ত সাউথ ইস্ট বিশ...
অস্ট্রেলিয়ার সৈকতে মাংসখেকো পোকা!
- Get link
- X
- Other Apps
অস্ট্রেলিয়ায় সাগরে নামার পর এক অজানা মাংসভুক পোকার আক্রমণে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে এক কিশোরের পা। স্যাম কানিজে নামের ১৬ বছরের ওই কিশোর গত শনিবার মেলবোর্ন শহরের ব্রাইটন সৈকতে সাগরের পানিতে নামে। সে আধঘন্টার মতো সময় কোমর পানিতে দাঁড়িয়ে ছিল। ওই কিশোর জানিয়েছে, পানিতে থাকার সময় সে কিছুই টের পায় নি। কিন্তু পানি থেকে ওঠার পর সে দেখতে পায় যে তার দুই পা-ই ক্ষতবিক্ষত, এবং সেখান থেকে দরদর করে রক্ত পড়ছে। মাংসখেকো এই পোকাটি শনাক্ত করার আহ্বান জানিয়েছে তার পরিবার। স্যামের বাবা জ্যারড কানিজে বলেন, ছেলের পায়ের অবস্থা দেখে মনে হচ্ছিল যেন সে কোন যুদ্ধক্ষেত্রে গ্রেনেড বিস্ফোরণে আহত হয়েছে। তার পরিবারের ধারণা এটা কোন এক ধরণের মাংসখেকো সামুদ্রিক পোকার কামড়, এবং একে সনাক্ত করার জন্য তারা বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়েছেন। জ্যারড বলেন, আমরা স্যামকে বাথরুমে শাওয়ারের নিচে নিয়ে যাই, কিন্তু তার রক্তপাত কিছুতেই বন্ধ হচ্ছিল না, রক্ত জমাট বাঁধছিল না। আমরা তাকে দুটো হাসপাতালে নিয়ে গেলাম , কিন্তু কেউই বলতে পারছিল না যে স্যামের পায়ে আলপিন ফোটার মতো এই ক্ষতগুলো ...
- Get link
- X
- Other Apps
ইলিশের স্বত্ব পেল বাংলাদেশ নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭:৪০ পিএম, ০৭ আগস্ট ২০১৭ | আপডেট: ০৭:৪১ পিএম, ০৭ আগস্ট ২০১৭ 340 SHARES জামদানির পর এবার দেশের দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক বা জিওগ্রাফিক্যাল ইনডিকেশন (জিআই) পণ্য হিসেবে নিবন্ধন স্বীকৃতি পেয়েছে জাতীয় মাছ ইলিশ। এর ফলে এখন থেকে ইলিশ বাংলাদেশের নিজস্ব পণ্য হিসেবে সারা বিশ্বে পরিচিত হবে। এরইমধ্যে জিআই পণ্য হিসেবে ইলিশ নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে মৎস্য অধিদফদর কর্তৃপক্ষের কাছে ইলিশের জিআই নিবন্ধনের সনদ তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পেটেন্ট ডিজাইন ও ট্রেড মার্কস অধিদফতর। জানা গেছে, মৎস্য অধিদফতর রুপালি ইলিশকে জিআই পণ্য হিসেবে নিবন্ধনের জন্য পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদফতরে আবেদন করে। এরপর বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১ জুন গেজেট প্রকাশ করা হয়। প্রচলিত আইন অনুযায়ী গেজেট প্রকাশিত হওয়ার দুই মাসের মধ্যে দেশে বা বিদেশ থেকে এ বিষয়ে আপত্তি জানাতে হয়। কিন্তু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ বিষয়ে আপত্তি উত...
চুমু না খাওয়ার শর্তে সিনেমার নায়িকা উর্বশী
- Get link
- X
- Other Apps
বলিউডের সেক্স সিম্বল নায়িকা বলা হয় উর্বশী রাওতালকে। এবার তিনি নতুন সিনেমা নিয়ে হাজির হতে যাচ্ছেন। জানা যায়, বলিউডের জনপ্রিয় সিরিজ ‘হেট স্টোরি’র পরবর্তী সিক্যুয়েলে অভিনয় করবেন তিনি। তবে ‘হেট স্টোরি-ফোর’ ছবিটিতে উর্বশী কাজ করতে রাজি হয়েছেন একটি বিশেষ শর্তে। সেটি হলো এই ছবিতে কোনো চুমু দেবেন না তিনি। মূলত রগরগে সব দৃশ্যের জন্যই ‘হেট স্টোরি’ সিরিজের ছবিগুলোর আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। তবুও চুমু না খাওয়ার শর্ত মেনে নিয়ে উর্বশীকে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ করেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান। শর্তে উর্বশী বলেছেন, এই ছবির অভিনয়ের ক্ষেত্রে চুমু, অন্তরঙ্গ দৃশ্য ও শরীর প্রদর্শন করবেন না তিনি। এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে জানান, প্রাথমিকভাবে সিনেমাটিতে অভিনয়ের জন্য ঊর্বশীকে প্রস্তাব দেয়া হয়। কিন্তু তিনি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে এ দৃশ্যগুলো বাদ দেয়া হয়। এ প্রসঙ্গে উর্বশী বলেন, ‘আমি দুটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছি। কিন্তু এ বিষয়ে কিছু প্রকাশ না করার ব্যাপারে অঙ্গীকার করেছি।’ এ অভিনেত্রী জানান, কাবিল সিনেমার পর বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে ...
আজাদ কাশ্মীরে খনিতে বিস্ফোরণ, নিহত ৫
- Get link
- X
- Other Apps
পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদের নিকটবর্তী একটি কয়লাখনিতে বিস্ফোরণে দুই সহোদরসহ পাঁচজন নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় খনিটিতে বিস্ফোরণের পর তারা আটকা পড়েছিলেন এবং পরে তাদের মৃত্যু হয় বলে সোমবার জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। নিরাপত্তা নিয়মাবলী অনুসরণ না করায় খনিটির ইজারাদার ও ঠিকাদারের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে স্থানীয় প্রশাসন। ইতিমধ্যে মামলার বিবাদীদের মধ্যে ইজারাদার ও ঠিকাদারের এক পুত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। মুজাফ্ফরাবাদের ডেপুটি কমিশনার মাসুদুর রেহমান জানান, মুজাফ্ফরাবাদের পূর্বদিকে পার্বত্য সেরি দারা গ্রামের ওই খনিটির ৮০০ ফুট গভীর একটি সুড়ঙ্গে প্রায় সাতজন খনিশ্রমিক কাজ করছিল, ওই দিন সন্ধ্যায় হঠাৎ গ্যাস বিস্ফোরণে সুড়ঙ্গটি বন্ধ হয়ে গিয়ে শ্রমিকরা আটকা পড়ে যায়। সুড়ঙ্গটির প্রবেশমুখে থাকা দুই শ্রমিক আহত অবস্থায় বের হয়ে আসতে সক্ষম হলেও বাকীরা ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে মারা যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয় এবং সোমবার ভোর ৪টার সময় শেষ লাশটি উদ্ধার করা হয়। নিহতদের সবার বয়স ২৫ থেকে ৩৫ ...
ভেনেজুয়েলায় ‘ব্যর্থ অভ্যুত্থানে’ জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা লিওপোল্ডো লোপেজকে মুক্তি দিয়ে গৃহবন্দি করে রাখা হয়েছে
- Get link
- X
- Other Apps
ভেনেজুয়েলায় ‘ব্যর্থ সামরিক অভ্যুত্থানের’ সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, অস্ত্রসহ পালিয়ে যাওয়া ১০ সেনাকে খোঁজা হচ্ছে। এদিকে চারদিন কারাগারে আটক রাখার পর ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা লিওপোল্ডো লোপেজকে মুক্তি দিয়ে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। কয়েকদিন আগে ভেনেজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলের ভ্যালেন্সিয়া শহরে এক সেনাঘাঁটিতে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইজন নিহত ও একজন আহত হন এবং আটক করা হয় সাতজনকে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে মাদুরো সেনাবাহিনীর প্রশংসা করেন। তিনি তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার জন্য সেনাবাহিনীকে অভিনন্দন জানান। তিনি এই ‘অভ্যুত্থান চেষ্টাকে’ সন্ত্রাসী হামলা বলেও উল্লেখ করেন। রবিবার টুইটারে দেওয়া এক পোস্টে দেশটির ক্ষমতাসীন দল সোশ্যালিস্ট পার্টির উপনেতা ডিওসদাদো কাবেলো দাবি করেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত করতে সামরিক অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছে সেনাবাহিনীর একাংশ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ইউনিফর্ম পরিহিত কয়েকজন সেনা ঘোষণা দেয় যে, তারা অত্যাচারী সরক...