Posts

সাত মাস আটকে রেখে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

Image
সাত মাস কিশোরীকে আটকে রেখে ধর্ষণের মামলায় গ্রেপ্তার বাদল মিয়া। ছবি: সংগৃহীত টাঙ্গাইলের সখীপুরে একটি নির্জন ঘরে ৬ মাস ১৭ দিন এক কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে করা মামলার একমাত্র আসামি মো. বাদল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকা থেকে গ্রেপ্তার করে বলে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে বিকেলে নারী ও শিশু আদালতের হাকিম রুপম কান্তি দাস কিশোরীর জবানবন্দি রেকর্ড করেছেন। নিখোঁজের ৬ মাস ১৭ দিন পর গত রোববার রাতে বাদল মিয়ার পরিত্যক্ত নির্জন বাড়ি থেকে ওই কিশোরীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর তাকে চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মেয়েটির ভাই বাদী হয়ে প্রতিবেশী চাচা মো. বাদল মিয়াকে আসামি করে গত সোমবার রাতে সখীপুর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ১১ জানুয়ারি ...

সিডনিতে বিমান ধ্বংসের পরিকল্পনায় আইএস জড়িত

Image
আটক খালেদ খায়াত। ছবি: দ্য সিডনি মর্নিং হেরাল্ড সিডনি বিমানবন্দরে ছাড়ার অপেক্ষায় থাকা ইতিহাদ এয়ারওয়েজের বিমানে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) স্থাপন করে বিমান উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট)-এর সঙ্গে সম্পৃক্ত কিছু ব্যক্তি। ইতিহাদ বিমানের গত ১৫ জুলাইয়ের ফ্লাইটে এক যাত্রীর লাগেজে হাই-অ্যান্ড মিলিটারি গ্রেডের এই বিস্ফোরক রেখে দিয়েছিল তার ভাই। তবে ওই যাত্রী এ ব্যাপারে কিছুই জানত না বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ। সন্ত্রাসী হামলায় বিমান উড়িয়ে দেওয়ার সন্দেহভাজন পরিকল্পনাকারীদের মধ্যে চারজনকে গত ২৯ জুলাই অস্ট্রেলিয়ায় আটক করে জয়েন্ট কাউন্টার টেররিজম। বিমান উড়িয়ে দেওয়ার চেষ্টায় জড়িত থাকার অভিযোগে এদের মধ্যে দুজনের বিরুদ্ধে অভিযোগও গঠন করা হয়েছে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের দাবি, ওই ব্যক্তিরা দুটি পরিকল্পনা করেছিল। এর একটি হলো বিমানে বিস্ফোরণ ঘটানো, আরেকটি হলো জনতার ভিড়ে অথবা পাবলিক পরিবহনে বিষাক্ত গ্যাস বিস্ফোরণ ঘটানো। আইএস-এর সঙ্গে সম্পৃক্ত খালেদ খায়াত (৪৯) তাঁর ভাই আবুধাবি যাওয়ার সময় কিমা মাংস দিয়ে পেঁচিয়ে বিস্ফোরকটি এক...

লন্ডনের নোমাডিক গার্ডেন

Image
লন্ডনের চেনা রূপের সঙ্গে এই ‘যাযাবর’ বাগানের পরিবেশ যেন একদমই আলাদা। ছবি: লেখক দূর থেকে দেখে কিছুই বোঝার উপায় নেই। কিন্তু দেয়ালে দেয়ালে বর্ণিল চিত্রকর্ম ঠিকই নজর কাড়বে। যত সামনে এগোই, ততই পরিবেশ যেন অচেনা লাগে। রংচটা বড় বড় সব দেয়ালচিত্র দেখতে দেখতে উড়াল রেলপথের নিচটা পার হলেই কাঠ জোড়া দিয়ে যেনতেন করে বানানো একটি ফটক। সেই ফটক দিয়ে প্রবেশ করতেই চোখ কপালে ওঠার জোগাড়। বলা হচ্ছে পূর্ব লন্ডনের ব্রিক লেনের কাছের নোমাডিক কমিউনিটি গার্ডেনের কথা। সত্যিই আজব এই জায়গা। প্রাচুর্যে ভরপুর লন্ডনের চেনা রূপের সঙ্গে এর যে কোনো মিল নেই। কাঠের মোটা মোটা তক্তা দিয়ে বানানো চেয়ার, টেবিল ও টুল ছড়ানো। ত্রিপল কিংবা বাঁশের কঞ্চির ছাউনি দিয়ে বানানো পাশখোলা (ঘেরাহীন) খুপরি ঘর, যা তৈরি করেছে আঁকাবাঁকা গলিপথ। তাতে রাখা শৈল্পিক আঁচড়ে ঢাকা অকেজো গাড়ি। এদিক-সেদিক ছড়িয়ে নানা ভঙ্গির চিত্রকর্ম। কেবল চিত্রকর্ম প্রদর্শনেই আছে বিশাল এক দেয়াল। আছে কাঠ, গাড়ির চাকা ও টায়ার দিয়ে বানানো বিসদৃশ কারুখচিত অদ্ভুত সব ভাস্কর্য। একপাশে শোভা পাচ্ছে বিশাল একটি নৌকা। শিশুদের খেলার জন্য আছে হাতে তৈরি বিভিন্ন ঢঙের কারুখচিত খেলনা। হেন কোনো ...

তালেবান হামলায় ন্যাটো সেনা নিহত

আফগানিস্তানে তালেবান জঙ্গিদের আত্মঘাতী হামলায় ন্যাটোর এক সেনা নিহত হয়েছেন। দেশটির বাগরাম বিমানঘাঁটির কাছে বিদেশি সেনাদের একটি দলের ওপর হামলায় ন্যাটো বাহিনীতে কর্মরত জর্জিয়ার ওই সেনা নিহত হন। ন্যাটো গতকাল শুক্রবার এ কথা জানিয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাবুল প্রদেশের কারাবাগ শহরে অপর এক হামলায় অন্তত দুজন বেসামরিক নাগরিক নিহত এবং যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা, জর্জিয়ার তিনজন সেনা ও একজন আফগান দোভাষী আহত হয়েছেন। ন্যাটোর এক বিবৃতিতে বলা হয়, আহত ব্যক্তিদের বাগরাম এয়ারফিল্ড মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা সুস্থ আছেন। কান্দাহার প্রদেশে বিদেশি সেনাবহরের ওপর তালেবান জঙ্গিদের হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনা নিহতের ঘটনার এক দিন পর এই হামলার ঘটনা ঘটল।