Posts

Image
প্রকাশ : ১ আগস্ট, ২০১৭ ১২:২৫   অনলাইন ভার্সন আপডেট : ১ আগস্ট, ২০১৭ ১২:৩০   প্রিন্ট করুন  কিমকে থামাতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’র পরিকল্পনা করছে সিউল অনলাইন ডেস্ক Currently 5.00/5 1 2 3 4 5 গড় রেটিং:  5.0 /5 (1 টি ভোট গৃহিত হয়েছে) ফাইল ছবি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করেই একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। তাই কিমের কমান্ড, পরমাণু এবং ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোর বিরুদ্ধে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ বা ‘আচমকা আক্রমণ’র পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। সোমবার এক প্রতিবেদনে এমনটিই দাবি করেছে সিউলের সংবাদপত্র মুনওয়া ইলবো। প্রতিবেদনে বলা হয়, জরুরি পরিস্থিতিতে এ হামলা শুরু করবে প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের বিশেষ বাহিনী। দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা দফতর বা এনএসও এবং মরণাস্ত্র ধ্বংস দফতর বা ডব্লিউএমডির বদলে হামলা পরিকল্পনা করছে দেশটির জয়েন্ট চিফস অব স্টাফ এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলার পরিকল্পনার ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ৩১ মার্চের দ...
Image
প্রকাশ : ১ আগস্ট, ২০১৭ ১৩:১৪   অনলাইন ভার্সন আপডেট : ১ আগস্ট, ২০১৭ ১৮:৪৪ Share প্রিন্ট করুন  'ভারতের বেশিরভাগ মুসলিমই আগে হিন্দু ছিলেন' দীপক দেবনাথ, কলকাতা Currently 5.00/5 1 2 3 4 5 গড় রেটিং:  5.0 /5 (1 টি ভোট গৃহিত হয়েছে) ফাইল ছবি ভারতের বেশিরভাগ মুসলিমই আগে হিন্দু ছিলেন। দেশটির লোকসভায় এমন দাবি করেছেন বিজেপি সাংসদ হুকুমদেব নারায়ণ যাদব।   গতকাল সোমবার গরুকে কেন্দ্র করে দলিত ও মুসলিমদের ওপর নির্যাতনের ঘটনায় লোকসভার অধিবেশনে এক বিতর্কসভায় অংশ নিয়ে দীনদয়াল উপাধ্যায়’এর একটি উদ্ধৃতি টেনে হুকুমদেব এসব কথা বলেন।   তিনি আরও বলেন, ভারতের বেশিরভাগ মুসলিমই  আগে হিন্দু ছিলেন। এই দেশের মুসলিমদের জানা উচিত যে তারা পূর্বপুরুষ হলেন হিন্দু...এবং সেই সময় তাদের হিন্দু দেবতা ছিল। প্রত্যেক মুসলিমকে যেমন হিন্দুদের ভাবাবেগকে সম্মান করতে হবে, তেমনই প্রত্যেক হিন্দুকেও মুসলিমের ভাবাবেগকে সম্মান জানাতে হবে। বিডি প্রতিদিন/১ আগস্ট, ২০১৭/ফারজানা
Image
প্রকাশ : ১ আগস্ট, ২০১৭ ১৬:১৭   অনলাইন ভার্সন আপডেট : ১ আগস্ট, ২০১৭ ১৬:২২   প্রিন্ট করুন  ভারতের পাশেই পশ্চিমা দেশ, ক্ষোভের আগুনে জ্বলছে চীন! অনলাইন ডেস্ক Currently 0/5 1 2 3 4 5 গড় রেটিং:  0 /5 (0 টি ভোট গৃহিত হয়েছে) ফাইল ছবি গত কয়েকমাস ধরেই ডোকালামে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে ভারত ও চীনের সেনাবহিনীর সদস্যরা। ভারত-চীনের মধ্যকার ডোকালাম ইস্যু নিয়ে উত্তাপ ছড়িয়েছে আন্তর্জাতিক মহলেও। দেখা গেছে, এই ইস্যুতে ভারতের পাশেই রয়েছে বিশ্বের অন্যান্য দেশ বিশেষ করে পশ্চিমা দেশের গণমাধ্যম। এ দাবি করে ক্ষোভ উগরে দিল চীনের সংবাদমাধ্যম। মার্কিন মিডিয়াও যেভাবে ভারতের পাশে রয়েছে, তা মোটেই ভালো চোখে দেখছে না চীন। চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে লেখা হয়েছে যে, ভারত তুলনায় দুর্বল বলেই অন্যান্য দেশের সমবেদনা পাওয়ার চেষ্টা করছে। এই প্রতিবেদনে চীন আরও দাবি করেছে যে, ভারত অবৈধভাবে ভারতে ঢুকে পড়া সত্ত্বেও পশ্চিমি দেশের সংবাদমাধ্যম ভারতের পাশে রয়েছে। আমেরিকাসহ বিভিন্ন দেশের সংবাদমাধ্যম ভারতে চীনা অনুপ্রবেশের বিষয়টিকে সমর্থন করছে না বলেই এমন কথা...
Image
প্রকাশ : ১ আগস্ট, ২০১৭ ১২:৪৯   অনলাইন ভার্সন আপডেট : ১ আগস্ট, ২০১৭ ১৬:৫৮   প্রিন্ট করুন  আজ থেকে ২৪ ঘণ্টা খোলা চট্টগ্রাম বন্দর অনলাইন ডেস্ক Currently 0/5 1 2 3 4 5 গড় রেটিং:  0 /5 (0 টি ভোট গৃহিত হয়েছে) চট্টগ্রাম সমুদ্রবন্দর ২৪ ঘণ্টা খোলা রেখে আমদানি-রপ্তানি সচল রাখার কার্যক্রম শুরু হয়েছে। আজ থেকে আন্তঃমন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন) জাফর আলম। এ ব্যাপারে চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, আজ থেকে চট্টগ্রাম বন্দরের ব্যাংক ও কাস্টমস অফিস ২৪ ঘণ্টা খোলা রাখা হবে। আমদানি-রপ্তানিকারকরা যাতে দেশের বৃহত্তম এই বন্দর থেকে সার্বক্ষণিক পূর্ণ সুযোগ-সুবিধা নিতে পারেন- সে কারণেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দর কর্তৃপক্ষ আরো জানায়, চট্টগ্রাম বন্দরের দু'টি গ্যান্ট্রি ক্রেন বিকল রয়েছে। তবে নতুন তিনটি রাবার গ্যান্ট্রি ক্রেন এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে আনা হয়েছে। এ বছরের মধ্যে আরো ১১টি রাবার গ্যান্ট্রি ক্রেন আনা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। বিডি-প্রতিদিন/০১ আগস্ট, ২০১৭/ওয়াসিফ...
Image
প্রকাশ : ১ আগস্ট, ২০১৭ ২০:১৭   অনলাইন ভার্সন আপডেট :   প্রিন্ট করুন  কুয়েতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু চৌদ্দগ্রাম প্রতিনিধি: Currently 0/5 1 2 3 4 5 গড় রেটিং:  0 /5 (0 টি ভোট গৃহিত হয়েছে) স্বপ্ন পূরণ হলো না কুয়েত প্রবাসী কুমিল্লার চৌদ্দগ্রামের কাজী আলমগীর হোসেনের। কুয়েতে কর্মস্থলে যাওয়ার পথে স্ট্রক করে তিনি মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার বিকেলে নিহতের ছেলে কাজী মোঃ আবদুল্লাহ আল গিফারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।   তার বাড়ি কনকাপৈত ইউনিয়নের তারাশাইল গ্রামে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কুয়েতে কেজিএল নামের একটি কোম্পানীতে প্রজেক্ট ম্যানেজার হিসেবে চাকরী করতেন কাজী আলমগীর হোসেন (৫১)। দুই মাস দেশে অবস্থান শেষে গত আড়াই মাস আগে তিনি আবারও জীবিকা নির্বাহের তাগিদে কুয়েতে পাড়ি জমান। ৩০ বছর ধরে তিনি প্রবাসে চাকুরী করে ছেলে মেয়েদের পড়া লেখাসহ পরিবারের ভরণ পোষণ নির্বাহ করছেন।   শেষ জীবন দেশেই কাটাবেন এমন আশা ছিল তাঁর। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস- সোমবার বেলা ১১টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে স্ট্রোক করে তিনি মৃ...
Image
প্রকাশ : ১ আগস্ট, ২০১৭ ১৪:১৯   অনলাইন ভার্সন আপডেট : ১ আগস্ট, ২০১৭ ১৬:১৩   প্রিন্ট করুন  কম্বোডিয়া থেকে ১০ লাখ টন চাল কিনবে বাংলাদেশ অনলাইন ডেস্ক Currently 0/5 1 2 3 4 5 গড় রেটিং:  0 /5 (0 টি ভোট গৃহিত হয়েছে) কম্বোডিয়া থেকে ১০ লাখ টন চাল আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে আগামীকালই চুক্তি হওয়ার কথা। 'বাংলাদেশ টু বাই রাইস'  শিরোনামে মঙ্গলবার সংবাদটি প্রকাশ করেছে কম্বোডিয়ার খেমার টাইমস।   কম্বোডিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সোয়িউং সোফারি বলেন, এ চুক্তি হয়ে গেলে বাংলাদেশ আগামী পাঁচ বছরে কম্বোডিয়া থেকে ১০ লাখ টন চাল আমদানি করবে। আগামীকাল বুধবার কম্বোডিয়ার পমপেনে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সঙ্গে চুক্তি করা হবে। বিডি প্রতিদিন/১ আগস্ট, ২০১৭/ফারজানা
Image
প্রকাশ : ১ আগস্ট, ২০১৭ ১৪:০১   অনলাইন ভার্সন আপডেট : ১ আগস্ট, ২০১৭ ১৪:০৮   প্রিন্ট করুন  মঙ্গলবারের চারটি ও বুধবারের একটি হজ ফ্লাইট বাতিল অনলাইন ডেস্ক Currently 1.00/5 1 2 3 4 5 গড় রেটিং:  1.0 /5 (1 টি ভোট গৃহিত হয়েছে) ফাইল ছবি ই-ভিসা জটিলতাসহ যাত্রী সংকটের কারণে পবিত্র হজ গমনেচ্ছু যাত্রীদের আজ মঙ্গলবারের চারটি ফ্লাইট ও বুধবার সকালের একটি ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান। বিষয়টি জানিয়েছেন, বিমানের জনসংযোগ ম্যানেজার শাকিল মেরাজ। এ ব্যাপারে তিনি জানান, ফ্লাইট বাতিল হলেও হজ যাত্রীদের পরিবহনে কোনো সমস্যা হবে না। এবার নির্ধারিত হজযাত্রীর অতিরিক্ত সাড়ে চার হাজার যাত্রী পরিবহনের পদক্ষেপ নিয়ে রেখেছে বাংলাদেশ বিমান। এর আগে সোমবার জানানো হয়েছিল মঙ্গলবার ভোর ৪টা ৫৫, সকাল ৮টা ৫৫ ও রাত ১১টা ৪৫ মিনিটের হজ ফ্লাইট বাতিল করেছে বিমান কর্তৃপক্ষ। পরে আজ বিকেলের একটি ফ্লাইটও বাতিলের ঘোষণা দেয় বিমান কর্তৃপক্ষ। পাশাপাশি, বুধবার সকালের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিডি-প্রতিদিন/০১ আগস্ট, ২০১৭/ওয়াসিফ ...