Posts

Image
প্রকাশ : ৩১ জুলাই, ২০১৭ ০৯:২৮   অনলাইন ভার্সন আপডেট : ৩১ জুলাই, ২০১৭ ১৪:১০   প্রিন্ট করুন  ভারতজুড়ে ঝড় তুলেছে মুসলিম পুলিশকর্মী ও হিন্দু সেনার যে ছবি! অনলাইন ডেস্ক Currently 4.70/5 1 2 3 4 5 গড় রেটিং:  4.7 /5 (10 টি ভোট গৃহিত হয়েছে) সংগৃহীত ছবি মাঝে মাঝে একটি ছবিই যেন সব কথা বলে দেয়। এমনই এক ছবি বেশ কিছুদিন ধরেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যাচ্ছে, এক পুলিশকর্মী বসে রয়েছে, এবং তার পাশে এক সেনা দাঁড়িয়ে রয়েছে। সূত্রের খবর, ভারিতের সিআরপিএফের শ্রীনগর সেক্টরের একটি ট্যুইটার পেজে এই ছবিটি শেয়ার করা হয়। ছবির নিচে লেখা রয়েছে, শান্তির জন্য একসঙ্গে। জানা যায়, ছবিটি জম্মু-কাশ্মীরের, যেখানে এক মুসলিম পুলিশকর্মী বসে নামাজ করছেন, অন্যদিকে তার পাশে দাঁড়িয়ে কড়া নজরদারিতে ব্যস্ত এক হিন্দু সেনা। এই ছবিটি শেয়ার করার স্নগে সঙ্গেই ভাইরাল হতে শুরু করে। অনেকেই সেখানে মন্তব্য করেন, এই দেশের নাগরিক হতে পেরে তারা গর্বিত। অনেকে আবার জানান, এটাই আসল ভারতবর্ষ। এই ছবি বলিউড তারকারাও শেয়ার করতে শুরু করেছেন...
Image
প্রকাশ : ৩১ জুলাই, ২০১৭ ০৯:২৮   অনলাইন ভার্সন আপডেট : ৩১ জুলাই, ২০১৭ ১৪:১০   প্রিন্ট করুন  ভারতজুড়ে ঝড় তুলেছে মুসলিম পুলিশকর্মী ও হিন্দু সেনার যে ছবি! অনলাইন ডেস্ক Currently 4.70/5 1 2 3 4 5 গড় রেটিং:  4.7 /5 (10 টি ভোট গৃহিত হয়েছে) সংগৃহীত ছবি মাঝে মাঝে একটি ছবিই যেন সব কথা বলে দেয়। এমনই এক ছবি বেশ কিছুদিন ধরেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যাচ্ছে, এক পুলিশকর্মী বসে রয়েছে, এবং তার পাশে এক সেনা দাঁড়িয়ে রয়েছে। সূত্রের খবর, ভারিতের সিআরপিএফের শ্রীনগর সেক্টরের একটি ট্যুইটার পেজে এই ছবিটি শেয়ার করা হয়। ছবির নিচে লেখা রয়েছে, শান্তির জন্য একসঙ্গে। জানা যায়, ছবিটি জম্মু-কাশ্মীরের, যেখানে এক মুসলিম পুলিশকর্মী বসে নামাজ করছেন, অন্যদিকে তার পাশে দাঁড়িয়ে কড়া নজরদারিতে ব্যস্ত এক হিন্দু সেনা। এই ছবিটি শেয়ার করার স্নগে সঙ্গেই ভাইরাল হতে শুরু করে। অনেকেই সেখানে মন্তব্য করেন, এই দেশের নাগরিক হতে পেরে তারা গর্বিত। অনেকে আবার জানান, এটাই আসল ভারতবর্ষ। এই ছবি বলিউড তারকারাও শেয়ার করতে শুরু করেছেন...
Image
প্রকাশ : ৩১ জুলাই, ২০১৭ ১৬:০৪   অনলাইন ভার্সন আপডেট : ৩১ জুলাই, ২০১৭ ১৬:৩০   প্রিন্ট করুন  বিশ্ববিখ্যাত সাতটি ছবি চুরি... অনলাইন ডেস্ক Currently 0/5 1 2 3 4 5 গড় রেটিং:  0 /5 (0 টি ভোট গৃহিত হয়েছে) ম্যাট বোমার 'হোয়াইট কলার' সিনেমায় শিল্পকর্ম চুরির কিছু টিপস দিয়েছিলেন। যার মূল লক্ষ্য ছিল বিশ্বের অনন্য ও বিরল সংগ্রহনীয় চিত্রকর্ম বা চিত্রশিল্প চুরির ওপর। যদিও হোয়াইট কলার কাল্পনিক, কিন্তু বিশ্বে চিত্রকর্মের যে চুরিগুলো হয়েছে তা মোটেও কাল্পনিক নয়।   জাদুঘরে বিখ্যাত শিল্পীদের আঁকা চিত্রকর্মগুলো অনেক সুরক্ষিত থাকে তবুও অনেক ঘটনা আছে যেখানে এসব চিত্রকর্ম সুপরিকল্পিতভাবে চুরি করা হয়েছে।  অনেকটা হলিউডের সিনেমার আদলে যার ঘটনা শুনলে আপনিও চমকে উঠবেন। বলে রাখা প্রয়োজন এ ধরনের চুরির মামলা পর্যবেক্ষণের জন্য এফবিআইয়ের একটি পৃথক ইউনিট রয়েছে। যারা এসব দামি দুর্মূল্য চিত্রের ওপর নজর রাখে। এমনই কিছু চিত্রশিল্প চুরির ঘটনা রয়েছে যা আপনাকে হোয়াইট কলার সিনেমাটির কথা স্মরণ করিয়ে দেবে। আসুন এক নজরে জেনে নেওয়া যাক পৃথিবীর বিশ্...
Image
প্রকাশ : ৩১ জুলাই, ২০১৭ ১৬:৫০   অনলাইন ভার্সন আপডেট : ৩১ জুলাই, ২০১৭ ১৬:৫৩ Share প্রিন্ট করুন  জাপান-আমেরিকা দু'দেশ মিলে উত্তর কোরিয়াকে শিক্ষা দিতে প্রস্তুত! অনলাইন ডেস্ক Currently 0/5 1 2 3 4 5 গড় রেটিং:  0 /5 (0 টি ভোট গৃহিত হয়েছে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার বারবার মিসাইল পরীক্ষায় ক্ষুব্ধ হয়ে চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাছাড়া উত্তর কোরিয়াকে একটা যোগ্য জবাব দিতে এবার আমেরিকার পাশে রয়েছে জাপান। উত্তর কোরিয়া যে ক্রমশই এক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে- এই বিষয়ে একমত জাপান-আমেরিকা। সম্প্রতি উত্তর কোরিয়া নতুন প্রযুক্তির ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যুক্তরাষ্ট্রকে হুঙ্কার দিয়ে দাবি করেছিলেন, একটা বোতাম টিপলেই নিউইয়র্ক, ওয়াশিংটন কিংবা আমেরিকার মূল ভূখণ্ডের যে কোন ‘টার্গেট’ ধুলোয় মিশিয়ে দিতে পারে উত্তর কোরিয়া। এছাড়া দাবি করা হয়েছিল, এর আগে চলতি মাসের গোড়ায় উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল, এটি তার চেয়েও বেশি শক্তিশালী এবং আরো দূরপাল্লার। এ ব্যাপারে হোয়াইট হাউসের পক্ষ থেক...
Image
প্রকাশ : ৩১ জুলাই, ২০১৭ ১১:১৬   অনলাইন ভার্সন আপডেট : ৩১ জুলাই, ২০১৭ ১৩:৪৫   প্রিন্ট করুন  চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চালবাহী চতুর্থ জাহাজ অনলাইন ডেস্ক ফাইল ছবি ভিয়েতনাম থেকে সরকারিভাবে আমদানিকৃত চাল নিয়ে চতুর্থ জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। সোমবার ভোরে এমভি এশিয়ান এনার্জি নামের জাহাজটি ২৫ হাজার ৩০০ টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বলে জানিয়েছেন স্থানীয় এজেন্ট ইউনি শিপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল হোসাইন।   এ ব্যাপারে খাদ্য মন্ত্রণালয়ের চলাচল ও সংরক্ষণ বিভাগের নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম জানান, দেশে চালের বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় সরকার জি টু জি ভিত্তিতে ভিয়েতনাম থেকে আড়াই লাখ টন চাল আমদানি করছে। এর মধ্যে দুই লাখ টন আতপ এবং পঞ্চাশ হাজার টন সিদ্ধ চাল রয়েছে বলেও জানান তিনি। এসময় তিনি আরো জানান, সোমবার চট্টগ্রাম বন্দরে আসা জাহাজ থেকে চালের নমুনা সংগ্রহ এবং কাস্টম হাউসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বহির্নোঙর থেকে লাইটারিংয়ের মাধ্যমে চাল খালাস শুরু হবে। উল্লেখ্য, এর আগে ভিয়েতনাম থেকে আতপ চাল নিয়ে প্...
Image
প্রকাশ : ৩১ জুলাই, ২০১৭ ১৬:৪০   অনলাইন ভার্সন আপডেট : Share প্রিন্ট করুন  বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাজেট ঘোষণ বান্দরবান প্রতিনিধি অন্যান্য বছরের ন্যায় এবারও শিক্ষা উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ৬৭ কোটি ৬০ লক্ষ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা এই বাজেট পেশ করেন।   জেলা পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা উন্নয়ন খাতে সর্বোচ্চ ২৬ শতাংশ এবং ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে সর্বনিম্ন ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে এ বাজেটে। শিক্ষা উন্নয়ন ক্ষেত্রে ১২ কোটি ৯৫ লক্ষ ৮৩ হাজার ৭৪০ টাকা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পে জন্য  ৯৯ লক্ষ ৬৭ হাজার ৯৮০ টাকা বরাদ্ধ রাখা হয়েছে। বাজেট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল আলম,নির্বাহী কর্মকর্তা নুরুল আবছার, জেলা পরিষদের সকল সদস্যসহ সাংবাদিক ও ন্যাস্ত বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিডি-প্রতিদিন/৩১ জুলাই, ২০১৭/মাহবুব
Image
স্ত্রীর শ্রাদ্ধেও বাড়ি যাননি তিনি ছেলেকে করেছেন ত্যাজ্য। বাবা কাশীবাসী। মা সেখানেই কলেরায় মারা গিয়েছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শেষ জীবন এ রকমই। গত কাল ছিল তাঁর মৃত্যুর ১২৬ বছর। সুমন্ত্র চট্টোপাধ্যায় ৩০ জুলাই, ২০১৭, ০০:০০:০০ | শেষ আপডেট: ৩০ জুলাই, ২০১৭, ০১:০১:৫১   ছবি: কুনাল বর্মণ সাল ১৮৭৫, তারিখ ৩১ মে। স্থান কলকাতা। গভীর রাত। অভিমানে ক্ষতবিক্ষত এক জন আমহার্স্ট স্ট্রিটের ৬৩ নম্বর বাড়িতে দোতলার একটি ঘরে বসে নিজের হাতে লিখছেন তাঁর ইচ্ছাপত্র বা উইল। তাঁকে শুধু তাঁর একমাত্র পুত্র বা পরিবার আহত করেনি, তাঁকে রক্তাক্ত করেছে তথাকথিত শিক্ষিত সমাজ, ইংরেজ শাসক, সেই শাসকদের করুণা-লোভী জমিদার শ্রেণির বাবু সম্প্রদায়, এমনকী তাঁর পরম আরাধ্যা জননী। মাত্র পঞ্চান্ন বছর বয়সেই উইল লিখছেন তিনি।   পঁচিশটি অনুচ্ছেদে সম্পূর্ণ এই উইল। এতে রয়েছে তাঁর নিজের সম্পত্তির তালিকা, পঁয়তাল্লিশ জন নরনারীকে নির্দিষ্ট হারে মাসিক বৃত্তি দেবার নির্দেশ। এর মধ্যে ছাব্বিশ জন তাঁর অনাত্মীয়। এ ছাড়াও ব্যবস্থা আছে দাতব্য চিকিৎসালয় ও মায়ের নামে স্থাপিত বালিকা বিদ্যালয়ে...