Posts

Image
প্রকাশ : ১৩ মে, ২০১৭ ১৪:২৩ আপডেট :   প্রিন্ট করুন  সড়ক দুর্ঘটনায় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক নিহত অনলাইন ডেস্ক Currently 0/5 1 2 3 4 5 গড় রেটিং:  0 /5 (0 টি ভোট গৃহিত হয়েছে) ফাইল ছবি চট্টগ্রামে জেলার ফটিকছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফজলুর রহমান (৫২) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার জুবলী স্কুলসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশনের (ন্যাপ) একটি মাইক্রোবাস খাগড়াছড়ি যাচ্ছিল। ফটিকছড়ির জুবলী স্কুল এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের ছয়জন আরোহী আহত হন। মুমূর্ষু অবস্থায় ফজলুর রহমানসহ আহত ব্যক্তিদের প্রথমে নাজিরহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই ফজলুর রহমানের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সু...
Image
প্রকাশ : ১৩ মে, ২০১৭ ০৪:১৭ আপডেট : ১৩ মে, ২০১৭ ০৭:৩৭   প্রিন্ট করুন  রামদেবের বিরুদ্ধে পরোয়ানা জারি অনলাইন ডেস্ক Currently 0/5 1 2 3 4 5 গড় রেটিং:  0 /5 (0 টি ভোট গৃহিত হয়েছে) ভারতের হরিয়ানার সাবেক মন্ত্রীর দায়ের করা মামলায় সমন পেয়েও আদালতে না আসার জন্য যোগগুরু রামদেবের বিরুদ্ধে শুক্রবার জামিনযোগ্য ধারায় পরোয়ানা জারি হল। 'ভারত মাতা কি জয়' বলতে যারা অস্বীকার করে, তাদের শিরোশ্ছেদ করা উচিত। ভরা সমাবেশে, প্রকাশ্যে এমন বিতর্কিত মন্তব্যের জন্যই যোগগুরু রামদেবের বিরুদ্ধে এফআইআর করেছিলেন হরিয়ানার সাবেক মন্ত্রী তথা কংগ্রেস নেতা সুভাষ বাত্রা। সেই মামলায় হরিয়ানার অতিরিক্ত মুখ্য দায়রা বিচারক হরীশ গোয়েল গত ২ মার্চ রামদেবকে সমন পাঠালেও, তিনি আদালতে হাজিরা দেননি। তার জেরেই শুক্রবার যোগগুরুর বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় পরোয়ানা জারি হয়েছে। বাত্রার আইনজীবী সাংবাদিকদের এদিন জানিয়েছেন, রামদেবকে আগামী ১৪ জুন আদালতে সশরীরে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ব্যক্তিগত জামিনের জন্য ১ লাখ টাকা জমা দিতে বলা হয়েছে। সম্প্রতি বাত্রার হয়ে...
Image
প্রকাশ : শনিবার, ১৩ মে, ২০১৭ ০০:০০ টা   আপলোড : ১২ মে, ২০১৭ ২৩:১১   প্রিন্ট করুন  পদ্মা সেতুর কাজ শেষ ৪৩ শতাংশ আগামী মাসেই বসছে সুপারস্ট্রাকচার মুন্সীগঞ্জ প্রতিনিধি Currently 0/5 1 2 3 4 5 গড় রেটিং:  0 /5 (0 টি ভোট গৃহিত হয়েছে) পদ্মা সেতুর কাজে গতকাল ব্যস্ত কর্মীরা —বাংলাদেশ প্রতিদিন দেশের অন্যতম মেগা প্রকল্প পদ্মা বহুমুখী সেতুর ৪৩ শতাংশ কাজ শেষ হয়ে গেছে। আগামী মাসেই এ সেতু দৃশ্যমান হবে। মূল পিলারের ওপর উঠে দাঁড়াবে সুপারস্ট্রাকচার (স্প্যান)। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কয়েক দিনের মধ্যেই পদ্মা সেতু প্রকল্প এলাকায় আসছে তিন হাজার টন ক্ষমতা সম্পন্ন বিশ্বের সবচেয়ে বড় হ্যামার। এর আগে প্রকল্প এলাকায় কাজে এসেছে ১ হাজার টনের একটি, ২ হাজার টনের একটি ও ২৪০০ টন ক্ষমতা সম্পন্ন একটি হ্যামার। ৩৬০০ টন ক্ষমতা সম্পন্ন ক্রেন রয়েছে এ প্রকল্প এলাকায়। মোট ৬৬টি পিলারের ৪২টি পিলারে ৪১টি সুপারস্ট্রাকচার থাকবে সেতুটিতে। এর দুই পাড়ে ১২টি করে ২৪টি পিলার ছাড়াও ৪২টি মূল পিলারের ওপর ৪১টি সুপারস্ট্রাচার বসবে। তার মধ্যে ২০টি তৈরি হয়ে গেছ...
Image
প্রকাশ : ১৩ মে, ২০১৭ ০৯:১৭ আপডেট : ১৩ মে, ২০১৭ ০৯:১৮   প্রিন্ট করুন  ‘টাকার গাছ’! অনলাইন ডেস্ক Currently 0/5 1 2 3 4 5 গড় রেটিং:  0 /5 (0 টি ভোট গৃহিত হয়েছে) সংগৃহীত ছবি শিরোনাম দেখে অবাক হচ্ছেন? ভাবছেন টাকার গাছ আবার কিভাবে সম্ভব। আসলে ব্যাপারটি তা নয়, এই গাছ থেকে ফলের মতো টাকা বের হয়না।  এই গাছের নাম ক্র্যাসুল্লা। এটিকে আক্ষরিক অর্থে টাকার গাছ বলা হয়েছে। কিন্তু এই গাছ বাড়িতে যত্ন সহকারে রাখলে স্বাস্থ্যের জন্য উপকারি।    এই গাছের পাতা মোটা,  চকচকে এবং মসৃণ। সবুজের শেডে গাছটিকে কয়েকদিন রাখার পর বাদামী রঙের হয়ে যায়। এই গাছটি নিজের বাগানে রাখতে খুব বেশি পরিচর্যার প্রয়োজন পড়ে না।  কিন্তু একটু বড় টবে রাখলে এই গাছটি তরতর করে বড় হতে থাক। সুর্যের আলো পড়লে এই গাছ আরো তাড়াতাড়ি বাড়ে। তবে বেশি পানি দিলে হিতে বিপরীত হবে। বরং একবার পানি দেওয়ার পর মাটি শুকালে তবেই আবার  গাছটিতে পানি দিতে হবে। চীনের এক ধর্মগুরুর মতে, এই চারা গাছ ঘরে ঢোকার সময় ডানদিকে লাগানো উচিত। মানসিক ও শারিরিক দুই ভাবেই শক্তিশালী...
আন্তর্জাতিক সংবাদ ইয়াঙ্গুনে রোহিঙ্গাদের ওপর হামলা ৭ বৌদ্ধ জাতীয়তাবাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বিবিসি ১৩ মে ২০১৭, ০১:০৬ প্রিন্ট সংস্করণ ইয়াঙ্গুনে স্থানীয় মুসলমানদের সঙ্গে মারামারির ঘটনার পর সাত বৌদ্ধ জাতীয়তাবাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মিয়ানমারের পুলিশ। তাঁদের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ইয়াঙ্গুনের মিঙ্গালার তাউঙ্গ নাউন্ত এলাকায় বুধবার ভোরে উগ্র জাতীয়তাবাদী বৌদ্ধ ভিক্ষুদের নেতৃত্বে মুসলমানদের ওপর ওই হামলা চালানো হয়। এ সময় দু পক্ষের মধ্যে মারামারি হয়। হামলায় একজন আহত হওয়ার খবর পাওয়া যায়। হামলাকারী বৌদ্ধদের দাবি, রোহিঙ্গারা সেখানে ‘অবৈধভাবে’ বাস করছে। বৌদ্ধ ও মুসলমানদের মধ্যে সংঘর্ষের সময় ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। দুই পক্ষের মধ্যে হাতাহাতি চলার সময় পুলিশ সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। কিন্তু পরিস্থিতি শান্ত না হলে ফাঁকা গুলি ছোড়া হয়। যে সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাঁদের মধ্যে দুজন বৌদ্ধ ভিক্ষু রয়েছেন। সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগ...
আন্তর্জাতিক সংবাদ ভাইয়ের মতো স্বামী চান নারীরা! অনলাইন ডেস্ক ১২ মে ২০১৭, ২২:০৫ নারীরা জীবনসঙ্গী হিসেবে সেসব পুরুষকেই পছন্দ করেন, যাঁরা দেখতে তাঁর ভাইয়ের মতো। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্যই পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষকেরা। ইভালুয়েশন অ্যান্ড হিউম্যান বিহেভিয়র সাময়িকীতে প্রকাশিত একটি নতুন গবেষণাবিষয়ক নিবন্ধে এ তথ্য জানানো হয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের অপরিচিত কিছু লোকের ছবি দেখানো হয়। সেখান থেকে তাঁদের জীবনসঙ্গী হিসেবে কাকে পছন্দ, তা জানতে চাওয়া হয়। তখন তাঁরা এমন পুরুষকে পছন্দ করেন, যাঁর সঙ্গে তাঁর ভাইয়ের চেহারার সাদৃশ্য রয়েছে। এই জরিপে ব্যবহার করা ছবিগুলো স্বেচ্ছাসেবকেরা পাঠিয়েছিলেন। অন্য ছবিগুলো অংশগ্রহণকারীদের ভাই, জনসাধারণ এবং তারকাদের মধ্য থেকে নেওয়া হয়েছিল। জরিপে অংশগ্রহণকারীদের একটি কাগজ দেওয়া হয়। সেখানে এক পাশে ওই নারীর ভাই এবং অন্য পাশে চারজন পুরুষের ছবি ছিল। সেখান থেকে একজন পুরুষকে বেছে নিতে বলা হয়। এতে গবেষকেরা দেখেন, তাঁরা সেই পুরুষকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন, যাঁর সঙ্গে তাঁর ভাইয়ের সাদৃশ্য রয়েছে। এ গবেষণার প্রধান গবেষক টামসিন স্যাক্স...
Image
চাঁদে ঘরবাড়ি তৈরির প্রস্তুতি শুরু করে দিল চিন! সংবাদ সংস্থা ১১ মে, ২০১৭, ১৭:০৪:১৭ 11   বেজিংয়ে বানানো সেই ‘চাঁদ’! বেজিংয়ে ‘চাঁদ’-এ ঢুকে পড়লেন চার চিনা নাগরিক! বুধবার। চাঁদে থাকতে, হাঁটাহাঁটি করতে, বেশ কিছু ক্ষণ সময় কাটাতে কেমন লাগে, তা বুঝতে সামনের দু’মাস ওই ‘চাঁদ’-এই থাকবেন চার জন। যাঁদের মধ্যে রয়েছেন দুই মহিলাও। চিনের সরকারি সংবাদসংস্থা ‘জিনহুয়া’ এই খবর দিয়েছে। নিল আর্মস্ট্রং, বাজ অলড্রিনের মতো অল্প সময়ের জন্য চাঁদের মাটিতে নামতে চান না চিনা মহাকাশচারীরা। চাঁদের মাটিতে নেমে তাঁরা কাটাতে চান অনেকটা সময়। পৃথিবীর নিরিখে বেশ কিছু দিন। কিন্তু চাঁদের মাটিতে নেমে দীর্ঘ দিন কাটানোটা তো খুব একটা সহজ কাজ নয়। সেখানে তো কোনও মহাকর্ষীয় বল নেই। যাকে বলে একেবারে ‘মাইক্রো-গ্র‌্যাভিটি’র অবস্থা। ভেসে থাকা। তাই চাঁদের মাটিতে নেমে বেশ কিছু দিন সেখানে থাকার তোড়জোড় ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন চিনারা। তার জন্য বেজিং শহরেই বানানো হয়েছে কেবিন। যেন কৃত্রিম চাঁদ! যে কেবিনের ভেতরের পরিবেশটা একেবারে চাঁদের মতো। যেন চাঁদই নেমে এসেছে বেজিংয়ে বানানো ওই কেবিনে। আগ...