Posts

স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত গাফফার চৌধুরী

Image
  বুদ্ধিজীবী কবরস্থানে আবদুল গাফফার চৌধুরীর দাফন সম্পন্ন (সংগৃহীত ছবি) মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন খ্যাতনামা সাংবাদিক, কলামিস্ট ও লেখক আবদুল গাফফার চৌধুরী। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রী সেলিমা আফরোজ চৌধুরীর কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে বিকেল ৫টা ৬ মিনিটে মরদেহ কবরস্থানে নেওয়া হয়। দাফনকালে মিরপুর-১৪ আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু, ঢাকা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। গত ১৯ মে যুক্তরাজ্যের লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাফফার চৌধুরী। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৮ বছর। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

শহীদ মিনারে দুপুরে গাফফার চৌধুরীকে শ্রদ্ধা

Image
  আবদুল গাফফার চৌধুরী বরেণ্য সাংবাদিক, লেখক, কলামিস্ট ও একুশের অমর গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর মরদেহ বেলা ১১টার মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে। সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হচ্ছে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছানোর পর সরকারের পক্ষ থেকে গাফফার মরদেহ গ্রহণ করবেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ঢাকায় পৌঁছানোর পর গার্ড অফ অনার এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১টা হতে বিকাল ৩টা পর্যন্ত মরদেহটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হবে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে বিকাল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নেওয়া হবে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর বিকাল সাড়ে ৪টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের উদ্দেশ্যে মরদেহ নিয়ে যাওয়া হবে। বিকাল সাড়ে ৫ টায় আব্দুল গাফফার চৌধুরীর মরদেহ সমাহিত করা হবে। গত ১৯ মে যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল ৭টায় লন্ডনের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বরেণ্য এই সাংবাদিক।   বিডি-প্রতিদ...

আইপিএলে এক মৌসুমে বাটলারের চতুর্থ শতরান

Image
  ফের শতরান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিরুদ্ধে শতরান করলেন জস বাটলার। এ বারের আইপিএলে চারটি শতরান হয়ে গেল তার। ২০১৬ সালে আইপিএলে চারটি শতরান ছিল বিরাট কোহলির। শুক্রবার রাতে তার দলের বিরুদ্ধেই চতুর্থ শতরান করলেন বাটলার। ছুঁলেন বিরাটকে। শুক্রবার ৬০ বলে অপরাজিত ১০৬ রান করেন বাটলার। তার ইনিংস সাজানো ছিল ১০টি চার এবং ছয়টি ছয় দিয়ে। এর আগে এ বারের আইপিএলে মুম্বাইয়ের বিরুদ্ধে দু’টি এবং কলকাতার বিরুদ্ধে একটি শতরান করেছিলেন বাটলার। চতুর্থটি এল বেঙ্গালুরুর বিরুদ্ধে। এ বারের আইপিএলে এখন পর্যন্ত বাটলারের সংগ্রহ ৮২৪ রান। ২০১৬ সালে বিরাট করেছিলেন ৯৭৩ রান। সেটাই আইপিএলে এক মৌসুমে সব থেকে বেশি রান। এই রেকর্ড ভাঙতে হলে বাটলারকে ফাইনালে ১৫০ রান করতে হবে। যে বিধ্বংসী মেজাজে তিনি রয়েছেন, তাতে গুজরাট টাইটান্সের বোলারদেরও সতর্ক থাকতে হবে। চলতি আইপিএলে বিরাটের ব্যাটে যদিও রান ছিল না। ১৬ ম্যাচে তার সংগ্রহ মাত্র ৩৪১ রান। গড় ২২.৭৩। মাত্র দু’টি অর্ধশতরান এসেছে তার ব্যাট থেকে। সেই বিরাট মাঠে দাঁড়িয়ে থাকলেন। তার সামনেই ম্যাচ জেতানো শতরান করলেন বাটলার। বিডি প্রতিদিন/এমআই

শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে বুঝবেন কীভাবে?

Image
  প্রতীকী ছবি বাইরে থেকে একেবারে সুস্থ। কেবল জোরে হাঁটাহাঁটি বা সিঁড়ি বেয়ে উপরে উঠলে হাঁপিয়ে উঠছেন প্রায়ই। অবশ্য তা তো কমবেশি সকলেরই হয়-এমন ভেবেই নিশ্চিন্ত থাকেন অনেকে। কিন্তু বুঝতে পারেন না চুপিসাড়ে রক্তে কখন মিশে গেছে একগাদা খারাপ কোলেস্টেরল। পরে সমস্যা বাড়লে রক্ত পরীক্ষা করলে ধরা পড়ে। উচ্চ রক্তচাপ, ওবেসিটি তো বটেই, কোলেস্টেরলের হাত ধরে হৃদযন্ত্রেও ক্ষতি হতে পারে। তাই খারাপ কোলেস্টেরলকে অবহেলা করলে তার ফলও খুব একটা সুখকর হয় না। যদিও শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়লে কোনো উপসর্গ দেখে তা বোঝার উপায় নেই। তবে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়লে শরীরে কিছু পরিবর্তন লক্ষ করা যায়। উচ্চ কোলেস্টেরল ধমনীর ওপর চাপ তৈরি করে। যার থেকে ‘পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ’র ঝুঁকি বেড়ে যায়। এই প্রকার রোগে ধমনীগুলো সরু হয়ে যায়। ফলে রক্ত চলাচল ব্যহত হয়। শরীরের বিভিন্ন অঙ্গে রক্ত ঠিক মতো পৌঁছাতে পারে না। ফলে শরীরের বিভিন্ন গাঁটে যন্ত্রণা শুরু হয়। যেসব লক্ষণগুলো জানান দেবে আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে ১) কোলেস্টেরল খুব বেড়ে গেলে পায়ের লিগামেন্টগুলোতে প্রভাব পড়ে। এ ক্ষেত্রে পায়ের ধমনীগুল...

রাশিয়া থেকে অপরিশোধিত তেল নিচ্ছে শ্রীলঙ্কা

Image
  সিলন পেট্রোলিয়াম কর্পোরেশন। গ্যাসোলিন থেকে ডিজেল সব রকমের জ্বালানি সঙ্কটে ভুগছে শ্রীলঙ্কা। তাই রাশিয়া থেকে পাওয়া অপরিশোধিত তেলেই ‘দেউলিয়া’ শ্রীলঙ্কা এই জ্বালানি সঙ্কট কাটিয়ে ওঠার চেষ্টা করছে। এক মুঠোফোন সাক্ষাৎকারে শ্রীলঙ্কার সিলন পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান সুমিথ বিজেসিংহে জানিয়েছেন, ‘রাশিয়ান গ্রেড অব সাইবেরিয়া লাইট’ হয়ে আসা অপরিশোধিত তেল সাপুগাসকান্দায় প্রক্রিয়াজাত করা হবে।’ ২৮ মে (শনিবার) এই অপরিশোধিত তেল পাওয়া যাবে। ফলে দুই মাসের বেশি সময় বন্ধ থাকা তেল শোধনাগারটি আবারও চালু হতে যাচ্ছে। আগেই টুইটে এ কথা জানিয়েছিলেন শ্রীলঙ্কার অর্থমন্ত্রী। রাশিয়ার ইউক্রেন অভিযানের পর বিশ্বজুড়ে নিন্দা আর নিষেধাজ্ঞার মধ্যেই সবশেষ এশীয় দেশ হিসেবে শ্রীলঙ্কাই রাশিয়ার অপরিশোধিত তেল গ্রহণ করছে।    সাপুগাসকান্দায় শোধনাগারে ‘সার্বিয়ান লাইটের’ অপরিশোধিত তেল ব্যবহার করা হবে বলেই জানিয়েছেন বিজেসিংহে। এই শোধনাগারে দুবাই’র ‘মুরবান’ ও ‘ইরানিয়ান লাইট অয়েলও’ শোধন করা হয়। তবে রাশিয়া থেকে আসা এই তেলের মূল্য শ্রীলঙ্কা কীভাবে পরিশোধ করবে তা এখনও পরিষ্কার নয় বলেই জানিয়েন বিজেসিংহে। ...

চতুর্থবার ভেড়ামারা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক জাহানারা খাতুন

Image
  কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হাজী আফছার উদ্দীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক জাহানারা খাতুন চলতি বছর মাধ্যমিক পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। এই নিয়ে উপজেলা পর্যায়ে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন তিনি।  শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, উপজেলা শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে গঠিত কমিটি যাচাই-বাছাই শেষে জাহানারা খাতুনকে শ্রেষ্ঠ শিক্ষক ঘোষণা করেন। শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সাহিত্য সংগঠনের সাথে জড়িত আছেন জাহানারা। তার লেখা ভারতের সাময়িকীতেও প্রকাশিত হয়েছে। চতুর্থবার ভেড়ামারা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জাহানারা খাতুন। তিনি বলেন, এই প্রাপ্তি ইংরেজি শিক্ষক হিসেবে ছাত্রীদের মাঝে ইংরেজি ভাষা ও শিক্ষা ছড়িয়ে দিতে তাকে আরও বেশি উৎসাহিত ও দায়িত্ববান করবে।

দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ বিষয়ক সভা

Image
  বরগুনা সদর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সভা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।  বরগুনা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মৎস্য অধিদপ্তর, আনিচুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা, বিশ্বজিৎ কুমার দেব, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনি-রুল ইসলাম, প্রকল্প পরিচালক এসএম আশিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমরান হোসেন রাসেল প্রমুখ। উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলামের উপস্থাপনায় অবহিতকরণ সভায় ইউপি চেয়ারম্যান, মৎস্য চাষি, মৎস্য ব্যবসায়ীসহ শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, জাতীয় অর্থনীতির একটি বৃহৎ অংশ অর্জিত হচ্ছে মৎস্য সম্পদ থেকে। প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও নির্দেশনায় আজ মৎস্য বিভাগের উদ্যোগে প্রতিটি বাড়িতে মৎস্য খামার গড়ে উঠেছে। হারিয়ে যাওয়া দেশীয় সু-স্বাদু মাছ চাষে...