Posts

চতুর্থবার ভেড়ামারা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক জাহানারা খাতুন

Image
  কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হাজী আফছার উদ্দীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক জাহানারা খাতুন চলতি বছর মাধ্যমিক পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। এই নিয়ে উপজেলা পর্যায়ে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন তিনি।  শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, উপজেলা শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে গঠিত কমিটি যাচাই-বাছাই শেষে জাহানারা খাতুনকে শ্রেষ্ঠ শিক্ষক ঘোষণা করেন। শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সাহিত্য সংগঠনের সাথে জড়িত আছেন জাহানারা। তার লেখা ভারতের সাময়িকীতেও প্রকাশিত হয়েছে। চতুর্থবার ভেড়ামারা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জাহানারা খাতুন। তিনি বলেন, এই প্রাপ্তি ইংরেজি শিক্ষক হিসেবে ছাত্রীদের মাঝে ইংরেজি ভাষা ও শিক্ষা ছড়িয়ে দিতে তাকে আরও বেশি উৎসাহিত ও দায়িত্ববান করবে।

দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ বিষয়ক সভা

Image
  বরগুনা সদর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সভা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।  বরগুনা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মৎস্য অধিদপ্তর, আনিচুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা, বিশ্বজিৎ কুমার দেব, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনি-রুল ইসলাম, প্রকল্প পরিচালক এসএম আশিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমরান হোসেন রাসেল প্রমুখ। উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলামের উপস্থাপনায় অবহিতকরণ সভায় ইউপি চেয়ারম্যান, মৎস্য চাষি, মৎস্য ব্যবসায়ীসহ শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, জাতীয় অর্থনীতির একটি বৃহৎ অংশ অর্জিত হচ্ছে মৎস্য সম্পদ থেকে। প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও নির্দেশনায় আজ মৎস্য বিভাগের উদ্যোগে প্রতিটি বাড়িতে মৎস্য খামার গড়ে উঠেছে। হারিয়ে যাওয়া দেশীয় সু-স্বাদু মাছ চাষে...

ফজলি আম রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের

Image
  ফাইল ছবি ফজলি আম রাজশাহীর, নাকি চাঁপাইনবাবগঞ্জের-এ নিয়ে টানাটানি চলছিল। রাজশাহী ফল গবেষণা কেন্দ্র ফজলি আমের জিআই স্বত্ত্ব দাবি করার পর, পাল্টা দাবি জানায় চাঁপাইনবাবগঞ্জ।  মঙ্গলবার এ নিয়ে ঢাকায় শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতরের রেজিস্ট্রার (অতিরিক্ত সচিব) যনেন্দ্রনাথ সরকার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমকে যৌথভাবে জিআই পণ্য হিসেবে আদেশ দেন। রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলীম উদ্দিন জানান, তিনি রাজশাহীর পক্ষে শুনানিতে অংশ নিয়েছিরেন। সেখানে তথ্য-উপাত্ত তুলে ধরেন।  চাঁপাইনবাবগঞ্জের পক্ষে জাহাঙ্গীর সেলিম ও মুনজের আলমসহ ৬ জন অংশ নেন। তারাও চাঁপাইনবাবগঞ্জের পক্ষে তথ্য-উপাত্ত তুলে ধরেন। প্রায় তিন ঘণ্টা ধরে চলা শুনানি শেষে বিকালে আদেশ দেওয়া হয়। তাতে যৌথভাবে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জকে ফজলি আমের জন্য জিআই সনদের স্বীকৃতি দেওয়া হয়। ড. আলীম  উদ্দির বলেন, এখন আদেশের বিরুদ্ধে কোনো পক্ষ সংক্ষুব্ধ হলে আদালতে যেতে পারবেন। রাজশাহীর জন্য কী করা হবে, সেটি পরবর্তীতে ভেবে তারা সিদ্ধান্ত নেবেন। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

কার শেষকৃত্যে এভাবে এলেন কিম জং উন

Image
  সেনা কর্মকর্তার শেষকৃত্যে মাস্ক ছাড়া কিম জং উন। করোনার প্রকোপ বাড়ছে উত্তর কোরিয়ায়। তার মাঝেই দেশটির শীর্ষ নেতা কিম জং উন একজনের শেষকৃত্যে অংশ নিয়েছেন। কফিনবাহী কিম ছিলেন মাস্কহীন। তাই স্বাভাবিকভাবে কৌতূহল জাগছে কে সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি, যার জন্য কিম করোনাবিধিকেও উপেক্ষা করলেন। জানা গেছে কিম যার কফিন বহন করছিলেন, তিনি একজন শীর্ষ সামরিক কর্মকর্তা ছিলেন। তার নাম হিয়ন চোল হায়ে। জানা যায় কোরিয়ান পিপলস আর্মির এই নেতা কিমের একজন উপদেষ্টাও ছিলেন। ২০১১ সালে কিমের বাবা মারা যাওয়ার আগ পর্যন্ত তাকে নেতৃত্বের জন্য প্রস্তুত করছিলেন হিয়ন চোল হায়ে।    সূত্র:  বিবিসি বাংলাদেশ প্রতিদিন/নাজমুল

সিএনএনের প্রতিবেদন , মেদভেদচুকের বিনিময়ে ইউক্রেনীয় সেনাদের ফেরত দিতে চায় রাশিয়া

Image
  রাশিয়াপন্থী রাজনীতিক ভিক্টর মেদভেদচুক রাশিয়াপন্থী রাজনীতিক ভিক্টর মেদভেদচুকের বিনিময়ে ইউক্রেনের আজভ রেজিমেন্টের আত্মসমর্পণকারী সেনাদের ফেরত দেওয়ার বিষয় বিবেচনা করছে রাশিয়া। সম্প্রতি আজভস্তাল ইস্পাত কারখানার প্রায় ২৪শ জাতীয়তাবাদী মিলিশিয়া সদস্য রুশ সেনাদের কাছে আত্মসমর্পণ করে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে ভিক্টর মেদভেদচুকের বিনিময়ে ইউক্রেনীয় সেনাদের ফিরিয়ে দেওয়ার খবর প্রকাশ করেছে।  খবর সিএনএনের । রাশিয়া-ইউক্রেন সমঝোতা বিষয়ক আলোচনার প্রতিনিধি লিওনিড স্লাতস্কি দোনেতস্কে সফরকালে বলেছেন, মেদভেদচুকের বিনিময়ে ইউক্রেনীয় আত্মসমর্পণকারীদের ফেরত দেওয়ার বিষয়টি তারা ভেবে দেখছেন। গত এপ্রিলে বিশেষ এক অভিযানে রাশিয়াপন্থী রাজনীতিক ভিক্টর মেদভেদচুককে গ্রেফতার করে ইউক্রেন। মেদভেদচুকের গ্রেফতারের তথ্য জানিয়ে এবং হাতে হ্যান্ডকাফ পরা ছবি সংযুক্ত করে টেলিগ্রাম বার্তায় জেলেনস্কি বলেছিলেন— এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মেদভেদচুককে গ্রেফতারের জন্য তিনি ইউক্রেনের নিরাপত্তা বাহিনীকে (এসবিইউ) ধন্যবাদ প্রদান করেছিলেন।       গ্র...

সত্যি কি জুনে চীন-পাকিস্তান সীমান্তে এস-৪০০ মোতায়েন করছে ভারত?

Image
  প্রতীকী ছবি আসছে জুনেই প্রতিবেশী চীন ও পাকিস্তান সীমান্তে রাশিয়ার সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ মোতায়েন করতে যাচ্ছে ভারত। মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে এ ধরনের খবর প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মার্কিন কংগ্রেসের এক অধিবেশনে দেশটির প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন জানিয়েছে, জুনেই চীন-পাকিস্তান সীমান্তে রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ মোতায়েন করতে যাচ্ছে ভারত। চীন ও পাকিস্তানের ক্রমাগত হুমকির কথা মাথায় রেখেই এই অত্যাধুনিক এই মিসাইল সিস্টেম প্রতিস্থাপন করতে যাচ্ছে দেশটি। মার্কিন গোয়েন্দা সংস্থাটি জানিয়েছে, পাকিস্তান ও চীনের হুমকির মধ্যেই ভারত নিজেকে রক্ষা করার জন্য দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে। নৌ, স্থল ও বিমান বাহিনীকে কৌশলগত পারমাণবিক বাহিনীর অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার পরিচালক লেফটেন্যান্ট জেনারেল স্টক বেরিয়ার বলেছেন, ২০২১ সালের ডিসেম্বরে রাশিয়ান এস-৪০০ মিসাইল সিস্টেম হাতে পেয়েছে ভারত। আর এটি গুরুত্বপূর্ণ স্থানে ২০২২ সালের জুন মাসের মধ্যে মোতায়েন করার লক্ষ্যে সবরকম প...

ঢাকা-জলপাইগুড়ি ট্রেন ১ জুন থেকে

Image
  আগামী ১ জুন থেকে প্রথমবারের মতো চালু হচ্ছে ঢাকা-জলপাইগুড়ি আন্তদেশীয় ট্রেন সার্ভিস। এছাড়া দীর্ঘ ২৬ মাস বন্ধ থাকার পর বাংলাদেশ-ভারতের মধ্যে অন্য দুই রুটেও যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে। এরমধ্যে আগামী ২৯ মে চলাচল শুরু করবে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ট্রেন। আগের মতই মৈত্রী এক্সপ্রেস চলাচল করবে ঢাকা-কলকাতার মধ্যে এবং বন্ধন চলাচল করবে খুলনা কলকাতা পথে। আর মিতালী এক্সপ্রেস চলাচল করবে ঢাকা-নিউজলপাইগুড়ি। রেলওয়ে সূত্র বলছে, করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে ভারত সরকার ট্রেনের যাত্রীরা যেসব পথে যাতায়াত করেন, সেসব পথে ভিসা দেওয়া বন্ধ করে দেয়। গত ২৮ এপ্রিল ঢাকা সফরে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, শিগগিরই দুই দেশের মধ্যে ট্রেন চলাচল শুরু হবে। এ পরিপ্রেক্ষিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ট্রেনের যাত্রীদের জন্য প্রয়োজনীয় ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেয়। ট্রেন চালুর বিষয়েও দুই পক্ষের মধ্যে যোগাযোগ হতে থাকে। সর্বশেষ গতকাল ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে বাংলাদেশ রেলওয়েকে চিঠি দিয়ে তিনটি ট্রেন চালুর তারিখ জানানো হয়। রেলওয়ে সূত্র জানিয়েছে, প্রথম দিন কলকাতা থেকে ঢাকার পথে মৈত্রী এক্সপ্রেস ট্রে...