সত্যি কি জুনে চীন-পাকিস্তান সীমান্তে এস-৪০০ মোতায়েন করছে ভারত?
প্রতীকী ছবি আসছে জুনেই প্রতিবেশী চীন ও পাকিস্তান সীমান্তে রাশিয়ার সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ মোতায়েন করতে যাচ্ছে ভারত। মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে এ ধরনের খবর প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মার্কিন কংগ্রেসের এক অধিবেশনে দেশটির প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন জানিয়েছে, জুনেই চীন-পাকিস্তান সীমান্তে রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ মোতায়েন করতে যাচ্ছে ভারত। চীন ও পাকিস্তানের ক্রমাগত হুমকির কথা মাথায় রেখেই এই অত্যাধুনিক এই মিসাইল সিস্টেম প্রতিস্থাপন করতে যাচ্ছে দেশটি। মার্কিন গোয়েন্দা সংস্থাটি জানিয়েছে, পাকিস্তান ও চীনের হুমকির মধ্যেই ভারত নিজেকে রক্ষা করার জন্য দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে। নৌ, স্থল ও বিমান বাহিনীকে কৌশলগত পারমাণবিক বাহিনীর অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার পরিচালক লেফটেন্যান্ট জেনারেল স্টক বেরিয়ার বলেছেন, ২০২১ সালের ডিসেম্বরে রাশিয়ান এস-৪০০ মিসাইল সিস্টেম হাতে পেয়েছে ভারত। আর এটি গুরুত্বপূর্ণ স্থানে ২০২২ সালের জুন মাসের মধ্যে মোতায়েন করার লক্ষ্যে সবরকম প...