Posts

মারিউপোলে ২৫০ জনের বেশি ইউক্রেনীয় সেনার আত্মসমর্পণ

Image
  আজভস্তালে আহত ইউক্রেনীয় সেনাদের সরিয়ে নিতে সাঁজোয়া যানের ওপর বসে আছেন রুশ সেনারা ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, মারিউপোলের আজভস্তাল ইস্পাত কারখানা থেকে তারা বাকি সেনাদের সরিয়ে নিয়ে আসবেন। যুদ্ধের ৮২ দিন যাবত এই সেনারা মারিউপোলের নিয়ন্ত্রণ ধরে রেখেছিলেন। ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স বলছে , তারা আজভস্তাল থেকে বাসে করে ইউক্রেনীয় সেনাদের রুশ নিয়ন্ত্রণাধীন শহর নোভোআজভস্কে নিতে দেখেছেন। আহত ইউক্রেনীয় সেনারা স্ট্রেচারে শোয়া ছিলেন। একজন হুইল চেয়ারে ছিলেন তার মাথায় ব্যান্ডেজে মোড়ানো ছিল। রাশিয়া জানিয়েছে,  অস্ত্র পরিত্যাগ করে ইউক্রেনের ২৫৬ জন সেনা আত্মসমর্পণ করেছেন। এর মধ্যে ৫১ জন গুরুতর আহত ছিলেন। ইউক্রেন জানিয়েছে, ৫৩ জন আহত সেনাসহ ২৬৪ সেনা আজভস্তাল ছেড়েছেন। তাদের সরিয়ে আনার চেষ্টা চলছে। সিএনএনের এক খবরে বলা হয়েছে, ইউক্রেনের হাতে আটক রুশ বন্দী সেনাদের মুক্তির বিনিময়ে আজভস্তাল থেকে ইউক্রেনীয় সেনাদের ফিরতে দিচ্ছে রাশিয়া। বিডিপ্রতিদিন/কবিরুল

স্বস্তি নিয়ে দিনশেষ টাইগারদের

Image
  স্বস্তি নিয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ করল টাইগাররা। কোনো উইকেট না হারিয়ে ১৯ ওভারে ৭৬ রান করেছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ৩১ ও তামিম ইকবাল ৩৫ রানে অপরাজিত আছেন। এর আগে, নাঈম ইসলামের ঘূর্ণিতে ৩৯৭ রানে শেষ হয়েছে শ্রীলঙ্কার প্রথম ইনিংস। ১৯৯ রান করেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। আর নাঈম ইসলাম একাই নিয়েছেন ৬ উইকেট। সোমবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন আগের দিন অপরাজিত থাকা শ্রীলঙ্কার দুই ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল। তবে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ৬৬ রানে বিদায় নেন চান্দিমাল। একই ওভারের পঞ্চম বলে ব্যাট করতে নামা নিরোশান ডিকওয়েলাকে ৩ রানে বিদায় করে বাংলাদেশকে স্বস্তি এনে দেন নাঈম। ৩২৭ রান নিয়ে দ্বিতীয় সেশন শেষ করে শ্রীলঙ্কা।   লাঞ্চ বিরতির পর মাঠে নেমেই উইকেটের দেখা পান সাকিব আল হাসান। ওভারের দ্বিতীয় বলে রামেশ মেন্ডিসকে (১) বোল্ড করার পরের বলেই ব্যাট করতে নামা লাসিথ এমবুলদেনিয়াকে এলবিডব্লিউর ফাঁদে পেলেন দেশসেরা এই অলরাউন্ডার। রিভিউ নিয়েও লাভ হয়নি শ্রীলঙ্কার। পরপর দুই বলে দুই উইকেট নিয়ে স্বস্তি ফেরালেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি...

সফল হতে হলে লেগে থাকতে হবে: ইবি উপাচার্য

Image
  ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, ‘মিশন ও ভিশন নিয়ে এগিয়ে গেলে স্বীকৃতি মিলবেই। লেগে থাকলে একদিন না একদিন সফল হওয়া যাবে। যে কোনো অর্জনের জন্য কষ্ট ও ত্যাগ স্বীকার করতে হয়।’ সোমবার বেলা ১১টায় প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  উপাচার্য আরও বলেন, ‘জাতীয় ক্রীড়া পুরস্কার ক্রীড়াবিদ ও সংগঠকদের জন্য স্বপ্নের। পুরস্কার পেলে ভালো লাগে। তবে পুরস্কারের আশায় আমি লেগে থাকিনি। জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।’ সংবর্ধনা অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের সঞ্চালনায়, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও  সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আনোয়ারুল হক অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। বক্তব্য প্রদান শেষে উপাচার্য জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়ায় বঙ্গবন্ধু পরিষদ এবং শ...

আজ বুদ্ধ পূর্ণিমা

Image
  আজ রবিবার (১৫ মে) বুদ্ধপূর্ণিমা। বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা। দেশের বিভিন্ন অঞ্চলে তারা এ দিনটি সাড়ম্বরে উদযাপন করবে। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ সরকারি ছুটির দিন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে বাংলাদেশসহ বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের মৈত্রীময়  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাঁরা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুদ্ধপূর্ণিমা। প্রায় আড়াই হাজার বছর আগে এই তিথিতে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতমবুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন নেপালের লুম্বিনী কাননে। এ রাতেই তিনি বোধিজ্ঞান লাভ করেছিলেন ভারতের বিহার রাজ্যের বুদ্ধগয়ায়। এ ছাড়া গৌতমবুদ্ধের মৃত্যুও হয়েছিল এ রাতেই। আর এ কারণেই এ তিথিকে বলা হয় ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধপূর্ণিমা। এ ছাড়া গৌতমবুদ্ধের জন্ম, মহাপ্রয়াণ ও বোধিলাভ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর অপর নাম বৈশাখী পূর্ণিমা। দিনভর বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা দিনটি পালন করে থাকে। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন, বাংলাদেশ বৌদ্ধ সমিতি এবং বাংলাদেশ কৃষ্ট...

পদ্মা সেতু উদ্বোধনের পর রেললাইনের কাজ শুরু হবে : রেলমন্ত্রী

Image
  পদ্মা সেতু প্রকল্পের রেললাইন স্থাপনের কাজের অগ্রগতি পরিদর্শন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের দিন থেকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা পর্যন্ত রেলপথ চালুর পরিকল্পনা ছিল। তবে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায়, সেতুর উপরে রেললাইনের কাজ করা সম্ভব হয়নি। আগামী জুনে সেতু উদ্বোধনের পর জুলাই থেকে রেললাইন স্থাপনের কাজ পুরোধমে শুরু হবে।’ রবিবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের রেললাইন স্থাপনের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রেলমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পের চলতি বছর ঢাকা-মাওয়া-ভাঙ্গা পর্যন্ত কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ২০২৪ সালের মধ্যে যশোর পর্যন্ত পুরো ১৬৯ কিলোমিটির রেলনাইনের কাজ সম্পন্ন হবে বলেও তিনি জানান। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০ হাজার কোটি টাকা। যার মধ্যে বাংলাদেশ সরকার অর্থায়ন করবে প্রায় ১৮ হাজার কোটি টাকা। আর চীন সরকারের পক্ষ থেকে প্রায় সাড়ে ২১ হাজার কোটি টাকা অর্থায়ন করা হচ্ছে বলে জানান মন্ত্রী নুরুল ইসলাম সুজন। এসময় রেলমন্ত্রীর সাথে সেতু ও রেল মন্ত্রণালয়ের ঊর্ধ্ব...

পুকুরে মুক্তা চাষে সাফল্যের স্বপ্ন কবিরের

Image
  মৎস্যভান্ডার খ্যাত নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকা জগদাস গ্রাম। সেই গ্রামের তরুণ উদ্যোমী যুবক কবির হোসেন পুকুরে ঝিনুকে মুক্তা চাষ করে বেশ সাফল্য পেয়েছেন। পুকুরে মাছ চাষের পাশাপাশি মুক্তা চাষে ব্যাপক সাড়া ফেলেছেন পুরো এলাকা জুড়ে। এই উদ্যোক্তাকে এলাকাবাসী প্রথমে পাগল হিসেবে আখ্যায়িত করলেও পরে তার এই সাফল্য দেখে ঝিনুকে মুক্তা চাষে আগ্রহী হচ্ছেন অনেক বেকার যুবক। মুক্তা চাষে ঝুঁকি কম ও লাভজনক। মুক্তা চাষে আগ্রহী উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা দেয়ার কথা জানিয়েছেন মৎস্য কর্মকর্তারা। জানা গেছে, পুকুরের পানিতে তিন ফুট পর পর ভাসছে ফাঁকা প্লাষ্টিকের বোতল। সেখানে পানির এক ফুট নিচে রয়েছে একটি করে প্লাস্টিকের ডালা। সেসব ডালার প্রতিটিতে রয়েছে ২০টি করে জীবন্ত ঝিনুক। এভাবে তিনি ওই পুকুরে প্রায় ৮ হাজার ঝিনুক বিশেষ প্রক্রিয়ায় চাষ করছেন। ওই ঝিনুকের মধ্যে প্রতিটিতে কমপক্ষে দুটি করে বিভিন্ন ডিজাইনে নিউক্লিয়াস প্রতিস্থাপন করা হয়েছে। একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে এসব ঝিনুক থেকেই উৎপাদন হচ্ছে বিভিন্ন ডিজাইনের মুক্তা।  কবির হোসেন জানান, তিনি ফ্রিলান্সার হিসেবে কাজ করতেন। করোনা ...

নড়াইলে বোরো ধান-চাল সংগ্রহ শুরু

Image
  নড়াইলে সরাসরি কৃষকদের কাছ থেকে অ্যাপের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান কার্যক্রম শুরু হয়েছে। চলতি বোরো মৌসুমে সরকার নির্ধারত ২৭ টাকা কেজি দরে ধান ও ৪০ টাকা দরে চাল সরাসরি কৃষকের কাছ থেকে সরকারি পর্যায়ে এ সংগ্রহ কার্যক্রম শুরু হলো।  বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান সদর খাদ্য গুদামে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।  অনুষ্ঠানে জেলা খাদ্যনিয়ন্ত্রক অনির্বাণ ভদ্র, সদর উপজেলা পরিষদেও চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. মনির হাসান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো.রোকনুজ্জমান, সদর খাদ্য গুদাম ইনচার্জ তরুণ বালাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  কৃষকের অ্যাপের মাধ্যমে সরকারি গুদামে ধান বিক্রয়ে আগ্রহী আবেদনকারীদের মধ্য থেকে ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত লটারিতে বিজয়ী কৃষকের কাছ থেকে সরাসরি এ ধান সংগ্রহ করা হচ্ছে। এবার একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্টিক টন ধান বিক্রয়ের সুযোগ পাচ্ছেন। এদিকে চাল কেনা হচ্ছে বরাবরের মতো তালিকাভুক্ত মিলারদের কাছ থেকে। খাদ্য বিভাগ জানায়, এ বছর জেলায় মোট ...