নড়াইলে বোরো ধান-চাল সংগ্রহ শুরু
নড়াইলে সরাসরি কৃষকদের কাছ থেকে অ্যাপের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান কার্যক্রম শুরু হয়েছে। চলতি বোরো মৌসুমে সরকার নির্ধারত ২৭ টাকা কেজি দরে ধান ও ৪০ টাকা দরে চাল সরাসরি কৃষকের কাছ থেকে সরকারি পর্যায়ে এ সংগ্রহ কার্যক্রম শুরু হলো। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান সদর খাদ্য গুদামে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা খাদ্যনিয়ন্ত্রক অনির্বাণ ভদ্র, সদর উপজেলা পরিষদেও চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. মনির হাসান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো.রোকনুজ্জমান, সদর খাদ্য গুদাম ইনচার্জ তরুণ বালাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কৃষকের অ্যাপের মাধ্যমে সরকারি গুদামে ধান বিক্রয়ে আগ্রহী আবেদনকারীদের মধ্য থেকে ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত লটারিতে বিজয়ী কৃষকের কাছ থেকে সরাসরি এ ধান সংগ্রহ করা হচ্ছে। এবার একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্টিক টন ধান বিক্রয়ের সুযোগ পাচ্ছেন। এদিকে চাল কেনা হচ্ছে বরাবরের মতো তালিকাভুক্ত মিলারদের কাছ থেকে। খাদ্য বিভাগ জানায়, এ বছর জেলায় মোট ...