Posts

নড়াইলে বোরো ধান-চাল সংগ্রহ শুরু

Image
  নড়াইলে সরাসরি কৃষকদের কাছ থেকে অ্যাপের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান কার্যক্রম শুরু হয়েছে। চলতি বোরো মৌসুমে সরকার নির্ধারত ২৭ টাকা কেজি দরে ধান ও ৪০ টাকা দরে চাল সরাসরি কৃষকের কাছ থেকে সরকারি পর্যায়ে এ সংগ্রহ কার্যক্রম শুরু হলো।  বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান সদর খাদ্য গুদামে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।  অনুষ্ঠানে জেলা খাদ্যনিয়ন্ত্রক অনির্বাণ ভদ্র, সদর উপজেলা পরিষদেও চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. মনির হাসান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো.রোকনুজ্জমান, সদর খাদ্য গুদাম ইনচার্জ তরুণ বালাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  কৃষকের অ্যাপের মাধ্যমে সরকারি গুদামে ধান বিক্রয়ে আগ্রহী আবেদনকারীদের মধ্য থেকে ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত লটারিতে বিজয়ী কৃষকের কাছ থেকে সরাসরি এ ধান সংগ্রহ করা হচ্ছে। এবার একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্টিক টন ধান বিক্রয়ের সুযোগ পাচ্ছেন। এদিকে চাল কেনা হচ্ছে বরাবরের মতো তালিকাভুক্ত মিলারদের কাছ থেকে। খাদ্য বিভাগ জানায়, এ বছর জেলায় মোট ...

উত্তর কোরিয়ায় করোনার প্রথম রোগী শনাক্ত; দেশজুড়ে লকডাউন

Image
  বিশ্বজুড়ে আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে করোনাভারাস। উত্তর কোরিয়ায় করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে। এরপর দেশজুড়ে কঠোর লকডাউনের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ মে)  বিবিসি  জানায়, দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিয়ংইংয়ে ‍ওমিক্রন ধরনের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে কতজন আক্রান্ত হয়েছেন তা বলা হয়নি। বৃহস্পতিবার (১২ মে) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৯২ জন। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭১ হাজার ১০২ জন। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

ডিআইজি হলেন পুলিশের ৩২ কর্মকর্তা

Image
  পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদমর্যাদার ৩২ কর্মকর্তা পদোন্নতি পেয়ে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হয়েছেন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ডিআইজি পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকায় প্রথম নামটি হচ্ছে র‌্যাব- ৪ এর পরিচালক মোজাম্মেল হকের আর সর্বশেষ নামটি হচ্ছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের। এ ছাড়া আরও পদোন্নতি পেয়েছেন, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি রেজাউল হক, এন্টি টেরোরিজম ইউনিটের মো. মনিরুজ্জামান, ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান আসাদুজ্জামান, ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহাবুব আলম, র‌্যাবের পরিচালক শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, র‌্যাব ১০ এর অধিনায়ক মাহফুজুর রহমানস, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, রংপুর রেঞ্জের শাহ মিজান শফিউর রহমান, ডিএমপির সৈয়দ নুরুল ইসলাম, হারুন অর রশীদ, নৌ পুলিশের মোল্যা নজরুল ইসলামসহ মোট ৩২ জন।  পুলিশ সদর দপ্তর ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে মঙ্গলবার সুপিরিয়র সিলেকশন বোর্ড...

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে

Image
  রনিল বিক্রমাসিংহে। ফাইল ছবি শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে শপথবাক্য পড়ান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। বিক্রমাসিংহে প্রেসিডেন্ট হাউসে শপথ নেন এবং তারপর আশীর্বাদ পেতে ওয়ালুকারমা মন্দিরে যান।   খবর শ্রীলঙ্কার ডেইলি মিরর অনলাইনের। দেশব্যাপী গণবিক্ষোভের মুখে মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। এরপর প্রেসিডেন্ট গোতাবায়াও পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করতে পেরে ঘোষণা দেন, শিগগিরই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হবে। সেইসঙ্গে মন্ত্রিসভায়ও আসবে নতুন সব মুখ। তার কথামতো আজ নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন তিনি। ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা রনিল বিক্রমাসিংহে ১৯৪৯ সালের ২৪ মার্চ সিলন ডমিনিয়নে জন্মগ্রহণকারী শ্রীলঙ্কার বিশিষ্ট রাজনীতিবিদ। তিনি শ্রীলঙ্কার ইউনাইটেড ন্যাশনাল পার্টির দলনেতা ও কলম্বো জেলার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া, ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্টের প্রধান হিসেবে ২০০৯ সালের অক্টোবর থেকে দলীয় জোটের প্রধান হিসেবে মনোনীত রনীল বিক্রমাসিংহে। ১৯৭০-এর দশকের মধ্...

পাকিস্তানি রুপির নাজেহাল দশা, রেকর্ড দাম পতন

Image
  সংগৃহীত ছবি এক ডলার কিনতে লাগছে ১৯০ পাকিস্তানি রুপি। এমন দিন এর আগে কখনও পাকিস্তানি মুদ্রার দেখতে হয়নি বলেই শোনা যাচ্ছে।  বুধবার পাকিস্তানের আন্তঃব্যাংক বাজারে ডলারের বিপরীতে পাওয়া গেছে ১৯০.১০ রুপি। পাকিস্তান এক্সচেঞ্জ কোম্পানিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাফর পারাচা জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিদেশি মুদ্রার মজুদের বিষয়ে চাপ দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, ‘আমাদের এ বছর ১০ বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে... এখনই ব্যবস্থা না নিলে রুপির ওপর আরও চাপ বাড়বে।’ তেল আমদানির উচ্চ বিল পরিশোধ করতে গিয়ে রুপির ওপর চাপ বাড়ছে বলে জানিয়েছেন পাকিস্তানের হাবিব গ্রুপের পরিচালক আহসান মেহান্তি। ইমরান খানের সরকারের পতনের পর থেকে দ্রুতই কমতে থাকে পাকিস্তানি মুদ্রার মান। এই পরিস্থিতি চলতে থাকলে পাকিস্তানি রুপির দাম আরও কমতে পারে বলে শঙ্কা করছেন দেশটির অর্থনীতিবিদরা। অবশ্য পাকিস্তানি গণমাধ্যম ডন বলছে, নিয়ন্ত্রণহীন আমদানি আর বিপরীতে নিম্নমুখী রপ্তানির কারণেই কমছে রুপির মান। সূত্র:  ডন বিডি প্রতিদিন/নাজমুল

দেশের কোথায় কখন কোন আম পাড়া হবে

Image
  আম ফাইল ছবি রাজধানীর বাজারে দিন কয়েক হলো পাকা আম আসতে শুরু করেছে। এই আমের বেশির ভাগই আসছে দক্ষিণের জেলা সাতক্ষীরা ও তার আশপাশের এলাকা থেকে। আমের জন্য বিখ্যাত উত্তরের জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ। এই জেলাগুলোর মধ্যে নওগাঁর আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে। রাজশাহীতে কাল বৃহস্পতিবার সময় নির্ধারণ করা হবে। চাঁপাইনবাবগঞ্জের ক্ষেত্রে আম সংগ্রহের সম্ভাব্য সময় বলে দেওয়া হচ্ছে। দেশে মৌসুমের শুরুর দিকে আম আসে মূলত সাতক্ষীরা থেকে। এবার এ জেলায় আম পাড়ার দিন নির্ধারণ করা হয় ৫ মে থেকে। এ সময় গোপালভোগ, বোম্বাই, লতা ও গোবিন্দভোগ জাতের আম পাড়ার দিন নির্ধারণ করা হয়েছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুল ইসলাম। বিজ্ঞাপন বিজ্ঞাপন নুরুল ইসলাম বলেন, ১৬ মে থেকে হিমসাগর আম পাড়ার দিন নির্ধারণ করা হয়েছে। ২৪ মে থেকে ল্যাংড়া এবং আগামী ১ জুন থেকে আম্রপালি জাতের আম পাড়ার সময় নির্ধারণ করা হয়েছে। উত্তরের জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় বিপুল পরিমাণ আম উৎপাদিত হয়। এবারও সেখানে আমের ভালো ফলন হয়েছে। নওগাঁর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ২৫ মে থেকে গুটি বা স্থানীয় ...

গতিপথ পাল্টে আরও শক্তিশালী হচ্ছে ‘অশনি’

Image
  গতিপথ পরিবর্তন করে আরও শক্তিশালী রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অশনি’। ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিন্দা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে এবং বর্তমানে ওড়িশা উপকূলের খুব কাছে রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। কাকিন্দা উপকূলে জারি করা হয়েছে ১০ নম্বর সতর্কতা।  ভারতের আবহাওয়া দফতর বলছে, আবারও গতিপথ পরিবর্তন করে বঙ্গোপসারে অবস্থান করা শক্তিশালী ঘূর্ণিঝড় অশনি কাকিন্দা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। তবে এটি আবারও গতিপথ পাল্টে অন্ধ্রপ্রদেশের বিশাখাপটনম উপকূলে আঘাত হানবে বলে সতর্ক করা হয়েছে। খবর এনডিটিভি, এপিবি লাইভ'র।  এর আগে ঘূর্ণিঝড় অশনি বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে বলে পূর্বাভাস দেন আবহাওয়াবিদরা। বর্তমানে ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অন্ধ্রপ্রদেশের খুব কাছাকাছি অবস্থান করছে। এদিকে কাকিন্দা উপকূলে আঘাত হানার শঙ্কায় সেখানে ১০ নম্বর সতর্কতা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।   এ ছাড়া অন্ধ্রপ্রদেশ, বিশাখাপটনম, পূর্ব ও পশ্চিম গোদাবাড়িসহ বেশ কয়েকটি এলাকায় রের্ড এলার্ট জারি করা হয়েছে। এ সময় ভারি বৃষ্টি ও বাতাসের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।  এদিকে ঘ...