Posts

শেষ মুহূর্তের গোলে বাংলাদেশ-নেপাল ম্যাচ ড্র .

Image
  সংগৃহীত ছবি সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচে নেপালের বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল লাল-সবুজ জার্সিধারীরা। শুরুর ১০ মিনিটের মাঝেই দারুণ এক হেডে দলকে এগিয়ে দেন সুমন রেজা। বুধবার মালদ্বীপ আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে ওঠে দুদল। বল দখলের লড়াইয়ে অনেক এগিয়ে থাকা নেপাল অবশ্য প্রথমার্ধ্বে ১-০ গোল ব্যবধানে পিছিয়ে থাকলো। ম্যাচে ৬৫ শতাংশ বল দখলে রেখে নেপাল গোলে শট নিতে পেরেছে সাতটি। টার্গেটে ছিল না একটিও। বিপরীতে নেপালের আক্রমণে একটু চাপে থাকা বাংলাদেশ শট নিয়েছে পাঁচটি। টার্গেটে ২টি, গোল হয়েছে একটি। বাঁচা-মরার ম্যাচে শুরুতেই পেনাল্টি বক্সের বাইরে ফাউল করে হলুদ কার্ড খেয়েছে তপু বর্মন। পরে ৩৫ মিনিটে হলুদ কার্ড দেখেন মিডফিল্ডার সাদ উদ্দিন। চার পরিবর্তন নিয়ে নামা অস্কার ব্রুজনের দলে সুযোগ পেয়ে দারুণ ভাবে কাজে লাগালেন ঘরোয়া লিগে দেশি ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা সুমন রেজা। গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই তার হেড থেকে গোলে এগিয়ে যায় বাংলাদেশ। পরে দুদলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও জালের দেখা পায়নি কোনো দল। হিমালয়ের দেশ নেপালের প্রথমবারের মতো ফাইনালে...

টিকা গ্রহণকারীদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র.

Image
  ফাইল ছবি করোনাভাইরাস প্রতিরোধী টিকার পুরো ডোজ গ্রহণকারীদের জন্য মেক্সিকো ও কানাডা সীমান্ত খুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র। করোনাভাইরাস মহামারীর সংক্রমণ রোধে গত বছরের মার্চে সীমান্তে চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করেছিল দেশটি। চলতি বছরের নভেম্বর থেকে টিকা গ্রহণকারীরা সীমান্ত দিয়ে যাতায়াত করতে পারবেন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট জানিয়েছে, তারা স্থল সীমান্ত ও ফেরি দিয়ে যাতায়াতের অনুমোদন দিতে যাচ্ছেন।  ঐচ্ছিক, আবিশ্যিক যে কোনো প্রয়োজনে সীমান্ত দিয়ে ভ্রমণের ক্ষেত্রে আগামী বছরের জানুয়ারি থেকে টিকা নেওয়ার প্রমাণপত্র দেখাতে হবে।  সূত্র : বিবিসি      বিডি প্রতিদিন/ফারজানা

পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে থাইল্যান্ড

Image
  দীর্ঘ কোভিড যন্ত্রণার পর ফের পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে থাইল্যান্ড। এ কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। সোমবার একটি ভিডিও বিবৃতি প্রকাশ করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা।  সেখানে তিনি জানিয়েছেন, ১ নভেম্বর থেকে ১০টি কম ঝুঁকিপূর্ণ দেশের জন্য থাইল্যান্ডের দরজা খুলে দেওয়া হচ্ছে। ওই সমস্ত দেশ থেকে পর্যটকরা থাইল্যান্ডে এসে কোয়ারিন্টিনে না থেকেই বেড়াতে পারবেন। তবে তাদের ভ্যাকসিনের সার্টিফিকেট দেখাতে হবে। শুধু ভ্যাকসিন সার্টিফিকেট নয়, ১০টি কম ঝুঁকিপূর্ণ দেশের পর্যটকদের সঙ্গে রাখতে হবে কোভিড নেগেটিভ সার্টিফিকেটও। বিমানবন্দরে ফের তাদের করোনা পরীক্ষা হবে। সেই পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এলে থাই নাগরিকদের মতোই তারা দেশে ঘুরে বেড়াতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ১০টি দেশের মধ্যে যুক্তরাজ্য, জার্মানি, চীন এবং আমেরিকা আছে। তবে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ক্রমশ পর্যটনের বিষয়টি আরো সহজ করে দেওয়া হবে। ১ ডিসেম্বর থেকে আরো বেশি দেশের জন্য পর্যটনের দরজা খুলে দেওয়া হবে। একই সঙ্গে বিভিন্ন এন্টারটেনমেন্ট পার্কও খুলে দেওয়া হবে ১ ডিসেম্বর থেকে। অ্যালকোহল বিক্রির দোকানও খোলা...

ইরানের পরমাণু ইস্যুতে বৈঠকে বসবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী-পুতিন

Image
  নাফতালি বেনেত ও ভ্লাদিমির পুতিন ইরানের পরমাণু কর্মসূচি এবং অন্যান্য আঞ্চলিক নিরাপত্তাজনিত বিষয় নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ২২ অক্টোবর পুতিনের আমন্ত্রণে রাশিয়ার সোচিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেতের দফতরের এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ২০১৫ সালে ইরান বিশ্বের ছয়টি পরাশক্তির সাথে তার পরমাণু কর্মসূচি সংক্রান্ত একটি দীর্ঘমেয়াদি চুক্তিতে আসতে সম্মত হয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন এবং রাশিয়া, অর্থাৎ পি ফাইভ প্লাস ওয়ান নামে পরিচিত পরাশক্তিগুলি ছিল এই চুক্তির অংশীদার। চুক্তির পর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া থেকে সরে আসে ইরান। চুক্তির শর্ত অনুযায়ী ইরান সংবেদনশীল পরমাণু কর্মকাণ্ড সীমিত করতে রাজি হয় এবং দেশটির বিরুদ্ধে আনা অর্থনৈতিক অবরোধ তুলে নেবার শর্তে আন্তর্জাতিক পরিদর্শকদের পরমাণু কর্মকাণ্ড পরিদর্শনে অনুমতি দেয়। তবে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিলেন। অন্যদিকে, ইসরায়েল বরাবরই চুক্তির বিরোধিতা করে আসছে।...

বাংলাদেশসহ ৩২ দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাজ্যের..

Image
  ফাইল ছবি করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বাংলাদেশসহ ৩২টি দেশ ও অঞ্চলে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ব্রিটিশ সরকার। তবে লাল তালিকাভুক্ত দেশগুলোতে ভ্রমণে নিষেধাজ্ঞা এখনও বহাল থাকবে। আজ বুধবার ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।   বলা হয়েছে, করোনা পরিস্থিতির উন্নতি, বড় পরিসরে টিকা কার্যক্রম পরিচালনা করায় এসব দেশ ও অঞ্চলে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে ঝুঁকি কম বলে মনে করছে যুক্তরাজ্য।  নতুন ঘোষণায় যেসব দেশের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হয়েছে সেগুলো হলো- বাংলাদেশ, টোকেলাউ ও নিউ, জিবুতি, বিষুবীয় গিনি, ফিজি, গাম্বিয়া, গায়েনা, কাজাখস্তান, কিরিবতী, কসোভো, লাইবেরিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, আলজেরিয়া, সাউ তোমি ও প্রিন্সিপে, সেনেগাল, সলোমন আইল্যান্ডস, টোগো, টোঙ্গা, আর্মেনিয়া, বেলারুশ, বেনিন, কমোরোস, মার্শাল আইল্যান্ডস, মাইক্রোনেশিয়া, নাউরু, টুভালু, ভানুয়াতু, কঙ্গো, আমেরিকা সামোয়া, ফ্রেঞ্চ পলিনেশিয়া ও ঘানা। বিডি-প্রতিদিন/শফিক

সাহিত্যে নোবেল পেলেন আবদুলরাজাক গুরনাহ

Image
আবদুল রাজাক গুরনাহ। ফাইল ছবি ২০২১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন তানজানিয়ার ঔপন্যাসিক আবদুলরাজাক গুরনাহ। প্যারাডাইস নামে তার চতুর্থ উপন্যাসের জন্য তিনি এ সম্মাননা পেলেন। সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকালে এক অনুষ্ঠানে নোবেল কমিটি তার নাম ঘোষণা করে।  খবর দ্য গার্ডিয়ানের। আবদুল রাজাক গুরনাহ সাহিত্যে নোবেল বিজয়ী ১১৮তম লেখক। তানজানিয়ান ঔপন্যাসিক আবদুল রাজাক গুরনাহ ১৯৪৮ সালে জাঞ্জিবারে জন্মগ্রহণ করেন। এরপর থেকে তিনি যুক্তরাজ্য ও নাইজেরিয়ায় বেড়ে ওঠেন। তিনি বর্তমানে যুক্তরাজ্যে থাকেন এবং কেন্ট বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য পড়াতেন। তার সবচেয়ে বিখ্যাত উপন্যাস হলো প্যারাডাইস, যা ১৯৯৪ সালে বুকার পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছিল। গত বছর সাহিত্যের নোবেল পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের কবি লুইস গ্লিক। সাহিত্যে এখন পর্যন্ত নোবেল পুরস্কার পেয়েছেন ১১৮ জন; তাদের মধ্যে নারীর সংখ্যা মাত্র ১৬। নোবেল কমিটির সদস্যদের যৌন কেলেঙ্কারির ঘটনার জেরে ২০১৮ সালে সাহিত্যের পুরস্কার স্থগিত করেছিল সুইডিশ একাডেমি। পরে ২০১৯ সালে দুই বারের নোবেলজয়ীর নাম ঘোষণা করা হয়। ২০১৮ স...

সুবর্ণচরে ১০টি ঘুঘু পাখি অবমুক্ত করল প্রশাসন..

Image
  নোয়াখালী সুবর্ণচরের একটি বাজারে বিক্রির সময় শিকারির কাছ থেকে আটক ১০টি ঘুঘু পাখি মুক্ত আকাশে ছেড়ে দিয়ে অবমুক্ত করলেন সুবর্ণচর উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে পাখিগুলো অবমুক্ত করা হয়। এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার ছমির হাট বাজারে পাখি গুলো বিক্রির সময় আটক করে উপজেলা বন বিভাগ  পাখি গুলো অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৈতী সর্ববিদ্যা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.কাউছার আলম, বন বিভাগের কর্মকর্তা মো.মোশারফ হোসেন প্রমূখ। উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো. মোশারফ হোসেন সত্যতা নিশ্চিত করেন।  বিডি প্রতিদিন/এ মজুমদার