Posts

বাংলাদেশসহ ৩২ দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাজ্যের..

Image
  ফাইল ছবি করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বাংলাদেশসহ ৩২টি দেশ ও অঞ্চলে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ব্রিটিশ সরকার। তবে লাল তালিকাভুক্ত দেশগুলোতে ভ্রমণে নিষেধাজ্ঞা এখনও বহাল থাকবে। আজ বুধবার ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।   বলা হয়েছে, করোনা পরিস্থিতির উন্নতি, বড় পরিসরে টিকা কার্যক্রম পরিচালনা করায় এসব দেশ ও অঞ্চলে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে ঝুঁকি কম বলে মনে করছে যুক্তরাজ্য।  নতুন ঘোষণায় যেসব দেশের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হয়েছে সেগুলো হলো- বাংলাদেশ, টোকেলাউ ও নিউ, জিবুতি, বিষুবীয় গিনি, ফিজি, গাম্বিয়া, গায়েনা, কাজাখস্তান, কিরিবতী, কসোভো, লাইবেরিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, আলজেরিয়া, সাউ তোমি ও প্রিন্সিপে, সেনেগাল, সলোমন আইল্যান্ডস, টোগো, টোঙ্গা, আর্মেনিয়া, বেলারুশ, বেনিন, কমোরোস, মার্শাল আইল্যান্ডস, মাইক্রোনেশিয়া, নাউরু, টুভালু, ভানুয়াতু, কঙ্গো, আমেরিকা সামোয়া, ফ্রেঞ্চ পলিনেশিয়া ও ঘানা। বিডি-প্রতিদিন/শফিক

সাহিত্যে নোবেল পেলেন আবদুলরাজাক গুরনাহ

Image
আবদুল রাজাক গুরনাহ। ফাইল ছবি ২০২১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন তানজানিয়ার ঔপন্যাসিক আবদুলরাজাক গুরনাহ। প্যারাডাইস নামে তার চতুর্থ উপন্যাসের জন্য তিনি এ সম্মাননা পেলেন। সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকালে এক অনুষ্ঠানে নোবেল কমিটি তার নাম ঘোষণা করে।  খবর দ্য গার্ডিয়ানের। আবদুল রাজাক গুরনাহ সাহিত্যে নোবেল বিজয়ী ১১৮তম লেখক। তানজানিয়ান ঔপন্যাসিক আবদুল রাজাক গুরনাহ ১৯৪৮ সালে জাঞ্জিবারে জন্মগ্রহণ করেন। এরপর থেকে তিনি যুক্তরাজ্য ও নাইজেরিয়ায় বেড়ে ওঠেন। তিনি বর্তমানে যুক্তরাজ্যে থাকেন এবং কেন্ট বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য পড়াতেন। তার সবচেয়ে বিখ্যাত উপন্যাস হলো প্যারাডাইস, যা ১৯৯৪ সালে বুকার পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছিল। গত বছর সাহিত্যের নোবেল পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের কবি লুইস গ্লিক। সাহিত্যে এখন পর্যন্ত নোবেল পুরস্কার পেয়েছেন ১১৮ জন; তাদের মধ্যে নারীর সংখ্যা মাত্র ১৬। নোবেল কমিটির সদস্যদের যৌন কেলেঙ্কারির ঘটনার জেরে ২০১৮ সালে সাহিত্যের পুরস্কার স্থগিত করেছিল সুইডিশ একাডেমি। পরে ২০১৯ সালে দুই বারের নোবেলজয়ীর নাম ঘোষণা করা হয়। ২০১৮ স...

সুবর্ণচরে ১০টি ঘুঘু পাখি অবমুক্ত করল প্রশাসন..

Image
  নোয়াখালী সুবর্ণচরের একটি বাজারে বিক্রির সময় শিকারির কাছ থেকে আটক ১০টি ঘুঘু পাখি মুক্ত আকাশে ছেড়ে দিয়ে অবমুক্ত করলেন সুবর্ণচর উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে পাখিগুলো অবমুক্ত করা হয়। এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার ছমির হাট বাজারে পাখি গুলো বিক্রির সময় আটক করে উপজেলা বন বিভাগ  পাখি গুলো অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৈতী সর্ববিদ্যা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.কাউছার আলম, বন বিভাগের কর্মকর্তা মো.মোশারফ হোসেন প্রমূখ। উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো. মোশারফ হোসেন সত্যতা নিশ্চিত করেন।  বিডি প্রতিদিন/এ মজুমদার

নবম বেতন কমিশন গঠনের দাবি সরকারি চাকুরেদের..

Image
  প্রতীকী ছবি সরকারি চাকরিজীবীদের জন্য সর্বশেষ জাতীয় বেতন স্কেল ঘোষণার প্রায় সাত বছর হতে চলেছে। এরই মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী চাপে নিষ্পেষিত সরকারি চাকরিজীবীরা। তাদের জন্য তিনটি ‘বিশেষ ইনক্রিমেন্ট’ ও ‘নবম বেতন কমিশন’ গঠনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন করেছে বাংলাদেশ সচিবালয় প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি। এর পরিপ্রেক্ষিতে ৩ অক্টোবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ২৭ সেপ্টেম্বর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য তিনটি ‘বিশেষ ইনক্রিমেন্ট’ ও ‘নবম বেতন কমিশন’ গঠনের জন্য  মন্ত্রিপরিষদ সচিবের কাছে আবেদন দেয় বাংলাদেশ সচিবালয় প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি। তাদের দাবি, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে সর্বোচ্চ সেবা নিশ্চিতের লক্ষ্যে সরকার তাদের জীবনযাত্রার মান, আয়-ব্যয়ের সংগতি ও মুদ্রাস্ফীতিসহ অন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় বেতন কমিশন কার্যকরের এক বা দুই বছর আগে বিভিন্ন সময় মহার্ঘ্য ভাতা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অর্থ বিভাগ ১৯৮২, ২০০৩, ২০০৮ ও ২০১৩ সালে সরকারি সব কর্মকর্তা-কর্মচ...

আফগানিস্তানের সাবেক কর্মকর্তাদের নির্বাসিত সরকার গঠনের ঘোষণা

Image
  আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ ছবি : এএফপি আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আফগান সরকারের কর্মকর্তারা নির্বাসিত আফগান সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। এর প্রধান হয়েছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। আফগান সংবাদ সংস্থা খামা প্রেসের প্রতিবেদনে এ কথা বলা হয়। বিজ্ঞাপন বিজ্ঞাপন সুইজারল্যান্ডের আফগান দূতাবাস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইসলামি প্রজাতান্ত্রিক আফগানিস্তানই দেশটির একমাত্র বৈধ সরকার, যা জনগণের ভোটে নির্বাচিত এবং অন্য কোনো সরকার বৈধ সরকারকে প্রতিস্থাপন করতে পারে না। বিজ্ঞাপন বিবৃতিতে আরও বলা হয়, আফগানিস্তান এখন বহিঃশক্তির দখলে। আফগান সরকারের ঐতিহাসিক দায়িত্বের ভিত্তিতে দেশের প্রবীণদের সঙ্গে পরামর্শ করে নির্বাসিত সরকার ঘোষণা দেওয়া হয়েছে। আশরাফ গনির পলায়ন ও দেশের রাজনীতিতে ভাঙনের পর আমরুল্লাহ সালেহ দেশের নেতৃত্ব দেবেন। তিনি নির্বাসিত সরকারের প্রধান হবেন। এ ছাড়া শিগগিরই সরকারের তিনটি ক্ষমতা—নির্বাহী, বিচারিক ও আইনসভা সক্রিয় করা হবে। বিবৃতিতে আহমদ মাসউদের নেতৃত্বাধীন তালেবানবিরোধী প্রতিরোধ মোর্চাকে সমর্থনের ঘোষণা দেওয়া হয়েছে এ...

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর বাহরাইন সফরে দূতাবাস উদ্বোধন..

Image
  ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ বৃহস্পতিবার বাহরাইন সফর করেছেন। গত বছর আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের পর সর্বোচ্চ কর্মকর্তা পর্যায়ের সফরে ছিল এটি। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) একটি ইসরায়ের প্লেনে তিনি বাহরাইনের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তিনি এদিন সন্ধ্যায়ই নিজ দেশে ফিরে যান। জলপাই পাতার শাখা আঁকা ছিল তাকে বহনকারী বিমানটির নাকের ওপরে। গেল বছর দুদেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার পর এই প্রথম কোনো ইসরায়েলি শীর্ষ কর্মকর্তার উপসাগরীয় দেশটিতে সফর। এ সময়ে বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল-খলিফা ও প্রধানমন্ত্রী যুবরাজ সালমান বিন হামাদ আল-খলিফার সঙ্গে বৈঠক করেন তিনি। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও তার বৈঠক হয়েছে। রাজধানী মানামায় তিনি একটি ইসরায়েলি দূতাবাস উদ্বোধন করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। বাদশাহর সঙ্গে বৈঠকের পর ইয়ার লাপিদ বলেন, বাহরাইনের নেতৃবৃন্দ ও অনুপ্রেরণা আমাদের সত্যিকারের সহযোগিতার দিকে নিয়ে গেছে। আমাদের বৈঠকে দুদেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। ১৯৭৯ সালে মিসর এবং ১৯৯৪ সালে জর্ডান ইসরায়েলের সঙ্...

অবশেষে তিন বছর পর পাকিস্তানে ঢোকার অনুমতি পেল মোদির প্লেন.

Image
  অবশেষে তিন বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী বিমান নিজেদের আকাশসীমা ব্যবহার করে চলাচলের অনুমতি দিল পাকিস্তান। নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে সংস্থাটির সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দেওয়ার সুবিধার্থে এই অনুমতি দিল ইসলামাবাদ। অনুমতি পাওয়ার পর বুধবার মোদিকে বহনকারী এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান পাকিস্তানের আকাশ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে উড়ে যায়। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের আকাশসীমা ব্যবহারে অনুমতি চেয়েছিল। ভারত তখন অনুমতি দিয়েছিল। এরপর পাকিস্তান ভারতের অনুরোধেও সাড়া দিল। নিউইয়র্কে যাওয়ার জন্য মোদির বিমান আফগানিস্তান এড়িয়ে চলার সিদ্ধান্ত নেয়। এ কারণেই পাকিস্তানের অনুমতির প্রয়োজন পড়ে বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। ভারতীয় বিভিন্ন চ্যানেল বলছে, মোদিকে বহনকারী বিমানকে পাকিস্তানের আকাশ দিয়ে চলাচলের যে অনুমতি চাওয়া হয়েছিল তাতে ইতিবাচক সাড়া দিয়েছে ইসলামাবাদ। তবে এই অনুমতি একবারের জন্য দেওয়া হয়েছে নাকি গত তিন বছর ধরে যে নিষেধাজ্ঞা ছিল তা পুরোপুরি উঠিয়ে দেওয়া হয়েছে তা ওই চ্যানেলগুলো জানাতে পারেনি। এর আগে গত তিন বছর ধরে পাক...