Posts

৭৪ বছরে এই প্রথম মিস আয়ারল্যান্ড হলেন কৃষ্ণাঙ্গ নারী

Image
  পামেলা উবা ১৯৪৭ সাল থেকে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে ‘মিস আয়ারল্যান্ড’ প্রতিযোগিতা। কিন্তু ৭৪ বছরে এই প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে মিস আয়ারল্যান্ডের খেতাব জিতলেন পামেলা উবা। ২৬ বছর বয়সী পামেলা পেশায় একজন মেডিকেল সায়েন্টিস্ট। পামেলা বর্তমানে গ্যালওয়ের একটি হাসপাতালে কর্মরত আছেন। এর আগে তিনি মিস গ্যালওয়ে- ২০২০ এর খেতাব অর্জন করেন। মিস আয়ারল্যান্ড খেতাব জেতার পর পামেলা বলেন, এটি আশ্চর্যজনক মনে হচ্ছে আমার। আমি কখনোই ভাবিনি যে আমি এ অবস্থানে থাকবো। এটি একটি অসাধারণ অনুভূতি। আমি এমন একজন হয়ে উঠলাম, যাকে দেখে কৃষ্ণাঙ্গ তরুণীরা বলবে, 'সে এটা করতে পারলে আমরাও পারবো। আগামী বছর ক্যারিবিয়ানের পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২২ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা তার পরবর্তী লক্ষ্য। পামেলা সাত বছর বয়সে তার মা ও তিন ভাইবোনের সাথে দক্ষিণ আফ্রিকা থেকে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রে চলে যান।    বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

দেশে ফিরলেন আফগানিস্তানে আটকে পড়া আরও ৬ বাংলাদেশি

Image
  তালবানদের দখলে থাকা আফগানিস্তান থেকে আরও ৬ জন বাংলাদেশি দেশে ফেরত এসেছেন। কাবুল ত্যাগ করে স্পেনের মার্কিন ঘাটিতে আশ্রয় পাওয়া এই বাংলাদেশিরা বুধবার দুপুরে তার্কিশ এয়ারলেইন্সের একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌছান। তারা আফগানিস্তানে জার্মানির একটি সংস্থায় কাজ করতেন।   ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানায়, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দ্বারা আফগানিস্তান থেকে উদ্ধার হওয়া ছয় বাংলাদেশি স্পেনের মালাগা বিমানবন্দর থেকে ঢাকা এসেছেন। আফগানিস্তানে উদ্ধারের পর তাদেরকে প্রথমে গত ২৮ আগস্ট সৌদি আরবের রিয়াদে নেয়া হয়। তারপর গত ৩০ আগস্ট মার্কিন সামরিক বিমানে করে স্পেনের রোটা সামরিক ঘাঁটিতে নামিয়ে দেয়া হয়। স্পেনের দক্ষিণে আটলান্টিক উপকূলে রোটা বেজ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন একটি সামরিক বিমান ও নৌ ঘাটি। মার্কিন সামরিক বাহিনীর তত্ত্বাবধানে রোটা সামরিক ঘাঁটিতে অস্থায়ীভাবে অবস্থান করছিলেন এই ৬ বাংলাদেশি। তারা বাংলাদেশে ফিরে আসার জন্য দূতাবাসের সহযোগিতা চান এবং ঢাকাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে দেশে ফেরাতে সহযোগিতা করার জন্য দূতাবাসকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়। মাদ্রিদস্থ বাংলাদে...

নারী ও পুরুষের একসঙ্গে কাজ করা উচিত নয়: তালেবান নেতা

Image
  তালেবান ঘোষিত মন্ত্রিসভায় কোনো নারী নেই ছবি: রয়টার্স আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের এক জ্যেষ্ঠ সদস্য বলেন, নারী ও পুরুষের একসঙ্গে কাজ করা উচিত নয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তালেবানের ওই জ্যেষ্ঠ সদস্যের নাম ওয়াহিদুল্লাহ হাশিমি। তাঁর মন্তব্য তালেবানের নতুন সরকারের নীতির কতটা প্রতিফলন, তা স্পষ্ট নয়। তবে তিনি বর্তমান তালেবান নেতৃত্বের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। হাশিমি বলেন, নারীদের যেখানে খুশি সেখানে কাজ করার অধিকার দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ সত্ত্বেও তালেবান তাদের সংস্করণের শরিয়াহ বা ইসলামি আইন সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে। বিজ্ঞাপন বিজ্ঞাপন হাশিমি এক সাক্ষাৎকারে বলেন, ‘আফগানিস্তানে শরিয়াহ আইনব্যবস্থা আনার জন্য আমরা ৪০ বছর ধরে লড়াই করেছি। শরিয়াহ আইন পুরুষ ও নারীদের একত্র হতে বা এক ছাদের নিচে একসঙ্গে বসার বিষয়টি অনুমোদন দেয় না।’ হাশিমি বলেন, ‘নারী ও পুরুষ একসঙ্গে কাজ করতে পারেন না, এটা পরিষ্কার। অফিসে এসে আমাদের মন্ত্রণালয়ে কাজ করার অনুমতি তাঁদের নেই।’ তালেবানের অতীতের কট্টর নীতি যদি আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হয়, তাহলে দেশটির সরকারি অফিস, ব্যাংক...

চীনে প্রাথমিক বিদ্যালয় খোলার পরই বাড়ছে করোনা সংক্রমণ

Image
  চীনের ফুজিয়ানে প্রাথমিক বিদ্যালয় খোলার পর ছড়িয়েছে করোনা সংক্রমণ।  ছবি: এএফপি চীনের ফুজিয়ান প্রদেশে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার পরই বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। বিবিসির খবরে বলা হয়েছে, প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে, এক শিক্ষার্থীর বাবা করোনায় আক্রান্ত হয়েছেন। ধারণা করা হচ্ছে, তাঁর মাধ্যমে ছড়িয়েছে সংক্রমণ। এরপর স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। ফুজিয়ান কর্তৃপক্ষ বলছে, সেখানকার সব শিক্ষার্থী ও শিক্ষকের করোনা পরীক্ষা করা হবে। ঘোষণার ৪ দিনের ব্যবধানে ফুজিয়ানে ১০০ জনের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। বিজ্ঞাপন বিজ্ঞাপন চীনে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছিল হুবেই প্রদেশের উহান থেকে। এরপর সেই সংক্রমণ নিয়ন্ত্রণেও আসে। উহানের পর করোনার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলটি হলো নানজিং। এই এলাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এক মাস আগে। এরপর ফুজিয়ানের পুতিয়ান শহরে সংক্রমণ ছড়াতে শুরু করে। এই শহরে প্রায় ৩০ লাখ মানুষের বসবাস। আশঙ্কা করা হচ্ছে, উহান ও নানজিংয়ের মতো ভুগতে পারে পুতিয়ান শহরও। এদিকে যে শিশুটির বাবা করোনায় আক্রান্ত হয়েছেন, তিনি ৩৮ দিন আগে সিঙ্গাপুর থেকে ফিরেছেন। ১০ সেপ্টেম্বর তাঁর শরীরে...

সৌরজগতের বাইরে ‌‘জীবনের উপযোগী’ গ্রহগুলো সম্পর্কে যা জানা গেল

Image
  মেসিয়ের নামের একটি গ্যালাক্সি সৌরজগতের বাইরে নতুন কিছু গ্রহের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। যেখানে জীবনের উপযোগী পরিবেশ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা খুব সম্প্রতি পৃথিবী থেকে বহু আলোক-বর্ষ দূরের এসব গ্রহের খোঁজ পেয়েছেন। সদ্য আবিষ্কৃত এসব গ্রহকে বলা হয় ‘হাইসিয়ান এক্সোপ্ল্যানেট’। সৌরজগতের বাইরে অন্যান্য নক্ষত্রকে কেন্দ্র করে যেসব গ্রহ আবর্তিত হচ্ছে সেগুলোকে বলা হয় এক্সোপ্ল্যানেট। আর হাইসিয়ান কথাটি এসেছে হাইড্রোজেন এবং ওশান- এই শব্দ দুটোর সংমিশ্রণে। অর্থাৎ যেসব গ্রহে হাইড্রোজেন ও সমুদ্র আছে সেসব গ্রহকে বলা হয় হাইসিয়ান প্ল্যানেট। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার হিসাব অনুসারে এখনও পর্যন্ত চার হাজারের মতো এক্সোপ্ল্যানেটের সন্ধান পাওয়া গেছে। নাসার বিজ্ঞানী ড. অমিতাভ ঘোষ বলেন, ‘প্রত্যেকটা সৌরমণ্ডলে এক ট্রিলিয়ন সূর্য আছে। আর এই বিশ্বব্রহ্মাণ্ডে- সৌরজগৎ আছে এক ট্রিলিয়ন। ফলে এই মহাবিশ্বে ট্রিলিয়ন ট্রিলিয়ন সূর্য আছে। অংকের হিসাবে এটা লিখতে গেলে ১ লিখে তার পাশে ২৪টি শূন্য বসাতে হবে। ফলে এই বিশ্বব্রহ্মাণ্ড কতো বৃহৎ সে...

২০২৩ সাল থেকে পিইসি ও জেএসসি পরীক্ষা থাকবে না, তৃতীয় শ্রেণি পর্যন্ত থাকবে না বার্ষিক পরীক্ষা

Image
  শিক্ষামন্ত্রী দীপু মণি বলেছেন, ২০২৩ সাল থেকে  প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা থাকবে না। তৃতীয় শ্রেণি পর্যন্ত থাকবে না বার্ষিক পরীক্ষা। নতুন প্রস্তাবিত জাতীয় শিক্ষাক্রমে নবম-দশম শ্রেণীতে শিক্ষার্থীদের বিভাজন করা হবে না, কারিগরি শিক্ষা প্রাধান্য পাবে।  সোমবার দুপুরে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেছেন,  মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা হবে শুধু দশম শ্রেণীর পাঠ্যক্রমের ওপর। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) এর ফলাফল হবে একাদশ ও দ্বাদশের চূড়ান্ত পরীক্ষার ফল মিলিয়ে। পরিবর্তন হতে পারে এইচএসসির নাম-গ্রেডিং পদ্ধতিও। উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণের কারণে দেড় বছর বন্ধ রাখার পর গতকাল রবিবার খুলে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শিক্ষামন্ত্রী দীপু মণি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে, ইংরেজি মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও তা মানতে হবে।

গঙ্গা থেকে মুখ ফিরিয়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ আসছে বাংলাদেশে

Image
  গঙ্গা থেকে মুখ ফিরিয়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ আসছে বাংলাদেশে। ফাইল ছবি ইলিশ নিয়ে ভারতের হতাশা আগে থেকেই ছিল। চলতি মৌসুমে তা একেবারে হাহাকার হয়ে ছড়িয়ে পড়েছে। গঙ্গা কিংবা এর শাখাপ্রশাখার মোহনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ইলিশ। সমুদ্র উজিয়ে গঙ্গা-মোহনার কাছাকাছি এসেই ঠিকানা বদলে তারা পাড়ি দিচ্ছে বাংলাদেশের পদ্মা নদীতে। কখনও বা আরও দূরে মিয়ানমার উপকূলে। সোমবার  আনন্দবাজারের এক প্রতিবেদেনে  এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ বা মিয়ানমারের ইরাবতী নদীতে ইলিশের আনাগোনা নতুন নয়। তবে গঙ্গাবিমুখ ইলিশের ঝাঁকে খুলনা, পটুয়াখালী কিংবা মিয়ানমারের সিতুয়ে মোহনায় এখন ‘জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। বাংলাদেশের মৎস্য অধিদফতরের পরিসংখ্যানের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত দু’বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি ইলিশ ধরা পড়েছে।  সাউথ এশিয়া নেটওয়ার্ক অব ড্যাম রিভার অ্যান্ড পিপল (এসএএনডিআরপি) তাদের রিপোর্ট বলছে, গঙ্গা থেকে অচিরেই ‘ডোডো পাখি’ হয়ে যেতে বসেছে ইলিশ।  আধা সরকারি ওই সংস্থার মৎস্য বিশেষজ্ঞ নীলেশ শেট্টি বলছেন, বড্ড বেশি অবহেলা করা হয়েছে গঙ্গাকে। পশ্চিমবঙ্গে গঙ্গার পাড়...