Posts

যুদ্ধবিমানের পাখায় দোলনা, তালেবানের শিশুসুলভ কাণ্ডের ভিডিও ভাইরাল

Image
  যুদ্ধবিমানের পাখায় দোলনা, তালেবানের শিশুসুলভ কাণ্ডের ভিডিও ভাইরাল যুদ্ধবিমানের পাখা থেকে দড়ি ঝুলিয়ে তৈরি হয়েছে দোলনা। প্রবল উচ্ছ্বাসে সেই দোলনায় বসে দুলছেন এক যুবক। তাকে পিছন থেকে দোল দেওয়াতেও উৎসাহের অন্ত নেই অন্যজনের। আশপাশে দাঁড়িয়ে থাকা বাকিরাও প্রবল আনন্দে মাতোয়ারা। আফগানিস্তানে তালেবানের এই ‘শিশুসুলভ কাণ্ড’ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশ্য এই প্রথম নয়। তালেবান কাবুল দখলের পরেও দেখা গেছে, শিশুদের পার্কে দাপিয়ে বেড়াচ্ছেন বন্দুক হাতে তালেবান যোদ্ধারা। শিশুদের খেলনাগাড়িতে চলে অস্ত্র উঁচিয়ে আনন্দে মেতে উঠেছেন তারা। প্রেসিডেন্টের প্রাসাদের দখল নিয়ে সেখানকার জিমেও শারীরিক কসরত করতে দেখা গেছে তাদের। জানা গেছে, যে যুদ্ধবিমান থেকে দড়ি ঝুলিয়ে দোলনা বানানো হয়েছে, সেগুলো আসলে আফগান বিমানবাহিনীর। কয়েক বছর আগে বিমানগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়। তারপর থেকে পরিত্যক্ত অবস্থায় বিমান বাহিনীর ঘাঁটিতেই পড়ে আছে সেগুলো। বৃহস্পতিবার আদিত্য রাজ কৌল নামে এক সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে তালেবানের ওই কাণ্ড। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করার ...

আফগানিস্তান ত্যাগের অনুমতি পেল আমেরিকানসহ ২০০ জন

Image
  রাজধানী কাবুল গত ১৫ আগস্ট দখল করে নেয় তালেবান। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর আবারও আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এদিকে দেশটিতে আটকা পড়া আমেরিকানসহ বিভিন্ন দেশের আরও ২০০ নাগরিককে আফগানিস্তান ত্যাগের অনুমতি দিয়েছে তালেবান। আজ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি জালমে খলিলজাদ এই অনুমতির জন্য তালেবানকে চাপ দিয়েছিলেন। নামপ্রকাশে অনিচ্ছুক অন্য এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানায় রয়টার্স। ধারণা করা হচ্ছে, আগামী বৃহস্পতিবার এই ২০০ মানুষ আফগানিস্তান ছাড়বেন। এদিকে মঙ্গলবার অন্তবর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন মন্ত্রীদের নাম ঘোষণা দেন তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। এই সরকারের প্রধানমন্ত্রী করা হয়েছে মোল্লাহ মোহাম্মদ হাসান আখুন্দকে। তালেবান সরকারের প্রধানমন্ত্রী আখুন্দ বলেছেন, সাবেক কর্মকর্তারা দেশে ফিরে আসলে আমরা তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেবো। পাশাপাশি কূটনীতিক, দূতাবাস এবং মানবাধিকার ত্রাণেরও নিরাপত্তা নিশ্চিত করা হবে। তালেবান এই অঞ্চল এবং বাইরের দেশগুলোর সঙ্গে পজিটিভ এবং শক্তিশ...

তালেবানের সরকার নিয়ে যে মন্তব্য করল ইউরোপীয় ইউনিয়ন

Image
  তালেবানের সরকার নিয়ে যে মন্তব্য করল ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন বলেছে, আফগানিস্তানে তালেবানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে তা অংশগ্রহণমূলক ও প্রতিনিধিত্বমূলক নয়। ইউরোপীয় জোট বলছে, বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বয়ে সরকার গঠনের ব্যাপারে তালেবান যে অঙ্গীকার ব্যক্ত করেছিল তা পূরণে তারা ব্যর্থ হয়েছে। বুধবার ইউরোপীয় ইউনিয়নের এক মুখপাত্র এসব কথা বলেছেন। তিনি বলেন, “সরকারের মন্ত্রী-উপমন্ত্রীদের যে নামের তালিকা ঘোষণা করা হয়েছে তা প্রাথমিকভাবে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, বিভিন্ন নৃগোষ্ঠী ও ধর্মীয় সম্প্রদায়ের লোকজনের সমন্বয়ে অংশগ্রহণমূলক ও প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের যে আশা আমরা করেছিলাম এবং গত কয়েক সপ্তাহ ধরে তালেবান যে প্রতিশ্রুতি দিয়ে আসছিল তা পূরণ হয়নি।” তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে ২৭ জাতির ইউরোপীয় জোট পাঁচটি শর্ত দিয়েছে যার মধ্যে অন্যতম হলো- অংশগ্রহণমূলক ও প্রতিনিধিত্বমূলক অন্তর্বর্তী সরকার গঠন। আফগানিস্তান থেকে আকস্মিকভাবে মার্কিন সেনা প্রত্যাহারের পর পুরো দেশ তালেবানের নিয়ন্ত্রণে চলে যায়। বিষয়টিকে পশ্চিমা দেশগ...

বিমানবাহিনীর জন্য ৫৬টি পরিবহন বিমান কিনছে ভারত

Image
  বিমানবাহিনীর জন্য স্পেন থেকে ৫৬টি মাঝারি পরিবহন বিমান কেনার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি। বুধবার ভারতের প্রেস  ইনফরমেশন ব্যুরোর এক টুইট বার্তায় এ তথ্য জানানো হয়। স্পেনের নির্মাতা সংস্থার পক্ষ থেকে ১৬টি বিমান ‘উড্ডয়নের উপযুক্ত অবস্থায়’ ভারতীয় বিমানবাহিনীর জন্য আমদানি করা হবে। বাকি ৪০টি ওই সংস্থার সহযোগিতায় ভারতে বানানো হবে। ওই সামরিক পরিবহন বিমান নির্মাণ করছে স্পেনের সিএএসএ সংস্থা সি-২৯৫ নামে একটি প্রতিষ্ঠান। প্রয়োজনে বিমানটি নজরদারির কাজেও ব্যবহার করা যায়। কয়েক বছর আগেই ইন্দোনেশিয়ার সঙ্গে যৌথভাবে ওই বিমান নির্মাণ শুরু করেছে তারা। এবার সেই তালিকায় আসতে চলেছে ভারত। ওই ৫৬টি বিমানের মধ্যে ৬টি উপকূলরক্ষী বাহিনীকে নজরদারির কাজে ব্যবহারের জন্য দেওয়া হবে। বাকিগুলি সেনাবাহিনী ও বিমানবাহিনীর কাজে ব্যবহার করা হবে। আগামী ৪ বছরের মধ্যে স্পেন থেকে বিমান আমদানি শুরু হবে। পরবর্তী পর্যায়ে টাটা কনসোর্টিয়ামের সহযোগিতায় দেশে শুরু হবে সি-২৯৫-এর উৎপাদন। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

ভারতে চালু হচ্ছে অত্যাধুনিক ভাসমান ক্ষেপণাস্ত্র কেন্দ্র, পাল্লায় পাকিস্তান-আফগানিস্তান

Image
  ভারতে চালু হচ্ছে অত্যাধুনিক ভাসমান ক্ষেপণাস্ত্র কেন্দ্র খুব শিগগিরই প্রতিরক্ষা ব্যবস্থায় আরও এক ধাপ এগোতে চলেছে ভারত। সব কিছু ঠিক থাকলে চলতি মাসেই উদ্বোধন হতে চলেছে ভারতের প্রথম ভাসমান ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র ‘আইএনএস অন্বেষ’-এর। সমুদ্রের ওপর ভাসমান অবস্থাতেই ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে এই জাহাজ। বিশ্বের হাতে গোনা কয়েকটি মাত্র দেশেই এই সুবিধা রয়েছে। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছে ভারতও। ফ্লোটিং টেস্ট রেঞ্জ বা ভাসমান ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র প্রকৃতপক্ষে একটি জাহাজ। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এই জাহাজের নকশা বানিয়েছে। বিশালাকার এই জাহাজ দৈর্ঘে ২০০ মিটার, চওড়ায় ৬০ মিটার এবং এর আয়তন প্রায় দশ হাজার টন। এই জাহাজে একটি ‘ইলেক্ট্রো-অপটিক্যাল মিসাইল ট্র্যাকিং সিস্টেম’ রয়েছে। রয়েছে একটি র‌্যডার। সঙ্গে একটি লঞ্চ প্যাড, একটি মিশন নিয়ন্ত্রক কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তার গতিবিধি নজরে রাখার ব্যবস্থাও রয়েছে এতে। দেড় হাজার কিলোমিটার পর্যন্ত রেঞ্জের ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম এই জাহাজটি। অর্থাৎ ভারতের গুজরাট...

সব ধরনের খেলায় নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করলো তালেবান

Image
  আফগানিস্তানের নারীরা ক্রিকেটসহ কোনো ধরনের খেলাধুলায় অংশ নিতে পারবেন না বলে ঘোষণা করছে দেশটিতে সদ্য দায়িত্ব নেওয়া তালেবানের সাংস্কৃতিক কমিশন। আজ বুধবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানা গেছে। খবর দ্য গার্ডিয়ানের অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তালেবানের সাংস্কৃতিক কমিশনের উপ-প্রধান, আহমদুল্লাহ ওয়াসিক জানান, নারীদের জন্য খেলাধুলা করাটা গুরুত্বপূর্ণ কিছু নয়। আমি মনে করি না নারীদের ক্রিকেট খেলতে দেওয়া উচিত। কারণ নারীদের জন্য ক্রিকেট খেলা গুরুত্বপূর্ণ নয়। ক্রিকেট খেলায় নারীদের মুখ আর শরীর ঢাকা থাকে না। ইসলাম নারীদের এভাবে চলাফেরার অনুমোদন দেয় না। তিনি বলেন, গণমাধ্যমের এই যুগে সহজেই ছবি আর ভিডিও ছড়িয়ে পড়ে। আর সেসব পুরুষরাও দেখেন। ক্রিকেট আর অন্য যেসব খেলায় নারীদের বেপর্দা হওয়ার সুযোগ থাকে সেসব খেলা ইসলাম ও ইসলামী আমিরাত অনুমোদন করে না। আইসিসির অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ বাতিল করার সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে ওয়াসিক বলেন, এ ব্যাপারে তালেবান আপোষ করবে না। অবশ্য আফগান পুরুষরা খেলাধুলায় অংশ নিতে পারবে বলে গত মাসে এক গণমাধ্যম...

সরকার গঠনের একদিনের মাথায় ৫ সাংবাদিককে গ্রেফতার করলো তালেবান

Image
  কাবুলে গ্রেফতার পাঁচ সাংবাদিক আফগানিস্তানের রাজধানী কাবুলের দৈনিক পত্রিকা ইটিলাট্রোজের পাঁচ সাংবাদিককে গ্রেফতার করেছে তালেবান। বুধবার এ তথ্য জানিয়েছেন পত্রিকাটির সম্পাদক জাকি দরিয়াবি। দেশটির গণমাধ্যম টোলোনিউজ এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে। তবে তালেবান তাদেরকে কি কারণে গ্রেফতার করেছে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি গণমাধ্যমটি। এদিকে, গতকাল মঙ্গলবার দীর্ঘ ২০ বছর পর আবারও আফগানিস্তানে সরকার গঠন করেছে তালেবান। অন্তবর্তীকালীন এই সরকারের প্রধানমন্ত্রী করা হয়েছে মোল্লাহ মোহাম্মদ হাসান আখুন্দকে। পাশাপাশি তার ডেপুটি হিসেবে কাজ করবেন মোল্লা আব্দুল গনি বারাদার এবং মৌলভী হান্নাফি।  বিডি-প্রতিদিন/বাজিত হোসেন