Posts

খরস্রোতা নদীতে দাঁড়িয়ে ভারত ও চীনা সেনাদের রোমহর্ষক সংঘর্ষের ভিডিও প্রকাশ

Image
  সীমান্ত সমস্যা নিয়ে ভারত ও চীনের আলোচনার মধ্যেই ২০২০ গালওয়ান সংঘর্ষের রোমহর্ষক ভিডিও প্রকাশ করল চীনা সেনাবাহিনী। মঙ্গলবার চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ)  পক্ষ থেকে গত বছরের সেই সংঘর্ষের ৪৮ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে, যা রীতিমতো ভয়ঙ্কর। ২০২০ সালের ১৫ জুন রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় অনুপ্রবেশ চালায় চীনা সেনাবাহিনী। দেশের সীমানা রক্ষায় সঙ্গে সঙ্গে ছুটে যান ভারতের ১৬ নম্বর বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল সন্তোষ বাবু। সেই রাতে বর্ডার ইনস্পেকশন টিমের প্রধান কর্নেল বি সন্তোষ বাবু, সিপাই পালনিয়াপ্পান-সহ তিনজনকে হামলা চালিয়ে হত্যা করে চীনা বাহিনী। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীও। বিহার রেজিমেন্টের ৪০ থেকে ৫০ জন সৈন্যের ওপর ঝাঁপিয়ে পড়েছিল সংখ্যায় চার গুণ বেশি চীনা সেনারা। এই যুদ্ধে নিহত হন ভারতের ২০ জন সেনা সদস্য। ভারতের পক্ষ থেকে পরদিনই বিবৃতি জারি করে ২০ জন সেনার মৃত্যুর খবর জানানো হয়। ভারতীয় সেনাবাহিনী দাবি করে, চীনের পক্ষে হতাহতের সংখ্যাটা আরও বেশি। মার্কিন গোয়েন্দা দফতর দাবি করে, সেই সংঘর্ষে অন্তত ৩০ জন চীনা...

ভারতের জনসংখ্যা নিয়ে ভুল তথ্য দিয়ে ট্রোলের শিকার ইমরান খান (ভিডিও)

Image
  ইমরান খান আবারও কটাক্ষের শিকার হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এর আগে তাকে বলতে শোনা গিয়েছিল উজবেকিস্তানের মানুষদের চেয়ে সেখানকার ইতিহাস নাকি তিনি বেশি জানেন। আর এবার তিনি বলে বসলেন ভারতের জনসংখ্যা নাকি ১ বিলিয়ন তিনশ’ কোটি। অর্থাৎ মোট ৪০০ কোটি। একটি ভাষণে ভারতকে খোঁচা দিতে গিয়ে উল্টো নিজেই বেফাঁস মন্তব্য করে বেকায়দায় ইমরান খান। এক জনসভায় তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারতের হার নিয়ে বলতে গিয়ে খোঁচা মেরে বলেন, “৪০-৫০ লাখ জনসংখ্যার দেশ নিউজিল্যান্ড ১ বিলিয়ন ৩০০ কোটি মানুষের দেশ ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারিয়ে দিয়েছে।” প্রসঙ্গত, ইমরানের বক্তব্য অনুযায়ী ভারতের জনসংখ্যা দাঁড়াচ্ছে ৪০০ কোটি। কিন্তু ভারতের প্রকৃত জনসংখ্যা তার চেয়ে অনেক কম- ১৩৬ কোটি। স্বাভাবিকভাবেই এমন মন্তব্যের জন্য ট্রোলের শিকার হতে হচ্ছে তাকে। অনুষ্ঠানের সম্প্রচারের ওই ভিডিও ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে। এমনকি, পাকিস্তানি নেটিজেনরাও অনেকে ওই ভিডিও পোস্ট করে খোঁচা মেরেছেন ইমরানকে। অনেকেরই দাবি, দীর্ঘদিন সারা পৃথিবীতে ক্রিকেট খেলে বেড়ি...

ভারত-চীনের নতুন উদ্যোগ, সংঘর্ষ এড়াতে এবার সিকিম সীমান্তে হটলাইন

Image
  সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে আরও উদ্যোগী হল ভারত ও চীন। দুই দেশের সেনাদের মধ্যে বিশ্বাস ও সৌহার্দ্য বজায় রাখতে প্রকৃত নিয়ন্ত্রণরেখার সিকিম সীমান্তে হটলাইন স্থাপন করা হল। খবর আনন্দবাজার পত্রিকার। ভারত ও চীনের মধ্যে সেনাপর্যায়ে বৈঠকের পর উত্তর সিকিমের কোংরা লায় ভারতীর সেনার ঘাঁটির সঙ্গে তিব্বতের খাম্বা জংয়ে চীনা গণফৌজের ঘাঁটির সঙ্গে যোগাযোগে থাকবে বলে সিদ্ধান্ত হয়। সীমান্ত সংক্রান্ত সমঝোতা নিয়ে শনিবার প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে চীনের এলাকায় মল্ডোতে সামরিক পর্যায়ের বৈঠকে বসেছিলেন ভারত ও চীনের সেনা কর্মকর্তারা। ওই বৈঠক সম্পর্কে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, কমান্ডার স্তরে যোগাযোগ বাড়াতে আরও উদ্যোগী হয়েছেন দুই দেশের সেনারা। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতেই হটলাইন স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই দেশের সেনাকর্তাদের পক্ষ থেকে। গত বছর পূর্ব লাদাখে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছিল ভারত ও চীন সেনা। তারপরই স্থিতাবস্থা ফেরাতে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল দুই দেশ। কিন্তু হটস্প্রিং ও গোগরা ঘাঁটি এলাকায় এখনও বিপুল সেনা মোতায়েন করে রেখেছ...

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম রাষ্ট্রদূত হচ্ছেন রাশেদ হোসেন

Image
  রাশেদ হোসেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো মুসলিমকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে বাইডেন প্রশাসন। রাশেদ হোসেন নামে এক কূটনীতিককে রাষ্ট্রদূত পদমর্যাদার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক অ্যাম্বাসাডর-অ্যাট লার্জ হিসেবে মনোনয়ন দিয়েছে বাইডেন প্রশাসন। মার্কিন সিনেটে চূড়ান্ত অনুমোদনের পর এ পদে নিযুক্ত হবেন ভারতীয় বংশোদ্ভূত রাশেদ হোসেন। শুক্রবার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, ৪১ বছর বয়সি রাশেদ হোসেনই প্রথম মুসলিম, যিনি যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত পদমর্যাদায় নিয়োগ পেতে যাচ্ছেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের পার্টনারশিপ অ্যান্ড গ্লোবাল অ্যাজ্ঞেজম্যান্ট বিভাগের প্রধান ছিলেন। ওবামার শাসনামলে তিনি ওআইসির মার্কিন দূত হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া পাকিস্তানি বংশোদ্ভূত খিজির খানকে ইউসিআইআরএফের (ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম) কমিশনার হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এ কমিশনের কাজ হচ্ছে মুসলিমপ্রধান দেশগুলোতে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা। রাশেদ হোসেনের এ মনোনয়নকে স্বাগত জানিয়েছে মার্কিন ই...

জাতিসংঘে ইতিহাস গড়তে যাচ্ছেন মোদি

Image
  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চলতি আগস্ট মাসে সভাপতির দায়িত্ব পালন করবে ভারত। দেশটির গণমাধ্যমগুলো বলছে, সভাপতির দায়িত্ব পাওয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভা পরিচালনার ভার কৌশলগত কারণে নিজ কাঁধে তুলে নিতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফ্রান্সের কাছ থেকে নিয়মের পালা ঘুরে এই দায়িত্ব ভারতের কাছে এসেছে। সভাপতিত্বের দায়িত্ব পাওয়ার পর জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি বলেছেন, যে মাসে আমরা আমাদের ৭৫তম স্বাধীনতা দিবস পালন করব, সেই মাসেই নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেলাম। এটি খুবই গর্বের বিষয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে ৯ আগস্ট। জাতিসংঘে ভারতের প্রাক্তন দূত সৈয়দ আকবর উদ্দিন এক টুইটে লিখেছেন, আসন্ন বৈঠকের সভাপতিত্ব করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিরাপত্তা পরিষদের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে একাধিকবার জাতিসংঘের বৈঠক পরিচালনার ভার ভারতের হাতে আসলেও একবারও ভারতের কোনও প্রধানমন্ত্রী তাতে স...

যেসব দেশে চালু হলো কোভিড পাসপোর্ট

Image
  বিশ্বে বিভিন্ন দেশে চালু হয়েছে কোভিড পাসপোর্ট। পর্যটকদের জন্য ক্রমেই তা অপরিহার্য হয়ে উঠছে বিশ্বে বিভিন্ন দেশে চালু হয়েছে কোভিড পাসপোর্ট। পর্যটকদের জন্য ক্রমেই তা অপরিহার্য হয়ে উঠছে। সাধারণত মোবাইল ফোনে একটি অ্যাপের মাধ্যমে  এই পাসপোর্টের অ্যাক্সেস দেওয়া হয়। তবে কিছু ক্ষেত্রে কাগুজে পাসপোর্টও আছে। নিচে বেশ কয়েকটি দেশের কোভিড পাসপোর্টের বিবরণ তুলে ধরা হলো।  যুক্তরাষ্ট্র : গত এপ্রিলে হোয়াইট হাউজ যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ফেডারেল কোভিড ভ্যাকসিনেশন পাসপোর্ট চালুর ঘোষণা দেয়। যদিও কোভিড ভ্যাকসিনেশনে জনগণকে উৎসাহিত করতে দেশটির বিভিন্ন রাজ্য পৃথক কর্মসূচি চালু করে। ক্যালিফোর্নিয়ায় স্বাস্থ্য খাতসহ বিভিন্ন সংস্থার কর্মীদের কর্মক্ষেত্রে টিকা প্রদানের প্রমাণ দাখিলের নির্দেশ দিয়েছে। চীন : কিউআর কোড সিস্টেমে নাগরিকদের বিভিন্ন রঙে চিহ্নিত করেছে চীন। সবুজ রঙের কোড বলে দেবে লোকটি বিনাবাধায় যে কোনো এলাকায় প্রবেশের অধিকার রাখেন। হলুদ রং জানিয়ে দেয় লোকটিকে কমপক্ষে সাত দিন ঘরে থাকতে হবে। কম্পিউটারে তথ্যউপাত্ত জমা দিয়ে চীনাদের এই কোডগুলো সংগ্রহ করতে হয়। চী...

তিনটি শহর দখলে নিতে নিরাপত্তা বাহিনীর সাথে তুমুল লড়াইয়ে তালেবান

Image
  ফাইল ছবি তালেবানের যোদ্ধারা এবার আফগানিস্তানের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের তিনটি গুরুত্বপূর্ণ শহর দখল করার জন্য সরকারি বাহিনীর সাথে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে। সেখানের হেরাত, লস্কর গাহ এবং কান্দাহার- এই তিনটি শহরে আজ রবিবারও সংঘর্ষ অব্যাহত রয়েছে। জানা গেছে, তালেবান বাহিনী কান্দাহারের বিমানবন্দরে রকেট হামলা চালিয়েছে। খবর বিবিসির। শেষ পর্যন্ত এই তিনটি শহরের ভবিষ্যৎ কাদের হাতে চলে যায় সেটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আফগান নিরাপত্তা বাহিনী কতক্ষণ শহর তিনটি ধরে রাখতে পারবে সেটাও অনিশ্চিত। আশঙ্কা করা হচ্ছে, শহরগুলোতে মানবিক সঙ্কটের সৃষ্টি হতে পারে। খবর পাওয়া যাচ্ছে লস্কর গাহ শহরের ভেতরে রবিবার তীব্র লড়াই অব্যাহত রয়েছে।  এর আগে, শনিবার বিদ্রোহী যোদ্ধারা গভর্নরের অফিস থেকে মাত্র কয়েকশ মিটার দূরে অবস্থান করছিল কিন্তু রাত নামার পর তাদেরকে সেখান থেকে হটিয়ে দেয় আফগান সৈন্যরা। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় তালেবানের অবস্থানের ওপর বিমান হামলা চালায় আফগানিস্তানের সরকারি বাহিনী। সরকারি সৈন্যরা দাবি করছে তারা বহু তালেবান যোদ্ধাকে হত্যা করেছে। ব্রিটিশ ...