ইলিশে সরগরম চাঁদপুর মাছঘাট
চাঁদপুর মাছঘাট সরগরম হাতিয়ার ইলিশে। এসব ইলিশ আহরিত হয়েছে সাগর মোহনা থেকে। তবে পদ্মা-মেঘনায় কাক্সিক্ষত ইলিশ এখনো জেলেদের জালে ধরা পড়ছে না। একই অবস্থা পটুয়াখালীতেও। লঘুচাপের কারণে গভীর সাগরে যেতে পারছেন না জেলেরা। কিছু ট্রলার সাগরের খুব কাছাকাছি আসা-যাওয়া করলেও জালে ইলিশ ধরা পড়ছে না। মৎস্যবন্দর আলীপুর-মহিপুর, কুয়াকাটা, ঢোস, মৌডুবিসহ উপকূলীয় এলাকার মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের আকাল দেখা দিয়েছে। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতেও মিলছে না কাক্সিক্ষত ইলিশ। যে পরিমাণ পাওয়া যাচ্ছে তাতে ট্রলারের তেলের খরচও উঠছে না। ফলে দাদনের টাকা পরিশোধের বদলে ঋণের বোঝা বেড়েই চলেছে জেলেদের। তবে জেলা মৎস্য বিভাগ বলছে, আগামী মাস থেকে জেলেদের জালে মিলবে কাক্সিক্ষত ইলিশ। লক্ষ্মীপুরে মেঘনায় কাক্সিক্ষত ইলিশ না পাওয়ায় অর্ধলক্ষাধিক জেলে ও মৎস্যজীবী পরিবারের দিন কাটছে চরম হতাশায়। এদিকে সাগর উত্তাল থাকায় চট্টগ্রামের জেলেরা জীবনের ঝুঁকি নিচ্ছেন না। প্রতিনিধিদের খবর- চাঁদপুর : চাঁদপুরের পদ্মা-মেঘনা তীরবর্তী চার উপজেলায় ৫১ হাজার ১৮৯ জন নিবন্ধিত জেলে রয়েছেন। ট্রলার জেলে মাসুদ মাতববর বলেন, ‘সাগ...