Posts

সব রেকর্ড ছাড়িয়ে সর্বোচ্চ করোনা শনাক্ত আজ

Image
  প্রতীকী ছবি দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১৯২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪৭ জন। যা দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত হয়েছে। সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৯ হাজার ৫২১ জন। এছাড়াও মোট করোনা শনাক্ত হয়েছে ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জনের। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৯ হাজার ৯৭৫ জন। একই সময়ে ৫০ হাজার ৯৫২ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

তালেবানদের ওপর বিমান হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা আমেরিকার

Image
  আফগানিস্তানে তালেবান যোদ্ধাদের ওপর বিমান হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা। ৯ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা দেশে ফিরে যাবে। তার আগে সম্প্রতি নতুন করে আফগান বাহিনীর সমর্থনে এবং তালেবানের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি জানিয়েছেন, আগামী সপ্তাহগুলোতেও বিমান হামলা অব্যাহত থাকবে। তবে আগস্টের পরও বিমান হামলা হবে কিনা, তা তিনি জানাননি। বিদেশি বাহিনী যখন আফগানিস্তান ছেড়ে চলে যাচ্ছে, তখন তালেবানেরা দেশটির অর্ধেক মতো এলাকা দখল করে নিয়েছে। তারা গ্রামের দিকের এলাকা দখল করে এবার আঞ্চলিক রাজধানীগুলো ঘিরে ফেলেছে। কাবুলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কেনেথ ম্যাকেঞ্জি বলেন, “গত কয়েক দিন ধরে তালেবানের বিরুদ্ধে আমেরিকার বিমান হামলা চলছে। যদি তালেবান আক্রমণ চালিয়ে যায় তাহলে আগামী সপ্তাহগুলোতে তা আরও বাড়ানোর জন্য আমরা প্রস্তুত। আগামী দিন ও সপ্তাহগুলো খুবই গুরুত্বপূর্ণ।” “আমি মনে করি না, এটা একটা সহজ রাস্তা। কিন্তু আমি এটাও মনে করি না যে, আফগানিস্তানে গৃহযুদ্ধ হবে...

হারিয়ে যাওয়া যে মহাদেশ খুঁজে পেতে লেগেছে পৌনে ৪০০ বছর!

Image
  বর্তমান নিউজিল্যান্ড ছিল জিল্যান্ডিয়ার পার্বত্য এলাকার উচ্চতম অংশ ১৬৪২ সালের কথা। গোঁফ-দাড়িওয়ালা অভিজ্ঞ ডাচ নাবিক আবেল টাসমান বের হয়েছেন এক অভিযাত্রায়। আবেল টাসমান তার অধীনস্থ নাবিকরা কেউ এদিক-ওদিক করলে কঠোর শাস্তি দিতেন। একবার তিনি তাদের কয়েকজনকে ফাঁসিতে ঝোলাবারও চেষ্টা করেছিলেন-প্রচুর মদ্যপানের পর মাতাল অবস্থায়। সেই সময়টা ইউরোপিয়ান নাবিক অভিযাত্রীদের সাগর পাড়ি দিয়ে নতুন নতুন ভূখন্ড আবিষ্কারের যুগ। আর পৃথিবীর দক্ষিণ গোলার্ধ তখনো ইউরোপিয়ানদের কাছে এক রহস্যময় জায়গা। প্রাচীন রোমান যুগ থেকেই ইউরোপের লোকেরা বিশ্বাস করতো, পৃথিবীর দক্ষিণদিকে কোথাও এক বিশাল ভূখণ্ড আছে এবং তা আবিষ্কৃত হবার আগেই তার নামও দেয়া হয়ে গিয়েছিল 'টেরা অস্ট্রালিস' । টাসমানও নিশ্চিত ছিলেন যে দক্ষিণ গোলার্ধে এক অনাবিষ্কৃত বিশাল মহাদেশ আছে এবং তার জেদ চেপেছিল যে সেটা খুঁজে বের করতেই হবে। সেই ইচ্ছা নিয়েই ১৬৪২ সালের ১৪ আগস্ট যাত্রা শুরু করলেন টাসমান। ইন্দোনেশিয়ার জাকার্তায় ছিল তার কোম্পানির ঘাঁটি-সেখান থেকেই দুটি ছোট জাহাজ নিয়ে রওনা দিলেন তিনি। প্রথম গেলেন পশ্চিম...

পাকিস্তান: তালেবানকে সমর্থনের বিরুদ্ধে অভিযোগ দিল আফগানিস্তান

Image
  সংগৃহীত ছবি তালেবানকে সমর্থন দেয়ায় পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিব অভিযোগ করেছেন। তিনি আরও দাবি করেছেন, পাকিস্তান তালেবানকে আর্থিক ও সামরিক সহযোগিতা দিচ্ছে। মুহিব বলেন, তালেবানের পক্ষে লড়াই করার লক্ষ্যে ইসলামাবাদের প্রত্যক্ষ মদদে এসব সশস্ত্র ব্যক্তি আফগানিস্তানে অনুপ্রবেশ করেছে। পাকিস্তান থেকে আরও ১০ হাজার মিলিশিয়া আফগানিস্তানে পাঠানোর তোড়জোড় চলছে। এদিকে, কাবুল বলছে, আফগানিস্তানের পরিস্থিতি নাজুক হয়ে পড়ার পেছনে ইসলামাবাদের বড় হাত রয়েছে। পাকিস্তান অবশ্য বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান থেকে প্রায় ১৫ হাজার মিলিশিয়া আফগানিস্তানে অনুপ্রবেশ করেছে। তবে এ ব্যাপারে আন্তর্জাতিক উদ্বেগ প্রশমনের জন্য তালেবান বারবার বলছে, তারা রাজনৈতিক আলোচনার মাধ্যমে সংকটের সমাধান চায়। এজন্য তারা আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসতে কাতারের রাজধানী দোহায় আলোচক দলও পাঠিয়েছে।   বিডি প্রতিদিন / অন্তরা কবির

চুক্তি ভেঙে আফগানিস্তানে এয়ারস্ট্রাইক, যুক্তরাষ্ট্রকে দেখে নেয়ার হুমকি তালেবানের

Image
  ফাইল ছবি আফগানিস্তানের একটা বড় অংশ তালেবানদের দখলে চলে যাচ্ছে। আমেরিকার নির্দেশে মার্কিন সেনা সরে যাওয়ার পরই ক্রমশ আধিপত্য বাড়াচ্ছে তালেবান। এরই মধ্যে আফগান সরকারের সঙ্গে সহযোগিতা করতে কান্দাহারে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর সেই হামলার পরই ক্ষেপে উঠছে তালেবান। তাদের দাবি, এই হামলা চালিয়ে লিখিত চুক্ত ভঙ্গ করেছে আমেরিকা, তাই এর ফল যে ভোগ করতে হবে সেই হুঁশিয়ারি স্পষ্ট দেওয়া হয়েছে। আজ শনিবার তালেবানদের পক্ষ থেকে এক বিবৃতিতে তাদের মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার রাতের অন্ধকারে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। কান্দাহার ও হেলমন্দ প্রদেশে সেই এয়ারস্ট্রাইকে মৃত্যু হয়েছে অনেকের। সাধারণ মানুষের মৃত্যুর খবরও জানিয়েছে তালেবান।  শত্রুপক্ষ যুদ্ধের পথে এগোলে তালেবান যে চুপ করে বসে থাকবে না সেই হুঁশিয়ারিও স্পষ্ট ওই বিবৃতিতে। সম্প্রতি আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি জানিয়েছেন আগামী ৬ মাস দেশ জুড়ে বড়সড় অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেই ঘোষণাও খুব একটা ভালো চোখে দেখছে না তালেবান। সূত্র : টিভিনাইন। বিডি-প্রতিদিন/শফিক

আফগানিস্তানের পরিস্থিতি ‘বিপজ্জনক’, নিরাপত্তা নির্দেশিকা জারি ভারতীয় দূতাবাসের

Image
  তালেবান এবং সরকারি সেনাদের লড়াইয়ে ক্রমশই অশান্ত আফগানিস্তান তালেবান এবং সরকারি সেনাদের লড়াইয়ে ক্রমশই অশান্ত হচ্ছে আফগানিস্তান। এই পরিস্থিতিতে সে দেশে যাওয়া ভারতীয় পর্যটক এবং কর্মরত নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা জারি করলো কাবুলের ভারতীয় দূতাবাস। শনিবার জারি করা ওই সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, ‘আফগানিস্তানের পরিস্থিতি বিপজ্জনক। সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি সাধারণ মানুষকে নিশানা করছে। ভারতীয়দেরও হামলার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে বিনা প্রয়োজনে আফগানিস্তানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয়দের। এছাড়াও দেশটিতে কর্মরতদের রাস্তাঘাটে যাতায়াতের সময় বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। জনাকীর্ণ বাজার, শপিংমল, মন্দির এবং রেস্তোরাঁয় না যাওয়ার কথাও বলা হয়েছে ওই নির্দেশিকায়। আফগানিস্তানে তালেবান আধিপত্য বাড়ার কারণে সম্প্রতি মাজার-ই-শরিফ এবং কন্দহর শহরের ভারতীয় কনস্যুলেট বন্ধ করা হয়েছে। সেখানে কর্মরত ভারতীয় কূটনীতিক এবং নিরাপত্তাকর্মীদের দেশে ফেরানোর কাজও চলছে। চলতি সপ্তাহে কাবুলে তালেবানের রকেট হানার পরে সেখানকার ভারতীয় দূতাবাসের নিরাপত্তা ন...

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে সিরিয়া

Image
  সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার ভোরে দেশটির হোমস প্রদেশের আকাশে ইসরায়েলের ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে । চলতি সপ্তাহে এটি ছিল ইসরায়েলের দ্বিতীয় বিমান হামলার ঘটনা। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পরিবেশিত খবরে একথা বলা হয়। খবর এএফপি’র। সামরিক বাহিনীর একটি সূত্র রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা’কে বলেছে, এ বিমান হামলায় কেউ হতাহত হয়নি। তবে এতে কেবল মাত্র বস্তুগত ক্ষতি সাধিত হয়েছে। সানা’র খবরে বলা হয়, ‘স্থানীয় সময় রাত ০১:১৩ টার দিকে ইসরায়েলি শত্রু বাহিনী হোমস প্রদেশের কুসাইর অঞ্চলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়।’ সামরিক সূত্র বলেছে, ‘আমাদের বিমান প্রতিরক্ষা বাহিনী এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশ গুলি করে ভূপাতিত করেছে।’ ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ক্ষেপণাস্ত্রগুলোর লক্ষ্য ছিল লেবাননের হিজবুল্লাহ গ্রুপের বিভিন্ন সামরিক অবস্থান। সেখানে বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েকটি অস্ত্র গুদাম ধ্বংস হয়েছে। ২০১৩ সালে হিজবুল্লাহ যোদ্ধাদের নেতৃত্বে ১৭ দিনের তুমুল লড়াইয়ের পর সিরীয় সেনা বাহিনী...