Posts

৬০ বারের বেশি গ্রেফতারও দমাতে পারেনি যে ফিলিস্তিনি নারীকে

Image
জেরুজালেমে পবিত্র মসজিদ আল-আকসায় ইহুদিবাদীদের আগ্রাসনের বিরুদ্ধে চলমান আন্দোলনের রোল মডেল হানাদি হালাওয়ানি। ইসরাইলি বাহিনী ৬০ বারের বেশি বার গ্রেফতার করেও তাকে দমাতে পারেনি। কয়েক সপ্তাহ আগেও ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে গ্রেফতার হন ফিলিস্তিনি সাহসী নারী হানাদি হালাওয়ানি। ইহুদিদের হাত থেকে পবিত্র আল-আকসাকে রক্ষার জন্য ফিলিস্তিনি নারীদের নিয়ে গঠিত সংগঠন 'মুরাবিতাত' এর নের্তৃত্ব দিচ্ছেন তিনি। ইসরায়েলি পুলিশের তালিকায় সবচেয়ে ভয়ংকর ফিলিস্তিনি হিসেবে চিহ্নিত করা হয়েছে হানাদি হালাওয়ানিকে। বারবার গ্রেফতার ও নির্যাতন করেও ইসরায়েল তাকে দমাতে পারেনি। প্রতিবারই জেল থেকে ছাড়া পেয়ে আল-আকসার জন্য আবারও আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন তিনি।      তাকে জেরুজালেমের আল-আকসায় নিষিদ্ধ করেছে ইসরায়েল সরকার। আটকের পর মুরাবিতাতের সদস্যদের ওপর অমানুষিক নির্যাতন চালায় ইসরায়েলি বাহিনী। হানাদি হালাওয়ানি ইহুদিবাদীদের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের স্বাধীনতার লড়াইয়ে সবার নৈতিক ও আইনি সমর্থন চান।  বিডি প্রতিদিন/ফারজানা  

মিয়ানমারে অভ্যুত্থানের পর ৭৫ শিশু নিহত, আটক ১০০০: জাতিসংঘ

Image
  মিয়ানমারে অভ্যুত্থানের পর ৭৫ শিশু নিহত, আটক ১০০০: জাতিসংঘ চলতি বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে নির্বাচিত সরকার প্রধানকে গ্রেফতার করে ক্ষমতা দখলে নেয় দেশটির সেনাবাহিনী। এরপর থেকে সেখানে সেনা ও নিরাপত্তা বাহিনীর হাতে কমপক্ষে ৭৫ শিশু নিহত হয়েছে। আটক করা হয়েছে আরও হাজার খানেক। জাতিসংঘের শিশু অধিকার কমিটি এ জানিয়েছে। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারীর মতো আপৎকালীন সময়ে দেশটির রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। জাতিসংঘের শিশু অধিকার কমিটির প্রধান মিকিকো ওটানি এক বিবৃতিতে বলেন, অবরোধ ও সামরিক অভ্যুত্থানের কবলে পড়ে মিয়ানমারের শিশুরা আকস্মিক জীবনহানির শিকার হচ্ছে। অভ্যুত্থানের মাধ্যমে সু চি-সহ দেশটির গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের গ্রেফতারের পর থেকেই শুরু হয় বিক্ষোভ ও সহিংসতা। এতে মারা গেছে হাজারের কাছাকাছি মানুষ। ওটানি বলেন, মিয়ানমারের শিশুরা প্রতিদিন নির্বিচার সহিংসতা, এলোপাতাড়ি গুলি ও আটকের শিকার হচ্ছে। বাবা-মা, ভাই-বোনদের মতো নিজেদের গুলির লক্ষ্যবস্তু হতে দেখছে তারা। এ কমিটি ১৮ জন স্বাধীন বিশেষজ্ঞ দ্বারা গঠ...

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১২১৪৮

Image
  প্রতীকী ছবি দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১২ হাজার ১৪৮ জনের। এছাড়াও একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৭ জন। শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৬৫ জনে। এছাড়াও মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৩৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ১৪ হাজার ৩৪৩ জন। একই সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৫ হাজার ৪৫ জনের। পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ৯৪৭টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৬ শতাংশ।  মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৬৮ জন। এছাড়া খুলনায় ৩৯, চট্টগ্রামে ৩৬, রাজশাহীতে ১৪, বরিশালে ৮, সিলেটে ৯, রংপুরে ৬ এবং ময়মনসিংহে ৭ জন মারা গেছেন। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে দিশেহারা জিম্বাবুয়ে

Image
  টাইগারদের বোলিংয়ে রান চাপে জিম্বাবুয়ে হারারে স্পোর্টস ক্লাব মাঠে জয়ের জন্য ২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রান চাপে স্বাগতিক জিম্বাবুয়ে। বাংলাদেশের বোলিং তোপে দলীয় ৭৮ রানে ৪ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২২ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১০৭ রান। বাংলাদেশের পক্ষে তাসকিন, সাইফউদ্দিন ও শরীফুল একটি করে উইকেট লাভ করেন। সাকিব লাভ করেন দুইটি উইকেট। এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৭৬ রান তুলে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১০২ রান করেন লিটন দাস। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

২২ আফগান কমান্ডোকে হত্যার ভিডিও প্রকাশ, তালিবান বলছে ‘ভুয়া’

Image
  আফগানিস্তানের ২২ কমান্ডোকে গুলি করে হত্যা করেছে তালিবানরা। তুর্কমিনিস্তান সীমান্তবর্তী ফারিয়ব প্রদেশের দৌলত আবাদ শহরে গত ১৬ জুন এ ঘটনা ঘটে। সদ্য প্রকাশিত এক ভিডিওর বরাত দিয়ে সিএনএন জানায়, নিহত ব্যক্তিরা আফগান স্পেশাল ফোর্সের সদস্য। ঘটনাটির একাধিক ভিডিও ও প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছে বলে জানায় সংবাদ মাধ্যমটি।   প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের মাঝে এ এলাকায় ভয়াবহ যুদ্ধ হয়। পরে তালিবানদের হাতে আত্মসমর্পণ করে আফগান সেনারা।  স্পষ্ট কিন্তু এলোমেলোভাবে ধারণ একটি ভিডিওতে শোনা যায়, ‘আত্মসমর্পণ করো কমান্ডোরা, আত্মসমর্পণ করো।’ এরপর নিরস্ত্র কয়েকজন মানুষকে একটি বাড়ি থেকে বের হতে দেখা যায়। তারপর গুলির শব্দ। এতে কমপক্ষে এক ডজন মানুষ মারা যায়। যাদের মুখে কান্নার সঙ্গে শোনা যায়, ‘আল্লাহু আকবর’। ৪৫ সেকেন্ডের আরেকটি ভিডিওতে স্থানীয় পশতু ভাষায় একজনকে বলতে শোনা যায়, ‘তাদের গুলি করো না, গুলি করো না। আমি অনুরোধ করছি তাদের গুলি করো না।’ একই ব্যক্তিকে পরে বলতে শোনা যায়, ‘কীভাবে পশতুন হয়ে আফগানদের হত্যা করছেন?’ পাশতুনরা আফগানিস্তানের প্রধান নৃতা...

দখলে নেয়া বন্দর খুলে দিল তালেবান, আদায় করছে ‘প্রচুর অর্থ’

Image
  স্থলবন্দর দখলে নেয়ার কয়েক দিনের মধ্যেই ফের বাণিজ্যিক কার্যক্রম চালু করেছে তালেবান  আফগানিস্তানের তিনটি স্থলবন্দর দখলে নেয়ার কয়েক দিনের মধ্যেই ফের বাণিজ্যিক কার্যক্রম চালু করেছে তালেবান। একই সঙ্গে ব্যবসায়ীদের কাছ থেকে ‘প্রচুর অর্থ’ টোল হিসেবে আদায় করছে তালেবান। আফগানিস্তানের হেরাত প্রদেশের বেসরকারি খাতের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়। তবে কতদিন এ টোল আদায় তালেবান অব্যাহত রাখতে পারবে তার নিশ্চিয়তা নেই। কয়েক দিন আগে হেরাত প্রদেশের তোড়গুন্দি ও ইসলাম কালা সীমান্ত শহর দুটি দখল করে তালেবান। তোড়গুন্দি হয়ে তুর্কমেনিস্তান ও ইসলাম কালা হয়ে ইরানের সঙ্গে বাণিজ্য চালায় আফগানিস্তান। দখলে নেওয়ার পর পরই এসব বন্দর হয়ে বাণিজ্য বন্ধ হয়ে যায়। তবে দ্রুতই এসব স্থলবন্দরে বাণিজ্যিক কার্যক্রম চালু করল তালেবান। হেরাতের চেম্বার অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের উপপ্রধান সাদ সিদ্দিকী বলেন, জ্বালানি, গ্যাস এবং অন্যান্য পণ্যবহনকারী গাড়িকে ৩০ হাজার আফগানি (৩৭০ মার্কিন ডলার) থেকে ৫০ হাজার আফগানি পর্যন্ত টোল দিতে হচ্ছে। ফারাহ প্রদেশের প্রাদ...

ভারতের কাছ থেকে অস্ত্র পাওয়ার খবর ভিত্তিহীন: আফগানিস্তান

Image
  নয়াদিল্লিস্থ আফগান দূতাবাস ভারত গোপনে আফগানিস্তানে অস্ত্র সাহায্য পাঠিয়েছে বলে পাকিস্তানের কোনো কোনো গণমাধ্যম যে খবর দিয়েছে তা অস্বীকার করেছে আফগান সরকার। নয়াদিল্লিস্থ আফগান দূতাবাস বলেছে, পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ সংক্রান্ত যে খবর প্রকাশ করেছে তার কোনো ভিত্তি নেই। খবর-পার্সটুডের। ভারত সরকার ২০১১ সালে আফগানিস্তানের সঙ্গে ‘কৌশলগত অংশীদারিত্ব চুক্তি’ সই করলেও ইসলামাবাদের স্পর্শকাতরতাকে মাথায় রেখে এখন পর্যন্ত কাবুলকে বড় ধরনের কোনো সামরিক সহযোগিতা দেয়নি। ২০১৬ সালে অবশ্য রাশিয়ার তৈরি চারটি হেলিকপ্টার কাবুলকে দিয়েছিল নয়াদিল্লি। সম্প্রতি এক প্রতিবেদনে এক্সপ্রেস ট্রিবিউন জানায়, যেসব বিমানে করে ভারত সম্প্রতি আফগানিস্তানের কান্দাহারস্থ কনস্যুলেট থেকে নিজের কর্মীদের প্রত্যাহার করে নেয় সেই বিমানে করে গোপনে কাবুলে সামরিক সহযোগিতা পাঠিয়েছে নয়াদিল্লি। পাকিস্তানি গণমাধ্যমটির দাবি করে, ভারতের দু’টি সি-১৭ কার্গো বিমানে করে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম আফগানিস্তানে পাঠানো হয়। তবে নয়াদিল্লিস্থ আফগান দূতাবাসের কর্মকর্তারা রুশ বার্তা সংস্থা স্পুৎনিককে ...