Posts

৬০ মিনিট সময় দিচ্ছি পারলে হত্যা করো : ইসরায়েলকে চ্যালেঞ্জ হামাস নেতার

Image
  গাজা উপত্যকার উন্মুক্ত স্থান দিয়ে হেঁটে যাচ্ছেন ইব্রাহিম সিনওয়ার (বাম থেকে তৃতীয়) ইসরায়েলি হুমকি গ্রহণ করে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের গাজা শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, তিনি তেল আবিবকে ৬০ মিনিট সময় দিচ্ছেন এবং প্রকাশ্যে গাজার রাস্তা দিয়ে হাঁটছেন। পারলে তাকে হত্যা করে দেখাক। সাম্প্রতিক গাজা যুদ্ধ সম্পর্কে বুধবার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে ইসরায়েলকে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে এ মন্তব্য করেন। এর আগে, ইহুদিবাদী ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বেনি গান্তেজ হুমকি দিয়ে বলেছিলেন, ইব্রাহিম সিনওয়ারের পাশাপাশি হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডসের কমান্ডার মোহাম্মাদ দেইফকে হত্যা করতে চায় তেল আবিব। এ সম্পর্কে সংবাদ সম্মেলনে ইব্রাহিম সিনওয়ারকে প্রশ্ন করা হয় তিনি এ হুমকিতে বিচলিত কিনা। উত্তরে এই সাহসী হামাস নেতা বলেন, হার্ট অ্যাটাকে বা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু তার কাম্য নয় তিনি বরং তিনি ইসরায়েলি হামলায় শহীদ হতে চান। সংবাদ সম্মেলন শেষ করে তিনি বলেন, “মি এখন থেকে বেনি গান্তেজকে ৬০ মিনিটের সময় দিচ্ছি। আমি এখান থেকে...

‘প্রিয় বন্ধু’ ম্যাঁক্রোকে ধন্যবাদ জানিয়ে মোদির ফোন

Image
  ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি কোভিড আবহে ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ফ্রান্স। সেই বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁকে ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ফোনে দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনাও হয়। ভারতের প্রধানমন্ত্রীর দফতরের সূত্রে এ খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস । এই ফোনালাপ প্রসঙ্গে দেশটির প্রধানমন্ত্রীর দফতরের তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, কোভিডের সময় ফ্রান্স যেভাবে ভারতকে সাহায্য করেছে, তার জন্য প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদি। এ ছাড়া দুই দেশের নেতা দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেন। ভারত-ইউরোপীয় ইউনিয়নের সম্মেলন ইতিবাচকভাবে সম্পন্ন হওয়ায় দুই নেতাই সন্তুষ্টি প্রকাশ করেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁকে ভারতে আমন্ত্রণ জানান মোদি। এ ছাড়া নরেন্দ্র মোদি এক টুইটে এই ফোনালাপের কথা জানান । টুই...

ঈদের আগে বাড়ল সোনার দাম, ভরি ৭১,৪৪২ টাকা

Image
  ঈদের আগে সোনার দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট সোনার অলংকার কিনতে ভরিতে ৭১ হাজার ৪৪২ টাকা দিতে হবে। আজ সোমবার বেলা একটা থেকে সোনার নতুন দর সারা দেশে কার্যকর করেছে তারা। জুয়েলার্স সমিতি আজ বেলা একটার কিছুক্ষণ পর সোনার দাম বাড়ার বিষয়টি জানায়। সর্বশেষ গত ৯ মার্চ প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৪১ টাকা কমিয়েছিল জুয়েলার্স সমিতি। নতুন করে সোনার দাম বাড়ার কারণ হিসেবে সমিতি জানিয়েছে, করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও নানা জটিল সমীকরণের কারণে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকা ও আমদানি পর্যায়ে শুল্ক জটিলতার কারণে ডিলাররা চাহিদার বিপরীতে সোনা আমদানি করতে পারছে না। সে কারণে দেশীয় বুলিয়ন বা পোদ্দার মার্কেটে বিশুদ্ধ সোনার (পিউর গোল্ড) দাম বেড়েছে। সোনার দাম বাড়ালেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে জুয়েলার্স সমিতি। ২২ ক্যারেট রুপার ভরি আগের মতোই ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হবে। ২১ ও ১৮ ক্যারেট রুপার ভরি যথাক্রমে ১ হাজার ৪৩৫ ও ১ হাজার ২২৫ টাকা। আজ থেকে নতুন দর কার্যকর হওয়ায় ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার ...

এভারেস্টে এবার বিভক্তি রেখা টানছে চীন!

Image
  নতুন করে করোনা সংক্রমণ এড়িয়ে চলতে এভারেস্টে চূড়ায় বিভক্তি রেখা টানার সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ায় গতকাল রবিবার বলা হয়, নেপালের দিক থেকে এভারেস্টে ওঠা পর্বতারোহীদের থেকে চীনের তিব্বতের দিয়ে ওঠা আরোহীদের আলাদা করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  সম্প্রতি নেপালে উদ্বেগজনক হারে করোনা সংক্রমণ বাড়ছে। নেপালের অংশে এভারেস্টের বেসক্যাম্পে এপ্রিলের শেষ দিক থেকে একের পর এক পর্বতারোহী কোভিড-১৯ 'পজিটিভ' হচ্ছেন। দেশটিতে রাজস্ব আয়ের একটি বড় উৎস বিদেশি পর্বতারোহীরা। তাই সংক্রমণের মধ্যেও পর্বতারোহণ বন্ধ করেনি দেশটির সরকার। জুনে বর্ষা শুরুর আগ পর্যন্ত এভারেস্টে আরোহণের এই মৌসুম চলবে। অন্যদিকে, গত বছর করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকেই চীন বিদেশি পর্বতারোহীদের তিব্বতের অংশ দিয়ে এভারেস্টে ওঠার অনুমতি দিচ্ছে না। তিব্বতে শেরপাদের একটি ছোট দল এভারেস্টে আরোহণ করে চূড়ায় এ বিভক্তি রেখা টানবেন। কীভাবে এ রেখা টানা হচ্ছে তা পর্যবেক্ষণ করতে ২১ জন চীনা নাগরিক ইতোমধ্যেই তিব্বতের অংশ দিয়ে চূড়ায় যাওয়ার পথে রয়েছেন। তাদের পৌঁছানোর আগেই শেরপারা রেখা টানার ক...

ভারত মহাসাগরে পড়েছে লং মার্চ বি রকেট : চীনের মহাকাশ সংস্থা

Image
  মালদ্বীপের কাছে ভারত মহাসাগরে পড়েছে আলোচিত লং মার্চ বি রকেট। আজ রবিবার চীনের মহাকাশ সংস্থা ম্যাননড স্পেস ইঞ্জিনিয়ারিং অফিসের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। এর আগে ভূমধ্যসাগরে রকেটটি পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছিল চীন।  চীনা মহাকাশ স্টেশন স্থাপনের জন্য ‘লং মার্চ ৫বি রকেট’টি গত ২৯ এপ্রিল উৎক্ষেপণ করা হয়। রকেটটিকে সফলভাবে তিয়ানহে স্পেস স্টেশনের মডিউলকে কক্ষপথে স্থাপন করা গেলেও পরে সেটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারায় গ্রাউন্ড স্টেশন।

পারসেভারেন্স রোভারে মঙ্গলে নতুন শব্দ পেলো নাসা

Image
  মঙ্গলগ্রহে রোভার পারসেভেরেন্স পাঠিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। সেই সঙ্গে পাঠানো হয়েছে হেলিকপ্টার ইনজেনুইটি। মিনি হেলিকপ্টারটি পঞ্চমবার সফলভাবে নিজের উড়ান সম্পন্ন করেছে। এবার সেই হেলিকপ্টারের উড়ানের শব্দ, অর্থাৎ ব্লেড ঘোরার শব্দও শোনা গেছে রোভারের মাধ্যমে।  শুক্রবার নাসা জানায়, ছয় চাকার রোবট গত ৩০ এপ্রিল নতুন একটি ফুটেজ পাঠিয়েছে যার সঙ্গে একটি অডিও ট্র্যাক রয়েছে। টুইটারে মঙ্গলগ্রহের পৃষ্ঠে মিনি হেলিকপ্টার ইনজেনুইটি উড়ানোর অডিও ও ভিডিও প্রকাশ করেছে মহাকাশ সংস্থা। ভিডিওটিতে মঙ্গল গ্রহের বাতাসের একটি মিষ্টি গুনগুন শব্দ শোনা গেছে। ভিডিও ফ্রেমের ডানদিকে হেলিকপ্টার ইনজেনুইটি উড়ছে তা দেখা গেছে। হেলিকপ্টারটি যখন উড়ছে, তখন বাতাসের গুনগুন শব্দ বেড়ে যাচ্ছে। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

রাজধানীতে বৃষ্টি-কালবৈশাখী

Image
  রাজধানী ঢাকায় তীব্র ঝড় হয়েছে। সেই সঙ্গে বৃষ্টিও হয়েছে। বুধবার রাত সোয়া ১১টার দিকে এই ঝড় হয়।  আবাহাওয়াবিদ আব্দুর রহমান গণমাধ্যমকে বলেন, বুধবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীতে কালবৈশাখী ঝড় শুরু হয়। এর সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৬৪ কিলোমিটার। সেইসঙ্গে স্বস্তির বৃষ্টি হয়। রাত ১২ পর্যন্ত এই বৃষ্টির পরিমাণ ছিল ১ মি.লি.।  এদিকে বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড় হয়েছে। রাত ৯টার দিকে আবহাওয়া অধিদফতর জানায়, বুধবার বিকাল থেকে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর জেলায় কালবৈশাখী ঝড়বৃষ্টি হয়। রাতে রংপুর, গাইবান্ধা জেলায় কালবৈশাখী হয়।  বুধবার সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, টাঙ্গাইল, বগুড়া, কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এতে আরও বলা হয়, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সীতাকুণ্ড, শ্রীমঙ্গল, দিনাজপুর অঞ্চলসহ রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে ...