Posts

যেমন কথা তেমন কাজ, নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম এনেই ছাড়ছেন ট্রাম্প!

Image
  ডোনাল্ড ট্রাম্প গত বছরের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বক্তব্য দিয়ে সমালোচনার মুখোমুখি হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বক্তব্যকে ‘অসংলগ্ন, মিথ্যা’ অ্যাখ্যা দিয়ে অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ফেসবুক ও টুইটার। এতে মনের দিক থেকে ক্ষুব্ধ হন ট্রাম্প। ঘোষণা দেন নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম আনার। যেমন কথা তেমন কাজ। এবার সত্যিই নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম আনতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট। খবর সিএনএন’র। প্রতিবেদনে বলা হয়, রবিবার ফক্স নিউজকে এ তথ্য জানান ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের মুখপাত্র জেসন মিলার। আগামী দুই-তিন মাসের মধ্যেই ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মপ্রকাশ করছেন, এমন সম্ভাবনার কথা জানান মিলার। বিডি প্রতিদিন/কালাম

ভারতের টিকা অনেক শক্তিধর: নেপালি রাষ্ট্রদূত

Image
  নেপালের রাষ্ট্রদূত নিলাম্বর আচার্য সম্প্রতি নয়াদিল্লির করোনাভাইরাসের টিকা কর্মসূচির প্রশংসা করেছেন ভারতে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত নিলাম্বর আচার্য।  ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে নিলাম্বর আচার্য বলেছেন, 'ভারতের টিকা কর্মসূচি দুর্দান্ত। করোনাভাইরাসের টিকা কোভিশিল্ড অনুদান হিসেবে দেওয়ার জন্য ভারতের কাছে আমরা কৃতজ্ঞ। ভারতের টিকা অনেক শক্তিধর। ভারত অনেক দেশকে বিনামূল্যে টিকা সরবরাহ করেছে এবং বাণিজ্যিক ভিত্তিতেও সরবরাহ করছে।' ভারতের গণতন্ত্র থেকে নেপাল অনুপ্রেরণা নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নিলাম্বর আরও জানান, 'আমরা (ভারত ও নেপাল) ঘনিষ্ঠ বন্ধু। ভারতের গণতন্ত্র থেকে অনুপ্রেরণা পেয়েছে নেপাল। উভয় দেশ একে অপরের সাথে সখ্যতা ভাগ করে নিয়েছে।'   বিডি প্রতিদিন/ অন্তরা কবির 

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চান ইমরান খান

Image
  ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতের সঙ্গে তার দেশের বিরোধের একমাত্র ইস্যু হচ্ছে কাশ্মীর। আলোচনার মাধ্যমে এই বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। বুধবার কলম্বোতে শ্রীলঙ্কা-পাকিস্তান বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনে তিনি এ কথা বলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, “আমাদের একমাত্র বিরোধের বিষয় হচ্ছে কাশ্মীর এবং এটি কেবল আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। আমি ক্ষমতায় আসার পরপর আমাদের প্রতিবেশী ভারতকে প্রস্তাব দিয়েছিলাম এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছিলাম আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে উপমহাদেশকে সামনে এগিয়ে নিতে।” ইমরান বলেন, “আমি সফল হইনি। তবে আমি আশাবাদী, শেষ পর্যন্ত বিবেকের জয় হবে। একমাত্র বাণিজ্য সম্পর্কের মাধ্যমেই উপমহাদেশ দারিদ্র মোকাবিলা করতে পারবে।” ভারত অবশ্য দাবি করে আসছে, পাকিস্তান সন্ত্রাসবাদের মদদ দিচ্ছে। এটি বন্ধ না করা পর্যন্ত দুই দেশের সম্পর্কের উন্নয়ন হবে না। চলতি মাসের প্রথম দিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রিবাস্তব বলেছিলেন, “আমাদের অবস্থান সবার জানা। ভারত পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ, বিদ্বেষ ও সহিং...

অভিবাসী নিয়ে বাইডেনের নির্দেশ আটকে গেল

Image
  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ছবি: এএফপি কাগজপত্র ছাড়া অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের সব প্রক্রিয়া ১০০ দিনের জন্য স্থগিত রাখতে নির্দেশ দিয়েছিলেন জো বাইডেন। তাঁর সেই নির্দেশনা আটকে দিয়েছেন আদালত। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার টেক্সাসের ফেডারেল আদালত বাইডেনের নির্দেশের বিপক্ষে রায় দিয়েছেন। বাইডেন অন্যান্য নির্বাহী আদেশের সঙ্গে মুসলিমপ্রধান দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা বাতিল করেছেন। তবে আদালতের এই রায়ে অভিবাসনব্যবস্থা সংস্কারে বাইডেন প্রশাসনের উদ্যোগ বাধাগ্রস্ত হলো। বিজ্ঞাপন টেক্সাসের জেলা জজ ড্রিউ টিপ্টন অভিবাসীদের বিতাড়ন স্থগিতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নির্দেশনার ওপর সাময়িক নিষেধাজ্ঞার আদেশ জারি করেছেন। আদেশে বিচারক বলেছেন, ১০০ দিনের জন্য নথিপত্রহীন অভিবাসীদের বিতাড়ন বন্ধের জন্য নির্দেশনায় বাইডেন প্রশাসন সুনির্দিষ্ট এবং যৌক্তিক কারণ দেখাতে ব্যর্থ হয়েছে। রক্ষণশীল বিচারক ড্রিউ টিপ্টনের আদেশে অভিবাসী দলগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমেরিকায় থাকা ১ কোটি ১০ লাখের বেশি নথিপত্রহীন অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার পথ উন...

টিকা কূটনীতিতে চীনকে টেক্কা দিয়েছে ভারত

Image
  ভারত বাংলাদেশকে উপহার হিসেবে ২০ লাখ মৈত্রী টিকা দিয়েছে ছবি: দীপু মালাকার সংকট সব সময় সম্ভাবনার জন্ম দেয় এটা যেমন সত্য, তেমনই সত্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ কখনো হাতছাড়া করেন না। সবার আগে প্রতিবেশীদের করোনার টিকা পাঠানোর সিদ্ধান্ত সেই সুযোগ সদ্ব্যবহারের সর্বশেষ উদাহরণ। বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, মিয়ানমার ও সেশেলস-এ ভারতে প্রস্তুত উপহারের টিকা পৌঁছে গেছে। আফগানিস্তান, শ্রীলঙ্কা ও মরিশাসে উপঢৌকন পৌঁছানো সময়ের অপেক্ষামাত্র। পাকিস্তান চাইলে তাকেও টিকা দিতে ভারত রাজি; কারণ, ‘অতিমারির মোকাবিলায় মানবিক ভারত বন্ধু-শত্রু বিবেচনা করতে চায় না।’ যদিও পদ্ধতিগত প্রশ্ন রয়েছে। সরাসরি না হলেও তৃতীয় দেশ মারফত তা পৌঁছাতে পারে। বিজ্ঞাপন এটা সত্য, ভারতে সংক্রমণের প্রথম ধাক্কার সময় সরকার বিশেষ গা করেনি। শাসক দল ও সরকার তখন ‘নমস্তে ট্রাম্প’ ও মধ্যপ্রদেশকে কংগ্রেসমুক্ত করায় আচ্ছন্ন। গুজরাট সফরে ট্রাম্পকে আবিষ্ট করা ও কংগ্রেস ভাঙিয়ে মধ্যপ্রদেশ পুনর্দখলের ভাবনায় মোদি তখন বুঁদ। ট্রাম্প থাকাকালীন শাহিনবাগ আন্দোলন ঘিরে শুরু হয় দিল্লি দাঙ্গা। চার-পাঁচ দিনে তা থামিয়ে...

করোনা ঠেকাতে হংকংয়ের রোবট ব্যবহারের উদ্যোগ

Image
  সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। আর এই প্রাণঘাতী ভাইরাসের বিস্তার ঠেকাতে রোবট ব্যবহারের উদ্যোগ নিয়েছে হংকংভিত্তিক প্রতিষ্ঠান হ্যান্সন রোবটিক্স। খবর রয়টার্সের। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২১ সালের মধ্যেই তারা এমন কিছু রোবট বাজারে আনবে, যেগুলো মানুষের মতোই স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা পালন করবে। ২০১৬ সালে হিউমেনয়েড রোবট সোফিয়া তৈরি করে সাড়া ফেলেছিল হ্যান্সন রোবটিক্স। এবার করোনা মহামারির সময়ে সোফিয়ার মতো রোবট স্বাস্থ্য খাতে ব্যবহারের কথা ভাবছে এর নির্মাতা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের আশা চলতি বছরই কয়েকশ মানবিক বুদ্ধিসম্পন্ন রোবট প্রস্তুত করা হবে, যেগুলো অসুস্থ ও বয়স্ক মানুষদের সেবা করতে পারবে। হ্যান্সন রোবটিক্স প্রতিষ্ঠাতা ডেভিড হ্যানসন জানান, প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যসেবার জন্য আমরা ২০২১ সালেই বেশ কয়েকশ রোবট বাজারে আনতে যাচ্ছি। তবে এসব রোবট মহামারির সময়ে কেবল স্বাস্থ্যসেবাতেই সীমাবদ্ধ থাকবে না, পরবর্তী সময়ে শিল্প এবং বিমান গ্রাহকদের সহায়তায়ও আমাদের রোবটগুলো কাজ করতে পারবে। বিডি প্রতিদিন/এমআই

তুরস্কের সঙ্গে উত্তেজনা, ফ্রান্স থেকে রাফায়েল কিনছে গ্রিস

Image
  পূর্ব ভূমধ্যসাগর নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে তুরস্ক ও গ্রিসের বিরোধ। কয়েক মাস থেকে সেখানে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উত্তোলন নিয়ে দুই দেশের মধ্যে প্রবল উত্তেজনা দেখা দেয়। গ্রিসকে থামাতে তুরস্কও তেল অনুসন্ধানকারী জাহাজ পাঠায় পূর্ব ভূমধ্যসাগরে। এতে উত্তেজনা উঠে তুঙ্গে। এই ঘটনাকে কেন্দ্র করে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ অবস্থার মধ্যেই তুরস্ক ও গ্রিস উত্তেজনা নিরসনে মুখোমুখি আলোচনায় বসেছে।  আর এমন পরিস্থিতির মাঝেই ফ্রান্স থেকে কয়েক বিলিয়ন ইউরো খরচ করে অত্যাধুনিক যুদ্ধবিমান রাফায়েল কিনছে গ্রিস। সোমবার  দুই দেশের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খবর তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাকের।   গ্রিসের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী নিকোস পানাগিওটোপোলোস এবং ফ্রান্সের পক্ষে তার সমকক্ষ ফ্লোরেন্স পার্লি উভয় দেশেল নেতৃত্ব দেন।   গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী এটিকে প্রতিরক্ষার জন্য মাইলফলক বলেও উল্লেখ করেছেন। বিডি প্রতিদিন/ ওয়াসিফ