Posts

অভিবাসী নিয়ে বাইডেনের নির্দেশ আটকে গেল

Image
  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ছবি: এএফপি কাগজপত্র ছাড়া অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের সব প্রক্রিয়া ১০০ দিনের জন্য স্থগিত রাখতে নির্দেশ দিয়েছিলেন জো বাইডেন। তাঁর সেই নির্দেশনা আটকে দিয়েছেন আদালত। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার টেক্সাসের ফেডারেল আদালত বাইডেনের নির্দেশের বিপক্ষে রায় দিয়েছেন। বাইডেন অন্যান্য নির্বাহী আদেশের সঙ্গে মুসলিমপ্রধান দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা বাতিল করেছেন। তবে আদালতের এই রায়ে অভিবাসনব্যবস্থা সংস্কারে বাইডেন প্রশাসনের উদ্যোগ বাধাগ্রস্ত হলো। বিজ্ঞাপন টেক্সাসের জেলা জজ ড্রিউ টিপ্টন অভিবাসীদের বিতাড়ন স্থগিতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নির্দেশনার ওপর সাময়িক নিষেধাজ্ঞার আদেশ জারি করেছেন। আদেশে বিচারক বলেছেন, ১০০ দিনের জন্য নথিপত্রহীন অভিবাসীদের বিতাড়ন বন্ধের জন্য নির্দেশনায় বাইডেন প্রশাসন সুনির্দিষ্ট এবং যৌক্তিক কারণ দেখাতে ব্যর্থ হয়েছে। রক্ষণশীল বিচারক ড্রিউ টিপ্টনের আদেশে অভিবাসী দলগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমেরিকায় থাকা ১ কোটি ১০ লাখের বেশি নথিপত্রহীন অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার পথ উন...

টিকা কূটনীতিতে চীনকে টেক্কা দিয়েছে ভারত

Image
  ভারত বাংলাদেশকে উপহার হিসেবে ২০ লাখ মৈত্রী টিকা দিয়েছে ছবি: দীপু মালাকার সংকট সব সময় সম্ভাবনার জন্ম দেয় এটা যেমন সত্য, তেমনই সত্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ কখনো হাতছাড়া করেন না। সবার আগে প্রতিবেশীদের করোনার টিকা পাঠানোর সিদ্ধান্ত সেই সুযোগ সদ্ব্যবহারের সর্বশেষ উদাহরণ। বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, মিয়ানমার ও সেশেলস-এ ভারতে প্রস্তুত উপহারের টিকা পৌঁছে গেছে। আফগানিস্তান, শ্রীলঙ্কা ও মরিশাসে উপঢৌকন পৌঁছানো সময়ের অপেক্ষামাত্র। পাকিস্তান চাইলে তাকেও টিকা দিতে ভারত রাজি; কারণ, ‘অতিমারির মোকাবিলায় মানবিক ভারত বন্ধু-শত্রু বিবেচনা করতে চায় না।’ যদিও পদ্ধতিগত প্রশ্ন রয়েছে। সরাসরি না হলেও তৃতীয় দেশ মারফত তা পৌঁছাতে পারে। বিজ্ঞাপন এটা সত্য, ভারতে সংক্রমণের প্রথম ধাক্কার সময় সরকার বিশেষ গা করেনি। শাসক দল ও সরকার তখন ‘নমস্তে ট্রাম্প’ ও মধ্যপ্রদেশকে কংগ্রেসমুক্ত করায় আচ্ছন্ন। গুজরাট সফরে ট্রাম্পকে আবিষ্ট করা ও কংগ্রেস ভাঙিয়ে মধ্যপ্রদেশ পুনর্দখলের ভাবনায় মোদি তখন বুঁদ। ট্রাম্প থাকাকালীন শাহিনবাগ আন্দোলন ঘিরে শুরু হয় দিল্লি দাঙ্গা। চার-পাঁচ দিনে তা থামিয়ে...

করোনা ঠেকাতে হংকংয়ের রোবট ব্যবহারের উদ্যোগ

Image
  সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। আর এই প্রাণঘাতী ভাইরাসের বিস্তার ঠেকাতে রোবট ব্যবহারের উদ্যোগ নিয়েছে হংকংভিত্তিক প্রতিষ্ঠান হ্যান্সন রোবটিক্স। খবর রয়টার্সের। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২১ সালের মধ্যেই তারা এমন কিছু রোবট বাজারে আনবে, যেগুলো মানুষের মতোই স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা পালন করবে। ২০১৬ সালে হিউমেনয়েড রোবট সোফিয়া তৈরি করে সাড়া ফেলেছিল হ্যান্সন রোবটিক্স। এবার করোনা মহামারির সময়ে সোফিয়ার মতো রোবট স্বাস্থ্য খাতে ব্যবহারের কথা ভাবছে এর নির্মাতা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের আশা চলতি বছরই কয়েকশ মানবিক বুদ্ধিসম্পন্ন রোবট প্রস্তুত করা হবে, যেগুলো অসুস্থ ও বয়স্ক মানুষদের সেবা করতে পারবে। হ্যান্সন রোবটিক্স প্রতিষ্ঠাতা ডেভিড হ্যানসন জানান, প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যসেবার জন্য আমরা ২০২১ সালেই বেশ কয়েকশ রোবট বাজারে আনতে যাচ্ছি। তবে এসব রোবট মহামারির সময়ে কেবল স্বাস্থ্যসেবাতেই সীমাবদ্ধ থাকবে না, পরবর্তী সময়ে শিল্প এবং বিমান গ্রাহকদের সহায়তায়ও আমাদের রোবটগুলো কাজ করতে পারবে। বিডি প্রতিদিন/এমআই

তুরস্কের সঙ্গে উত্তেজনা, ফ্রান্স থেকে রাফায়েল কিনছে গ্রিস

Image
  পূর্ব ভূমধ্যসাগর নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে তুরস্ক ও গ্রিসের বিরোধ। কয়েক মাস থেকে সেখানে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উত্তোলন নিয়ে দুই দেশের মধ্যে প্রবল উত্তেজনা দেখা দেয়। গ্রিসকে থামাতে তুরস্কও তেল অনুসন্ধানকারী জাহাজ পাঠায় পূর্ব ভূমধ্যসাগরে। এতে উত্তেজনা উঠে তুঙ্গে। এই ঘটনাকে কেন্দ্র করে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ অবস্থার মধ্যেই তুরস্ক ও গ্রিস উত্তেজনা নিরসনে মুখোমুখি আলোচনায় বসেছে।  আর এমন পরিস্থিতির মাঝেই ফ্রান্স থেকে কয়েক বিলিয়ন ইউরো খরচ করে অত্যাধুনিক যুদ্ধবিমান রাফায়েল কিনছে গ্রিস। সোমবার  দুই দেশের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খবর তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাকের।   গ্রিসের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী নিকোস পানাগিওটোপোলোস এবং ফ্রান্সের পক্ষে তার সমকক্ষ ফ্লোরেন্স পার্লি উভয় দেশেল নেতৃত্ব দেন।   গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী এটিকে প্রতিরক্ষার জন্য মাইলফলক বলেও উল্লেখ করেছেন। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

উপহারের টিকা বাংলাদেশের হাতে তুলে দিল ভারত

Image
  বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে করোনার টিকার বক্স তুলে দিচ্ছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ছবি: সংগৃহীত ভারত উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও দেশটির সেরাম ইনস্টিটিউট প্রস্তুতকৃত ২০ লাখ করোনার টিকা বাংলাদেশকে দিয়েছে। উপহারের এই টিকা আজই বাংলাদেশে আসে। টিকা নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ আজ বেলা ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। উপহারের টিকার বাইরে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মার চুক্তি রয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত টিকা হস্তান্তর অনুষ্ঠান ছবি: সংগৃহীত অনলাইনে নিবন্ধন ছাড়া কাউকে করোনার এই টিকা দেবে না বাংলাদেশ সরকার। রাজধানীর চারটি হাসপাতালে এ মাসের শেষ দিকে টিকাদানের মহড়া বা ড্রাই রান হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। শুরুতে বেসরকারি প্রতিষ্ঠান টিকা দেওয়ার অনুমতি পাচ্ছে না।  

ভারত-বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: জয়শঙ্কর

Image
  করোনাভাইরাসের টিকা বহনকারী এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে তার দেশ ‘সর্বোচ্চ গুরুত্ব’ দেয়, উপহার হিসেবে করোনাভাইরাসের টিকা পাঠানো তারই প্রকাশ। ভারত সরকারের উপহারের ২০ লাখ ডোজ টিকা বৃহস্পতিবার ঢাকায় পৌঁছানোর পর এক টুইটে তিনি এ মন্তব্য করেন। তিনি লিখেছেন, “ভারত-বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, ভ্যাকসিন মৈত্রী সে কথাই পুনর্ব্যক্ত করছে।” ওই টুইটে দুটি ছবি যুক্ত করে করোনাভাইরাসের টিকা বহনকারী এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের ঢাকায় অবতরণের খবরও দেন জয়শঙ্কর।   বিডি প্রতিদিন/আরাফাত

ড্রাগন ফলের নাম বদলে দিল ভারতের গুজরাট রাজ্য

Image
  ভারতে গুজরাটের রাজ্য সরকার ঘোষণা করেছে যে ড্রাগন ফলের নামের সাথে ‘চীনা সংশ্লিষ্টতা’ থাকার কারণে এই ফলের নাম বদলে এর নতুন নামকরণ হবে ‘কমলম্’, যা পদ্ম ফুলের সংস্কৃত নাম। গুজরাট সরকারের এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক মাধ্যমে ঠাট্টা-মস্করার ঝড় বইছে- এক কথায় এবার ফলের নাম নিয়ে টানাটানিতে তোলপাড় সামাজিক মাধ্যম। গুজরাটের মুখ্যমন্ত্রী ভিজয় রুপানি তার সরকারের এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন। পদ্ম ফুল হিন্দুদের জন্য পবিত্র এবং এটি ভারতের জাতীয় ফুল। ভারত ও চীনের মধ্যে হিমালয় অঞ্চলে দীর্ঘ সীমান্ত বরাবর সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা ও অচলাবস্থার পটভূমিতে দুই দেশের মধ্যে সম্পর্ক এখন তলানিতে রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ভারতে ড্রাগন ফলের চাষ শুরু হয়েছে। গুজরাট রাজ্যের বিভিন্ন জায়গাতে এখন এই ফলটির চাষ হয়। ক্যাকটাস পরিবারের এক ধরনের ফল ড্রাগন ফল। এই ফলের বাইরের আবরণে রয়েছে অনেকটা ড্রাগনের গায়ের চামড়ার মত খোঁচা খোঁচা আঁশ, আর এর থেকেই এই ফলের নাম ড্রাগন ফল। এই ফল উৎপাদন হয় উষ্ণমন্ডলীয় আবহাওয়ায়, আর মধ্য আমেরিকা এর আদি জন্মস্থান। দক্ষিণ আমেরিকা থেকেই মূলত এই ফলের আমদান...