Posts

উপহারের টিকা বাংলাদেশের হাতে তুলে দিল ভারত

Image
  বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে করোনার টিকার বক্স তুলে দিচ্ছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ছবি: সংগৃহীত ভারত উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও দেশটির সেরাম ইনস্টিটিউট প্রস্তুতকৃত ২০ লাখ করোনার টিকা বাংলাদেশকে দিয়েছে। উপহারের এই টিকা আজই বাংলাদেশে আসে। টিকা নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ আজ বেলা ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। উপহারের টিকার বাইরে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মার চুক্তি রয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত টিকা হস্তান্তর অনুষ্ঠান ছবি: সংগৃহীত অনলাইনে নিবন্ধন ছাড়া কাউকে করোনার এই টিকা দেবে না বাংলাদেশ সরকার। রাজধানীর চারটি হাসপাতালে এ মাসের শেষ দিকে টিকাদানের মহড়া বা ড্রাই রান হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। শুরুতে বেসরকারি প্রতিষ্ঠান টিকা দেওয়ার অনুমতি পাচ্ছে না।  

ভারত-বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: জয়শঙ্কর

Image
  করোনাভাইরাসের টিকা বহনকারী এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে তার দেশ ‘সর্বোচ্চ গুরুত্ব’ দেয়, উপহার হিসেবে করোনাভাইরাসের টিকা পাঠানো তারই প্রকাশ। ভারত সরকারের উপহারের ২০ লাখ ডোজ টিকা বৃহস্পতিবার ঢাকায় পৌঁছানোর পর এক টুইটে তিনি এ মন্তব্য করেন। তিনি লিখেছেন, “ভারত-বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, ভ্যাকসিন মৈত্রী সে কথাই পুনর্ব্যক্ত করছে।” ওই টুইটে দুটি ছবি যুক্ত করে করোনাভাইরাসের টিকা বহনকারী এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের ঢাকায় অবতরণের খবরও দেন জয়শঙ্কর।   বিডি প্রতিদিন/আরাফাত

ড্রাগন ফলের নাম বদলে দিল ভারতের গুজরাট রাজ্য

Image
  ভারতে গুজরাটের রাজ্য সরকার ঘোষণা করেছে যে ড্রাগন ফলের নামের সাথে ‘চীনা সংশ্লিষ্টতা’ থাকার কারণে এই ফলের নাম বদলে এর নতুন নামকরণ হবে ‘কমলম্’, যা পদ্ম ফুলের সংস্কৃত নাম। গুজরাট সরকারের এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক মাধ্যমে ঠাট্টা-মস্করার ঝড় বইছে- এক কথায় এবার ফলের নাম নিয়ে টানাটানিতে তোলপাড় সামাজিক মাধ্যম। গুজরাটের মুখ্যমন্ত্রী ভিজয় রুপানি তার সরকারের এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন। পদ্ম ফুল হিন্দুদের জন্য পবিত্র এবং এটি ভারতের জাতীয় ফুল। ভারত ও চীনের মধ্যে হিমালয় অঞ্চলে দীর্ঘ সীমান্ত বরাবর সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা ও অচলাবস্থার পটভূমিতে দুই দেশের মধ্যে সম্পর্ক এখন তলানিতে রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ভারতে ড্রাগন ফলের চাষ শুরু হয়েছে। গুজরাট রাজ্যের বিভিন্ন জায়গাতে এখন এই ফলটির চাষ হয়। ক্যাকটাস পরিবারের এক ধরনের ফল ড্রাগন ফল। এই ফলের বাইরের আবরণে রয়েছে অনেকটা ড্রাগনের গায়ের চামড়ার মত খোঁচা খোঁচা আঁশ, আর এর থেকেই এই ফলের নাম ড্রাগন ফল। এই ফল উৎপাদন হয় উষ্ণমন্ডলীয় আবহাওয়ায়, আর মধ্য আমেরিকা এর আদি জন্মস্থান। দক্ষিণ আমেরিকা থেকেই মূলত এই ফলের আমদান...

একাডেমিক কাজে আরব বিশ্বকে ১ মিলিয়ন ডলার দেবে ভারত

Image
  একাডেমিক সহায়তার জন্য আরব বিশ্বের সঙ্গে এক মিলিয়ন ডলারের আর্থিক সুবিধা স্থাপন করবে ভারত। এটি প্রতিবেশী দেশের নাগরিকদের সাথে ভারতের নাগরিকদের যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরব-ইন্ডিয়া সহযোগিতা ফোরামের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত এক সভায় ভারতের তরফে এই সিদ্ধান্ত জানানো হয়। সিপিভি ও ওআইএ-এর সেক্রেটারি সঞ্জয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ভ্যার্চুয়ালি এই সভায় আরব দেশগুলোর সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   সভায় সিনিয়র কর্মকর্তারা আরব দেশগুলো সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করেন। একই সঙ্গে তারা বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্কের ক্ষেত্রে উভয় পক্ষকে একত্রে কাজ করার প্রতি গুরুত্বারোপ করা হয়।  এছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দেশগুলো একে অপরকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করে। সভায় আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি রক্ষায় পারস্পারিক বিরোধসমূহ নিরসন করার লক্ষ্যে আলোচনা করা হয়। আরব-ইন্ডিয়া সহায়তা ফোরামের তৃতীয় এই সভায় কর্মকর্তারা ফিলিস্তিন, সিরিয়া, লিবিয়া ও ইয়েমেন ইস্যুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনায় কর্মকর্তারা এ...

ইরানের বন্দরের উন্নয়নে ক্রেন পাঠালো ভারত

Image
  ইরানের চাবাহার বন্দরের অবকাঠামোগত উন্নয়নে ক্রেনসহ ভারিসরঞ্জামাদি পাঠিয়েছে ভারত। যার আর্থিক মূল্য ৮.৫ মিলিয়ন ডলার। হিন্দুস্থান টাইমসের বরাত দিয়ে দ্য ফ্রন্টিয়ার পোস্ট সম্প্রতি এ খবর প্রকাশ করেছে। মধ্য এশিয়ার বাজারে প্রবেশের জন্য কৌশলগত সংযোগ প্রকল্পে ভারতের অঙ্গীকারের নিদর্শনস্বরূপ এসব সরঞ্জাম পাঠানো হয়েছে। এসব সরঞ্জাম চাবাহার বন্দরের ভারত পরিচালিত শহীদ বেহেশতি টার্মিনালে স্থাপন করা হবে। ইরানের পোর্ট ও মেরিন সার্ভিস কোম্পানির সঙ্গে এ বিষয়ে ২০১৬ সালের মে মাসে ১০ বছরের চুক্তি করে ভারত। ইরানের বন্দরে লোড ও আনলোডে ব্যবহারের জন্য পাঠানো এসব সরঞ্জামের মধ্যে রয়েছে ১৪০ মেট্রিক টনের দুটি হারবার ক্রেন। এ দুটি ক্রেন ইতালির একটি কোম্পানি থেকে ক্রয় করা হয়েছে। ওই কোম্পানি থেকে মোট ছয়টি ক্রেন ক্রয় করবে ভারত।   বিডি প্রতিদিন/ফারজানা

ভারতজুড়ে ৩০০৬ কেন্দ্রে কাল থেকে টিকাদান শুরু প্রতিনিধি প্রতিনিধি কলকাতা প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২১, ১৪: ০২

Image
  করোনা টিকা ছবি: রয়টার্স করোনার টিকা নিয়ে সব প্রতীক্ষার অবসান হচ্ছে কাল শনিবার। কাল সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ভারতজুড়ে শুরু হবে করোনা টিকাদান কর্মসূচি। এতে শরিক হচ্ছে ভারতের ৩ হাজার ৬টি টিকাকেন্দ্র। আর পশ্চিমবঙ্গে এই সংখ্যা ২০৪টি। কাল সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের সব টিকাদান কেন্দ্রই যুক্ত থাকবে ইন্টারনেটের মাধ্যমে। প্রথম দিন প্রতিটি কেন্দ্রে ১০০ জনকে দেওয়া হবে টিকা। বিজ্ঞাপন ভারত সরকার দেশের মানুষের জন্য দুটি টিকাকে অনুমোদন দিয়েছে। একটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে ভারতের সেরাম ইস্টিটিউটের তৈরি কোভিশিল্ড এবং অন্যটি ভারতের হায়দরাবাদের ভারত বায়োটেকের তৈরি কো-ভ্যাকসিন। তবে পশ্চিমবঙ্গে দেওয়া হচ্ছে কোভিশিল্ড। ইতিমধ্যে দেশের সব টিকাদান কেন্দ্রে পৌঁছে গেছে এই দুটি টিকা। ভারতের ১৩টি শহরে এই টিকা পাঠানো হয়েছে আকাশপথে। ভারতের টিকাসংক্রান্ত টাস্কফোর্সের প্রধান ভিকে পল বলেছেন, ‘এখন আমরা কোভিশিল্ড এবং কো-ভ্যাকসিন প্রয়োগ করলেও আরও দুটি টিকা জরুরিভিত্তিতে প্রয়োগের জন্য অনুমতি চেয়েছি ভারতের সেন্ট্রাল ...

চীনের সিনোভ্যাক ভ্যাকসিন দিয়ে তুরস্কে গণ টিকাদান শুরু

Image
  টিকা নিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান চীনের সিনোভ্যাক সংস্থার উৎপাদিত ভ্যাকসিনের মাধ্যমে বৃহস্পতিবার থেকে গণ টিকাদান কার্যক্রম শুরু করেছে তুরস্ক। ফেরিহা ওজেড ইমারজেন্সি হাসপাতালের প্রধান চিকিৎসক নুরেত্তিন ইয়ায়েত জানান, তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের স্বাস্থ্যসেবা কর্মীদের টিকাদান দুই দিনের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। সম্পূর্ণ প্রক্রিয়াটি একটি অনলাইন ব্যবস্থা এবং মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তুরস্কের ৮১ প্রদেশে পরিচালিত হচ্ছে। প্রক্রিয়াটি ভ্যাকসিনের দীর্ঘ মেয়াদি পার্শ্ব প্রতিক্রিয়াগুলোও শনাক্ত করতে পারে। প্রয়োজনীয় সব সুরক্ষা সংক্রান্ত পরীক্ষা শেষে গত বুধবার তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় সিনোভ্যাকের উৎপাদিত কোভিড-১৯ ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। অনুমোদন পাওয়ার পর এক সরাসরি সম্প্রচারে ভ্যাকসিনের ডোজ নেন তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহেরেটিন কোচা এবং করোনাভাইরাস সংক্রান্ত বৈজ্ঞানিক উপদেষ্টা বোর্ডের সদস্যরা। সিনোভ্যাকের টিকা নিলেন এরদোয়ান সিনোভ্যাক বায়োটেকের তৈরি করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন তুরস্...