Posts

আল-সিসির আমন্ত্রণে মিশর যাচ্ছেন নেতানিয়াহু

Image
  ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু । ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে মিশর সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। পত্রিকাটিতে বলা হয়েছে, গত এক দশকের মধ্যে এই প্রথম ইসরাইলি প্রধানমন্ত্রী মিশরের কাছ থেকে প্রকাশ্য আমন্ত্রণ পেল। আগামী কয়েক দিনের মধ্যেই এ সফর অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নেতানিয়াহুর সঙ্গে আল-সিসি আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন বলে জানানো গেছে। অবশ্য এর আগেও নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন আল-সিসি। ইতিমধ্যে আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কোর মতো মুসলিমদেশগুলো সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করেছে ইসরাইল। ইত্তেফাক/এআর

পাকিস্তানের বৈদেশিক ঋণ বাড়ল

Image
  ডলার ছবি: রয়টার্স পাকিস্তানের ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফ ২০১৯-২০ অর্থবছরে বিভিন্ন বৈদেশিক সংস্থা ও বাণিজ্যিক ব্যাংক থেকে প্রায় সাড়ে ১০ বিলিয়ন মার্কিন ডলার ঋণ করেছে। গত অর্থবছরের তুলনায় এ ঋণ ২৫ শতাংশ বেশি। ওই সময় ঋণের পরিমাণ ছিল ৮ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার। খবর ডনের। পাকিস্তানের অর্থনৈতিক সম্পর্কবিষয়ক মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। সংস্থাগুলো এই টাকার ৯৯ শতাংশ ঋণ এবং ১ শতাংশ মঞ্জুরি হিসেবে প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। বিজ্ঞাপন চুক্তি অনুযায়ী যে ১০ দশমিক ৪৪৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণের প্রতিশ্রুতি পেয়েছে পাকিস্তান, তার মধ্যে ৬ দশমিক ৭৯ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ আসবে বহুজাতিক সংস্থার কাছ থেকে, ৩ দশমিক ৪৬৩ বিলিয়ন মার্কিন ডলার আসবে বৈদেশিক বাণিজ্যিক ব্যাংক থেকে এবং ১৯৩ মিলিয়ন মার্কিন ডলার আসবে দ্বিপক্ষীয় ধার হিসেবে। প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যিক অর্থায়নের বড় অংশ, যার পরিমাণ ৩ দশমিক ৪৬৩ বিলিয়ন মার্কিন ডলার, তা বাণিজ্যিক ঋণ পরিশোধে ব্যয় হবে। এই অর্থ মোট ঋণের ৩৩ শতাংশ এবং সংগৃহীত হবে বাণিজ্যিক ব্যাংক থেকে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৩০ শতাংশ ঋণের প্রতিশ্র...

আমেরিকায় বাংলাদেশির দুই সোনা জয়

Image
  আমেরিকায় ন্যাচারাল অলিম্পিয়া প্রতিযোগিতায় দুটি সোনার পদক জিতেছেন বাংলাদেশের জাহাঙ্গীর আজিজি। বডি বিল্ডিংয়ে এবং স্পোর্টস মডেলে একটি করে স্বর্ণপদক লাভ করেন তিনি। যুক্তরাষ্ট্রের ল্যাস ভেগাসের গোল্ডেন নাগেটস ক্যাসিনোতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্যান্ড মাস্টার ক্যাটাগরিতে পঞ্চাশোর্ধ্ব বয়সীদের ইভেন্টে অংশ নিয়ে দুটি সোনার পদক জেতেন জাহাঙ্গীর আজিজি। তিনি ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পিরোজপুরের কাউখালী উপজেলার মো. শাহজাহান আলীর বড় পুত্র জাহাঙ্গীর আজিজি। দীর্ঘদিন তিনি নিউইয়র্কে বসবাসের পর ২০০৩ সালে পেনসিলভেনিয়ার আপার ডারভিতে বসবাস শুরু করেন। ২০১৯ সালে স্পোর্টস মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করলেও এ বছর তিনি প্রথম হয়ে স্বর্ণপদক পান।  

যুগান্তকারী সিদ্ধান্ত, স্কুলছাত্রীদের স্কার্ফের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল অস্ট্রিয়া

Image
  যুগান্তকারী সিদ্ধান্ত নিল ইউরোপের দেশ অস্ট্রিয়া। প্রাথমিক স্কুলে ছাত্রীদের ওপর স্কার্ফ পরার ওপর যে নিষিধাজ্ঞা জারি করা হয়েছিল, তা বাতিল করেছে দেশটির আদালত। শুক্রবার দেশটির সাংবিধানিক আদালত আইনটি বাতিল করে। খবর বিবিসির। আদালত জানায়, ইসলামি পোশাককে লক্ষ্য করে এবং ধর্মীয় স্বাধীনতা খর্ব করতে এ নিষেধাজ্ঞা জারি ছিল। তুরস্কের ডেইলি সাবাহ জানায়, অস্ট্রিয়ার পূর্ববর্তী জোট সরকার ২০১৯ সালের মে মাসে এ আইন করেছিল। দক্ষিণপন্থী ফ্রিডম পার্টির সঙ্গে মিলে সরকার গঠন করেছিল কনজারভেটিভ পিপলস পার্টি। তবে দুর্নীতির দায়ে কয়েকদিন পরেই পদত্যাগ করে ওই সরকার। ১০ বছরের নিচে মেয়েদের ওপর স্কার্ফ পরা নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সরকারের ভাষ্য ছিল, রাজনৈতিক ইসলাম থেকে মেয়েদের সুরক্ষার জন্য এ আইন করা হয়েছিল। তবে গ্রিন পার্টিকে সঙ্গে নিয়ে আবার ক্ষমতায় আসা পিপলস পার্টি এ নিষেধাজ্ঞা ১৪ বছরের নিচের বয়সী মেয়েদের পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয়। পরবর্তীতে আদালতে সেই আইনের চ্যালেঞ্জ জানায় দুই শিশু এবং তাদের বাবা-মা। যাতে আইনটি তুলে নেওয়ার রায় দিল আদালত।  এদিকে অস্ট্রিয়ার মুসলিমদের সংগঠন ইসলাম...

‘টাইম’ সাময়িকীর বর্ষসেরা ব্যক্তিত্ব বাইডেন-হ্যারিস

Image
  ‘টাইম’ সাময়িকীর বর্ষসেরা ব্যক্তিত্ব সংখ্যার প্রচ্ছদে জো বাইডেন ও কমলা হ্যারিস ছবি: টাইম সাময়িকীর টুইটার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ‘টাইম’ সাময়িকী এবার বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে বেছে নিয়েছে। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য  জানানো হয়। ‘টাইম’ সাময়িকী এ বিষয়ে তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে টুইট করেছে। টুইটে লেখা হয়েছে, জো বাইডেন ও কমলা  হ্যারিস ‘টাইম’-এর ২০২০ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব। টুইটে জুড়ে দেওয়া হয়েছে ‘টাইম’ সাময়িকীর বর্ষসেরা ব্যক্তিত্ব সংখ্যার প্রচ্ছদ, যাতে বাইডেন ও হ্যারিসের ছবি রয়েছে। প্রচ্ছদের নিচের দিকে লেখা হয়েছে, জো বাইডেন ও কমলা  হ্যারিস আমেরিকার গল্প বদলে দিচ্ছেন। ‘টাইম’ সাময়িকী ১৯২৭ সাল থেকে বছরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি নির্বাচন করে আসছে। Joe Biden and Kamala Harris are TIME's 2020 Person of the Year #TIMEPOY https://t.co/o97QNlSBrl pic.twitter.com/KuoBoebBN4 — TIME (@TIME) December 11, 2020 বিজ্ঞাপন ‘টাইম’ সাময়িকীর এবারের বর্ষসেরা ব্যক্তিত্বের চূড়ান্ত...

এবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে মরক্কো

Image
  মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ ছবি: রয়টার্স ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি  হয়েছে মরক্কো। বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। উত্তর আফ্রিকার দেশ মরক্কো আরব লিগের সদস্য। আরব লিগের সদস্যদের মধ্যে সবশেষ তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হলো। মরক্কোর আগে সম্প্রতি একই পথে হাঁটে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদান। মিসর ও জর্ডানও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে। মরক্কো ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় যথারীতি কলকাঠি নেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রাম্প টুইটারে ঘোষণা দেন, ইসরায়েল ও মরক্কো পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি হয়েছে। এটা মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটা বড় অগ্রগতি। বিজ্ঞাপন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি: এএফপি ওয়াশিংটনের মধ্যস্থতায় এ-সংক্রান্ত চুক্তির আওতায় বিরোধপূর্ণ পশ্চিম সাহারা অঞ্চলের ভূখণ্ডের ওপর মরক্কোর সার্বভৌমত্বের দাবির প্রতি স্বীকৃতি দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই স্বীকৃতিকে মরক্কোর জন্য একটা বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। ইসরা...

ভারতের গুলিতে ৫ পাকিস্তানি সেনা নিহত, কাশ্মীর সীমান্তে উত্তেজনা চরমে

Image
  শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত ভারত ও পাকিস্তান সীমান্ত। টানা গুলির লড়াই চলছিল পাকিস্তান সেনার সঙ্গে। ভারতীয় মিডিয়ার দাবি, এই গুলির লড়াইয়ে ভারতীয় সেনার হাতে মৃত্যু হয়েছে পাঁচ পাকিস্তানি সেনার। তবে এ ঘটনায় পাকিস্তানের কোনও বক্তব্য পাওয়া যায়নি। সেনা সূত্রে খবর পুঞ্চ জেলার মানকোটে সেক্টরে পাকিস্তানি সেনা ভারি গুলি বর্ষণ শুরু করে। এরই সঙ্গে চলে শেলিং। স্থানীয় গ্রামগুলো লক্ষ্য করে গুলি ও মর্টার ছোঁড়া হয় বলে খবর। বিনা প্ররোচনায় পাকিস্তানি সেনা গুলি চালায় বলে জানা গেছে। প্রায় দু’ঘণ্টা ধরে টানা গুলির লড়াই চলে। ভারতীয় মিডিয়া বলছে, ৫ পাকিস্তানি সেনা নিহতের ঘটনায় কাশ্মীর সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। সতর্ক অবস্থানে রয়েছে দুই দেশের সীমান্ত সেনারা। সূত্র : সংবাদ প্রতিদিন। বিডি-প্রতিদিন/শফিক