‘টাইম’ সাময়িকীর বর্ষসেরা ব্যক্তিত্ব বাইডেন-হ্যারিস
‘টাইম’ সাময়িকীর বর্ষসেরা ব্যক্তিত্ব সংখ্যার প্রচ্ছদে জো বাইডেন ও কমলা হ্যারিস ছবি: টাইম সাময়িকীর টুইটার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ‘টাইম’ সাময়িকী এবার বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে বেছে নিয়েছে। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ‘টাইম’ সাময়িকী এ বিষয়ে তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে টুইট করেছে। টুইটে লেখা হয়েছে, জো বাইডেন ও কমলা হ্যারিস ‘টাইম’-এর ২০২০ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব। টুইটে জুড়ে দেওয়া হয়েছে ‘টাইম’ সাময়িকীর বর্ষসেরা ব্যক্তিত্ব সংখ্যার প্রচ্ছদ, যাতে বাইডেন ও হ্যারিসের ছবি রয়েছে। প্রচ্ছদের নিচের দিকে লেখা হয়েছে, জো বাইডেন ও কমলা হ্যারিস আমেরিকার গল্প বদলে দিচ্ছেন। ‘টাইম’ সাময়িকী ১৯২৭ সাল থেকে বছরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি নির্বাচন করে আসছে। Joe Biden and Kamala Harris are TIME's 2020 Person of the Year #TIMEPOY https://t.co/o97QNlSBrl pic.twitter.com/KuoBoebBN4 — TIME (@TIME) December 11, 2020 বিজ্ঞাপন ‘টাইম’ সাময়িকীর এবারের বর্ষসেরা ব্যক্তিত্বের চূড়ান্ত...