Posts

‘টাইম’ সাময়িকীর বর্ষসেরা ব্যক্তিত্ব বাইডেন-হ্যারিস

Image
  ‘টাইম’ সাময়িকীর বর্ষসেরা ব্যক্তিত্ব সংখ্যার প্রচ্ছদে জো বাইডেন ও কমলা হ্যারিস ছবি: টাইম সাময়িকীর টুইটার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ‘টাইম’ সাময়িকী এবার বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে বেছে নিয়েছে। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য  জানানো হয়। ‘টাইম’ সাময়িকী এ বিষয়ে তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে টুইট করেছে। টুইটে লেখা হয়েছে, জো বাইডেন ও কমলা  হ্যারিস ‘টাইম’-এর ২০২০ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব। টুইটে জুড়ে দেওয়া হয়েছে ‘টাইম’ সাময়িকীর বর্ষসেরা ব্যক্তিত্ব সংখ্যার প্রচ্ছদ, যাতে বাইডেন ও হ্যারিসের ছবি রয়েছে। প্রচ্ছদের নিচের দিকে লেখা হয়েছে, জো বাইডেন ও কমলা  হ্যারিস আমেরিকার গল্প বদলে দিচ্ছেন। ‘টাইম’ সাময়িকী ১৯২৭ সাল থেকে বছরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি নির্বাচন করে আসছে। Joe Biden and Kamala Harris are TIME's 2020 Person of the Year #TIMEPOY https://t.co/o97QNlSBrl pic.twitter.com/KuoBoebBN4 — TIME (@TIME) December 11, 2020 বিজ্ঞাপন ‘টাইম’ সাময়িকীর এবারের বর্ষসেরা ব্যক্তিত্বের চূড়ান্ত...

এবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে মরক্কো

Image
  মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ ছবি: রয়টার্স ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি  হয়েছে মরক্কো। বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। উত্তর আফ্রিকার দেশ মরক্কো আরব লিগের সদস্য। আরব লিগের সদস্যদের মধ্যে সবশেষ তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হলো। মরক্কোর আগে সম্প্রতি একই পথে হাঁটে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদান। মিসর ও জর্ডানও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে। মরক্কো ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় যথারীতি কলকাঠি নেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রাম্প টুইটারে ঘোষণা দেন, ইসরায়েল ও মরক্কো পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি হয়েছে। এটা মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটা বড় অগ্রগতি। বিজ্ঞাপন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি: এএফপি ওয়াশিংটনের মধ্যস্থতায় এ-সংক্রান্ত চুক্তির আওতায় বিরোধপূর্ণ পশ্চিম সাহারা অঞ্চলের ভূখণ্ডের ওপর মরক্কোর সার্বভৌমত্বের দাবির প্রতি স্বীকৃতি দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই স্বীকৃতিকে মরক্কোর জন্য একটা বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। ইসরা...

ভারতের গুলিতে ৫ পাকিস্তানি সেনা নিহত, কাশ্মীর সীমান্তে উত্তেজনা চরমে

Image
  শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত ভারত ও পাকিস্তান সীমান্ত। টানা গুলির লড়াই চলছিল পাকিস্তান সেনার সঙ্গে। ভারতীয় মিডিয়ার দাবি, এই গুলির লড়াইয়ে ভারতীয় সেনার হাতে মৃত্যু হয়েছে পাঁচ পাকিস্তানি সেনার। তবে এ ঘটনায় পাকিস্তানের কোনও বক্তব্য পাওয়া যায়নি। সেনা সূত্রে খবর পুঞ্চ জেলার মানকোটে সেক্টরে পাকিস্তানি সেনা ভারি গুলি বর্ষণ শুরু করে। এরই সঙ্গে চলে শেলিং। স্থানীয় গ্রামগুলো লক্ষ্য করে গুলি ও মর্টার ছোঁড়া হয় বলে খবর। বিনা প্ররোচনায় পাকিস্তানি সেনা গুলি চালায় বলে জানা গেছে। প্রায় দু’ঘণ্টা ধরে টানা গুলির লড়াই চলে। ভারতীয় মিডিয়া বলছে, ৫ পাকিস্তানি সেনা নিহতের ঘটনায় কাশ্মীর সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। সতর্ক অবস্থানে রয়েছে দুই দেশের সীমান্ত সেনারা। সূত্র : সংবাদ প্রতিদিন। বিডি-প্রতিদিন/শফিক

পদ্মা সেতুর শেষ স্প্যানে যা লেখা ছিল

Image
  পদ্মা সেতুতে সর্বশেষ স্প্যান বসানোর মধ্য দিয়ে গতকাল দুই প্রান্ত এক হয় -রোহেত রাজীব পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়। একদিন যা ছিল স্বপ্ন আজ তা সত্যি। বিজয়ের মাস ডিসেম্বরে স্বপ্ন সত্যি হলো। স্থাপন করা হলো স্বপ্নের পদ্মাসেতুর সর্বশেষ অর্থ্যাৎ ৪১তম স্প্যান। আর এ স্প্যানটি স্থাপনের মাধ্যমে পূর্ণ হলো সেতুর মূল অবকাঠামো নির্মাণ। দীর্ঘ এই সেতুর মূল অবকাঠামো নির্মাণের দায়িত্বে রয়েছে চীনা প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। বৃহস্পতিবার সেতুর শেষ স্প্যানটিতে চায়না ও ইংরেজি ভাষায় কিছু বার্তা লিখেছিল প্রতিষ্ঠানটি। শেষ স্প্যান বসানোর মতই যে লেখার প্রতি কৌতূহল বাংলা ভাষাভাষী মানুষের। স্প্যান ও স্প্যানবাহী ক্রেনের গায়ে চীনা ভাষায় লেখা ছিল পদ্মা সেতু নিয়ে বাংলাদেশিদের জন্য একটি শুভেচ্ছা বার্তা। চীনা ভাষা থেকে অনুবাদ করলে যার অর্থ দাঁড়ায় ‘অতিযত্ন সহকারে নানা সমস্যা মোকাবিলা করে শিগগিরই আমরা এ সেতু বাস্তবে রূপ দেব। আমরা বাংলাদেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনতে বদ্ধপরিকর।’ বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই প্রথম মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর সামরিক মহড়ায় রাশিয়া

Image
  এবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নেবে রাশিয়া। গত এক দশকে ন্যাটো জোটের সঙ্গে এই প্রথম সামরিক মহড়া চালাতে যাচ্ছে রাশিয়া। রাশিয়া বলছে, পাকিস্তানের করাচি বন্দর নগরীর কাছে আগামী ফেব্রুয়ারি মাসে ন্যাটো জোটের অংশগ্রহণে আমান-২০২১ নামে জলদস্যু বিরোধী একটি মহড়া অনুষ্ঠিত হবে এবং তাতে মস্কো নৌবাহিনীর সদস্যদের পাঠাবে।  ৩০ জাতির এই মহড়ায় আমেরিকা, ব্রিটেন, তুরস্ক, জাপান এবং চীনের নৌবাহিনীও যোগ দেবে। এর আগে ২০১১ সালে স্পেনের পানিসীমায় ন্যাটো জোটের সঙ্গে রাশিয়া সামরিক মহড়ায় অংশ নিয়েছিল। তবে জোটের মুখপাত্র ওয়ানা লুঙ্গেস্কু বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের প্র্যাকটিক্যাল সহযোগিতা স্থগিত রয়েছে। ফলে রাশিয়ার সঙ্গে ন্যাটো জোটের সামরিক মহড়ার কোনো পরিকল্পনা নেই। কিন্তু কোনো একটি দেশ যদি আসন্ন এই মহড়ায় যোগ দিতে চায় তবে সেটি তাদের নিজেদের সিদ্ধান্ত। রাশিয়া এবং ন্যাটো জোটের মধ্যে যখন প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে এবং মাঝে মাঝেই রাশিয়া অভিযোগ করে যে, তার দোরগোড়ায় ন্যাটো বাহিনী সামরিক শক্তি বৃদ্ধি করে চলেছে তখনই এ ধরনের মহড়া অনু...

মার্কিন হুঁশিয়ারিকে পাত্তা না দেয়ায় তুরস্কের ওপর যেকোনো সময় নিষেধাজ্ঞা

Image
  মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ঘটনায় তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার কাছাকাছি অবস্থায় রয়েছে আমেরিকা। মার্কিন দুই কর্মকর্তাসহ চারটি সূত্র গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা নিশ্চিত করেছে। খবর পার্সটুডের। সূত্রগুলো বলছে, যেকোনো দিন তুরস্কের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণা আসতে পারে। আংকারার ওপর নিষেধাজ্ঞা দিলে তুরস্কের সাথে ন্যাটো জোটের দূরত্ব আরো বেশি বাড়বে- এতে কোনো সন্দেহ নেই। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে রাশিয়ার সঙ্গে তুরস্ক আড়াইশো কোটি ডলারের সামরিক চুক্তি করে। এই চুক্তির আওতায় তুরস্ক রাশিয়ার কাছ থেকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কথা নিশ্চিত করে। এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে জঙ্গিবিমান, ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহজে ধ্বংস করা যায়। এছাড়া, ভূমিতে স্থাপিত যেকোনো স্থাপনার বিরুদ্ধেও এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অত্যন্ত কার্যকরী। গত বছরের জুলাই মাসে রাশিয়া তুরস্কের কাছে এস-ফোর হা...

আগামী মাসেই বাংলাদেশে করোনার টিকা: স্বাস্থ্যমন্ত্রী

Image
  হাম-রুবেলার টিকা কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ রাজধানীর বিসিপিএস ভবনে ছবি: ফোকাস বাংলা আগামী মাসের প্রথম ভাগে দেশে করোনার টিকা আসবে। ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদন করা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা আনবে সরকার। এই টিকা আনার জন্য আগেই চুক্তি করা আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার রাজধানীর বিসিপিএস ভবনে হাম-রুবেলার টিকা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জাহিদ মালেক করোনার টিকা নিয়ে এসব কথা বলেন। আগামী শনিবার থেকে দেশব্যাপী এই কর্মসূচি শুরু হবে। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২১ সালের জানুয়ারি মাসের প্রথম দিকেই ভারতের সিরাম ইনস্টিটিউটের মাধ্যমে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা আমদানি করা হবে। এই টিকা আনার জন্য অনেক আগেই চুক্তি করেছে সরকার। তিনি আরও বলেন, ‘বিশ্বের অনেক দেশেরই চুক্তি না থাকায় টিকা নিতে বিলম্ব হবে। কিন্তু আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের ফলে এবং দ্রুত অর্থনৈতিক জোগান দেওয়ায় বিশ্বের অনেক দেশের আগেই টিকা চলে আসছে বাংলাদেশে।’ বিজ্ঞাপন যুক্তরাজ্য ও রাশিয়াতে সাধারণ মা...