চাঁদের বুকে পানির অস্তিত্ব নিশ্চিত করেছে নাসা
ফাইল ছবি চাঁদের মাটিতে যে পানি আছে তা সুস্পষ্টভাবে নিশ্চিত করেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। নাসা নিশ্চিত করেছে যে পৃথিবী থেকে আমরা চাঁদের যে দিকটা দেখতে পাই তার উপরিতলে (সারফেস) পানি অণুর অস্তিত্ব আছে। কোনো এক দিন চাঁদের মাটিতে একটি ঘাঁটি তৈরির যে আশা তাদের আছে তাকে অনেকখানি বাড়িয়ে দিল এই আবিষ্কার। খবর বিবিসির নাসার মহাকাশ-পদার্থবিজ্ঞান বিভাগের পরিচালক পল হার্টজ বলেন, ‘আমরা আগেই আভাস পেয়েছিলাম যে চাঁদের যে অংশে সূর্যের আলো পড়ে, সেখানে পানি থাকতে পারে, তবে এখন আমরা জানি যে হ্যাঁ, চাঁদের মাটিতে সত্যিই পানি আছে’। নেচার এ্যাস্ট্রনমি নামে একটি বিজ্ঞান সাময়িকীতে এক নিবন্ধে আবিষ্কারটির কথা জানিয়েছে নাসার স্ট্রাটোস্ফেরিক অবজারভেটরি ফর ইনফ্রারেড এ্যাস্ট্রনমি- সংক্ষেপে ‘সোফিয়া’। পানির অণুতে দুটি হাইড্রোজেন ও একটি অক্সিজেনের পরমাণু আছে। সোফিয়া বলছে, এর আগেও চন্দ্রপৃষ্ঠে কিছু হাইড্রোজেনের অস্তিত্ব পাওয়া গিয়েছিল, কিন্তু তা পানির আকারে আছে কি না তা স্পষ্ট হয়নি। তবে এবার চাঁদের দক্ষিণ গোলার্ধে ক্লাভিয়াস নামে একটি জ্বালামুখে পানির অণুর উপস্থিতি পাওয়া গেছে। এই পান...