Posts

লাদাখের দিকে সতর্ক নজর আমেরিকার

Image
  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষা সচিব মার্ক এসপার। শনিবার ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানালেন, লাদাখে ভারত-চীন সেনা সমাবেশের দিকে সতর্ক নজর রাখছে আমেরিকা। তারা চায় না, সেখানে উত্তেজনা আরও বৃদ্ধি পাক।  আমেরিকা জানিয়েছে, দক্ষিণ চীন সাগরে ভারতের নৌ সেনার উপস্থিতিতে তারা খুশি। হিমালয়ে অথবা সমুদ্রে, চীন যেখানেই আগ্রাসী ভূমিকা নেবে, তাকে ঠেকাতে হবে। সেজন্য সমমনস্ক দেশগুলির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছে আমেরিকা। অনলাইন প্রেস বিবৃতিতে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, কেবল দক্ষিণ চীন সমুদ্রে নয়, সামগ্রিকভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতের সঙ্গে নানা বিষয়ে সহযোগিতা বাড়ানোর জন্য আমাদের আলোচনা চলছে।  চীনের কঠোর সমালোচনা করে মার্কিন মুখপাত্র বলেন, হিমালয় থেকে দক্ষিণ চীন সমুদ্র পর্যন্ত সামগ্রিকভাবে ভারতীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন আগ্রাসী মনোভাব নিয়ে চলছে। ফলে ভারতের সঙ্গে সহযোগিতা করে চলা আমাদের পক্ষে আরও প্রয়োজনীয় হয়ে পড়েছে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

লন্ডন থেকে নওয়াজ শরীফকে দেশে আনতে মরিয়া ইমরান খান

Image
  নওয়াজ শরীফ ও ইমরান খান। চিকিৎসা নিতে বৃটেনে অবস্থান করছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। সেখানে বসে তিনি দেশের রাজনীতিতে বড় প্রভাব সৃষ্টি করেছেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে নওয়াজ শরীফকে বৃটেন থেকে দেশে ফিরিয়ে আনতে নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইমরান খানের সরকার। এ জন্য প্রয়োজন হলে তিনি ব্যক্তিগতভাবে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে কথা বলতেও প্রস্তুত পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান। এদিকে নওয়াজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। তবে দৃশ্যত সহসাই দেশে ফিরছেন না নওয়াজ। তবে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে বৃটিশ সরকার জড়িত হবে না বলে পাকিস্তান কর্মকর্তাদের জানিয়ে দেয়া হয়েছে।   সম্প্রতি ৯ দলীয় যে সরকার বিরোধী জোট হয়েছে তাতে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে অগ্নিঝরা বক্তব্য রাখেন নওয়াজ শরীফ। ইমরান খান বলেছেন, যেহেতু নওয়াজ শরীফকে বৃটেন থেকে দেশে আনা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, তাই তাকে দ্রুত দেশে ফেরত পাঠানোর বিষয়ে বৃটিশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। তাকে ফেরত পেতে আমরা পূর্ণাঙ্গ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি আমি পার...

সুদান-ইসরায়েল সম্পর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র : ইরান

Image
  ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, ঘুষ খেয়ে মার্কিন সরকার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সুদানের সম্পর্ক প্রতিষ্ঠা করে দিয়েছে। মার্কিন সন্ত্রাসী তালিকা থেকে সুদানকে মুক্ত করার জন্য মার্কিন সরকার ওই ঘুষ নিয়েছে। খবর পার্সটুডে। আজ শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটারে দেয়া এক পোস্টে একথা বলেছে। পোস্টে বলা হয়, “যথেষ্ট পরিমাণে ঘুষ দিন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে সবরকমের অত্যাচার ও অন্যায়ের বিষয়ে চোখ বন্ধু করে রাখুন তাহলে আপনি কথিত সন্ত্রাসীরা তালিকা থেকে মুক্ত হয়ে যাবেন।” গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে, সম্পর্ক স্বাভাবিক করার পথে ইসরাইল এবং সুদান অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুক ও দেশটির সার্বভৌম পরিষদের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিকনফারেন্সের মাধ্যমে আলোচনা করার পর ওভাল অফিস থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তির কথা ঘোষণা করেন। বিডি-প্রতিদিন/শফিক

কয়েক সপ্তাহের মধ্যেই ভ্যাকসিনের ঘোষণা দেওয়া হবে: ট্রাম্প

Image
  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিনের ঘোষণা দেওয়া হবে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নির্বাচনের আগে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে শেষ প্রেসিডেন্সিয়াল বিতর্কে ট্রাম্প এমনটি জানান। ট্রাম্প বলেন, আমাদের ভ্যাকসিন আসছে। এটি প্রস্তুত। কয়েক সপ্তাহের মধ্যে এর ঘোষণা দেওয়া হবে। এদিকে বিতর্কে করোনা মহামারি নিয়ন্ত্রণ ইস্যুতে মার্কিন সরকারের সমালোচনা করে বাইডেন বলেছেন, ট্রাম্পের মতে আমরা এই মহামারি মোকাবেলায় ভালো অবস্থানে আছি । কিন্তু যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ২ লাখ ২০ হাজার ছাড়িয়ে গেছে। বাইডেন আরো বলেন যে এতগুলো মৃত্যুর জন্য দায়ী ট্রাম্প এবং তার প্রেসিডেন্ট পদে থাকা উচিত নয়। উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ইত্তেফাক/এআর

সাগরে গভীর নিম্নচাপ, চার বন্দরে সংকেত ৪

Image
  প্রতীকী ছবি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে চার নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপের কারণে রাজশাহী, ঢাকা, খুলনা,বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে । শুক্রবার সকালে আবহাওয়া অধিদফতরের দেয়া বিশেষ ৪ নম্বরে, গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। এর প্রভাবে উপকূলীয় জেলাসাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজ পুর রগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম এবং তাদের কাছাকাছি দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুটের বেশি উচ্চতায় বাতাসের তোড়ে জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। নিম্নচাপটি আরো উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। সকাল ৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে,কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৪০কিলোমিটার ...

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ নিয়ে মোদির জবাব

Image
  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছবি : রয়টার্স আগামী সপ্তাহে ভারতের বিহার রাজ্যে নির্বাচন। তার আগে প্রথম নির্বাচনী র‌্যালিতে ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করা অনুচ্ছেদ ৩৭০ বাতিল করা নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন তিনি। ভারতের এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সাসারামে ওই র‌্যালিতে মোদি বলেন, ‘প্রত্যেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের অপেক্ষায় ছিলেন। কিন্তু তাঁরা বলছেন,  ভোট দিয়ে ক্ষমতায় আনা হলে আবার সিদ্ধান্ত বদলে ফেলবেন।’ বিজ্ঞাপন মোদি আরও বলেন, ‘এনডিএ জোট সরকার ৩৭০ অনুচ্ছেদ বাতিল করেছে। তাঁরা বলছে, ক্ষমতায় এলে আবার ৩৭০ অনুচ্ছেদ ফিরিয়ে আনবে। এ–জাতীয় বক্তব্য দেওয়ার পরে তারা বিহারের কাছে ভোট চাইতে সাহস করে? এটা বিহারের জন্য অপমান নয়? এই রাজ্যবাসী সীমান্ত রক্ষার দায়িত্বে তাদের সন্তানদের পাঠায়।’ গত বছরের ৪ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করার ঘোষণা দেয় বিজেপি সরকার। জম্মু ও কাশ্মীর রাজ্যকে দ্বিখণ্ডিত করা হয়। জম্মু, কাশ্মীর ও লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়। জনসংখ্যার বিচারে বিহার ভারতের...

যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিক অনুমোদন পেল রেমডেসিভির

Image
  গিলিয়েড সায়েন্সেসের ভাইরাসপ্রতিরোধী ওষুধ রেমডেসিভির ছবি: এএফপি গিলিয়েড সায়েন্সেসের ভাইরাসপ্রতিরোধী ওষুধ রেমডেসিভিরের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। কোভিড-১৯ রোগের চিকিৎসায় হাসপাতালে ভর্তি রোগীদের ব্যবহারের জন্য গতকাল বৃহস্পতিবার এফডিএ ওষুধটির আনুষ্ঠানিক অনুমোদন দেয়। বিজ্ঞাপন এফডিএর এই পদক্ষেপের পর যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ চিকিৎসায় অনুমোদন পাওয়া প্রথম ও একমাত্র ওষুধ হলো রেমডেসিভির। ওষুধটি শিরায় দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা চিকিৎসায় রেমডেসিভির ব্যবহার করা হয়েছিল। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের আগে গতকাল ট্রাম্প তাঁর নির্বাচনী প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের সঙ্গে চূড়ান্ত বিতর্কে অংশ নেন। এই বিতর্কের কয়েক ঘণ্টা আগে রেমডেসিভিরের অনুমোদন দিল এফডিএ। গত মে মাস থেকে এফডিএর জরুরি অনুমোদনের আওতায় রেমডেসিভির ব্যবহৃত হয়ে আসছিল। এখন তারা ওষুধটিকে আনুষ্ঠানিক অনুমোদনই দিয়ে দিল। বিজ্ঞাপন গিলিয়েড জানিয়েছে, ...