Posts

মাধ্যমিকের শিক্ষার্থীদের যেভাবে মূল্যায়ন করা হবে

Image
   ) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মাধ্যমিকের শিক্ষার্থীদের মূল্যায়ন সম্পর্কে অবশেষে সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বুধবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মাধ্যমিকের বিষয়ে সরকারি সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। চলতি বছরের বার্ষিক পরীক্ষা হবে না বলে জানিয়ে শিক্ষামন্ত্রী জানান, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বাতিল করা হয়েছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত পরবর্তী ক্লাসে উন্নীত করতে এনসিটিবি নতুন করে একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে। এর আলোকে শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট দেয়া হবে। এটি মূল্যায়নের মাধ্যমে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে। মন্ত্রী আরও বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রণয়ন করা সিলেবাস থেকে চারটি অ্যাসাইনমেন্ট এক মাসের মধ্যে শেষ করতে হবে। এ সিলেবাসটি এনটিসিটির মাধ্যমে দেশের সব প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হবে। শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে তা পৌঁছে দেয়া হবে। শিক্ষার্থীরা অনলাইনে বা খাতায় লিখে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবে। সংবাদ সম্মেলনে শিক্ষা...

পাকিস্তানে এক আইজি অপহরণে তোলপাড়, গৃহযুদ্ধের পরিস্থিতি করাচিতে

Image
  নওয়াজ শরীফের মেয়ে জামাই সফদর ও পিটিআই নেতা আলী জাইদি (ডানে) পাকিস্তানের সিন্ধ প্রদেশের পুলিশ প্রধান ইনস্পেক্টর জেনারেল (আইজি)-কে কি অপহরণ করেছিল পাকিস্তানের সেনাবাহিনী? আনন্দবাজার পত্রিকা একটি আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানিয়েছে, দেশটির সাবেক প্রেসিডেন্ট নওয়াজ শরীফের মেয়ে জামাই মুহম্মদ সফদরকে গ্রেফতারের জন্য চাপ সৃষ্টি করতে তাকে অপহরণ করা হয়েছিল বলে জল্পনা চরমে উঠেছে। এমনকি সেনা ও পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধের খবরও প্রকাশিত হয়েছে। তদন্তের নির্দেশ দিয়েছেন সেনা প্রধান কামার বাজওয়া।  তবে পাকিস্তানের পিটিআই নেতা ও মন্ত্রী আলী জাইদি এখবর অস্বীকার করেছেন। এদিকে একাধিক মিডিয়া দাবি করছে, এ ঘটনার প্রতিবাদে গণছুটিতে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন আইজি মুস্তাক মেহর-সহ সিন্ধের পদস্থ পুলিশকর্তারা। প্রধানমন্ত্রী ইমরান খান প্রশাসনের বিরুদ্ধে সিন্ধ প্রদেশে সম্প্রতি একটি মিছিল করে বিরোধীরা। তার নেতৃত্বে ছিলেন নওয়াজ শরীফের জামাই সফদর। সেখানে কার্যত সেনার বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়েছিল। সেই অভিযোগে ওই মিছিলের পরেই সফদরকে গ্রেফতার করা হয়। ওই দিনই অবশ্য আদালতে জামিনও পেয়ে যান সফদর।  বলা হয়েছে...

পাকিস্তানের ভিসা পেতে আফগানিদের ভীড়, পদদলিত হয়ে নিহত ১৫

Image
  নারীদের ভীড় করোনা পরিস্থিতি একটু উন্নতির দিকে যাওয়ায় অনেক দেশই প্রবাসীদের ভিসার কার্যক্রমে শুরু করেছে। এবার ভিসার আবেদন করতে গিয়ে পদদলিত হয়ে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে আফগানিস্তানে। নিহতদের ১১ জনই নারী। ওই ঘটনায় আরও অনেকেই আহত হয়েছে। খবর বিবিসির। জানা গেছে, পাকিস্তানের ভিসার আবেদনের জন্য কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন। সে সময় আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকিস্তানি কনস্যুলেটের কাছে ওই পদদলনের ঘটনা ঘটেছে। এখানে ভিসার জন্য টোকের সংগ্রহ করতে জড়ো হয়েছিলেন ৩ হাজারের বেশি আফগান নাগরিক। উল্লেখ্য, প্রতি বছরই আফগানিস্তান থেকে বহু মানুষ চিকিৎসা ও কর্মসংস্থানের জন্য, অথবা দেশের সহিংসতা থেকে বাঁচতে পাকিস্তানে পাড়ি জমান।জালালাবাদে সাধারণত ভিসার আবেদন গ্রহণ করা হয়। কিন্তু সম্প্রতি স্থান পরিবর্তন করে একটি স্টেডিয়ামে নেয়া এ পদদলনের ঘটনা ঘটে। বিডি-প্রতিদিন/শফিক

মামলা বন্ধ না করলে বন্দী করা হবে মার্কিনিদের

Image
  চীন সরকার ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ চীনা সামরিক বাহিনীতে সংযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু বন্ধ না করলে চীনে কর্মরত মার্কিন নাগরিকদের বন্দী করা হতে পারে। মার্কিন পত্রিকা ওয়ালস্ট্রিট জার্নাল এ খবর দিয়ে জানায়, চীনা কর্মকর্তারা বিভিন্ন মাধ্যমে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের বারবার সাবধান করে দিয়েছেন যে, চীনের ওই ব্যক্তিদের মার্কিন আদালতে সোপর্দ করা বন্ধ না করলে পস্তাতে হবে। মার্কিন পররাষ্ট্র দফতরে চীনের পাঠানো হুঁশিয়ারিতে বলা হয়, পাল্টা ব্যবস্থা হিসেবে চীন যা করবে তা হচ্ছে আইন লঙ্ঘনের দায়ে মার্কিন নাগরিকদের আটকে রাখা বা চীন ত্যাগে বাধা দেওয়া। এটা করা হবে বিদেশি সরকারের সঙ্গে দরকষাকষির সুবিধা অর্জনের জন্য। ট্রাম্প প্রশাসন বলছে, প্রযুক্তি কৌশল এবং সামরিক ও অন্যান্য ক্ষেত্রে সূক্ষ্ম পারদর্শিতার বেলায় বিশ্বে যুক্তরাষ্ট্রের যে শীর্ষ আসন রয়েছে তাকে খাটো করার মতলবে চীন সাইবার চৌর্যবৃত্তি চালিয়ে যাচ্ছে। বেইজিং অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। মার্কিন বিচার বিভাগ গত জুলাইয়ে জানায়, যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে গবেষণা করবেন বলে তিনজন চীনা নাগর...

৩৭০ ধারা বিলোপের সুফল পাচ্ছেন কাশ্মীরিরা

Image
  ফাইল ছবি ভারতের প্রধানমন্ত্রী অনেকেই হয়েছেন। কিন্তু নরেন্দ্র মোদির আমলটা পুরো অন্যরকম। তাঁর ধারেকাছে কাউকে রাখা যাচ্ছে না। এমনভাবেই নরেন্দ্র মোদির প্রশংসা করা হয়েছে টাইম ম্যাগাজিনে। ম্যাগাজিনের কথা না হয় বাদই দিলাম, কাশ্মীরের সাধারণ মানুষও কিন্তু একই কথা বলছেন।  কারণ গত এক বছরে ৩৭০ ধারা বাতিলের পর বাস্তব ছবিটাই তো পাল্টে গিয়েছে। তাঁরা পাচ্ছেন, বলিষ্ঠ সরকারি পদক্ষেপের সুফল। কথা রেখেছেন মোদি, পাহাড়ের মানুষ খুঁজে পেয়েছেন বেঁচে থাকার সঠিক দিশা। শ্রীনগরের বিখ্যাত ডাল লেকের পাশে বসে মহ. ইউসুফ শোনালেন তাঁর নিজের অভিজ্ঞতার কথা। বললেন, ‘ডাল লেকের এই মায়াবী চেহারাই তো ভুলতে বসেছিলাম। গত এক বছরে অনেক শান্ত হয়েছে কাশ্মীর। এখানকার যুবকরা এখন ৫০০ টাকার জন্য ফৌজিদের পাথর ছুঁড়তে যাওয়ার বদলে চাকরির ধান্দা শুরু করেছে।’  কারা ছুঁড়তেন পাথর? ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ বলছে, পাকিস্তানিদের পয়সায় কিছু বেকার যুবক এই কাজে নিযুক্ত ছিল। ২০১৬ সালে ২ হাজার ৬৫৩টি পাথর বৃষ্টির ঘটনার সাক্ষী কাশ্মীরের মানুষ। অথচ, গত বছর ৫ আগস্ট কাশ্মীরে ৩৭০ ধারা লোপ করে দুটি কেন্দ্রশাসিত রাজ্য গঠনের পর অশান্ত...

একদিনের শিশুকন্যাকে ফেলে গেল বাবা-মা, কান্না শুনে আগলে রাখল রাস্তার কুকুর!

Image
  একবিংশ শতাব্দিতে দাঁড়িয়েও কন্যা সন্তানের প্রতি অনীহার ছবিটা যেন বদলাচ্ছে না ভারতে। দেশজুড়ে যখন দুর্গাপুজার শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে, তখন ঠিক সন্ধ্যায় রাস্তায় পড়ে কাঁদছে নবজাতক।  তাকে আগলে রেখেছে রাস্তার কিছু কুকুর। এক নেটিজেন বাচ্চাটির ছবি-সহ গোটা ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। তিনি লিখছেন, “সন্ধ্যা ৭টা ৩০ মিনিট নাগাদ মাসির (খালা) ফোন আসে, একটা রত্ন পেয়েছি, পরে তোকে সব জানাচ্ছি, এখন ব্যবস্থা করি।”  এরপর তিনি লিখছেন “রাত সাড়ে ১০টা নাগাদ মাসিকে ফোন করি, ঘটনা জানতে। মাসি এবং দিদির (বোন) এক বান্ধবী বাজারে যাচ্ছিলেন, হঠাৎ গলির মোড়ে একটা কান্নার আওয়াজ পান। এগিয়ে যেতেই চোখে পড়ে এই ফুলের মত বাচ্চাটিকে। কয়েকটা কুকুর মিলে আগলে রেখেছিল।” জানা গেছে, বাচ্চাটিকে উদ্ধার করার পর সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন সেখানেই চিকিৎসাধীন ওই সদ্যজাত। চিকিৎসকরা জানিয়েছেন, মাত্র ১ দিন বয়স ওই শিশুর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তথ্যানুযায়ী আজ  (২১ অক্টোবর) বাচ্চাটিকে বারাসাতের একটি হোমে পাঠানো হবে।  তিনি আরও জানিয়েছেন, “যদি কোনও সহৃদয় ব্যক্তি এই শিশুটির দায়িত্...

আটক চিনা সেনাকে এখনই ছাড়া হবে না, মানা হবে প্রোটোকল

Image
  ফাইল চিত্র। প্রোটোকল মেনে আটক সেনাকে চুশূল-মোল্ডোতে চিনের হাতে তুলে দেওয়া হবে।  সোমবার বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছিল ভারতীয় সেনা। কিন্তু কবে ছাড়া হবে সে বিষয়ে স্পষ্ট বলা হয়নি ওই বিবৃতিতে। তবে সূত্রের খবর, আগামী কয়েক দিনের মধ্যে ওই সেনাকে ছাড়ার কোনও সম্ভাবনাই নেই। সোমবার  লাদাখের  ডেমচকে ভারতীয় সেনার হাতে ধরা পড়ে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র কর্পোরাল ওয়াং ইয়া লাঙ। তাঁর কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়। সেনা সূত্রে খবর, ওয়াং-কে খাবার, গরম পোশাক দেওয়া হয়েছে। তাঁর চিকিত্সাও করানো হয়েছে। কী কারণে ভারতীয় ভূখণ্ডে ঢুকলেন ওয়াং তা জানার চেষ্টা চালাচ্ছে সেনা। দিকভ্রষ্ট হয়ে ঢুকে পড়েছেন, নাকি চরবৃত্তির জন্য তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সেনা সূত্রে খবর, ওয়াঙের কাছে থেকে উদ্ধার হওয়া বাহিনীর নথি খতিয়ে দেখা হচ্ছে। আরও পড়ুন:  আইএস জঙ্গিদের ধাঁচে জম্মু-কাশ্মীরে হামলার ছক কষছে পাকজঙ্গিরা, দাবি রিপোর্টে গত মে থেকে লাদাখে প্রকৃত সীমান্তরেখায় ভারত এবং চিনের মধ্যে একটা টানাপড়েন চলছে। পরিস্থিতি সামলাতে দু’পক্ষই দফায় দফায় বৈঠক করেছে। কিন্তু এখনও পর্যন্ত এর চূড...