Posts

আটক চিনা সেনাকে এখনই ছাড়া হবে না, মানা হবে প্রোটোকল

Image
  ফাইল চিত্র। প্রোটোকল মেনে আটক সেনাকে চুশূল-মোল্ডোতে চিনের হাতে তুলে দেওয়া হবে।  সোমবার বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছিল ভারতীয় সেনা। কিন্তু কবে ছাড়া হবে সে বিষয়ে স্পষ্ট বলা হয়নি ওই বিবৃতিতে। তবে সূত্রের খবর, আগামী কয়েক দিনের মধ্যে ওই সেনাকে ছাড়ার কোনও সম্ভাবনাই নেই। সোমবার  লাদাখের  ডেমচকে ভারতীয় সেনার হাতে ধরা পড়ে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র কর্পোরাল ওয়াং ইয়া লাঙ। তাঁর কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়। সেনা সূত্রে খবর, ওয়াং-কে খাবার, গরম পোশাক দেওয়া হয়েছে। তাঁর চিকিত্সাও করানো হয়েছে। কী কারণে ভারতীয় ভূখণ্ডে ঢুকলেন ওয়াং তা জানার চেষ্টা চালাচ্ছে সেনা। দিকভ্রষ্ট হয়ে ঢুকে পড়েছেন, নাকি চরবৃত্তির জন্য তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সেনা সূত্রে খবর, ওয়াঙের কাছে থেকে উদ্ধার হওয়া বাহিনীর নথি খতিয়ে দেখা হচ্ছে। আরও পড়ুন:  আইএস জঙ্গিদের ধাঁচে জম্মু-কাশ্মীরে হামলার ছক কষছে পাকজঙ্গিরা, দাবি রিপোর্টে গত মে থেকে লাদাখে প্রকৃত সীমান্তরেখায় ভারত এবং চিনের মধ্যে একটা টানাপড়েন চলছে। পরিস্থিতি সামলাতে দু’পক্ষই দফায় দফায় বৈঠক করেছে। কিন্তু এখনও পর্যন্ত এর চূড...

৩৮তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ: ৫৪১জনকে প্রথম শ্রেণি পদে নিয়োগের সুপারিশ

Image
  বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ফাইল ছবি। ৩৮তম বিসিএস থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে ৫৪১জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার বিকালে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়। পরে পিএসসির ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে। পিএসসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩৮তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার প্রথম শ্রেণির [৯ম গ্রেড] পদে সুপারিশ করা হয়েছে। নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার-২০১০[সংশোধিত বিধিমালা-২০১৪] বিধান অনুযায়ী ৩৮তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে সংশ্লিষ্ট নিয়োগ বিধিতে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ৩৮তম বিসিএস-এ অর্জিত মেধাক্রম ও সংশ্লিষ্ট পদের/পদসমূহের নিয়োগ বিধির ভিত্তিতে এই ফলাফল প্রকাশ করা হয়। ৩৮তম বিসিএসএরলিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্ত পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমনপ্রার্থী সংখ্যা ৬ হাজার ১৭৩ জন। তার মধ্যে নন-ক্যাডার পদে সুপারিশেরজন্য আবেদনকারী ...

ব্যর্থ হল যুদ্ধবিরতির দ্বিতীয় প্রচেষ্টাও: নাগরনো-কারাবাখে তীব্র লড়াই

Image
  ব্যর্থ হয়েছে আজারবাইজান ও আর্মেনিয়ার দ্বিতীয় যুদ্ধবিরতির প্রচেষ্টাও। দুই দেশের মধ্যে যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করেছে। একে অপরের ওপর হামলা অব্যাহত রেখেছে। দ্বিতীয় যুদ্ধবিরতি কার্যকর না করার কারণ হিসেবে একে অপরের ওপর অভিযোগ এনেছে আজারবাইজান ও আর্মেনিয়া। যুদ্ধবিরতি ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া এবং আজারবাইজানের সেনারা যুদ্ধে জড়িয়ে পড়েছে। ঘটনায় ফের উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া এবং জাতিসংঘ। সপ্তাহ দুয়েক আগে মস্কোর মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতির চুক্তি করেছিল আর্মেনিয়া এবং আজারবাইজান। কিন্তু সেই চুক্তি ফলপ্রসূ হয়নি। বরং যুদ্ধের ভয়াবহতা বেড়েছিল। গত রবিবার ফের দুই দেশকে নিয়ে শান্তি আলোচনায় বসেছিল রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যস্থতায় নতুন করে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় দুই দেশ। ঠিক হয়, আগামী তিন সপ্তাহ একে অপরকে আক্রমণ করবে না কোনও দেশ। সেই চুক্তির কয়েক মিনিটের মধ্যেই নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়ে দেশ দুটি। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় লিখিত বিবৃতিতে দাবি করেছে, চুক্তির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া আজারবাইজানের বেশ কয়েকটি শহরে গোলাবর্ষণ শুরু করে। রবি...

আজারবাইজানকে অভিনন্দন জানিয়ে ইসরায়েলের চিঠি

Image
  বেনিয়ামিন নেতানিয়াহু আজারবাইজানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছে ইসরায়েল। আজেরি প্রধানমন্ত্রী আলি আসাদোবের কাছে এ চিঠি পাঠান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহু।  সোমবার আজেরি সংবাদমাধ্যম ‘আজভিশন’ এ খবর জানিয়েছে। আজারবাইজানের স্বাধীনতা দিবস উপলক্ষে এ চিঠি পাঠিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।  এতে নেতানিয়াহু উল্লেখ করেন, আজারবাইজানের স্বাধীনতায় স্বীকৃতিপ্রাপ্ত প্রথম দেশগুলোর মধ্যে একটি হতে পেরে ইসরায়েল গর্বিত। চিঠিতে আরও উল্লেখ করা হয়, গত ৩০ বছরে ইসরায়েলি ও আজারবাইজানিদের সত্যিকারের বন্ধুত্বের ভিত্তিতে দু’দেশের মধ্যে দৃঢ় সম্পর্ক স্থাপন করা হয়েছে। এতে ইসরায়েলি প্রধানমন্ত্রী এই এলাকায় সাধারণ স্বার্থের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের জন্য যৌথ প্রচেষ্টার প্রস্তুতির কথা উল্লেখ করেছেন।  চিঠিতে বেনিইয়ামিন নেতানিয়াহু আজারবাইজানি জনগণের উন্নতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেন। বিডি প্রতিদিন/কালাম

চীনকে চোখ রাঙিয়ে মালাবার নৌ মহড়ায় অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ ভারতের

Image
  লাদাখে সীমান্ত সংঘাতের আবহে চীনকে চাপে রাখতে এবার মালাবার নৌ মহড়ায় ভারতের সঙ্গে যোগ দিতে চলেছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে প্রতি বছরের মতো মহড়ায় থাকবে আমেরিকা এবং জাপানের নৌবাহিনী। সোমবার ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে অস্ট্রেলিয়াকে। সব কিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের শেষ দিকে, ভারত, আমেরিকা এবং জাপানের সঙ্গে বঙ্গোপসাগরে ও আরব সাগরে নৌ মহড়ায় অংশ নিতে দেখা যাবে অস্ট্রেলিয়াকেও। অর্থাৎ পুরো ‘কোয়াড’ বা ‘কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়লগ’—এর অংশ গ্রহণ হবে এই মহড়ায়। উল্লেখ্য, ২০০৭ সালে এই মহড়ায় অস্ট্রেলিয়া অংশ নিয়েছিল। সে বছর অংশ নেয় সিঙ্গাপুরও। কিন্তু তাতে ক্ষুব্ধ হয় চীন। তাদের ক্ষোভকে মর্যাদা দিয়ে ভারত এই মহড়ায় অস্ট্রেলিয়াকে অংশ নিতে দিত না। অন্যদিকে, অস্ট্রেলিয়াও চীন অখুশি হবে এরকম কোনও কাজ করত না। কিন্তু লাদাখের ঘটনা পুরো ছবিটাই বদলে দিয়েছে। বেইজিং কী মনে করবে তা আর ভাবছেই না দিল্লি। ১৯৯২ সাল থেকে সমুদ্র সুরক্ষার লক্ষ্যে দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে আমেরিকার সঙ্গে যৌথ নৌ মহড়া শুরু করেছিল ভারত। ২০১৫ সালে মালাবার মহড়ায় যুক্ত হয়েছিল জাপানের নৌবাহিনীও। গোড়া থেক...

এবার আমিরাত-ইসরায়েলের মধ্যে ভিসামুক্ত ভ্রমণের চুক্তি

Image
  সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল ভিসামুক্ত ভ্রমণের চুক্তিতে পৌঁছেছে। আরব রাষ্ট্রগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত প্রথম দেশ যারা ইসরায়েলে ভিসা ভ্রমণের সুবিধা পেল। মঙ্গলবার দু'পক্ষের ভিসামুক্ত ভ্রমণ সুবিধার কথা ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সঙ্গে আরো সহযোগিতামূলক চুক্তি করার লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিনিধিদল ইসরায়েল সফরে পৌঁছানোর পর নেতানিয়াহু এই ঘোষণা দেন। তিনি বলেন, আমরা আজ ইতিহাস রচনা করছি যে পথ ধরে বহু প্রজন্ম এগিয়ে যাবে। এর আগে আজ সকালে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে দেশটির বেশ কয়েকজন কর্মকর্তা ইসরায়েলের উদ্দেশে ইতিহাদ এয়ারওয়েজের একটি বিমানে করে রওনা দেন। তাদের সঙ্গে রয়েছেন আমেরিকার কয়েকজন কর্মকর্তা। আমিরাতের বিমানটি তেল আবিবের বাইরে বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে। সেখানে মাস্ক পরা অবস্থায় নেতানিয়াহু আরব আমিরাতের প্রতিনিধিদলকে স্বাগত জানান। তিনি বলেন, আরব আমিরাতের কর্মকর্তাদের এ সফর শান্তির জন্য একটি স্বর্ণোজ্জ্বল দিন। এ সময় তিনি জানান, দুই পক্ষ গতকাল চারটি চুক্তি সই করেছে যার মধ্যে একটি হচ্ছে ভিসামুক্ত...

বেতনে সংসার চলে না, পদত্যাগ করতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন!

Image
  বরিস জনসন বেতন কম, এই কারণে অনেকেই এক চাকরি ছেড়ে অন্য চাকরিতে যোগ দেন। কিন্তু এই কারণে কেউ যদি দেশের প্রধানমন্ত্রীর পদ ছাড়ার কথা বলেন! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এমনই ইচ্ছা প্রকাশ করেছেন ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন। বেতন কম। যে টাকা পান, প্রধানমন্ত্রী না থাকলে তার থেকে বেশি অর্থ উপার্জন করতে পারতেন। এত কম টাকায় সংসার খরচ চালাতে পারছেন না তিনি। সম্প্রতি ঘনিষ্ঠমহলে এমনই নাকি বলেছেন জনসন। তারপরই জানিয়েছেন ইস্তফা দেওয়ার ব্যাপারেও নাকি ভাবনাচিন্তা করছেন। খবর  মেট্রো ইউকে  ও  টাইমস নাউ নিউজের । প্রতিবেদনে জনসনের দলের এক এমপি’কে উদ্ধৃতি করে বলা হয়েছে, আর প্রধানমন্ত্রী পদে থাকতে চান না জনসন। বর্তমানে তার বেতন বছরে দেড় লাখ পাউন্ডের কাছাকাছি। অথচ এর আগে একটি পত্রিকায় কলাম লিখেই তিনি বছরে আয় করতেন ২ লাখ ৭৫ হাজার পাউন্ড। এছাড়া মাসে দু’টি সেমিনারে বক্তৃতা দিয়ে তিনি আয় করতেন ১ লাখ ৬০ হাজার পাউন্ডের কাছাকাছি। সেখানে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে সত্যিই তার উপার্জন কমে গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ছয় ছেলেমেয়ের পড়াশোনা, প্রাক্তন স্ত্রীকে খোরপোষ বাবদ প্রতি মাসে অনে...