Posts

জম্মুতে পরিচ্ছন্ন অভিযান: প্রতিদিন বাড়িতে গিয়ে ময়লা আনবে দেড়শত গাড়ি

Image
  ছবি: সংগৃহীত করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জম্মু সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে ১৫০টি গাড়ি মোতায়েন করেছে জম্মু মিউনিসিপাল কর্পোরেশন (জেএমসি)। কর্তৃপক্ষ বলছে, একটি বিশেষ কর্মসূচীর আওতায় এই গাড়িগুলো প্রতিদিন শহরের বাড়ি বাড়ি গিয়ে ময়লা সংগ্রহ করবে। এএনআই এর খবরে বলা হয়, গাড়িগুলোতে জিপিএস ডিভাইস লাগানো থাকবে। যার ফলে গাড়িগুলো ঠিকমতো ময়লা আবর্জনা সংগ্রহ করছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে। জেএমসির স্বাস্থ্য বিভাগের প্রধান জানিয়েছেন, এর আগে এমন ব্যবস্থাপনা না থাকায় শহরটি আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। আরও পড়ুন:  মমতাকে জড়িয়ে ধরতে চাওয়া সেই বিজেপি নেতা করোনায় আক্রান্ত! তিনি বলেন, আমার কাছে মানুষের চাওয়া ছিল পরিচ্ছন্ন শহর। আমি আমার অঙ্গিকার পালন করবো। এছাড়া করোনা তেকে বাঁচতে পরিষ্কার তাকার বিকল্প নেই। ইন্ডিয়া ব্লুম। ইত্তেফাক/আরআই

চীনকে ঠেকাতে পশ্চিমারা ‘এশিয়ান ন্যাটো’ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর

Image
  এশিয়া অঞ্চলে চীনের সামরিক উচ্চাকাঙ্ক্ষা ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কর্মকর্তারা ‘এশিয়ান ন্যাটো’ নামে নতুন একটি সামরিক জোট গঠনের জোরালো চেষ্টা চালাচ্ছেন।  মূলত কমিউনিস্ট পার্টি শাসিত চীনের সামরিক সক্ষমতা এবং তাদের আক্রমণাত্মক বৈদেশিক নীতির কারণে পশ্চিমারা এই জোট গঠনকে তরান্বিত করছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে ইন্ডিয়ান টাইমস।   খবরে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে দেশগুলোর মধ্যে স্নায়ুযুদ্ধের পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে দক্ষিণ-পূর্ব এশিয়া চুক্তি সংস্থা (স্যাটো) তেমন কার্যকরী ভূমিকা রাখতে পারেনি। অন্যদিকে বিশ্বের অন্যতম পরাশক্তি হিসেবে চীনের আত্মপ্রকাশ এশিয়া অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বদলে দিচ্ছে। তাই ক্ষমতার ভারসাম্য আনতেই নতুন এই জোট গঠন করা প্রয়োজন। এ বিষয়ে ন্যাটোর মহাসচিব জনস স্টোলেনবার্গ বলেন, এটা বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যকে পরিবর্তন করার মতোই, যা ন্যাটোকে আরও বৈশ্বিক হয়ে উঠতে সাহায্য করবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার এশিয়া অঞ্চলে সামরিক জোট গঠনে অনেকটা পথ চুপিসারে এগিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, বর্তমান...

কারাবাখ ছাড়লেই শুধু আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধবিরতি সম্ভব: এরদোয়ান

Image
  রিসেপ তাইয়্যেব এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান বলেছেন, কারাবাখ অঞ্চল থেকে আর্মেনিয়ার সেনা প্রত্যাহার করা হলেই কেবলমাত্র দেশটির সঙ্গে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা সম্ভব। বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া বক্তৃতায় তুর্কি প্রেসিডেন্ট একথা বলেছেন। তিনি বলেন, শুধুমাত্র কারাবাখ অঞ্চল থেকেই আর্মেনিয়াকে চলে যেতে হবে না বরং আজারবাইজানের যত এলাকায় তাদের সেনা রয়েছে তার সব জায়গা থেকে সব সেনা সরিয়ে নিতে হবে। টেলিভিশনে দেওয়া বক্তৃতায় এরদোগান আরো বলেন, শান্তি প্রতিষ্ঠার বিষয়টি সম্পূর্ণভাবে আর্মেনিয়ার ওপর নির্ভর করছে, তারা যদি আজারবাইজানের প্রতিটি অঞ্চল থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেয় তাহলে কেবল তাদের সঙ্গে যুদ্ধবিরতি সম্ভব। কারাবাখ আন্তর্জাতিকভাবে আজারবাইজানের এলাকা হিসেবে স্বীকৃত কিন্তু ওই এলাকায় জাতিগত আর্মেনিয়ার লোকজনের বসবাস বেশি। ১৯৯২ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কারাবাখ অঞ্চলে হামলা চালিয়ে সেখান থেকে আজেরি জনগোষ্ঠীকে তাড়িয়ে দেয় এবং কারাবাখ অঞ্চলকে তারা দখল করে নেয়। এসব সন্ত্রাসীর প্রতি আর্মেনিয়ার সমার্থন ছিল। সম...

অরুণাচল প্রদেশ পুরোপুরিভাবে ভারতের অংশ বলে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র

Image
  ফাইল ছবি অরুণাচল প্রদেশ পুরোপুরিভাবে ভারতের অংশ বলে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার সেই বার্তা সাফ জানিয়ে দিল ওয়াশিংটন। এদিন ভারতের পাশে দাঁড়িয়ে আমেরিকা জানায় অরুণাচল প্রদেশকে তাদের সীমান্ত ভুক্ত বলে অন্য কোনও দেশ দাবি করলেও, তা যথার্থ নয়। খবর কলকাতা টোয়েন্টিফোরের। বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের উচ্চপদস্থ কর্মকর্তা জানান, অরুণাচল প্রদেশ ইস্যুতে ভারতের পাশেই রয়েছে আমেরিকা। অন্য কোনও দেশ সেখানে অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করলেও ভারতের প্রতি পদক্ষেপে আমেরিকার সমর্থন রয়েছে। কার্যত এদিন চীনের নাম না করেই তোপ দাগে মার্কিন যুক্তরাষ্ট্র। জানিয়ে দেয় অরুণাচল প্রদেশের দাবিদার একমাত্র ভারতই। অন্য যে কোনও দেশ অরুণাচল প্রদেশের দাবি করলেও, তা অবৈধ বলে মনে করে আমেরিকা। ভারত চীন সাম্প্রতিক টানাপোড়েনের মাঝে আমেরিকার এই বিবৃতি নিঃসন্দেহে মনোবল বাড়াল ভারতের।  অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে অরুণাচল প্রদেশ নিয়ে ভারতের দীর্ঘদিনের দাবিতেও সিলমোহর মজবুত হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চীন বিবাদ প্রায় ছয় দশকের। চীন বারবারই এই সীমান্তকে উত্তপ্ত করার চেষ...

ট্রাম্প ও আমি ভালো আছি : মেলানিয়া

Image
  প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোয়ারেন্টিনে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প ভালো আছেন। শুক্রবার এক টুইট বার্তায় এতথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। টুইট বার্তায় মেলানিয়া বলেন, করোনার রিপোর্ট পজিটিভ আসার পর আমি এবং প্রেসিডেন্ট ট্রাম্প বাড়িতে কোয়ারেন্টিনে আছি। আমরা এখনো ভালো বোধ করছি। তবে আগামী কয়েক দিন আমার যেসব কাজ করার কথা ছিল, সেগুলো আমি স্থগিত করেছি। দয়া করে বাড়িতে থাকুন এবং আমরা সবাই একসঙ্গে এ পরিস্থিতির মোকাবিলা করব। হোয়াইট হাউসের চিকিৎসক শন কনলিও এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট এবং ফার্স্টলেডি এখন ভালো আছেন। তারা হোয়াইট হাউসে নিজের বাসগৃহে কোয়ারেন্টিনে আছেন। শুক্রবার সকালে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘কোভিড-১৯ পরীক্ষায় আমি ও ফার্স্ট লেডি মেলানিয়া পজিটিভ হয়েছি। আমরা তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টিনে এবং সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। আমরা একসঙ্গেই এটাকে জয় করব।’  এর আগে, করোনায় আক্রান্ত হন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের একজন। তার নাম হোপ হিকস। বিবিসি জানায়, আসন্ন মার্ক...

ওয়ানডেতে শ্রীলঙ্কাকে টপকে গেল বাংলাদেশ নারী দল

Image
  ফাইল ছবি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। শ্রীলঙ্কাকে টপকে আট নম্বরে জায়গা করে নেওয়া বাংলাদেশের রেটিং পয়েন্ট ৬১। শুক্রবার প্রকাশিত আইসিসি র‍্যাঙ্কিংয়ে ওয়ানডেতে শ্রীলঙ্কাকে টপকে আটে উঠে এসেছে বাংলাদেশ। লঙ্কান নারীরা ৪৭ পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে। র‍্যাঙ্কিয়ে এক ধাপ উন্নতি হয়েছে দক্ষিণ আফ্রিকারও। একধাপ এগিয়ে ১০৭ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে আছে তারা। প্রোটিয়া নারীদের উন্নতিতে পঞ্চমস্থানে নেমে যেতে হয়েছে নিউজিল্যান্ড নারী দলকে। এছাড়া র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে কোনো পরিবর্তন নেই। ১৬০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া, ১২১ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে ভারত। দুই পয়েন্ট কম নিয়ে তৃতীয়স্থানে ইংল্যান্ড। নারীদের ক্রিকেটের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে প্রকাশ করেছে আইসিসি। এই তালিকায় আগের মতোই নবমস্থানে আছে বাংলাদেশ, রেটিং পয়েন্ট ১৯২। এক ধাপ উন্নতি নিয়ে তৃতীয়স্থানে উঠে এসেছে ভারত, ২৭০ পয়েন্ট। তাদের উন্নতিতে চতুর্থস্থানে নেমে গেছে নিউজিল্যান্ড। এ ছাড়া শীর্ষ দশে আর কোনো পরিবর্তন নেই। আগের মতোই শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, দ্বিতীয়স্থানে ইংল্যান...

আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধ: তুরস্ককে হুঁশিয়ারি ফান্স প্রেসিডেন্টের

Image
  তুর্কি প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোগান ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়ের ম্যাক্রন। আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ তীব্র রূপ নিয়েছে। এদিকে যুদ্ধাঞ্চলে জিহাদি মোতায়েনের অভিযোগ তুলে তুরস্ককে হুঁশিয়ারি করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়ের ম্যাক্রন। তুরস্ক সীমালঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন তিনি।  তিনি আরও বলেন, সিরিয়ার জিহাদি গোষ্ঠীগুলো থেকে ৩০০ যোদ্ধা তুরস্ক হয়ে আজারবাইজানের পথে রয়েছে। সীমা লঙ্ঘন করার অভিযোগ তুলে এই ঘটনায় তিনি ব্যাখ্যা দাবি করেছেন। নাগোরনো কারাবাখ নিয়ে লড়াইয়ে দীর্ঘদিনের মিত্র বাকুকে সমর্থন দিয়ে যাচ্ছে তুরস্ক। আজারবাইজানের সঙ্গে একটি অস্ত্রবিরতিতে পৌঁছাতে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করার প্রস্তুতির কথা জানিয়েছে আর্মেনিয়া। এদিকে নাগোরনো কারাবাখ অঞ্চলে দুই দেশের মধ্যে যুদ্ধ ষষ্ঠদিনে পা রেখেছে। লড়াই আরও তীব্র রূপ নিয়েছে। অঞ্চলটি নিয়ে দুই প্রতিবেশী কয়েক দশক ধরে তীব্র সংঘাতে লিপ্ত রয়েছে। তবে রবিবার শুরু হওয়া যুদ্ধ গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক। নাগোরনো-কারাবাখ আজারবাইজারের ভিতরে হলেও আর্মেনীয় নৃগোষ্ঠীর লোকজন অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে, আর্মেনিয়া তাদের...