Posts

১ অক্টোবর থেকে সৌদিগামী সব ফ্লাইট চালু হবে: পররাষ্ট্রমন্ত্রী

Image
  পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি সৌদি আরবগামী বাতিল হওয়া সব রুটের ফ্লাইট পহেলা অক্টোবর থেকে চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন তিনি। তিনি আরো বলেন, ওমানের প্রবাসীরাও কাজে ফিরতে পারবেন পহেলা অক্টোবর থেকে। তবে পিসিআর টেস্টের রিপোর্ট থাকতে হবে এবং পৌঁছে ১৪ দিন কোয়ারেন্টিন করতে হবে। যেসব সৌদি প্রবাসী বাংলাদেশিরা দেশে আসার সময় রিটার্ন টিকিট কেটে এসেছেন কিন্তু লকডাউনের কারণে আর ফিরতে পারেননি তাদেরকে সৌদি ফেরাতে এরই মধ্যে দুটি বিশেষ ফ্লাইট ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর বিমানের বিশেষ এই ফ্লাইট দুইটি পরিচালনা করা হবে। বিমান বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিমানের যেসব যাত্রী ১৬ ও ১৭ মার্চের জেদ্দা ও রিয়াদের বিমানের রিটার্ন টিকিট কেটেছিলেন তাদের আগামী ২৬ সেপ্টেম্বর (ঢাকা-জেদ্দা) ও ২৭ সেপ্টেম্বর (ঢাকা -রিয়াদে) যাত্রীবাহী ফ্লাইটে সৌদি আরব নিয়ে যাওয়া হবে। এর আগে বিমানের বেশ কয়েকটি বিশেষ ফ্লাইট সৌদি গেলেও সেখানে যাত্রী নেয়া হয়েছিল নিবন্ধন ও ‘আগে আসলে আগে পাবে...

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করবে আরও একটি আরব রাষ্ট্র

Image
  ইসরায়েলের সঙ্গে আরো একটি আরব রাষ্ট্র স্বাভাবিক সম্পর্ক করতে যাচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্র প্রতিনিধি। গতকাল বুধবার সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে একথা বলেন যুক্তরাষ্ট্র প্রতিনিধি ক্যালি ক্রাফ্ট। ক্রাফ্ট বলেন, ‘আমার জানা মতে শিগগির অনেক রাষ্ট্র ঘোষণা দিতে যাচ্ছে। এছাড়া আগামী দুই এক দিনের মধ্যে একটি দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে।’ ক্রাফ্ট আরো বলেন, ‘আরো কিছু দেশকে ইসরায়েলের সঙ্গে চুক্তিতে আনার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র।’ গত ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পৃষ্ঠপোষকতায় ইসরায়েলের সঙ্গে আমিরাত ও বাহরাইন স্বাভাবিক সমর্কের চুক্তি স্বাক্ষর করে। সূত্র : আরব নিউজ। বিডি-প্রতিদিন/শফিক

কাঁদতে কাঁদতে ভারত সীমান্তে যাচ্ছে চীনা সেনারা (ভিডিও)

Image
  সীমান্তে যাওয়ার আগে কাঁদছে চীনা সেনারা। গত কয়েক মাস ধরেই ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে সংঘাত চলছে চীনের। এমন পরিস্থিতিতে গত ২০ সেপ্টেম্বর তাইওয়ানের গণমাধ্যমে একটি ভিডিও প্রকাশ হয়েছে। যেখানে চীনের সেনারা সীমান্তে যাওয়ার আগে হাউমাউ করে কাঁদতে দেখা গেছে। পূর্ব চীনা প্রদেশ আনহুইয়ে একটি আঞ্চলিক নেটওয়ার্ক গত সপ্তাহে ভিডিওটি প্রকাশ করে। সেখানে দেখা যায়, চীনের ইংঝু জেলার ফুইয়াং শহর দিয়ে সেনা বাস যাচ্ছে, তরুণ সেনারা বাসে বসে বিখ্যাত চীনা সামরিক গান গ্রিন ফ্লাওয়ার্স ইন দ্য আর্মি গাইতে গাইতে চলেছে কিন্তু অনেকেই সেখানে কাঁদছে । এই ভিডিওটিই পুরো বিশ্বে প্রচার করেছে লিবার্টি টাইমস ও তাইওয়ান নিউজের মত কয়েকটি স্বাধীনতাকামী তাইওয়ানি সংবাদমাধ্যম, যারা চীন বিরোধী অবস্থানের জন্য খ্যাত। তারা এই কান্নাকে মৃত্যুভয় বলে ব্যাখ্যা করেছে। ভিডিওটি টুইটার, ফেসবুক সহ সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে গিয়েছে। এই ভিডিওটি তাৎপর্যপূর্ণভাবে ছড়িয়েছেন পাকিস্তানি কমেডিয়ান জায়েদ হামিদ। তিনি ভিডিওটি শেয়ার করে লিখেছেন,আমরা পাকিস্তানিরা তোমায় সমর্থন করি চীন। সাহস রাখ। তাইওয়ানি মিডিয়ার দাবি, ...

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

Image
  প্রতীকী ছবি ভরিতে স্বর্ণের দাম দুই হাজার ৪৪৯ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে দেশের বাজারে ভালো মানের স্বর্ণের ভরির দাম কমে ৭৪ হাজার ৮ টাকায় দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ বৃহস্পতিবার থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য কিছুটা হ্রাস পাওয়ায় ক্রেতা সাধারণের কথা চিন্তা করে বাজুসের সিদ্ধান্ত মোতাবেক ২৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের মূল্য নির্ধারণ করা হয়েছে। ‘আজ (২৪ সেপ্টেম্বর) থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দুই হাজার ৪৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৮ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ভরি ৭০ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ভরি ৬২ হাজার ১১১ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫১ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।’ তবে রুপার দাম পূর্বের নির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ ক...

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে পরিপত্র

Image
  সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনরায় চালুর নির্দেশিকা অনুযায়ী বিদ্যালয় খোলার পূর্বপ্রস্তুতি নিতে পরিপত্র জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন স্বাক্ষরিত এ পরিপত্র জারি করা হয়। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালুর ক্ষেত্রে প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে পরিপত্রে। এর আগে গত ৩ সেপ্টেম্বর পুনরায় বিদ্যালয় চালুর জন্য নির্দেশিকা প্রস্তুত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ওই নির্দেশিকা মেনে প্রাথমিক বিদ্যালয় খোলার আগে যেসব পূর্বপ্রস্তুতি নেওয়া দরকার তা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে প্রয়োজনীয় সামগ্রী কেনা এবং বিদ্যালয় আঙ্গিনা ও আসবাবপত্র পরিষ্কার-পরিচ্ছন্ন করারও নির্দেশ দেওয়া হয়েছে। পরিপত্রে বলা হয়, কভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণের জন্য বিশ্বব্যাপী বিদ্যালয়গুলোর মতো বাংলাদেশেও প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। এর ফলে শ্রেণি কার্যক্রমে ব্যাঘাতসহ শিশুর শিখন যোগ্যতার উপর নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে প্রান্তিক শিক্ষার্থীরা যত বেশি সময় বিদ্যালয়ের বাইরে থাকবে, তাদের বিদ্যালয়ে ফ...

জার্মানিতে মাইকে আজান নিষিদ্ধের মামলায় মুসলিমদের জয়

Image
  প্রতীকী ছবি জার্মানির একটি শহরে মাইকে আজান নিষিদ্ধের মামলায় মুসলিমদের জয় হয়েছে। জানা গেছে,  মাইকে আজান দেয়া নিষিদ্ধ করার দাবিতে স্থানীয়রা মামলা করেন। টানা পাঁচ বছরের আইনি লড়াই শেষে বুধবার মামলাটি খারিজ করে দিয়েছেন জার্মান আদালত। ফলে, এখন থেকে শহরটিতে মাইকে আজান দিতে আর কোনও বাধা থাকল না। খবর আল জাজিরার।       রায় ঘোষণায় জার্মানির বিচারক বলেছেন, অন্যরাও ধর্মীয় চর্চা করবে এটা প্রতিটি সমাজকে অবশ্যই মানতে হবে। যতক্ষণ কাউকে ধর্মচর্চায় জোর করা হচ্ছে না, ততক্ষণ অভিযোগ জানানোর কোনও সুযোগ নেই। উল্লেখ্য, ২০১৫ সালে জার্মানির উত্তর রাইন-ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যের ওর-এরকেনশিক শহরের বাসিন্দারা আজানের সময় মাইক ব্যবহারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। মসজিদ থেকে ৯০০ মিটার দূরে বসবাসকারী একটি পরিবারের অভিযোগ ছিল, আজানের শব্দে তাদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুন্ন হচ্ছে। কিন্তু পরিবারটির এ দাবি খারিজ করে দিয়েছেন জার্মান আদালত। বিডি-প্রতিদিন/শফিক

বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়ার পূর্বাভাস

Image
  Department of Meteorology. Photo: Collected There may be temporary gusts or gusts of wind with thunderstorms in some parts of the country. River ports in these areas have been asked to display warning signal number 1. The weather forecast for the inland river ports of the country till 6 pm today is Rangpur, Dinajpur, Rajshahi, Bogra, Pabna, Mymensingh, Sylhet, Tangail, Dhaka, Faridpur, Madaripur, Jessore, Kushtia, Khulna, Barisal, Patuakhali, Comilla. 45-60 km per hour from south-south-east through Chittagong and Cox's Bazar areas. There may be temporary gusts or gusts of wind with heavy rain or thunderstorms. Ittefaq / AM