Posts

আনুষ্ঠানিকভাবে বিজেপিতে জ্যোতিরাদিত্য, সরকার ফেলার খেলা শুরু/১১ মার্চ ২০২০, ১৮:৪৫

Image
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কংগ্রেস ছাড়ার পর প্রত্যাশামতো বিজেপিতে যোগ দিলেন মধ্যপ্রদেশের নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আজ বুধবার দুপুরে বিজেপির সদর দপ্তরে রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দেন। আনুষ্ঠানিকতা শেষে তিনি বলেন, কংগ্রেস আর সেই কংগ্রেস নেই। যেসব প্রতিশ্রুতি দিয়ে মধ্যপ্রদেশে তাঁরা ক্ষমতায় এসেছিলেন, এত দিন কেটে গেলেও তা পূরণ হয়নি। জ্যোতিরাদিত্য বলেন, জনসেবার জন্য তিনি রাজনীতিতে এসেছিলেন। কংগ্রেসে থেকে জনতার সেই সেবা আজ আর করা যাচ্ছে না। তিনি বলেন, ভোটের আগে কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। বলেছিল, ক্ষমতায় আসার ১০ দিনের মধ্যে ঋণ মওকুফ করা হবে। অথচ আজও হয়নি। তিনি বলেন, বিজেপিতে এসে নতুনভাবে সবকিছু তিনি শুরু করতে চান। বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা বলেন, জ্যোতিরাদিত্যের দাদি রাজমাতা বিজয়রাজে সিন্ধিয়া ছিলেন বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা। চিরকাল তিনি সংঘের আদর্শ মেনে চলেছেন। জ্যোতিরাদিত্য দলে যোগ দেওয়ার সিন্ধিয়া পরিবারের আর কেউ অন্য দলে থাকলেন না। জ্যোতিরাদিত্য বিজেপিতে শামিল হওয়ার পর এখন দেখার, মধ্যপ্রদেশ থেকে তাঁকে রাজ্যসভায় নিয়ে আস...

উহানে এবার কারখানা চালু করার অনুমতি

Image
করোনা মহামারি থেকে জেগে উঠছে উহান। ছবি: এএফপি করোনাভাইরাসের প্রথম প্রাদুর্ভাব ঘটে চীনের উহান শহরে। সেখানে আবার কারখানা চালু করতে বড় কিছু প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ। এর মাধ্যমে চীন ভয়াবহ এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হওয়ার ইঙ্গিত দিল। আজ বুধবারই নতুন করে এ অনুমতি দিল চীন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গতকাল মঙ্গলবার হুবেই প্রদেশের রাজধানী উহান সফর করেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। গত জানুয়ারি মাসের শেষ দিক থেকে পুরো শহর অবরুদ্ধ করে ফেলা হয়েছিল। করোনা ছড়ানোর পর শহরটিতে প্রথমবারের মতো গতকাল গেলেন প্রেসিডেন্ট পিং। করোনায় বিপর্যস্ত উহানে সাম্প্রতিক সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা অনেক কমে গেছে। উহান ছাড়া হুবাইয়ের অন্য শহরগুলোয় কয়েক দিন ধরে নতুন কারও আক্রান্ত হওয়ার খবর মেলেনি। হুবাইয়ের প্রাদেশিক সরকার বলেছে, নিত্যপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান, মহামারি প্রতিরোধে কাজ করা প্রতিষ্ঠান বা মানুষের প্রয়োজনীয় সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো সেখানে কাজ শুরু করতে পারে। উহানে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোও তাদের তৎপরতা শুরু করবে বলে জানা গেছে। জাপ...

স্বামীর সঙ্গে থাকতে ভারতের নাগরিকত্ব চান মিথিলা

Image
সৃজিত, মিথিলা ও মেয়ে আইরা সম্প্রতি বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী, মডেল ও উপস্থাপক রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করেছেন ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। দুই দেশেই এই তারকা দম্পতির বিয়ে নিয়ে এখনও চলছে বেশ আলোচনা। ভক্তদের নানা আগ্রহের কেন্দ্রবিন্দু এই তারকা দম্পতি। নানা কথা ও নিজের ভাবনা নিয়ে ভারতের গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশি তারকা মিথিলা। মিথিলা ভারতের নাগরিকত্ব নিতে চাইবেন কিনা? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নাগরিকত্ব খুবই জটিল একটা বিষয়। তাই এখনই ভাবতে চাই না। নাগরিকত্ব নিতে অন্তত ১১-১২ বছর সময় লেগে যাবে হয়ত। অনেক আইনি জটিলতা রয়েছে। তাছাড়া নাগরিকত্ব আদৌ বদলাবো কিনা সেই সিদ্ধান্ত এখনও নিইনি। আপাতত ঠিকভাবে ভিসা পেলেই হবে।’ এদিকে ভারতে সম্প্রতি নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে একটা বিতর্ক চলছে। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া নিয়ে বিতর্ক চলমান রয়েছে। এ বিষয় নিয়ে মিথিলার মতামত জানতে চাইলে জবাবে বলেন, ‘ধর্মের ভিত্তিতে কিছুই হওয়া ঠিক নয়।’ জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহব...

ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ফের রকেট হামলা, নিহত ৩

Image
ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ফের রকেট হামলা। ছবি: বিবিসি। ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে তাজি মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। বুধবারের এই হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের এবং আরেকজন যুক্তরাজ্যের সেনা রয়েছে। এছাড়া একজন মার্কিন ঠিকাদারও এই হামলায় নিহত হয়েছেন। হামলার ক্ষয়-ক্ষতি আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা বলেন, তাজি সামরিক ঘাঁটি পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা তদন্তের বাইরে কিছু বলবো না যেটি এখনো চলছে। ইরকের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গত অক্টোবর থেকে ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে এই নিয়ে বাইশবার রকেট হামলা চালানো হয়েছে। এদিকে এই হামলার কথা নিশ্চিত করেছে মার্কিন সেনাবাহিনী। একটি টুইটে মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল মাইলস ক্যাগগিনস বলেন, কমপক্ষে ১৫টি রকেট হামলা চালানো হয়েছে। এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলার ঘটনায় এক ইরাকি সেনা এবং একজন মার্কিন ঠিকাদার নিহত হন। হামলার জন্য ইরানের ঘনিষ্ঠ ইরাকি গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহকে দায়ী করে তাদ...

গ্রীস শরনার্থীদের সঙ্গে নাৎসিদের মতো আচরণ করছে: এরদোয়ান

Image
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে পালিয়ে তুরস্কে আশ্রয় নেয়া প্রায় দশ হাজার শরনার্থী ইউরোপের দেশ গ্রীসে প্রবেশ করতে চাইছে। আর এদেরকে প্রতিরোধ করার জন্য গ্রীস নাৎসিদের মতো আচরণ করছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার তুরস্কের পার্লামেন্টে ভাষণ দেয়ার সময় এরদোয়ান এই অভিযোগ করেন। এসময় শরনার্থীদের ওপর অত্যাচারের ভিডিও ফুটেজও পার্লামেন্টে দেখান তুরস্কের প্রেসিডেন্ট। এসময় এরদোয়ান বলেন, নাৎসিরা জার্মানিতে যা করেছে সেটির সঙ্গে এই ছবিগুলোর কোন পার্থক্য নেই। তাদের সঙ্গে যা করা হচ্ছে এটি বর্বরতার শামিল। তবে শরনার্থীদের অত্যাচারের যে ভিডিও ফুটেজ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়েছে সেটি ভুয়া বলে দাবি করেছে গ্রীস। সিরিয়ায় যুদ্ধের কারণে সেখান থেকে পালিয়ে আসা ৩৬ লাখ শরনার্থী তুরস্কে আশ্রয় নিয়েছে । এসব শরণার্থীর ইউরোপে যাওয়া ঠেকাতে তুরস্কের সঙ্গে চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে এরদোয়ানের অভিযোগ ইইউ ওই চুক্তি ভঙ্গ করেছে। আর চুক্তি ভঙ্গ করায় তুরস্ক চাইছে এই সব শরনার্থীদের ইউরোপের বিভিন্ন দেশে পাঠাতে। ইত্তেফা...

প্রকাশ্যে এল জইশ প্রধান মাসুদ আজহারকে নিয়ে পাকিস্তানের মিথ্যাচার! (ভিডিও)

Image
মাওলানা মাসুদ আজহার প্রকাশ্যে এল জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ’র প্রধান মাওলানা মাসুদ আজাহারীকে নিয়ে পাকিস্তান সরকারের মিথ্যাচার। দেশটির নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির প্রধান নেতা মাসুদ আজহার নিখোঁজ রয়েছেন বলে বৈশ্বিক অর্থ পাচার পর্যবেক্ষণ সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)-কে জানিয়েছিল পাকিস্তান। কিন্তু সেটি মিথ্যা প্রমাণিত হয়েছে। প্রকৃতপক্ষে মাসুদ আজহার বর্তমানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টিলিজেন্স (আইএসআই) এ নিরাপত্তা হেফাজতে রয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যকার ঐতিহাসিক চুক্তির পর। গোয়েন্দা সংস্থার বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন-নিউজ১৮। প্রতিবেদনে বলা হয়, তালেবান-যুক্তরাষ্ট্রের ওই চুক্তির পরই পরই মাসুদ আজহার বিবৃতি দিয়ে বলেন, এটি জিহাদ ও জিহাদি সংগঠনগুলোর জন্য একটি বিশাল বিজয়। জানা গেছে, মাওলানা মাসুদ আজহারকে সঙ্গে নিয়ে মুফতি রউফ আজগার ও মাওলানা আমার পাকিস্তানের রাওয়ালপিন্ডি ছাড়েন ৩ মার্চ, ২০২০। তারা দু’জন মাসুদ আজহারকে আইএসাই কর্মকর্তাদের কাছে দিয়ে ফিরে আসেন। পরে আইএসআই তাকে একটি নিরাপদ স্থানে স্থানান্...

ইরাকে আইএস জঙ্গি ভেবে বাংলাদেশিকে গুলি করে হত্যা

Image
ইরাকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য ভেবে ভুলবশত এক বাংলাদেশি শ্রমিককে গুলি করে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। ইরাকের গণমাধ্যম বেসনিউজ এমনটাই জানিয়েছে। তারা জানায়, দেশটির মসুল প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুর্দিস শহরে এ ঘটনা ঘটে। জানা গেছে, কুর্দিস শহরের মাখমুর এলাকার উদ্দেশে যাচ্ছিলেন ওই ৪ বাংলাদেশি। তবে সে এলাকায় ঢোকার আগ মুহূর্তেই ইরাকি সেনাবাহিনীর একটি টহল দল আইএস জঙ্গি ভেবে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তাতে ঘটনাস্থলেই ওই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে। এছাড়া আরও তিন জন বাংলাদেশিকে আহত অবস্থায় আটক করা হয়। এদিকে মাখমৌরের মেয়র রিজকার মোহাম্মদ বাংলাদেশি শ্রমিকদের গ্রেফতার হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। বিডি প্রতিদিন/ ওয়াসিফ