চীনের হোটেলে আটকে পড়াদের খাবার পৌঁছে দিচ্ছে রোবট
হোটেলে আটকেপড়াদের খাবার পৌঁছে দিচ্ছে রোবট লিটল পিনাট [ছবি: সংগৃহীত] করোনা ভাইরাস আতঙ্কে হোটেলবন্দি মানুষ। হোটেল থেকে বাইরে বের হতেও পারছেন না তারা। এ অবস্থায় তাদের দরজায় দরজায় খাবার পৌঁছে দিচ্ছে রোবট। সংক্রমণ এড়াতে এভাবেই প্রযুক্তির সাহায্য নিচ্ছে চীন। হোটেলের প্রতি রুমে ঘুরে ঘুরে রোবটের খাবার পৌঁছে দেওয়ার ঐ ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। এই রোবটটির নাম লিটল পিনাট। ভিডিওটি চীনের হনঝাউয়ের একটি হোটেলের। তাতে দেখা যাচ্ছে, রোবটটি স্তরে স্তরে সাজানো খাবার নিয়ে ঐ হোটেলের প্রতিটা রুমের সামনে পৌঁছে যাচ্ছে। তারপর জোরে ঘোষণা করছে, ‘হ্যালো। মিষ্টি লিটল পিনাট আপনার খাবার নিয়ে পৌঁছে গেছে, তা সংগ্রহ করে নিন। সংগ্রহ করা হয়ে গেলে ফিনিশ বোতাম টিপে দিন। খাবার সংগ্রহের পর ফিনিশ বোতামে চাপ দেওয়া মাত্রই আবার রোবট বলে উঠছে, খাবার উপভোগ করুন, আর কিছু প্রয়োজন হলে ইউচ্যাটে হোটেলের স্টাফকে জানান। হোটেলের একটা রুমে খাবার পৌঁছে দেওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রোবট রওনা দিচ্ছে অন্য রুমের দিকে। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ছড়িয়ে পড়া এ ভিডিওটি অবশ্য জানুয়ারির। ২৭ এবং ২৮ জান...