কলকাতায় দ্বিতীয় মেট্রোরেলের উদ্বোধন, আমন্ত্রণ পাননি মমতা
ইস্ট–ওয়েস্ট মেট্রোরেল। ছবি: ভাস্কর মুখার্জি কলকাতাবাসীর দীর্ঘপ্রতীক্ষিত মেট্রোরেলের দ্বিতীয় লাইনের উদ্বোধন হচ্ছে আজ বৃহস্পতিবার। কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল রেল উদ্বোধন করবেন। রেলপথের নাম ইস্ট-ওয়েস্ট মেট্রোরেল। এটি কলকাতায় মেট্রোরেলের দ্বিতীয় প্রকল্প। তবে কলকাতা মেট্রোরেলের দ্বিতীয় প্রকল্পের উদ্বোধন হলেও অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই আমন্ত্রণ না পাওয়ার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতারা বলছেন, এটি ইতিহাসের পুনরাবৃত্তি। ইস্ট–ওয়েস্ট মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ না পেলেও পেয়েছেন স্থানীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, স্থানীয় বিধায়ক সুজিত বসু এবং বিধাননগর পৌর করপোরেশনের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। আমন্ত্রণ পাননি রাজ্যের মুখ্যসচিব এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও। এতে ক্ষুব্ধ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তাই এ অনুষ্ঠানে যোগ দেবেন না পশ্চিমবঙ্গ সরকারের কোনো প্রতিনিধি, শাসক তৃণমূল কংগ্রেসের সাংসদ, বিধায়ক এবং মন্ত্রীরা। এর আগে মেট্রোরেলের প্রথম লাইনের প্রকল্প দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত চালু হয়েছিল ১৯৮৪ সালের ২৪ অক্টোবর। ...