Posts
প্রযুক্তি হুমকিতে ফেলতে যাচ্ছে যে সাতটি পেশা
- Get link
- X
- Other Apps
ছবি: সংগৃহীত আপনার কাজ কি কিছুটা একঘেয়ে ও নিরস ধরনের? হলেও এ নিয়ে উদ্বেগের কিছু নেই। জীবিকার প্রয়োজনে মানুষ বেছে নেয় নানা ধরনের পেশা এবং কাজ করতে করতে কোনোটি হয়ে যায় রুটিন বা একঘেয়ে। আর এ ধরনের রুটিন বা সহজে অনুধাবন যোগ্য কাজগুলো আগামী পাঁচ বা ১০ বছরের মধ্যে হয়ে যাবে অনেকটা অঙ্কের নিয়মে। লেখক জন পুগলিয়ানো বলছেন এটি আর কোথাও না হলেও উন্নত দেশগুলোতে হবে। অর্থাত্ মানুষকে আর হাতে কলমে এ ধরনের কাজগুলো করতে হবে না। গবেষণা করে তিনি চিহ্নিত করেছেন এমন কয়েকটি পেশা যেগুলো তার মতে রীতিমতো হুমকির মুখে আছে। যদিও এ মুহূর্তে এসব পেশাকে নিরাপদই মনে করা হচ্ছে। বিবিসি মুণ্ডু ও বিবিসি স্প্যানিশ সার্ভিসকে তিনি বলেন, ‘চিকিত্সক ও আইনজীবীরা কখনোই হারিয়ে যাবেন না। কিন্তু শ্রম খাতের একটি বড়ো অংশই আর থাকবে না।’ মিস্টার পুগলিয়ানোর মতে প্রযুক্তির কারণে ক্ষতির মুখে পড়বে এমন সাতটি পেশা হলো— চিকিত্সক : এটা ঠিক যে চিকিত্সকদের চাহিদা সবসময় থাকবে। এমনকি বিশ্বে বয়স্কদের সংখ্যা বেড়ে যাওয়ার প্রবণতার মধ্যেও। কিন্তু পুগলিয়ানো বিশ্বাস করেন এ খাতে কিছু জায়গায় লোকবল হুমকির মুখে পড়বে প্রযুক্তির কারণে। কারণ...
স্বর্ণের চেয়েও দামি প্যালেডিয়ামের দাম বেড়েই চলছে
- Get link
- X
- Other Apps
বৈশ্বিক পণ্যের বাজারে প্যালেডিয়াম ধাতুর দাম বেড়ে গেছে। গত দুই সপ্তাহে এই ধাতুর দাম লাফ দিয়ে ২৫ শতাংশ বেড়েছে। গত বছরের তুলনায় যার মূল্য এখন দ্বিগুণ। এক আউন্স (২৮.৩৫ গ্রাম) প্যালেডিয়ামের দাম দুই হাজার পাঁচশ ডলার যেটা স্বর্ণের দামের চেয়ে অনেক বেশি। যে হারে এই ধাতুর দাম বাড়ছে তাতে করে খুব দ্রুত এর দাম কমার কোন সম্ভাবনা নেই। কিন্তু প্রশ্ন হলো এই প্যালেডিয়াম ধাতু টা কি? কী কাজে এটার ব্যবহার হয়? এবং কেন এটার দাম হু হু করে বাড়ছে? প্যালেডিয়াম কী? দেখতে সাদা চকচকে ধাতু। ধাতুটি প্লাটিনাম ধাতু যে গোত্রের সেই একই গোত্রের। এই ধাতুর গোত্রে রুথেনিয়াম, রেডিয়াম, অসমিয়াম এবং ইরিডিয়ামও রয়েছে। রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে বিশ্বের বেশিরভাগ প্যালেডিয়াম পাওয়া যায়। খনি থেকে অন্যান্য ধাতু বিশেষ করে প্লাটিনাম এবং নিকেল থেকে নিষ্কাসিত বাইপ্রোডাক্ট বা উপজাত এই প্যালেডিয়াম। এটা কী কাজে ব্যবহার করা হয়? গাড়ির একটা গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ 'ক্যাটালিটিক কনভার্টার' তৈরির জন্য এটা মূলত বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়। এই ক্যাটালিটিক কনভার্টার গাড়ির দূষিত গ্যাস নির্গমন ...
রাকিবুলের হ্যাটট্রিক, স্কটল্যান্ডকে হারিয়ে সুপার লিগ নিশ্চিত বাংলাদেশের
- Get link
- X
- Other Apps
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে রাকিবুল হাসান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ে স্কটল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে স্কটল্যান্ডের দেওয়া ৯০ রানের টার্গেট ৩৩.২ ওভার আর ৭ উইকেট হাতে রেখেই টপকে যায় লাল-সবুজের জার্সি ধারীরা। হ্যাটট্রিকসহ একাই ৪ উইকেট নিয়েছেন রাকিবুল। এদিকে, টানা দুই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সি গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সুপার লিগের খেলা নিশ্চিত করল বাংলাদেশ। এদিন, টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে স্কটল্যান্ড। এরপর মিডল অর্ডারে এসে হানা দেন রাকিবুল হাসান। তার হ্যাটট্রিকসহ ৪ উইকেটে ৩০.৩ ওভারে মাত্র ৮৯ রানেই গুটিয়ে যায় স্কটল্যান্ড। ২৫তম ওভারে বল করতে এসে তৃতীয় বল থেকে পঞ্চম- এই তিন বলে টানা তুলে নেন কেস সাজ্জাদ, লিলে রবার্টসন এবং চার্লি পিটকে। শেষ পর্যন্ত ৫.৩ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নেন রাকিবুল হাসান। স্কটল্যান্ডের পক্ষে উজাইর শাহ সর্বোচ্চ ২৮ রান করেন। শেষ দিকে জেমি কেয়ার্নস ২২ বলে করেন ১৭ রান। বাকিরা দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেননি। রাকিবুল হাসানের ৪ উইকেট ছাড়া শরিফু...
মায়ের কোলে দিতেই নড়ে উঠল মৃত বলে ফেলে রাখা নবজাতক!
- Get link
- X
- Other Apps
সংগৃহীত ছবি চুয়াডাঙ্গা শহরের হাসপাতাল সড়কের ‘উপশম নার্সিং হোম’-এ নরমাল ডেলিভারির মাধ্যমে প্রসূতি জিনিয়া খাতুনের কোলজুড়ে জন্ম নেয় একটি কন্যা শিশু। কিন্তু শিশুটি জন্ম নিলেও বাবা-মায়ের মুখে পড়ে হতাশার ছাপ। সদ্য জন্ম নেওয়া শিশুটিকে মৃত বলে ঘোষণা করে ওই ক্লিনিক কর্তৃপক্ষ। মৃত ভেবে কিছুক্ষণ পর শিশুটিকে যখন প্যাকেটে ভরার প্রস্তুতি চলছিল ঠিক তখনই শিশুটি নড়ে উঠে জীবিত বলে জানান দেয়। এরপর তড়িঘড়ি করে ক্লিনিক কর্তৃপক্ষ নবজাতকটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সোমবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে শহরজুড়ে শুরু হয় চাঞ্চল্য। জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের আবদুল হালিম ও জিনিয়া খাতুনের বিয়ে হয় কয়েক বছর আগে। এরই মধ্যে জিনিয়ার গর্ভে সন্তান আসে। তাকে নিয়মিত চেকআপ করতেন জেলা শহরের উপশম নার্সিং হোমের স্বত্বাধিকারী ডা. জিন্নাতুল আরা। রবিবার বিকেলে জিনিয়ার প্রসব বেদনা শুরু হলে তাকে নেওয়া হয় ডা. জিন্নাতুল আরার কাছে। সেখানে তার তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন জিনিয়া। সোমবার ভোর ৪টার দিকে কন্যাসন্তান প্রসব করেন জিনিয়া খাতুন। প্রসূতি জিনিয়া খাতুন বলেন, র...
হোম দেশগ্রাম দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ায় স্বামীকে দুধগোসলে বরণ করলেন প্রথম স্ত্রী
- Get link
- X
- Other Apps
সংগৃহীত ছবি দ্বিতীয় স্ত্রীকে তালাক দেয়ার পর দুধ দিয়ে গোসল করিয়ে স্বামীকে বরণ করে নিয়েছেন প্রথম স্ত্রী। রবিবার রাতে গাজীপুরের মাওনা ইউনিয়নের সিংগারদীঘি গ্রামে অভিনব এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় গ্রামবাসী নিজেদের খরচে খিচুরি রান্না করে ডাকঢোল পিটিয়ে আনন্দ করেছেন। জানা গেছে, সিংগারদীঘি গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে আজিজুল হক ২০০১ সালে পার্শ্ববর্তী ছলিংমোড় এলাকার আবদুল মজিদের মেয়ে তাজনাহারকে বিয়ে করেন। বিয়ের পর সুখ-স্বাচ্ছ্যন্দ্যেই কাটে তাদের সংসার। ওই দম্পতির ঘরে দু'জন সন্তান আছে। ২০১৩ সালে স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য কথাকাটাকাটি থেকে মনোমালিন্যের সৃষ্টি হলে শিউলী আক্তার নামে অন্য নারীকে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর থেকেই সংসারে ঝগড়াঝাটি লেগে থাকত। পরে আজিজুল নিজের ভুল বুঝতে পেরে আইনিভাবে দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেন। এ বিষয়ে আজিজুল হক বলেন, দ্বিতীয় বিয়ে করার পর থেকে সংসারে অশান্তি শুরু হয়। শান্তি ফেরাতে দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়েছি। আমি ভালো হয়ে গেছি। আগের ভুল থেকে পরিশুদ্ধ হয়ে নতুন করে জীবন শুরু করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গ্রামের মানুষ নিজেরাই আয়োজন ...
সিরিয়ায় রুশ সেনাদের আটকে দিলেন মার্কিন সেনারা
- Get link
- X
- Other Apps
সিরিয়ার কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিটসের নিয়ন্ত্রণে থাকা একটি তেলক্ষেত্রে প্রবেশের সময় রুশ সেনাদের আটকে দিয়েছেন মার্কিন সেনারা। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের হাসাখা প্রদেশের রুমাইলান তেলক্ষেত্র নিয়ে দেশ দুটির মধ্যে চলমান বিবাদের মধ্যেই এমন ঘটনা ঘটলো। শনিবার পথরোধের পর তাদের ফিরে যেতে বাধ্যও করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদসংস্থা আনাদালু এজেন্সি। অন্যদিকে গেল বৃহস্পতিবার রুমাইলান তেলক্ষেত্রে নিকটে একটি সেনাক্যাম্প করতে যাওয়ার সময় গেল বৃহস্পতিবার রুশ সেনাদের আটকে দিয়েছিল ওয়াইপিজি গ্রুপ। কামিশিলি শহর দিয়ে তেল সমৃদ্ধ ওই অঞ্চলটি যাওয়ার পথে রুশদের বাঁধা হয়ে দাঁড়িয়েছিল ওয়াইপিজি। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন