Posts

‘উন্নয়নের রোল মডেল হিসেবেও সম্মান অর্জন করেছে বাংলাদেশ’

Image
ব্যাংককে চলমান দুর্যোগ ও বিপর্যয় মোকাবিলার বিষয়ে আরসিসির পঞ্চদশ সম্মেলনের বাংলাদেশের প্রতিনিধি দল। ছবি: দুর্যোগ প্রতিমন্ত্রীর ফেসবুক পোস্ট থেকে 'বিশ্বে এখন বাংলাদেশ শুধু প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাতেই রোল মডেল নয়, উন্নয়নেরও রোল মডেল হিসেবে আলাদা একটা সম্মান অর্জন করেছে বাংলাদেশ', বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শুক্রবার বেলা ১২টার দিকে নিজ ফেসবুক ওয়ালে এ বিষয়ে একটি স্ট্যাটাস পোস্ট করেন তিনি। একই সঙ্গে ওই পোস্টে দুর্যোগ মোকাবেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নকাণ্ডও তুলে ধরেন তিনি। স্ট্যাটাসে তিনি লেখেন, 'দুর্যোগ মোকাবেলায় পথিকৃৎ ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭০ সালের ভয়াল ঘূর্ণিঝড়ে মৃত্যু হয় প্রায় ১০ লাখ মানুষের। এতবড় মানবিক বিপর্যয়ের পরও তৎকালীন পাকিস্তান সরকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সাহায্য-সহযোগিতার হাত বাড়ায়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সে সময় দুর্গত এলাকায় উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা ক...

শিথিলতার পরেও জন্মহার বাড়ছে না চীনে

Image
ফাইল ছবি জন্মহার বাড়ছে না চীনে। 'এক সন্তান নীতি' শিথিল করার পরেও ২০১৯ সালে চীনে প্রতি হাজারে জন্মহার ছিল ১০.৪৮ শতাংশ । ১৯৪৯ সালের পর থেকে দেশটিতে এটি সবচেয়ে কম জন্মহার। চীন সরকারের পক্ষ থেকে জানানো হয়, ২০১৯ সালে চীনের ১৪৬ কোটি ৫০ হাজার জনসংখ্যার মধ্যে গর্ভপাত করা হয়েছে প্রায় ৫ লাখ ৮০ হাজার জনের। চীনে 'এক সন্তান নীতি' চালু হওয়ার পর থেকে দেশটিতে গর্ভপাতের পরিমাণ বেড়ে যায় যা এখনও অব্যাহত রয়েছে। উল্লেখ্য, ১৯৭৯ সালে জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণের জন্য এক সন্তান নীতি চালু করে চীন সরকার। তখন এক সন্তানের বেশি হওয়ায় অনেকেরই চাকরি থেকে বরখাস্ত করে দেয়ার মত শাস্তি দেওয়া হয়। যদিও গত কয়েক বছর ধরে চীন সরকার জন্মহার বাড়ানোর পরিকল্পনা করলেও সেটি আর বাড়ছে না। বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

আরও ৫ দেশ একজোট, আন্তর্জাতিক মহলে চরম কোণঠাসা ইরান

Image
পাঁচ দেশের প্রতিনিধি দল ইরানের উপর আরও চাপ বাড়াল আন্তর্জাতিক মহল। পাঁচটি দেশ একজোট হয়ে এবার ইউক্রেনের বিমান বিধ্বস্তের ক্ষতিপূরণ চাওয়ায় চরম কোণঠাসা ইরান। ইউক্রেনের যে বিমানে ইরান মিসাইল হামলা চালিয়েছিল, তার জন্য এ বার তেহরানের কাছে ক্ষতিপূরণ দাবি করা হল। একই সঙ্গে জানানো হল, যত দিন পর্যন্ত এই ঘটনার সমস্ত উত্তর ইরান দেবে না, ততদিন পর্যন্ত তাদের ছাড়াও হবে না। ইরান ছাড়াও ৫টি দেশের যাত্রী ছিলেন ইউক্রেনের ওই বিমানে।  বৃহস্পতিবার লন্ডনে কানাডার দূতাবাসে একজোট হয়েছিলেন কানাডা, ইউক্রেন, সুইডেন, আফগানিস্তান এবং যুক্তরাজ্যের প্রতিনিধিরা। নিহত যাত্রীদের প্রতি শোক প্রস্তাব জানিয়ে তারা একটি বৈঠক করেন। পরে যৌথ বিবৃতি প্রকাশ করে তারা জানান, নিহত যাত্রীদের পরিবার সদস্যদের ক্ষতিপূরণ দিতে হবে তেহরানকে। একই সঙ্গে একটি নিরপেক্ষ তদন্তের সুযোগ করে দিতে হবে। যে তদন্তে অংশ নেবেন এই পাঁচটি দেশের প্রতিনিধিরা। তাদের বক্তব্য, শেষ পর্যন্ত বিমানে হামলা চালানোর বিষয়টি ইরান স্বীকার করলেও এখনও অনেক প্রশ্নের উত্তর তারা দিচ্ছে না। যতদিন পর্যন্ত সেই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে না, ততদিন তেহর...

ভারতে ১০ লাখ চাকরি সৃষ্টির প্রতিশ্রুতি দিলেন জেফ বেজোস

Image
ভারতে ১০ লাখ চাকরি সৃষ্টির প্রতিশ্রুতি দিলেন অ্যামাজন প্রধান জেফ বেজোস। এর আগে, জেফ বেজোস ঘোষণা দিয়েছিলেন, দেশের বিভিন্ন শহর ও গ্রামে ছোট ও মাইক্রো ব্যবসাকে ডিজিটালাইজ করতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন। তিন দিনের ভারত সফরে আসা অ্যামাজন ইন এ একটি চিঠি পোস্ট করলেন জেফ বেজোস। সেখানে বেজোস লিখেছেন, 'যত ঘুরছি তত আরও বেশি ভারতের প্রেমে পড়ে যাচ্ছি। ভারতীয় জনগণের অপরিসীম এনার্জি ও সৃজনশীলতা আমাকে অনুপ্রাণিত করেছে।' চিঠিতে তিনি আরও লিখেছেন, 'আমরা ভারতে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করব বলে ঠিক করেছি। ২০২৫ সালের মধ্যে ভারতে আমাদের বিনিয়োগ এক মিলিয়ন চাকরির সৃষ্টি করবে।' বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

রেমিট্যান্সে নতুন রেকর্ড

Image
নতুন বছরের প্রথম মাস জানুয়ারির প্রথম ১৫ দিনে রেমিট্যান্স প্রবৃদ্ধিতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এই সময়ে রেকর্ড পরিমাণ ৯৫৭ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। ২ শতাংশ হারে নগদ প্রণোদনা কার্যকরের পর প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে বেশি আগ্রহী হওয়ায় এতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে বলে গতকাল সাংবাদিকদের জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগে চলতি ২০১৯-২০২০ অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসীরা ৬ হাজার ১৫৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন; যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৫ হাজার ১০৮ মিলিয়ন ডলার। সূত্র জানান, গত অক্টোবরে ১ হাজার ৬৪২ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যা ১৩ হাজার ৬২৭ কোটি টাকা। গত বছরের অক্টোবরে যা ছিল ১ হাজার ২৩৯ মিলিয়ন ডলার। স্থানীয় মুদ্রায় যা ছিল ১০ হাজার ২২০ কোটি টাকা। এতে এ বছরের অক্টোবরে রেমিট্যান্স বেশি এসেছে ৪০০ মিলিয়ন ডলার। এর ফলে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩২ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। প্রবাসীরা যাতে বৈধ পথে অর্থ পাঠিয়ে রেমিট্যান্স প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারেন এজন্য সরকার এ খাতে ২...

ইরানের হাতে অনেক বেশি ইউরেনিয়াম আছে জানিয়ে রুহানির হুঁশিয়ারি

Image
২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে পরমাণু চুক্তি সই করার আগে যতটা ইউরেনিয়াম সমৃদ্ধ করত ইরান, বর্তমানে তারচেয়েও বেশি করা হচ্ছে বলে জানিয়েছে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। বৃহস্পতিবার এক ভাষণে এমন তথ্য জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।  রুহানি বলেন, ‘চুক্তিতে পৌঁছানোর আগে যতটা ইউরেনিয়াম সমৃদ্ধ করতাম, বর্তমানে তার চেয়েও বেশি করা হচ্ছে।’ এ বিষয়ে ইরানের বিরুদ্ধে চাপ বাড়লেও নিজেদের এগিয়ে যাওয়ার পথ অব্যাহত রাখার কথা ঘোষণা করেছেন রুহানি। তিনি বলেন, বিশ্বের সঙ্গে আলোচনা কঠিন হলেও সম্ভব। গত বছরে এই চুক্তি থেকে একতরফাভাবে সরে যাওয়ার কথা ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। এরপর থেকে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি থেকে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয় ইরানের মেজর জেনারেল সোলেমানিকে। এরপরই তেহরানের পক্ষ থেকে ঘোষণা করা হয়, ২০১৫ সালের পরমাণু চুক্তিতে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তার কোনোটিই আর মানা হবে না। ইরানের মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেও...

চীন সাগরে ঝাঁকে ঝাঁকে ‘রহস্যজনক’ স্পাই সাবমেরিন!

Image
প্রতীকী ছবি খবরটা প্রথম বেরিয়েছিল চীনের সরকারি সংবাদ মাধ্যমে। “সাগরে জাল ফেলে বিদেশি গুপ্তচর ড্রোন ধরার পর জেলেদের পুরস্কার দিলো চীন”- এই শিরোনামে খবরটি দেখে অনেকেই বিস্মিত হয়েছিলেন। তবে ব্যাপারটা আসলে অত সরল নয়। এই পুরস্কার যে এক-দুজন জেলে পেয়েছে তা-ও নয়। মোট ১১ জন জেলে -তার মধ্যে একজন আবার নারী - সাগর থেকে সব মিলিয়ে ৭টি 'গুপ্তচর সাবমেরিন ড্রোন' ধরে এই পুরস্কার পেয়েছেন। তাছাড়া এ ঘটনা খুব নতুনও নয়। ২০১৮ সালে এবং তার আগেও জিয়াংসু প্রদেশের জেলেরা স্পাই সাবমেরিন ড্রোন ধরা পড়েছে। পুরস্কারের অংকটাও কম নয় - ৫ লক্ষ ইউয়ান , যা ৭২,০০০ ডলারের সমান। এগুলো আকারে খুব বেশি বড় নয়। আকাশে যেরকম সামরিক আক্রমণ বা নজরদারির জন্য চালকবিহীন ড্রোন আজকাল ব্যবহৃত হচ্ছে, সমুদ্রের পানিতে ঠিক একইভাবে কাজ করে এসব চালকবিহীন ছোট ছোট স্পাই সাবমেরিন ড্রোন। কিন্তু চীন সাগরে এই ক্ষুদে সাবমেরিনগুলো আসছে কোথা থেকে? এরা কী করে? কেন এগুলো এত মূল্যবান? আর চীনা জেলেরা এত এত স্পাই সাবমেরিন ধরছেই বা কী করে?   স্পাই সাবমেরিনগুলো কোন দেশের তা চীন প্রকাশ করে না। তারা শুধু বলে, 'এগুল...