‘উন্নয়নের রোল মডেল হিসেবেও সম্মান অর্জন করেছে বাংলাদেশ’
ব্যাংককে চলমান দুর্যোগ ও বিপর্যয় মোকাবিলার বিষয়ে আরসিসির পঞ্চদশ সম্মেলনের বাংলাদেশের প্রতিনিধি দল। ছবি: দুর্যোগ প্রতিমন্ত্রীর ফেসবুক পোস্ট থেকে 'বিশ্বে এখন বাংলাদেশ শুধু প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাতেই রোল মডেল নয়, উন্নয়নেরও রোল মডেল হিসেবে আলাদা একটা সম্মান অর্জন করেছে বাংলাদেশ', বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শুক্রবার বেলা ১২টার দিকে নিজ ফেসবুক ওয়ালে এ বিষয়ে একটি স্ট্যাটাস পোস্ট করেন তিনি। একই সঙ্গে ওই পোস্টে দুর্যোগ মোকাবেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নকাণ্ডও তুলে ধরেন তিনি। স্ট্যাটাসে তিনি লেখেন, 'দুর্যোগ মোকাবেলায় পথিকৃৎ ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭০ সালের ভয়াল ঘূর্ণিঝড়ে মৃত্যু হয় প্রায় ১০ লাখ মানুষের। এতবড় মানবিক বিপর্যয়ের পরও তৎকালীন পাকিস্তান সরকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সাহায্য-সহযোগিতার হাত বাড়ায়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সে সময় দুর্গত এলাকায় উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা ক...