Posts

চাঁদে-মঙ্গলে ছত্রাক দিয়ে বাড়ি বানানোর প্রকল্প নাসার

Image
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে যাতে চাঁদ, মঙ্গলগ্রহ কিংবা অন্য কোনো নক্ষত্রে ছত্রাক দিয়ে বানানো হবে বাড়ি। এ প্রযুক্তি থেকে পৃথিবীও উপকৃত হতে পারে। এতে সবুজায়নের ওপরও গুরুত্ব দেয়া হচ্ছে। এতে পৃথিবীর জীবনব্যবস্থাও আরও টেকসই হওয়ার সম্ভাবনা রয়েছে। নাসা ১৪ জানুয়ারি নিজেদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে। ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে নাসার এমস রিচার্স সেন্টার মাইকো আর্কিটেকচার প্রজেক্ট নিয়ে কাজ করছে। এ প্রজেক্ট বাস্তবায়ন হলে মাইসেলিয়া নামে পরিচিত ছত্রাকের সাহায্যে পৃথিবীর উপগ্রহ চাঁদ, মঙ্গল ও এর বাইরে ঘরবাড়ি তৈরিতে সাহায্য করবে। প্রকেক্টটির সঙ্গে যুক্ত লিন রথছচাইল্ড বলেন, এতদিন মঙ্গলে আবাসস্থল বানানোর বিষয়টি ভাবা হতো কচ্ছপের মতো- ঘরবাড়ি নিজেদের পিঠে বহন করে নিয়ে যাওয়া। এটি খুবই নির্ভরযোগ্য পরিকল্পনা হলেও তাতে জ্বালানি খরচ প্রচুর। তার পরিবর্তে আমরা মাইসেলিয়াকে কাজে লাগাতে পারি।  বিডি প্রতিদিন/ফারজানা  Share Tweet

ইরানের সেই ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার বর্ণনা দিলেন মার্কিন সেনা

Image
জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে গত ৮ জানুয়ারি ভোরে ইরাকে অবস্থিত দু'টি মার্কিন সামরিক ঘাঁটিতে ১৩টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসলামি প্রজাতন্ত্র ইরান। কিন্তু মার্কিন বাহিনীর  আকাশে শক্তিশালী চোখ থাকার পরও একটি ক্ষেপণাস্ত্রও ঠেকাতে পারেনি। কী ঘটেছিল সেদিন? সেই পরিস্থিতির কিছুটা বর্ণনা উঠে এসেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি'র প্রতিবেদনে। সেদিন ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় কয়েক ঘণ্টা পুরো বিচ্ছিন্ন হয়ে পড়েছিল ইরাকে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি। উচ্চক্ষমতাসম্পন্ন যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে সেনারা আকাশে তাদের শক্তিশালী নজরদারির নিয়ন্ত্রণ হারায়। যেন কয়েক ঘণ্টার জন্য অন্ধ হয়ে যায় তারা। ইরাকের আইন আল-আসাদ মার্কিন বিমান ঘাঁটিটি যখন ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে পর্যুদস্ত, তখন মুহূর্তের মধ্যে চোখে ধাঁধা লাগে মার্কিন সেনাদের। আকাশে মার্কিন সেনাদের অতি শক্তিশালী ও ব্যয়বহুল নজরদারি ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে। সেদিনের হামলায় যুক্তরাষ্ট্রের অসহায়ত্বের চিত্রই ফুটে উঠেছে মার্কিন সেনাদের বক্তব্যে। আইন আল আসাদ ঘাঁটিতে যৌথ বাহিনী আয়োজিত গণমাধ্যমের পরিদর্শন অনু...

‘সমুদ্রের দূত’ উঠে এলো ডাঙায়, জাপানে সুনামি আতঙ্ক

Image
Currently 0/5 1 2 3 4 5 গড় রেটিং:  0 /5 (0 টি ভোট গৃহিত হয়েছে) সংগৃহীত ছবি জাপানের তোমায়া এলাকায় ফের উঠে এল বিরল প্রজাতির ওরফিশ। জাপানি ভাষায় যার নাম ‘রিউগু নো সুকাই’। যাকে জাপানের মানুষ মনে করেন, সমুদ্রে ভগবানের দূত। এই মাছ সমুদ্রের তলদেশ থেকে বয়ে আনে ধ্বংসের বার্তা। এমনই মনে করে জাপানিরা। আর তার কারণ, বিধ্বংসী সুনামির আগে সেবার ওই মাছ সমুদ্র থেকে ডাঙায় উঠে এসেছিল। এবারও সমুদ্র থেকে উঠে এসেছে ওরফিশ মাছ। ফলে ফের সুনামি আতঙ্ক ছড়াচ্ছে জাপানে।  জাপানের তোয়ামা এলাকায় মাছটি ধরা পড়েছে। ওরফিশ সাধারণত বিরল প্রজাতির মাছ। জানা গেছে, এই মৌসুমে ছয়টি ওরফিশ ধরা পড়েছে। আর সেই জন্য বেশ আতঙ্কে রয়েছেন উপকূলবর্তী মানুষ।  যদিও বিজ্ঞানীরা ওরফিশের সঙ্গে সুনামির সম্ভাবনার যুক্তি উড়িয়ে দিয়েছেন। কিন্তু জাপানের মানুষের একাংশ বিশ্বাস করে, ওরফিশ সমুদ্র থেকে উঠে আসে কোনো অশনী সংকেত সঙ্গে নিয়ে।  গতবারও ওরফিশ উঠে আসার কিছুদিনের মধ্যেই সুনামি হয়েছিল। ইন্দোনেশিয়া, জাপানের বিস্তর ক্ষতি হয়েছিল সেই ভয়ঙ্কর সুনামিতে। রিউগু নো সুকাই নিয়ে জাপানিদের ম...

গত বছর ১৮৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি

Image
গত বছর সৌদি আররে ১৮৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যা গত ছয় বছরের মধ্যে দেশটিতে সর্বোচ্চ। মানবাধিকার বিষয়ক সংস্থা রিপ্রিভ এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন আল-জাজিরা। গত সোমবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ২০১৯ সালে সৌদি আরবে ১৮৪ জনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এদের মধ্যে ৮৮ জন সৌদি নাগরিক, ৯০ জন বিদেশি ছিলেন। অপর ৬ জনের জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি।  এদিকে, গত বছরের ২৩ এপ্রিল এক দিনেই কার্যকর হয় ৩৭ জনের মৃত্যুদণ্ড। এদের মধ্যে ৩ জন অপরাধ সংগঠনের সময় ছিলেন শিশু।  বিডি-প্রতিদিন/মাহবুব

ভয়াবহ তুষারপাতে জম্মু-কাশ্মীরে ৬৭ জনের মৃত্যু

Image
গত ২৪ ঘণ্টায় ভারতের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে কমপক্ষে ১০ জন তুষারপাতে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন ভারতীয় সেনা সদস্য রয়েছেন। এখনও একাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। অন্যদিকে এক রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গত ২৪ ঘণ্টায় ব্যাপক তুষারপাতে ৫৭ জন ইতিমধ্যে মারা গেছেন। তুষার সরিয়ে হাইওয়ে উন্মুক্ত করা সম্ভব হয়নি। বহু মানুষকে দুর্যোগের হাত থেকে রক্ষা করে নিরাপদ জায়গায় রাখা হয়েছে। পাকিস্তান কাশ্মীরের এক কর্মকর্তা জানিয়েছেন, নীলুম উপত্যকায় ভারী তুষারপাত পাশাপাশি বৃষ্টির কারণে ধস নেমে গ্রামবাসীদের অনেকেই আটকা পড়েছেন। নিখোঁজ মানুষের সংখ্যাও কম নয়। এখনও উদ্ধারকাজ চলছে। এদিকে, ইতিমধ্যে তিনজন ভারতীয় সেনাসদস্য তুষারপাতে নিহত হয়েছেন। খোঁজ নেই আরও একজনের। তারা সকলেই মাচিল সেক্টরে কর্মরত ছিলেন। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

বকেয়া পাওনার প্রথম কিস্তির ২৭ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করল রবি

Image
ফাইল ছবি টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির অডিটের নির্ধারিত পাওনা বাবদ মোবাইল অপারেটর রবি আজিয়াটা প্রথম কিস্তির ২৭ কোটি ৬০ লাখ টাকা জমা দিয়েছে। বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের নির্দেশ অনুযায়ী বকেয়া পাওনা পরিশোধ শুরু করায় রবির জন্য অনাপত্তিপত্র (এনওসি) প্রদান বন্ধের সিদ্ধান্ত শর্ত সাপেক্ষে স্থগিত করা হবে। শর্ত হচ্ছে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের এনওসি প্রদান অব্যাহত থাকবে। আদালতের নির্দেশনা অনুযায়ী এর মধ্যে তৃতীয় কিস্তির টাকা দিলে কোন সমস্যা নাই, কিন্তু টাকা না দিলে আবারও এনওসি প্রদান বন্ধ করা হবে। একইভাবে গ্রামীণফোনও যদি আদালতের নির্দেশনা মেনে বকেয়া পাওনা পরিশোধ শুরু করে তাহলে তাদেরও এনওসি বন্ধের সিদ্ধান্ত স্থগিত রাখা হবে। বিটিআরসি সব পদক্ষেপ নেবে আদালতের নির্দেশনা অনুযায়ী। গত ৫ জানুয়ারি হাইকোর্ট রবিকে বিটিআরসির অডিট নির্ধারিত মোট পাওনা ৮৬৭ কোটি টাকার মধ্যে ১৩৮ কোটি টাকা পাঁচ মাসের সমান কিস্তিতে পরিশোধের নির্দেশ দেন। আদালতের বেধে দেওয়া সময় অনুযায়ী বকেয়া পাওনা পরিশোধ শুরু করায় রবি আবারও নেটওয়ার্ক সম্প্রসারণ, নেটওয়াকের্র ক...

ফের মার্কিন সেনা অবস্থানে রকেট হামলা

Image
ছবি: সংগৃহীত মার্কিন সেনা অবস্থান করে এমন ইরাকি সেনা ঘাঁটিতে ফের রকেট হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কী পরিমাণে হতাহতের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইরাকের রাজধানী বাগদাদের তাজি সেনা ক্যাম্পে রকেট হামলা চালানো হয়। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। বাগদাদ থেকে ৮৫ কিলোমিটার দূরে অবস্থিত ঐ ঘাঁটিতে বহু সংখ্যক মার্কিন ও বিদেশি সেনাদের অবস্থান ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক আর্মি ক্যাপ্টেন আনাদোলু'কে জানান, অন্তত দুইটি কাত্যুশা রকেট এই ঘাঁটিতে আঘাত হানে। এর আগে গত রবিবার আল বালাদ ঘাঁটিতে ৮ টি কাত্যুশা রকেট দিয়ে হামলা চালানো হয়। ঐ হামলায় বেশ কয়েক জন ইরাকিসেনা আহত হন। ৩ জানুয়ারি বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানি। এর জবাবে গত ৮ জানুয়ারি ইরাকের ইরবিল ও আইন আল-আসাদে অবস্থিত দুই মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। এর পর থেকে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়েছে। ইত্তেফাক/এসআর