Posts

গত বছর ১৮৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি

Image
গত বছর সৌদি আররে ১৮৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যা গত ছয় বছরের মধ্যে দেশটিতে সর্বোচ্চ। মানবাধিকার বিষয়ক সংস্থা রিপ্রিভ এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন আল-জাজিরা। গত সোমবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ২০১৯ সালে সৌদি আরবে ১৮৪ জনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এদের মধ্যে ৮৮ জন সৌদি নাগরিক, ৯০ জন বিদেশি ছিলেন। অপর ৬ জনের জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি।  এদিকে, গত বছরের ২৩ এপ্রিল এক দিনেই কার্যকর হয় ৩৭ জনের মৃত্যুদণ্ড। এদের মধ্যে ৩ জন অপরাধ সংগঠনের সময় ছিলেন শিশু।  বিডি-প্রতিদিন/মাহবুব

ভয়াবহ তুষারপাতে জম্মু-কাশ্মীরে ৬৭ জনের মৃত্যু

Image
গত ২৪ ঘণ্টায় ভারতের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে কমপক্ষে ১০ জন তুষারপাতে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন ভারতীয় সেনা সদস্য রয়েছেন। এখনও একাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। অন্যদিকে এক রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গত ২৪ ঘণ্টায় ব্যাপক তুষারপাতে ৫৭ জন ইতিমধ্যে মারা গেছেন। তুষার সরিয়ে হাইওয়ে উন্মুক্ত করা সম্ভব হয়নি। বহু মানুষকে দুর্যোগের হাত থেকে রক্ষা করে নিরাপদ জায়গায় রাখা হয়েছে। পাকিস্তান কাশ্মীরের এক কর্মকর্তা জানিয়েছেন, নীলুম উপত্যকায় ভারী তুষারপাত পাশাপাশি বৃষ্টির কারণে ধস নেমে গ্রামবাসীদের অনেকেই আটকা পড়েছেন। নিখোঁজ মানুষের সংখ্যাও কম নয়। এখনও উদ্ধারকাজ চলছে। এদিকে, ইতিমধ্যে তিনজন ভারতীয় সেনাসদস্য তুষারপাতে নিহত হয়েছেন। খোঁজ নেই আরও একজনের। তারা সকলেই মাচিল সেক্টরে কর্মরত ছিলেন। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

বকেয়া পাওনার প্রথম কিস্তির ২৭ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করল রবি

Image
ফাইল ছবি টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির অডিটের নির্ধারিত পাওনা বাবদ মোবাইল অপারেটর রবি আজিয়াটা প্রথম কিস্তির ২৭ কোটি ৬০ লাখ টাকা জমা দিয়েছে। বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের নির্দেশ অনুযায়ী বকেয়া পাওনা পরিশোধ শুরু করায় রবির জন্য অনাপত্তিপত্র (এনওসি) প্রদান বন্ধের সিদ্ধান্ত শর্ত সাপেক্ষে স্থগিত করা হবে। শর্ত হচ্ছে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের এনওসি প্রদান অব্যাহত থাকবে। আদালতের নির্দেশনা অনুযায়ী এর মধ্যে তৃতীয় কিস্তির টাকা দিলে কোন সমস্যা নাই, কিন্তু টাকা না দিলে আবারও এনওসি প্রদান বন্ধ করা হবে। একইভাবে গ্রামীণফোনও যদি আদালতের নির্দেশনা মেনে বকেয়া পাওনা পরিশোধ শুরু করে তাহলে তাদেরও এনওসি বন্ধের সিদ্ধান্ত স্থগিত রাখা হবে। বিটিআরসি সব পদক্ষেপ নেবে আদালতের নির্দেশনা অনুযায়ী। গত ৫ জানুয়ারি হাইকোর্ট রবিকে বিটিআরসির অডিট নির্ধারিত মোট পাওনা ৮৬৭ কোটি টাকার মধ্যে ১৩৮ কোটি টাকা পাঁচ মাসের সমান কিস্তিতে পরিশোধের নির্দেশ দেন। আদালতের বেধে দেওয়া সময় অনুযায়ী বকেয়া পাওনা পরিশোধ শুরু করায় রবি আবারও নেটওয়ার্ক সম্প্রসারণ, নেটওয়াকের্র ক...

ফের মার্কিন সেনা অবস্থানে রকেট হামলা

Image
ছবি: সংগৃহীত মার্কিন সেনা অবস্থান করে এমন ইরাকি সেনা ঘাঁটিতে ফের রকেট হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কী পরিমাণে হতাহতের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইরাকের রাজধানী বাগদাদের তাজি সেনা ক্যাম্পে রকেট হামলা চালানো হয়। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। বাগদাদ থেকে ৮৫ কিলোমিটার দূরে অবস্থিত ঐ ঘাঁটিতে বহু সংখ্যক মার্কিন ও বিদেশি সেনাদের অবস্থান ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক আর্মি ক্যাপ্টেন আনাদোলু'কে জানান, অন্তত দুইটি কাত্যুশা রকেট এই ঘাঁটিতে আঘাত হানে। এর আগে গত রবিবার আল বালাদ ঘাঁটিতে ৮ টি কাত্যুশা রকেট দিয়ে হামলা চালানো হয়। ঐ হামলায় বেশ কয়েক জন ইরাকিসেনা আহত হন। ৩ জানুয়ারি বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানি। এর জবাবে গত ৮ জানুয়ারি ইরাকের ইরবিল ও আইন আল-আসাদে অবস্থিত দুই মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। এর পর থেকে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়েছে। ইত্তেফাক/এসআর

দৌলতদিয়া-পাটুরিয়া ও কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে নৌযান চলাচল বন্ধ

Image
ফাইল ছবি ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ও কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল।  বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) জানায়, কুয়াশার কারণে ফেরি চালকরা পদ্মা নদীতে মার্কিং পয়েন্ট ও বিকন বাতি দেখতে না পাওয়ায় গত রাত ১২টার পর বন্ধ করে দেয়া হয় ফেরি চলাচল। এতে উভয় ঘাটে আটকা পড়েছে কয়েকশ’ ছোট-বড় যানবাহন। যদিও ঘণ্টাখানেকের মধ্যে আবারো ফেরি চলাচল শুরু হয়। এরপর ভোর সাড়ে ৬টার দিকে আবারও ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। সেই সঙ্গে বন্ধ রয়েছে লঞ্চ চলাচলও।  এদিকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া ও চাঁদপুর-শরীয়তপুর নৌরুটেও বন্ধ রয়েছে লঞ্চ, স্টিমার ও ফেরি চলাচল। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭.৬ ডিগ্রি

Image
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে দেশের সব নৌরুটেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বুধবার ঘন কুশায়ার চাদরে ঢাকা পড়েছে রাজধানী। সড়কে দেখা যাচ্ছে না অল্প দূরের যানবাহনও। দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে পরিবহনগুলো। চরম বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা।  বিডি প্রতিদিন/ফারজানা

মধ্যপ্রাচ্যে শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, ১০০ কোটি ডলার দিল সৌদি

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সেনা পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রকে ১০০ কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে তাদের মিত্র সৌদি আরব। মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারের বরাত দিয়ে এ খবর দিয়েছে ভক্স নিউজ। খবরে বলা হয়, সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঞ্চলটিতে অতিরিক্ত সেনা মোতায়েন প্রসঙ্গে বলেন, সৌদি আরব আমাদেরকে (আমাদের সেনার জন্য) অর্থ পরিশোধ করেছে। এছাড়া আমাদের (যুক্তরাষ্ট্রের) সঙ্গে সৌদি আরবের সম্পর্কও খুব ভালো।   প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘আমি বলেছি, শুনুন, আপনারা খুবই ধনী দেশ। আপনারা কি আরও সৈন্য চান? যদি চান তাহলে আমি আপনাদেরকে তা (সেনা) পাঠাবো কিন্তু আপনাদের এর জন্য অর্থ পরিশোধ করতে হবে। তারা আমাদের অর্থ পরিশোধ করেছে। ইতোমধ্যে আমাদের নামে ব্যাংকে ১০০ কোটি মার্কিন ডলার জমা হয়েছে।’ গত বছরের অক্টোবরে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন জানায়, সৌদি আরবে অতিরিক্ত ৩ হাজার মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ব্যাপারে অনুমোদন দিয়েছে তারা।  বিডি প্রতিদিন/হিমেল