Posts

ভালোবাসা দিবসে টিভিতে ‘পাসওয়ার্ড’

Image
জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ও অভিনেত্রী শবনম বুবলী অভিনীত আলোচিত সিনেমা ‘পাসওয়ার্ড’। এটি গত বছরের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিটি গত বছর অন্যতম ব্যবসাসফল সিনেমার তকমা পায়। শাকিব খান প্রযোজিত সিনেমাটি এবার মুক্তি পেতে যাচ্ছে টেলিভিশনের পর্দায়। আসছে ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে ‘পাসওয়ার্ড’ প্রথমবারের মতো উপভোগ করতে পাবেন দর্শক।   এ প্রসঙ্গে শাকিব খান বলেন, দেশের সিনেমার ক্রান্তিকালের মধ্যেও গত বছর আমার প্রযোজিত ‘পাসওয়ার্ড’ সিনেমাটি ব্যবসাসফল হয়েছে। এবার দেশ ও দেশের বাইরের দর্শকরাও টিভি পর্দায় সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন। অ্যাকশন ও রোমান্টিক গল্পে ‘পাসওয়ার্ড’ নির্মাণ করেছেন মালেক আফসারী। এসকে ফিল্মস প্রযোজিত সিনেমাটিতে শাকিব-বুবলী ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, মামনুন হাসান ইমন ও অমিত হাসানসহ অনেকে।  হার্টবিট কথাচিত্রের পরিবেশনায় গত ঈদে ‘পাসওয়ার্ড’ সিনেমাটি দেশের ১৭২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বিডি প্রতিদিন/কালাম

এক নজরে ইরানের যত শত্রু ও মিত্র

Image
১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকে ইরানের সঙ্গে পশ্চিমা দেশগুলোর সর্ম্পকের অবনতি ঘটে। প্রভাব পড়ে বাকি দেশগুলোর সঙ্গে যোগাযোগেও। আসুন জেনে নিই ইরানের আজকের শত্রু-মিত্র কারা, বর্তমানে কার সঙ্গে কেমন সম্পর্ক দেশটির। যুক্তরাষ্ট্র: বন্ধু থেকে শত্রু ১৯৫৩ সালে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় মোসাদ্দেক সরকার উৎখাত হওয়ার পর ইরানের ক্ষমতায় আসেন রেজা শাহ পাহলভি। পরর্বতী ২৬ বছর ইরান-যুক্তরাষ্ট্র ছিল একে অপরের বন্ধু। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবে শাহ ক্ষমতাচ্যুত হওয়ার পর এই সম্পর্ক শত্রুতায় রূপ নেয়। ১৯৮০ সাল থেকে দুই দেশের মধ্যে কোনও কূটনৈতিক সম্পর্ক নেই। একে অপরকে তারা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবেও অ্যাখ্যায়িত করেছে। ইসরায়েল: আন্তরিকতা থেকে অবিশ্বাস তুরস্কের পর ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া দ্বিতীয় মুসলিম দেশ ইরান (১৯৫০ সাল)। রেজা শাহের শাসনকালে দুই দেশের মধ্যে আন্তরিক সম্পর্ক ছিল। ১৯৭৯ সালে খোমেনি ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলকেও শত্রু হিসেবে চিহ্নিত করেন। তেহরান পরমাণু অস্ত্র বানাচ্ছে বলে ১৯৯০ সালের পর থেকে অভিযোগ করছে ইসরায়েল। দেশটির বিরুদ্ধে হামাস ও হেজবোল্লাহকে মদদ দেয় ইরান। অন্যদিক...

মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে নির্দেশ প্রধানমন্ত্রীর

Image
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি মুসলিম দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার করতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার রাতে আবুধাবির শাংগ্রি-লা হোটেলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের এক সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী। সম্মেলনে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইরান, ইরাক, কুয়েত, লেবানন, ওমান ও কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতেরা অংশ নেন। সম্মেলন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। বাংলাদেশে বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি আমদানিনির্ভর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রপ্তানি বাড়াতে কাজ করতে দেশের রাষ্ট্রদূতদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মধ্যপ্রাচ্যের ৯টি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘বিনিয়োগ ও রপ্তানির ক্ষেত্রে কোন দেশে কোন পণ্য এবং কী পরিমাণ চাহিদা রয়েছে, তা আপনাদের জানতে হবে। সে অনুযায়ী আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এবং কাজ করতে হবে।’ কোনো প্রবাসীকে যেন বিদেশের মাটিতে কোনো ধ...

ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে ৫টি দেশ

Image
ভাদিম প্রিসতাইকো ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ইরানের বিরুদ্ধে আদালতে যাচ্ছে ৫টি দেশ। এই দেশগুলোর নাগরিকরা বিমান দুর্ঘটনায় মারা গেছেন।  ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে বৈঠক হবে। সেখানে ইরানের বিরুদ্ধে আইনগত কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে আলোচনা হবে।  এদিকে ইরানের বিভিন্ন শহরে গতকাল তৃতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে। ‘স্বৈরাচার নিপাত যাক’ স্লোগানে মুখরিত হয় বিক্ষোভস্থল। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি ও প্রেসিডেন্ট হাসান রুহানির পদত্যাগের দাবি উঠেছে। বিক্ষোভকারীরা বলছেন, আমেরিকা নয়, দেশের ভেতরেই আমাদের শত্রু আছে। সিঙ্গাপুরে সফররত ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ভাদিম প্রিসতাইকো বলেন, ইরানে বিমান দুর্ঘটনায় নিহত ৫ দেশের প্রতিনিধিদের বৈঠক আগামী বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত হবে। বৈঠকে আইনগত পদক্ষেপসহ ক্ষতিপূরণের বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রিসতাইকো। তবে কোন ৫টি দেশে তা জানা যায়নি। গত বুধবার বিমান দুর্ঘটনায় নিহত ১৭৬ আরোহীর মধ্যে ইরানের ৮২ জন, কানাডার ৫৭, ইউক্রেনের ১১, সুইডেনের ১০, আফগ...

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ট্রাম্প-কিম বৈঠক!

Image
ফাইল ছবি মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে আবারও আলোচনার টেবিলে দেখা যেতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কিমকে জন্মদিনের কেক পাঠানোর পর থেকে আর নতুন করে হুমকি দিচ্ছে না দেশটি- গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়েন এমনটাই বলেছেন। তাই ভবিষ্যতে শান্তি আলোচনায় দুই নেতাকে আবারো দেখা যেতে পারে। যুক্তরাষ্ট্র সংলাপে আগ্রহী বলেও জানান তিনি। এদিকে শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প জন্মদিনের কেক পাঠালেও দুজনের সম্পর্ক ফের আলোচনার টেবিলে বসার পর্যায়ে পৌঁছায়নি বলেও দাবি করেন উত্তর কোরীয় কর্মকর্তারা। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

বাগদাদে মার্কিন সেনা অবস্থানে রকেট হামলা

Image
ফাইল ছবি। ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে মার্কিন সেনারা অবস্থান করছে এমন বিমান ঘাঁটিতে রবিবার রকেট হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন ইরাকি সেনা আহত হয়েছে। তবে মার্কিন সেনাদের হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ইরাকি সেনাদের এক বিবৃতিতে বলা হয়, বালাদ নামে ওই ঘাঁটিতে ৮টি রকেট হামলা চালানো হয়। বাগদাদ থেকে ৮০ কিলোমিটার উত্তরে ঐ ঘাঁটি অবস্থিত। সেনা সূত্র জানায়, বিমান ঘাঁটির রানওয়েতে ৭ টি মর্টার বোমা আঘাত হানে। আহত ৪ ইরাকি সেনাদের মধ্যে দুই জন অফিসার বলে জানা যায়। এই রকেট হামলার পিছনে কারা জড়িত আছে তা ইরাকি সেনাদের বিবৃতিতে বলা হয়নি। এছাড়া ঐ ঘাঁটিতে কত জন মার্কিন সেনা অবস্থান করছেন তাও জানা যায় নি। এছাড়া মার্কিন প্রশাসন থেকেও কোন মন্তব্য পাওয়া যায়নি। গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর হামলায় নিহত হন ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি। এরপরই হামলার প্রতিশোধ নিতে বাগদাদের দুইটি মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। রয়টার্স, আল জাজিরা। ইত্তেফাক/এসআর

পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডাদেশ বাতিল!

Image
পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফ। ছবি-রয়টার্স পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফকে রাষ্ট্রদ্রোহিতার দায়ে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া বিশেষ আদালতকে অসাংবিধানিক বলে উল্লেখ করেছেন লাহোর হাইকোর্ট। তাছাড়া মোশাররফকে মৃত্যুদণ্ড দেওয়া রায়ের বৈধতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন আদালত। বিশেষ আদালতের বৈধতা চ্যালেঞ্জ করে মোশাররফের আবেদনের প্রেক্ষিতে সোমবার লাহোর হাইকোর্ট এই রায় দিলো। তিনজন বিচারককে নিয়ে গঠিত লাহোর হাইকোর্টের একটি বেঞ্চ মোশাররফের আবেদনের শুনানির পর সোমবার ঘোষণা করে, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহিতার মামলাটি আইন মেনে প্রস্তুত করা হয়নি। ফেডারেল সরকার এবং মোশাররফের আইনজীবী উভয়ের মতে, হাইকোর্টের এই রায়ের পর, মোশাররফের মৃত্যুদণ্ডাদেশ দিয়ে বিশেষ আদালতের রায়টি বাতিল হয়ে যাবে। তবে মৃত্যুদণ্ডাদেশ বাতিলের ব্যাপারে আদালত কিছু না বললেও এ ব্যাপারে একটি সংক্ষিপ্ত আদেশ শীঘ্রই প্রকাশ করার কথা রয়েছে। আরও পড়ুন:  কত সম্পদের মালিক এনু-রুপন? ১৯৯৯ সালের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অপসারণ করে ২০০৮ সাল পর্যন্ত পাক...