Posts

১৫ দিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

Image
ফাইল ছবি ১৫ দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরি স্বর্ণে এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম হবে ৬০ হাজার ৩৬১ টাকা। শনিবার বাংলাদেশ জুয়েলারি সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল রবিবার থেকে নতুন দামে অলংকার তৈরির এই মূল্যবান ধাতু বিক্রি হবে। এর আগে, গেল বছরের ১৮ ডিসেম্বর স্বর্ণের দাম বেড়েছিল। বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ৩৬১ টাকা। শনিবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম রয়েছে ৫৯ হাজার ১৯৪ টাকা।  ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫৮ হাজার ২৮ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৫৬ হাজার ৮৬২ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের ভরির দাম পড়বে ৫৩ হাজার ১৩ টাকা। এখন দাম রয়েছে ৫১ হাজার ৮৪৬ টাকা।  সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে ৩৯ হাজার ৭৪ টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার ২৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেট ক্যাডমিয়াম রূপার দাম প্রত...

চাঁপাইনবাবগঞ্জে রেকর্ড পরিমাণ সরিষা চাষ

Image
চাঁপাইনবাবগঞ্জের নদী তীরবর্তী দিয়াড় ও বরেন্দ্র অঞ্চলের মাঠ এখন ছেয়ে গেছে হলুদে-হলুদে। কোনো কোনো মাঠের যেদিকে চোখ যায় শুধু সরিষা আর সরিষা।  কৃষি বিভাগ বলছে, জেলায় এবার রেকর্ড পরিমাণ সরিষা আবাদ হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে ফলনও বাম্পার হবে।  চাষীরা বলছেন, একে তো সরিষা চাষে খরচ ও পরিশ্রম দুটোই কম হয়, অন্যদিকে এবার বন্যা দেরিতে হওয়ায় পানি নেমে যাওয়ার পর অন্য ফসল চাষের আর সময় ছিলো না। তাই চাষীরা সরিষা চাষের দিকেই ঝুঁকেছেন। একবিঘা জমিতে সরিষা চাষ করতে খরচ হয় সর্বোচ্চ ১৫০০ টাকা। কিন্তু ফলন পাওয়া যায় ৬ থেকে ৭ মণ, যার বাজারমূল্য ১১ হাজার থেকে সাড়ে ১২ হাজার টাকা।  জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম জানান, এ বছর ১৩ হাজার ৯৫৮ হেক্টর জরিতে সরিষা চাষের  লক্ষমাত্রার বিপরীতে চাষাবাদ হয়েছে ১৫ হাজার ৫৩৫ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে দেড় হাজার হেক্টর বেশি। সবচেয়ে বেশি আবাদ হয়েছে নাচোল উপজেলায়, ৫ হাজার হেক্টর জমিতে। সরিষা আবাদ বাড়লে তেলজাতিয় পণ্যের আমদানি নির্ভরতা কমবে বলেও মনে করেন এই কর্মকর্তা।  অন্যদিকে চাষীরা ...

প্রতিশোধ না নিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করব: ইরানকে যুক্তরাষ্ট্রের প্রস্তাব (ভিডিও)

Image
বাগদাদে হামলা চালিয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। হত্যাকাণ্ডের পরপরই যুক্তরাষ্ট্রের ওপর ‘কঠোর প্রতিশোধ’ নেওয়ার ঘোষণা দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এদিকে, ইরান যাতে জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের প্রতিশোধ না নেয় সেজন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তুরস্কের ইংরেজি সংবাদপত্র  ‘ডেইলি সাবাহ’  এ খবর দিয়েছে।  ওই প্রতিবেদনে, ইরানের সাবেক কূটনীতিক আমির আল-মুসাভি সাক্ষাৎকারের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। সাক্ষাৎকারে তিনি বলেন, “একজন আরব মধ্যস্থতাকারীর মাধ্যমে আমাকে অনুরোধ করা হয়েছে, আমেরিকা যে অপরাধ করেছে তার জন্য ইরান যেন কোনও প্রতিশোধ না নেয়। এর বিনিময়ে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে।” মুসাভি জানান, তাকে দেওয়া বার্তায় বলা হয়েছে ইরানের উপর থেকে আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। টেলিভিশনে প্রচারিত বক্তব্যে মুসাভি বলেন, ...

মার্কিন ঘাঁটি লক্ষ্য করে দফায় দফায় হামলা, উৎকণ্ঠায় যুক্তরাষ্ট্র

Image
সংগৃহীত ছবি ভয়ঙ্কর হচ্ছে পরিস্থিতি। চরমে উঠল আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘাত। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে, যেকোনও মুহূর্তে বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। কেননা, এরই মধ্যে ইরাকে আমেরিকার স্থাপনার ওপর একের পর এক প্রত্যাঘাত করছে ইরান এয়ারফোর্স। জানা গেছে, মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে ফের হামলা চালিয়েছে ইরান। ইরাকের মসুলে আল-কিন্দি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের বিমান বাহিনী। এই ঘাঁটিতে বহু মার্কিন সেনা ছিলেন। এমনকি রাখা রয়েছে বহু যুদ্ধাস্ত্রও। আর সে কারণে এই ঘাঁটিকেই টার্গেট করেছে ইরান এয়ারফোর্স। গত কয়েক ঘণ্টায় মোট তিনবার অতর্কিতে মার্কিন বাহিনীর ওপর হামলা চালিয়েছে ইরান।  খবর জেরুজালেম পোস্ট, জিউশ প্রেস, মিলিটারি টাইমস ও আল-আরাবিয়ার। জানা গেছে, ইরাকে অন্যতম এই শক্তিশালী মার্কিন ঘাঁটি মসুলে। আর সেটি হামলার পর দাউ দাউ করে জ্বলছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আশঙ্কা করা হচ্ছে এই হামলায় বহু মার্কিন সেনার মৃত্যু ঘটতে পারে। ক্ষয়ক্ষতির খবরও এখনও তেমনটা জানা যাচ্ছে না। এর ঠিক কয়েক ঘণ্টা আগেই পরপর মার্কিন বাহিনীর ওপর দুটি হামলা চালায় ইরান ...

কেমন যাবে তথ্যপ্রযুক্তির ২০২০?

Image
তথ্যপ্রযুক্তি খাতে ২০২০ সাল সম্ভাবনাময় হবে। ছবি: রয়টার্স লক্ষ্য যদি মহাকাশ হয় এবং কাঁড়ি কাঁড়ি অলস টাকা থাকে, তবে ২০২০ সালটা আপনার লক্ষ্যপূরণের বছর হতে পারে। অবশ্য মহাকাশযাত্রায় অনীহা থাকলেও বছরটা আপনার হতে পারে। কেমন যেন জ্যোতিষীদের ভাষায় লেখা এগোচ্ছে। অবশ্য ভবিষ্যদ্বাণী তো জ্যোতিষীদেরই কাজ। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক, ২০২০ সালের ঝুলিতে তথ্যপ্রযুক্তি খাতের জন্য গুরুত্বপূর্ণ কী কী থাকতে পারে। মহাকাশভ্রমণ সহজ হবে মহাকাশভ্রমণের জন্য অন্যতম বছর হবে ২০২০ সাল। জানিয়েছেন এভিয়েশন উইক অ্যান্ড স্পেস টেকনোলজির জ্যেষ্ঠ সম্পাদক গাই নরিস। যুক্তরাষ্ট্র সম্প্রতি দুটি মহাকাশযান তৈরি করেছে। সবকিছু পরিকল্পনামতো হলে চলতি বছরেই সাত নভোচারীর একটি দল বোয়িং সিএসটি-১০০ স্টারলাইনারে চড়ে পরীক্ষামূলকভাবে মহাকাশের উদ্দেশে যাত্রা করবেন। এদিকে বছরের শুরুতে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলের চূড়ান্ত পরীক্ষা শেষ হওয়ার কথা। পরীক্ষা সফল হলে মানুষ নিয়ে মহাকাশে ভ্রমণসেবা দেবে বলে জানিয়েছে স্পেসএক্স। এদিকে যাত্রী নিয়ে মহাকাশভ্রমণের প্রস্তুতি নিচ্ছে ব্লু অরিজিন ও ভার্জিন গ্যালাকটিক। ইতিমধ্যে আড়াই লাখ ডলারে ৬০০ টিকিট ব...

সোলাইমানি নিহত হন মার্কিন এমকিউ-নাইন রিপার ড্রোনে

Image
‘এম কিউ-নাইন র‌িপার’ ড্রোন হামলায় গত শুক্রবার নিহত হন জেনারেল সোলাইমানি। ছবি: রয়টার্স গত শুক্রবার ভোর রাতে বাগদাদের বিমানবন্দরে জেনারেল কাশেম সোলাইমানির গাড়িবহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলায় সোলাইমানিসহ নিহত হন ১০ জন। এর পর থেকে তোলপাড় বিশ্ব রাজনীতি থেকে অর্থনীতিতে। এরই মধ্য বেড়েছে তেলের দাম, পড়েছে অর্থের মূল্য, কেউ কেউ তো এক ধাপ এগিয়ে ‘তৃতীয় বিশ্বযুদ্ধের’ ইঙ্গিতও দিয়ে রেখেছেন। তবে এত কিছুর পর এখন একটি প্রশ্ন, কঠোর নিরাপত্তার ঘেরাটোপে থাকার পরও কীভাবে সোলাইমানির গাড়িকে খুঁজে পেল যুক্তরাষ্ট্র। আর কীভাবে হামলা চালানো হলো। এর উত্তর মিলেছে ডেইলি মেইলসহ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে। গণমাধ্যমে উঠে এসেছে কাশেম সোলাইমানির ঘাতক মার্কিন অস্ত্রের নাম। সোলাইমানির গাড়িতে হামলা চালানো হয় অত্যাধুনিক মার্কিন ড্রোন ‘এম কিউ-নাইন র‌িপার’ থেকে। যুক্তরাষ্ট্রের হামলায় সোলাইমানিসহ ১০ জন নিহত হন। তাঁদের মধ্যে পাঁচজন ইরানের ও পাঁচজন ইরাকের। ইরাকের পাঁচজনের মধ্যে রয়েছেন আবু মাহদি আল-মুহানদিস, যিনি ইরানের সমর্থনপুষ্ট খাতিব হেজবুল্লাহ গ্রুপের কমান্ডার এবং ইরাকি মিলিশিয়াদে...

ইরানের আকাশসীমায় ভারতের সতর্কতা

Image
ফাইল ছবি ইরানের রিভল্যুশনারি গার্ড কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের গুরুত্বপূর্ণ ৩৫টি স্থাপনা টার্গেটে রেখেছে ইরান। এদিকে ইরানের বর্তমান পরিস্থিতিতে দেশটির আকাশসীমা এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ওয়াশিংটন-তেহরান চলমান উত্তেজনার জেরে ভারতের এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোকে ইরানের আকাশসীমা এড়িয়ে চলতে বলা হয়েছে। কাসেম সোলাইমানি নিহতের জেরে প্রতিশোধের অংশ হিসেবে কি পরিস্থিতি হতে পারে সেই শঙ্কা থেকেই এমন সতর্কতা ভারতের।  এক বিবৃতিতে দিল্লি জানিয়েছে, সোলাইমানির হত্যার ঘটনায় উত্তেজনা বাড়ায় বিশ্ব শঙ্কিত। যুক্তরাষ্ট্র ও ইরান দু’দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক ভালো। তবে এ দু’দেশের দ্বন্দ্বে ভারতের অবস্থান কী হবে তা পরিষ্কার নয়। বিডি প্রতিদিন/হিমেল