Posts

ভারত ভেবে বাংলাদেশের ভিডিও পোস্ট করে বিপাকে ইমরান খান!

Image
ভারতীয় পুলিশ মুসলমানদের ওপরে অত্যাচার, আক্রমণ চালাচ্ছে- এই অভিযোগে একটি ভিডিও ট্যুইট করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভিডিও'র ক্যাপশনে লিখেছিলেন ‘উত্তর প্রদেশে মুসলিমদের বিরুদ্ধে নির্যাতন।’ পরে দেখা যায়, ভিডিওটি বাংলাদেশের।  এরপরই ভিডিওটি ডিলিট করে দেওয়া হয়। তবে ভিডিও ডিলিট করলেও সমালোচনা থামেনি। ভিডিওটি ভুয়া, এ খবর ছড়িয়ে পড়তেই সোশাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়।  ভারতীয় বিভিন্ন মিডিয়া ও অনলাইন ব্যবহারকারীরা ইমরান খানের পোস্ট করা ভিডিওটি সম্পর্কে তীর্যক মন্তব্য করছেন। নানা মহল থেকে কটাক্ষের শিকার হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পোস্টটি টুইটার থেকে মুছে দেওয়ার পরেও সমালোচনা থামছে না। ভিডিওটি সম্পর্কে উত্তর প্রদেশের (ইউপি) পুলিশও জানিয়েছে এটি তাদের রাজ্যের ঘটনা নয়। ইউপি পুলিশের মতে, এটি বাংলাদেশের একটি ঘটনা। বিডি প্রতিদিন/হিমেল

ইরাকে বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশ

Image
সংগৃহীত ছবি ইরাকে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাগদাদের বাংলাদেশ দূতাবাস। শুক্রবার দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরাকের চলমান নিরাপদহীন ও অস্থিতিশীল পরিবেশের কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরাকের সকল প্রবাসী বাংলাদেশিদের বিশেষ প্রয়োজনে কর্মস্থল ও বাসস্থান ছাড়া সভা সমাবেশস্থল, গোলযোগপূর্ণ পরিবেশ এড়িয়ে চলতে অনুরোধ করা হয়েছে। তবে বাংলাদেশি নাগরিকদের সেবা দেওয়ার জন্য দূতাবাসের সেবা ২৪ ঘণ্টা খোলা থাকবে। উল্লেখ্য, ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরে মার্কিন হামলায় ইরান রেভ্যুলশনারি গার্ড কোরের (আইআরজিসি) অভিজাত বাহিনী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেমানি নিহত হয়েছেন। এ নিয়ে ইরাকে উত্তেজনা বিরাজ করছে। বিডি প্রতিদিন/আরাফাত

জার্মানিতে ফানুসের আগুনে ৩০টির অধিক জন্তুর মৃত্যু

Image
জার্মানিতে নতুন বছর উপলক্ষে কাগজের তৈরি ফানুসের মত লণ্ঠন আকাশে উড়ানোর ফলেই দৃশ্যত একটি চিড়িয়াখানায় মারাত্মকভাবে আগুন ছড়িয়ে পড়লে ৩০টিরও বেশি জন্তুর মৃত্যু হয়েছে। এ ঘটনার সঙ্গে যুক্ত বলে সন্দেহ তিনজন নারীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। জার্মান আইনজীবীরা বলছেন, দায়িত্বহীন ভাবে আগুন ব্যবহার করায় সন্দেহভাজন স্থানীয় এক নারী এবং তার দুই মেয়েকে চিড়িয়াখানার অগ্নিকাণ্ডের জন্য তদন্ত করা হচ্ছে। পশ্চিমাঞ্চলের ক্রেফেল্ড শহরের পুলিশ কর্তৃপক্ষ নতুন বছরে ঐদাবাগ্নি বিষয়ে সংবাদ সম্মেলন করার পরে মাহিরা পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল । ঐ তদন্তের প্রধান জের্ড হপম্যান বলেন, জনগণ শুভ কামনা করে লণ্ঠন জ্বালিয়ে থাকে, তবে ফল কত মারাত্মক হতে পারে সে সম্পর্কে সুদূর প্রসারী চিন্তা অনেকেই করেন না তবে, আমি মনে করি এর জন্য আমাদেরও দায়বদ্ধতা আছে। আমি মনে করি, ঐ মহিলারা খুব শালীন এবং তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। হপম্যান আরও বলেছিলেন, নারীরা দোষী সাব্যস্ত হলে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। সূত্র: ভয়েস অব আমেরিকা বিডি প্রতিদিন/আরাফাত

আকাশসীমায় যুদ্ধবিমান মোতায়েন করছে ইরান, চলছে যুদ্ধের প্রস্তুতি

Image
সংগৃহীত ছবি ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। দেশ দু'টির মধ্যকার উত্তেজনার মধ্যেই নিজেদের যুদ্ধবিমানের মহড়া শুরু করে দিয়েছে ইরান। দেশটির পশ্চিম আকাশে যুদ্ধবিমান উড়তে দেখা গেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে যুদ্ধবিমান উড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরিফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষণিকের এই আনন্দ-উল্লাস শোকে পরিণত হবে। শুক্রবার মার্কিন হামলায় অভিজাত এই বাহিনীর কুদস ফোর্সের প্রধান জেনারেল সোলাইমানি নিহত হন। এদিকে, ইরান যেভাবে যুদ্ধবিমান উড়াতে শুরু করেছে তাতে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরাকের রাজধানী বাগদাদে শুক্রবার ড্রোন হামলা চালিয়ে সোলাইমানিকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন। পেন্টাগন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ওই হামলা চালানো হয়েছে। ইরানের ভবিষ্য...

মেগা প্রকল্পে পাল্টে যাচ্ছে দক্ষিণাঞ্চল

Image
পদ্মা সেতুর ৭৫ ভাগ কাজ শেষ। পায়রা বন্দরের নির্মাণ কাজ এগিয়ে চলছে দ্রুতগতিতে। কলাপাড়ার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাচ্ছে যে কোনো সময়। বরিশাল-পটুয়াখালী সড়কের লেবুখালীতে ১ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে পায়রা সেতুর নির্মাণ কাজও ৬০ ভাগ শেষ। ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা রেললাইনের সম্ভাব্যতা যাচাই শেষ। একই রুটে ফোর লেনের জমি অধিগ্রহণ প্রক্রিয়াধীন। বিমান বাহিনীর রাডার স্টেশনের কাজও শেষ দিকে। শেখ হাসিনা সেনানিবাসের সম্প্রসারণ কাজ এগিয়ে চলছে দ্রুতগতিতে। রয়েছে একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার বিরল সুযোগের সমুদ্র সৈকত কুয়াকাটা। সবকিছু মিলিয়ে উন্নয়নের মহাযজ্ঞ চলছে এক সময়ের অবহেলিত জনপদ দক্ষিণাঞ্চলে। উন্নয়ন মহাযজ্ঞে জমিজমার দাম বেড়েছে কয়েক গুণ। পাল্টে যাচ্ছে বরিশালসহ দক্ষিণাঞ্চলের চেহারা। এই ধারা অব্যাহত থাকলে আগামী কয়েক বছরেই বরিশাল দেশের অন্যতম শিল্পবাণিজ্যের কেন্দ্রে পরিণত হবে বলে আশা ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও রাজনীতিকদের। ২০১৩ সালের ১৯ নভেম্বর দেশের তৃতীয় পায়রা সমুদ্রবন্দরের ভিত্তি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৬ সালের ১৩ আগস্ট প্রধানমন্ত্রী পায়রা বন্দরের অপা...

জেনারেল সোলাইমানির স্থলাভিষিক্ত হলেন ইসমাইল ঘানি

Image
ইসমাইল ঘানি ইরাকে মার্কিন হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হলেন ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল ঘানি। তিনি জেনারেল সোলাইমানির ডেপুটি ছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সিদ্ধান্তে এই দায়িত্ব নেন। তাকে দায়িত্ব দেওয়ার আগে আয়াতুল্লাহ খামেনি বলেন, “কুদস বাহিনীর হয়ে নিহত জেনারেল সোলাইমানির সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে ইসমাইল ঘানির। যেহেতু তিনি সোলাইমানির ডেপুটি ছিলেন, সুতরাং কুদস বাহিনীর পরিকল্পনা আগের মতই থাকবে।” সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস। বিডি প্রতিদিন/কালাম

প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি ইরানের, আশঙ্কা তৃতীয় বিশ্বযুদ্ধের!

Image
মার্কিন সেনাবাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের সেনাপ্রধান কাসেম সোলেইমানি। বাগদাদ বিমানবন্দরে একই হামলায় মৃত্যু হয়েছে তেহরান সমর্থিত ইরাকি আধাসামরিক সেনাবাহিনীর এক পদস্থ কর্তাসহ আরও মোট আটজন। হামলার পরই টুইট করে মার্কিন জাতীয় পতাকার ছবি পোস্ট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, 'যুদ্ধ বন্ধের জন্যই তিনি হামলার নির্দেশ দিয়েছেন।'এদিকে, হামলার দায় স্বীকার করেছে পেন্টাগনও। এবার পালটা হুঙ্কার তেহরানের। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির হুমকি, এই 'আন্তর্জাতিক সন্ত্রাসবাদে'র 'ফল ভুগতে' হবে আমেরিকাকে। প্রেসিডেন্ট রুহানির আরও হুমকি, শুধু ইরান নয়, ওয়াশিংটনকে জব্দ করবে 'অঞ্চলের স্বাধীন দেশগুলিও।' ইরানের এ হুমকির মধ্যেই বাগদাদে দ্বিতীয়বারের মতো হামলা করেছে যুক্তরাষ্ট্র। এতে আরও ৬ জন নিহত হয়েছে। ট্রাম্প যুদ্ধ বন্ধের দাবিতে এসব করলেও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সম্পর্কে যে অবস্থা বিরাজমান তাতে অতিদ্রুত শান্তি আসার কোনো সম্ভাবনা নেই।  সেনাপ্রধানের হত্যার খবরের পরই সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতকে তলব করে তেহরান। তিনি বর্তমানে ইরানে মার্কিন রাষ্ট্রদ...