Posts

বিশ্বব্যাপী নববর্ষ ২০২০ উদযাপনের দারুণ সব ছবি

Image
অস্ট্রেলিয়ার সিডনি শহর শুরু হয়েছে নতুন দশক। আতশবাজি ও সঙ্গীতের মধ্য দিয়ে বিশ্বব্যাপী নতুন বছরকে বরণ করে নেয়া হয়েছে। আবার কোথাও কোথাও চলমান সরকার বিরোধী বিক্ষোভ, সংঘাত, যুদ্ধসহ নানা কারণে নববর্ষের উদযাপন সেভাবে হয়নি। বিশ্বব্যাপী নববর্ষ ২০২০ উদযাপনের কিছু ছবি: দুবাইয়ের বুর্জ খলিফা রাশিয়ার ক্রেমলিনের রেড স্কোয়ার​ ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই লন্ডন আই নববর্ষের উদযাপনেও হাতের পাঁচ আঙ্গুলে ৫টি দাবি মনে করিয়ে দিচ্ছেন হংকংয়ের বিক্ষোভকারীরা সিঙ্গাপুরের মেরিনা বে-তে নববর্ষ উদযাপন মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে পেট্রোনাস টুইন টাওয়ার বিডি প্রতিদিন ফারজানা

ইয়েমেনে সামরিক কুচকাওয়াজে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০

Image
দক্ষিণ ইয়েমেনের আল-দালা শহরে সরকারি বাহিনীর সামরিক এক কুচকাওয়াজে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দশজন নিহত হয়েছেন। রবিবার (২৯ ডিসেম্বর) ইয়েমেনের সরকারের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। হামলা দায়িত্ব স্বীকার করে কোনো গোষ্ঠীর কাছ থেকে বিবৃতি না এলেও সরকারের নিরাপত্তা সূত্র হামলার জন্য হুথি বিদ্রোহীদের দায়ি করছে। একইসঙ্গে এ হামলায় ২৫ জন আহত হয়েছেন বলে নিরাপত্তা সূত্র জানায়। সরকারের নিরাপত্তা সূত্র জানায়, ইয়েমেনের সরকার সমর্থিত সিকিউরিটি বেল্ট ফোর্সের কুচকাওয়াজ শেষ হওয়ার পরপরই এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। কুচকাওয়াজ পরিদর্শনের জন্য অতিথিদের জন্য তৈরি মঞ্চের কাছে এ ক্ষেপণাস্ত্র আঘাত করে। বিডি প্রতিদিন/হিমেল

সব মার্কিন প্রেসিডেন্ট শান্তি চান কিন্তু শুরু করেন যুদ্ধ'/ ৩১ ডিসেম্বর, ২০১৯ ১৯:৪৬

Image
ট্রাম্প-ওবামা-বুশ-ক্লিনটন যুক্তরাষ্ট্ররে সব প্রেসিডেন্ট শান্তির কথা বলেন কিন্তু যুদ্ধ শুরু করেন। এর কারণ হচ্ছে তারা সবাই সামরিক শিল্প কমপ্লেক্সের কাছে বন্দী। ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন আমেরিকার প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক ডেনিস এটলার। তিনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ইস্যুতে আমেরিকার স্বার্থ নিয়ে কাজ করেছেন। ক্যালিফোর্নিয়ার ক্যাব্রিলো কলেজের নৃ-বিজ্ঞানের সাবেক এ অধ্যাপক বলেন, সিরিয়া এবং ইরাকে অব্যাহতভাবে মার্কিন সেনারা যে দখলদারিত্ব কায়েম করে রেখেছে তা আন্তর্জাতিক সমস্ত রীতি-নীতি ও আইনের লংঘন। সিরিয়া সরকার এবং ইরাকের দেশপ্রেমিক শক্তিগুলো বারবার মার্কিন সেনাদের চলে যাওয়ার কথা বলেছে; তারপরেও তারা সেখানে দখলদারিত্ব কায়েম করে রেখেছে। মার্কিন সেনাদের এই দখলদারিত্বের কোন বৈধতা নেই। ডেনিস এটলার বলেন, সিরিয়া এবং ইরাকে মার্কিন সেনাদের বিরুদ্ধে যে প্রতিরোধ চলছে তা মোটেই বিস্ময়কর কিছু নয়। প্রতিটি দেশের জনগণের নিজেদের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার অধিকার থাকে। সিরিয়া এবং ইরাকে মার্কিন সেনারা যে হামলা চালাচ্ছে তার কড়া সমালোচনা কর...

সর্বনিম্ন তাপমাত্রায় কানপুর ও সর্বোচ্চে দিল্লির শত বছরের রেকর্ড

Image
ছবি: সংগৃহীত প্রচণ্ড শীত আর ঘন কুয়াশায়  জনজীবন স্থবির হয়ে পড়েছে। উত্তর প্রদেশের কানপুর সর্বনিম্ন তাপমাত্রার শতবছরের রেকর্ড ভেঙ্গেছে। অন্যদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রায় শত বছরের রেকর্ড ভেঙ্গেছে দিল্লি। এ অবস্থায় বিমান ও ট্রেন শিডিউল বিপর্যয়ে পড়েছে। খবর বিবিসি ও এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের কানপুরে মঙ্গলবার সকাল সাতটায় তাপমাত্রা শূন্য ডিগ্রির চেয়ে কম রেকর্ড করা হয়েছে। এর আগে ১৯১৩ সালের ২৯ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত তিন দিন ধরে কানপুরের তাপমাত্রা আশংকাজনকভাবে কমছে। তাছাড়া উত্তর প্রদেশ এবং বিহারের অনেক জায়গায় ঘন কুয়াশা দেখা গেছে। মাঝারি থেকে ঘন কুয়াশায় ছেয়ে গেছে পাঞ্জাব, চণ্ডীগড় ও পশ্চিম রাজস্থান। অন্যদিকে সোমবার দিল্লিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা শতবছরের রেকর্ড ভেঙ্গেছে। ওই দিন সেখানকার তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক মাত্রার চেয়ে ১১ দশমিক ৪ ডিগ্রি নিচে। ১৯০১ সালে তাপমাত্রা রেকর্ড শুরু করার পর থেকে এটাই ছিলো সর্বোচ্চ তাপমাত্রার দিক দিয়ে সবচেয়ে কম। আরও পড়ুন:  চলতি বছর ১৫ ল...

চলতি বছর ১৫ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারত

Image
ছবি: সংগৃহীত ২০১৯ সালে ১৫ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারত। এই মাইলফলক স্পর্শ করায় মঙ্গলবার যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে একটি অনুষ্ঠান করা হয়। সেখানে তিন মুক্তিযোদ্ধার হাতে ভিসা তুলে দেন ভারতের হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ। হাই কমিশনার বলেন, আগে ভিসা পেতে অনেক ধরনের বাধা ছিল। এখন সেটা নেই। ফলে ভারতে আসা-যাওয়া বেড়েছে। এটাকে আমরা স্বাগত জানাচ্ছি। ভিসা প্রক্রিয়া সহজ হওয়ায় ভারত যাওয়া বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা খুবই খুশি যে, আজকাল আমাদেরকে ভিসা নিয়ে কথা বলতেই হয় না। ভিসা এত সহজে ইস্যু হয়। আমরা চাইব, লোকেরা আরও বড় সংখ্যায় ভারতে যাক। এখন লোকে সিকিম দেখতে যায় প্রচুর। বরফ দেখতে হলে সিকিমই সবচেয়ে কাছের। হাই কমিশনের তথ্য অনুযায়ী, বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে ৬৫ দশমিক ৬১ শতাংশ। এর আগে ২০১৮ সালে ১৪ লাখ ৫০ হাজার এবং ২০১৭ সালে ১৩ লাখ ৮০ হাজার বাংলাদেশিকে ভিসা দিয়েছিল ভারত। যা ২০১৯ সালে এসে ১৫ লাখ দাঁড়িয়েছে। ইত্তেফাক/জেডএইচ

প্রাথমিকে গড় পাসের হার ৯৫.৫০ শতাংশ

Image
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা, ৩১ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ৫০ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ৩ লাখ ২৬ হাজার ৮৮ জন। অন্যদিকে, ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ৯৬ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ১১ হাজার ৮৭৭ জন। আজ মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের এই তথ্য তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এর আগে সকালে গণভবনে পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছিল ১৭ নভেম্বর। দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল প্রায় ২৯ লাখ। আজ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে। আরও পড়ুন:  অনলাইন ও এসএমএসে যেভাবে পরীক্ষার ফল জানবেন

জেএসসি-জেডিসিতে বেড়েছে পাসের হার

Image
ফাইল ছবি ২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার প্রকাশিত ফলাফল অনুযায়ী এ বছর পাসের হার শতকরা ৮৭.৯০ ভাগ। যা গতবছরের তুলনায় ২.০৭ ভাগ বেশি। এ বছর নয়টি সাধারণ বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ২৬,০২,০৫৩ জন শিক্ষার্থী। এরমধ্যে পাশ করেছে ২২,৮৭,২৭১ জন। পাসের হারের সঙ্গে বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যাও। এবার জিপিএ-৫ পেয়েছে ৭৮,৪২৯ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিলো ৬৮,০৯৫ জন। এর আগে আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পিইসি, জেএসসি, জেডিসি ও প্রাথমিক ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ইত্তেফাক/এএম