Posts

টেক্সাসে গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত ২

Image
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফর্ট ওর্থের নিকটে একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত হয়েছেন। রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ওই ঘটনার ফুটেজে দেখা গেছে, হামলাকারী উঠে এক ব্যক্তির সঙ্গে কথা বলেন। তখন ওই ব্যক্তি হামলাকারীকে আরেক ব্যক্তির দিকে ইশারা করেন। তখন তাকে গুলি করে হামলাকারী। এরপর যিনি দেখিয়ে দিয়েছেন তাকেও হত্যা করেন হামলাকারী। এ ঘটনা আরেকজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হোয়াইট সেটেলমেন্টে ওয়েস্ট ফ্রিওয়ে গির্জায় এ দুর্ঘটনা ঘটে।  বিডি প্রতিদিন/ফারজানা

বাণিজ্য মেলা এলাকায় যানজট নিরসনে ট্রাফিক নির্দেশনা

Image
রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশে খোলা জায়গায় আগামী ১ জানুয়ারি (বুধবার) থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ মেলার আয়োজন করে।  বাণিজ্য মেলা উপলক্ষে প্রতিবছর এ সময়টায় আগারগাঁও ও আশপাশের এলাকায় দর্শণার্থীদের যানবাহনের কারণে যান চলাচলের চাপ বেড়ে যায়। লেগে যায় যানজট। কখনো তা অসহনীয় হয়ে ওঠে। এ পরিস্থিতি ওই এলাকার মানুষের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।  ফলে মেলায় দর্শনার্থীদের সঠিক পথে ও সুষ্ঠুভাবে গমনাগমন, সুশৃঙ্খল যানবাহন পার্কিং/বাহিরসহ আশপাশের এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক নিম্নবর্ণিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেলায় আগত যানবাহন পার্কিং স্থান : ক. ১ নম্বর পার্কিং (ডিআইটিএফ-২০২০ এর ভিআইপি গেট থেকে প্রধান গেট পর্যন্ত খালি জায়গা)। খ. ২ নম্বর পার্কিং (ডিআইটিএফ-২০২০ এর ২ নম্বর গেট সংলগ্ন খালি জায়গা)। গ. ৩ নম্বর পার্কিং (র‌্যাব-২ অফিসের বিপরীত কলোনি মাঠ)। ঘ. ৪ নম্বর পার্কিং (র‌্যাব-২ অফিসের উত্তর পাশে সরকারি কলোনি মাঠ)। ঙ. ৫ নম্বর প...

গাড়ির ওপর বিধ্বস্ত প্লেন, নিহত ৫

Image
যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা রাজ্যের লাফায়েতে শহরে ওয়ালমার্ট সুপার মার্কেটের কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। ওই দুর্ঘটনা থেকে সৌভাগ্যক্রমে এক আরোহী বেঁচে গেছেন। বিমানটি বিধ্বস্ত হয়ে একটি গাড়ির ওপর আছড়ে পড়লে ওই গাড়ির চালক আহত হন। ঘটনাস্থলে থাকা আরও দু’জন আহত হয়েছেন। বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর শনিবার রাত ৯টার দিকে প্লেনটি বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে রয়েছেন দেশটির সংবাদমাধ্যমের ক্রীড়া প্রতিবেদক কার্লে আন ম্যাককর্ড। সূত্র: বিবিসি বিডি প্রতিদিন/কালাম

বাবা ট্রাম্প ফের প্রেসিডেন্ট হলে হোয়াইট হাউস ছাড়বেন ইভাঙ্কা!/২৯ ডিসেম্বর, ২০১৯ ১৯:১৬

Image
বাবা-মেয়ের সম্পর্ক তো মধুরই ছিল। নিজের প্রশাসনিক কাজেও মেয়ের পরামর্শ ছাড়া প্রায় কোনও পদক্ষেপ গ্রহণ করেন না। এই মুহূর্তে মার্কিন প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ পদাধিকারীর নাম ইভাঙ্কা ট্রাম্প। কিন্তু বাবা ট্রাম্পের সঙ্গে এমন কী হল মেয়ের যে বাড়ি ছেড়ে চলে যেতে চান ইভাঙ্কা?  একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এমন ইঙ্গিতই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে। তার কথায় বোঝা গেল, বাবা যদি সামনের বারও প্রেসিডেন্ট হন, তাহলে তিনি হোয়াইট হাউস ছেড়ে চলে যেতে পারেন। কারণ, রাজনীতি তার কাছে আর তেমন আগ্রহের বিষয় নেই।আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ফের নির্বাচিত হলে হোয়াইট হাউসের পদ ছাড়তে পারেন তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। রাজনীতির চেয়ে সন্তানরাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে ৩৮ বছর বয়সী ইভাঙ্কা আরও বলেন, আমার সন্তান এবং তাদের সুখই সবার আগে আমাকে বিবেচনা করতে হবে। আসন্ন নির্বাচনে ট্রাম্প জিতলে আবারও তিনি মার্কিন প্রশাসনে কাজ করবেন কিনা- এমন প্রশ্নের জবাবে ট্রাম্পের উপদেষ্টা ইভাঙ্কা এসব কথা বলেন। সূত্র : এনডিটিভি। বিডি-প্রতিদিন/শফিক

শীতের প্রকোপ কিছুটা কমলেও তেঁতুলিয়ায় ৫.৭ ডিগ্রি

Image
ফাইল ছবি। সারাদেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। এতে শীতের প্রকোপ কিছুটা কমেছে। সোমবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রবিবার সেখানে ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। এছাড়া রাজধানীতে একই সময়ে ১২ দশমিক ৭ ডিগ্রি ছিল। আজ ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সোমবার সকালে আবহাওয়াবিদ নাজমুল হক এ তথ্য জানান। তিনি আরও বলেন, দেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও রাজশাহী ও রংপুর বিভাগে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। এছাড়া খুলনা, কুষ্টিয়া ও ময়মনসিংহ অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।নতুন বছরের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় শীতের প্রকোপ আরও বৃদ্ধি পেতে পারে। আরও পড়ুন :  মোবাইল সেবা তলানিতে দুর্ভোগে গ্রাহকরা এদিকে রবিবারের ন্যায় আজ সোমবারও সূর্যের দেখা মিলেছে। এতে অনেকেই তীব্র শীত থেকে রক্ষা পেতে রোদ পোহাতে দেখা যায়। আবহাওয়ার দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, মওসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদরা জানান, ৮ থেকে ১০ ডিগ...

যে নভোযান তিন মাসেই পৌঁছে দেবে মঙ্গল গ্রহে

Image
ছবি সংগৃহীত বর্তমানে যে ধরনের রকেটচালিত মহাকাশযান রয়েছে তাতে চড়ে মঙ্গলে যেতে ৯ মাস সময় লাগবে। একজন অভিজ্ঞ নভোচারীর জন্য ৯ মাস বেশ দীর্ঘ সময়। মূলত মঙ্গলগ্রহে মানুষ পাঠানো নিয়ে সেই ধরনের কোনো প্রকল্প না থাকার কারণেই হয়তো এক্ষেত্রে এখনো খুব বেশি অগ্রগতি হয়নি। তবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাসহ নানা প্রতিষ্ঠানের প্রকৌশলীরা কাজ করছেন এমন এক প্রযুক্তি আবিষ্কার করতে—যাতে দুই থেকে তিন মাসের মধ্যেই পৃথিবী থেকে মঙ্গলে যাওয়া সম্ভব হয়। নাসার একদল বিজ্ঞানীর বক্তব্য, সৌরশক্তি ব্যবহার করে মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর আগে অন্যান্য সরঞ্জাম পাঠানো যেতে পারে। তবে এতে জ্বালানি কম লাগলেও এ প্রকল্পে দুই থেকে আড়াই বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। অন্য বিজ্ঞানীরা বলছেন, দ্রুত মঙ্গলে পৌঁছানোর একটি উপায় হচ্ছে নিউক্লিয়ার থার্মাল ইলেকট্রিক প্রোপালশন—সোজা বাংলায় যাকে বলা যেতে পারে পরমাণু শক্তিচালিত রকেট ইঞ্জিন ব্যবহার করা। আরেকটি উপায় হচ্ছে ইলেকট্রিক আয়ন প্রোপালশন—যাতে ব্যবহূত হবে বিদ্যুত্শক্তি। এসব প্রযুক্তি ব্যবহার করেই চলছে নতুন ধরনের নভোযান নির্মাণের চেষ্টা যা আগের চেয়ে কম সময়ে মঙ্গলে যেতে সক্ষম...

যুক্তরাষ্ট্রে পাকিস্তানের চেয়ে ভারতীয় লবি বেশি প্রভাবশালী

Image
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, যুক্তরাষ্ট্রে পাকিস্তানের চেয়ে দিল্লির লবি অনেক শক্তিশালী। সেই কারণেই ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের দ্বি-পাক্ষিক সম্পর্কেও তার প্রভাব পড়ে। যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে এই মন্তব্য করার পাশাপাশি ফের কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়া ও তার জন্য উপত্যকায় নিয়ন্ত্রণ এবং নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধেও সরব হন ইমরান খান। উত্তর আমেরিকায় পাকিস্তানি বংশোদ্ভুত চিকিৎসকদের সংগঠন ‘ফিজিশিয়ান্স অব পাকিস্তানি ডিসেন্ট অব নর্থ আমেরিকা’ (আপনা)-র আয়োজনে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ইমরান খান। কিন্তু ওই অনুষ্ঠানও ভারত-পাকিস্তান প্রসঙ্গ টেনে আনেন ইমরান। তিনি বলেন, ‘‘আমেরিকায় বর্তমানে পাকিস্তানের চেয়ে ভারতের লবি বেশি শক্তিশালী। সেই কারণে নয়াদিল্লির অবস্থানের কাছে সব সময় ইসলামাবাদের মত চাপা পড়ে যায়। এবং তার প্রভাব পড়ে আমেরিকার পাকিস্তান নীতির উপর।’’ বিডি প্রতিদিন/আরাফাত