Posts

দিল্লিতে রেডঅ্যালার্ট জারি, সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

Image
দিল্লিতে তীব্র শীত। ছবি: সিয়াসাত। প্রায় ১১৮ বছর পর হাড়কাঁপানো শীতের দেখা পেল ভারতের রাজধানী নয়াদিল্লির অধিবাসীরা। এবার তাপমাত্রা রেকর্ড করা হয় ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দুই সপ্তাহ ধরে তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে বিমান ও রেল পরিষেবা বিঘ্নিত হচ্ছে ভারতের রাজধানীতে। দেশটির আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, শীতের তীব্রতা আরো বাড়তে পারে। এ কারণে রাজধানী দিল্লিতে জারি করা হয়েছে রেডঅ্যালার্ট। এতে তীব্র শীত থেকে বাঁচতে নগরবাসীকে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হতে বলা হয়েছে। দিল্লি ছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর রাজস্থান, উত্তরপ্রদেশসহ হাড়কাঁপানো শীত পড়েছে হিমাচল প্রদেশেও। এ ছাড়া মানালি, সুন্দরনগরসহ কয়েকটি স্থানে তাপমাত্রা শূন্যের নিচে নেমেছে। ১৯৩০ সালের ২৭ ডিসেম্বর দিল্লির তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিলো। এখন পর্যন্ত সেটিই সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। ২০১৩ সালের ৩০ ডিসেম্বর ও ১৯৯৬ সালের ১১ ডিসেম্বর দিল্লির তাপমাত্রা এ বছরের চেয়েও নিচে নেমেছিল। তখন তাপমাত্রা ছিল ২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, এর আগে ১৯০১ সালে এমন হাড়কাঁপ...

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

Image
ফাইল ছবি। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রবিবার ভোররাতে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। রবিবার সকালে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস এ তথ্য জানান। তিনি বলেন, চলতি শীত মৌসুমে এটাই সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে ২৬ ডিসেম্বর পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রাজধানীতে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আরও পড়ুন :  কুমিল্লায় ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলযোগাযোগ বন্ধ তিনি আরও বলেন, রংপুর, রাজশাহী বিভাগসহ চুয়াডাঙ্গা, শ্রীমঙ্গল এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী তিনদিন তা অব্যাহত থাকতে পারে এবং বিস্তার লাভ করতে পারে। আজও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। এরপর নতুন বছরের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় শীতের প্রকোপ আরও বৃদ্ধি পেতে পারে। আবহাওয়াবিদরা জানান, ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। ৬ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রা থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়। ৬ ডিগ্রির নীচে তাপমাত্রা নেমে আসলে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। আবহাওয়ার পূর্বা...

উত্তরে আতিক, দক্ষিণে তাপস আওয়ামী লীগের মেয়র প্রার্থী

Image
আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি: ইত্তেফাক ঢাকা সিটিতে আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আতিকুল ইসলাম। দক্ষিণে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি। রবিবার বেলা ১২টার দিকে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া দক্ষিণে ৭৫ ও উত্তরের ৫৪ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর নামও ঘোষণা করা হয়। সাঈদ খোকন বাদ যাওয়ার কারণ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যারা একসেপটেবল এবং পপুলার তাদেরই মনোনয়ন দেয়া হয়েছে। তিনি জানান, মহিলা কাউন্সিলরদের ব্যাপারে আজ সন্ধ্যা ছয়টায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মেয়র প্রাথীর নাম ঘোষণার পর ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম বক্তব্য রাখেন। এদিকে বিএনপি উত্তর সিটিতে দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও দক্ষিণে অবিভক্ত ঢাকা সিটির মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। ঢাকা উত্তর সিটিতে তাবিথ আউয়াল...

ক্রিকেট মহলে তোলপাড়! আবারও মুখ খুললেন শোয়েব আখতার

Image
ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রে এখন দানিশ কানেরিয়া ও শোয়েব আখতার। পাকিস্তানের এই দুই প্রক্তন ক্রিকেটারেরবেক্তব্যে সামনে আসছে নানা অজানা তথ্য। পাকিস্তানের একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করেছিলেন শোয়েব। বলেছিলেন, দানিশ কানেরিয়া হিন্দু হওয়ায় তাঁর সঙ্গে এক টেবিলে বসে খাবার খেতে চাইতেন না পাকিস্তান দলের একাধিক তারকা। তাঁর এমন বিস্ফোরণের পর পাকিস্তান ক্রিকেট তোলপাড়। ইতিমধ্যে এত বছর পর অন্তরাল থেকে আলোয় ফিরে এসেছেন কানেরিয়া। তিনিও আখতারের প্রতিটি বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। এসবের মাঝে শোয়েব আখতার আরও একবার সামনে এলেন। কানেরিয়া-কাণ্ডে এবার তাঁর বক্তব্য, তিনি যা বলেছেন সেই বক্তব্য থেকে এক চুলও সরছেন না। তবে তিনি পাকিস্তানের সংস্কৃতি নিয়ে কোনও কথা বলেননি বলে দাবি করেছেন।  শোয়েব আখতার দাবি করেছেন, ''আমি যেটা বলেছি তা দলের ক্রিকেটারদের নিয়ে। এমন ক্রিকেটারদের সারা বিশ্বে পাওয়া যায় যারা বর্ণবৈষম্যমূলক মন্তব্য করে বসে। আমি সেই অপসংস্কৃতি পাকিস্তান দলে জারি করতে দিইনি। আর আমি কখনওই পাকিস্তানের সংস্কৃতি নিয়ে কোনও কথা বলিনি। আমার বক্তব্যের অপব্যাখ্যা হচ...

এক নজরে ২০২০ সালে সরকারি ছুটির তালিকা

Image
ফাইল ছবি নতুন বছরের ক্যালেন্ডার অনুযায়ী, ২০২০ সালে মোট সরকারি ছুটি ২২ দিন। এর মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন। আর নির্বাহী আদেশে ছুটি ৮দিন। এছাড়া মুসলিমদের জন্য ঐচ্ছিক ছুটি রয়েছে ৫ দিন, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ঐচ্ছিক ছুটি ৮ দিন, খ্রিস্টানদের জন্য রয়েছে ৮ দিন ও বৌদ্ধদের জন্য ৫ দিন। সাধারণ ছুটিসমূহ ২১ ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস;  ২৬ মার্চ, স্বাধীনতা ও জাতীয় দিবস; ১ মে, মে দিবস; ৬ মে, বুদ্ধ পূর্ণিমা; ২২ মে, জুমাতুল বিদা; ২৫ মে, ঈদ-উল-ফিতর; ১ আগস্ট, ঈদ-উল-আযহা; ১১ আগস্ট, শুভ জন্মাষ্টমী; ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস; ২৬ অক্টোবর, দুর্গাপূজা (বিজয়া দশমী); ৩০ অক্টোবর, ঈদ-ই-মিলাদুন্নবী (সা.); ১৬ ডিসেম্বর, বিজয় দিবস; ২৫ ডিসেম্বর, যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) সহ মোট ১৪ দিন। নির্বাহী আদেশে সরকারি ছুটিসমূহ ৯ এপ্রিল, শব-ই-বরাত; ১৪ এপ্রিল নববর্ষ; ২১ মে, শব-ই-ক্বদর; ২৪ ও ২৬ মে, ঈদ-উল-ফিতর (ঈদের পূর্বের ও পরের দিন); ৩১ জুলাই ও ২ আগস্ট, ঈদ-উল-আযহা (ঈদের পূর্বের ও পরের দিন); ৩০ আগস্ট, আশুরা-সহ ম...

মঙ্গলগ্রহের মতো তাপমাত্রা যুক্তরাষ্ট্রের আলাস্কায়!

Image
ফাইল ছবি যুক্তরাষ্ট্রের আলস্কার বিটলসে গত প্রায় ১০ দিন ধরে তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়ামের ওপরে ওঠেনি। শনিবার সকালে তাপমাত্রা ছিল মাইনাস ৫৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছেন, শীতকালে মঙ্গলগ্রহে গড়ে এই তাপমাত্রা থাকে। আজ সেখানে তাপমাত্রা মাইনাস ৩৭ ডিগ্রি সেলসিয়াস। শুধু বিটলসই নয়। আলাস্কার আরও অন্যান্য অংশে কোথাও কোথাও তাপমাত্রা মাইনাস ৩৫ থেকে মাইনাস ৫৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দিনের বেলায়ও তাপমাত্রা খুব একটা ওঠে না। সর্বোচ্চ তাপমাত্রা উঠছে মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আগামী দুই-একদিনের মধ্যে তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হয়ে আসতে পারে। তবে আলাস্কায় এমন ঠাণ্ডা খুব একটা অস্বাভাবিক নয়। কেননা বিটলসে বছরে গড়ে ১১ রাত তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। বিডি প্রতিদিন/হিমেল

ভেসে আসা রহস্যময় জাহাজে মানুষের কাটা মাথা ও কঙ্কাল!

Image
প্রতীকী ছবি জাপানের একটি দ্বীপের কাছে উপকূলে ভেসে এসেছে কাঠের এক ‘ভুতুড়ে জাহাজ’। যার মধ্যে বেশ কয়েকটি মানুষের কাটা মাথা এবং দেহের কঙ্কাল রয়েছে। আর এই ভূতুড়ে জাহাজ নিয়ে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে জাপানে।  কোথা থেকে এল এই জাহাজ। কাটা মাথা এবং কঙ্কালগুলোই বা কার তা নিয়ে কার্যত হৈচৈ পড়ে গিয়েছে সে দেশে। ভূতুড়ে এই জাহাজের পাশে ঘেঁষতে দেওয়া হচ্ছে না কাউকে। তবে মনে করা হচ্ছে, ভূতুড়ে এই জাহাজটি উত্তর কোরিয়া থেকে ভেসে এসেছে। ছোট কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এই জাহাজটি। জাপানের সাডো দ্বীপের কাছে ভেড়ার পর এটি থেকে দুটি মানুষের মাথা এবং অন্তত ৫ জন মানুষের মরদেহ পাওয়া গিয়েছে বলে সংবাদ সংস্থাগুলোকে জানিয়েছেন এক উপকূলরক্ষী।  শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রহস্যময় এই জাহাজটিতে মৃতদেহ খুঁজে পাওয়া যায় বলে জানিয়েছেন উপকূলরক্ষী কেই চিনান। তবে জাহাজটিতে জীবিত কাউকেই পাওয়া যায়নি। ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে। তাহলে দেহ এবং কাটা মাথাগুলো রেখে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছে জাহাজটিকে। যদিও মাথা দুটি জাহাজে থাকা পাঁচটি দেহেরই নাকি অন্য কোনও মানুষের তাও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখছে পুল...